গ পৃষ্ঠা ৭
- Bengali Word গনগন English definition [গন্গন্] (অব্যয়) অগ্নি শিখার প্রজ্বলনের আওয়াজ বা এর প্রাখর্যের ভাবসূচক (গনগন করে জ্বলা)। গনগনে, গনগনা (বিশেষ্য) তেজালো; লেলিহান; পূর্ণপ্রজ্বলিত (চন্দন কাঠের গণ্গণা আগুনে ....গর্জিয়া উঠিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গনতি English definition ⇒ গুনতি
- Bengali Word গনা, গোনা, গণা English definition [গোনা, গোনা, গনা] (ক্রিয়া) ১ সংখ্যা স্থির করা; গণনা করা। ২ গণ্য করা; গ্রাহ্য করা; মানুষ বলে গণ্য করা (বেতের কাঁটাবন কঠিন নরম কেই বা তা গণে-(জসীমউদ্দীন))। ৩ অনুমান করা; আঁচ করা; ধারণা করা (বিপদ গনা)। □ (বিশেষ্য) ১ গণন। ২ গণ্যকরণ। ৩ অনুমান; বোধকরণ। □ (বিশেষণ) ১ গণিত (গনা ফল)। ২ ঠিক ঠিক; পূর্ণ; সম্পূর্ণ; পুরাপুরি (গনা দশ বছর)। গনা গনতি, গনা গুনতি, গনা গাঁথা (বিশেষণ) একদম ঠিক; একেবারে ঠিক বা বেশি নয় এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্+(বাংলা) আ>}
- Bengali Word গনাগোষ্ঠী English definition [গোনাগোশ্ঠি/গনাগোষ্ঠী] (বিশেষ্য) গোষ্ঠীবর্গ; সমস্ত আত্মীয়স্বজন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) Öগণ্+আ(গণনা করা যায় যাদের তাদের সকলকেই)+ (তৎসম বা সংস্কৃত শব্দ) গোষ্ঠী}
- Bengali Word গনানো, গণানো English definition [গনানো] (ক্রিয়া) ১ অন্যের দ্বারা গণনা করানো। ২ গনৎকার দ্বারা শুভাশুভ স্থির করানো। □ ( বিশেষ্য), (বিশেষণ) উক্ত উভয় অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্+(বাংলা) আনো}
- Bengali Word গনি, গনী English definition [গোনি] (বিশেষণ) ধনী; ধনবান; অর্থশালী। {(আরবি) গনী }
- Bengali Word গনিমত, গণিমত English definition [গোনিমত্] (বিশেষ্য) ১ যুদ্ধক্ষেত্রে শত্রু থেকে লুণ্ঠিত বা প্রাপ্ত দ্রব্য; লুটের মাল (জঙ্গের ময়দান থেকে ফিরে চলে যেমন দিলীর গণিমত নিয়ে হের-ফররুখ আহমদ)। ২ অনায়াসলব্ধ। ৩ যথেষ্ট (তুমি যে আদৌ পাশ করেছ এই-ই গণিমত)। ৪ সৌভাগ্য। {(আরবি) গনিমাত }
- Bengali Word গন্তব্য English definition [গন্তোব্বো] (বিশেষণ) ১ গমনের লক্ষ্য। ২ অধিগম্য; জ্ঞাতব্য। ৩ লক্ষ্যস্থল। ৪ উদ্দেশ্য। গন্তব্য পথ ( বিশেষ্য) কোনো স্থানে যাওয়ার জন্য যে পথে চলতে হয়; লক্ষ্যস্থলে পৌঁছাবার রাস্তা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+তব্য}
- Bengali Word গন্তা (-ন্তৃ) English definition [গন্তা] (বিশেষ্য), (বিশেষণ) গমন করে এমন; গমনকারী। গন্ত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+তৃচ্>; √গম্+ত্র(ষ্ট্রন্)}
- Bengali Word গন্তু English definition [গোন্তু] (বিশেষণ) ১ গমনশীল; গমনকারী। ২ পথিক। গন্তুকাম (বিশেষণ) গমনোৎসুক। গন্তুকামা ( বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+তুন্}
- Bengali Word গন্দম English definition [গন্দোম্] (বিশেষ্য) ১ গম; গোধূম (গন্দম বড় চমৎকার চিজ-শেখ ফজলল করিম )। ২ বেহেশতের নিষিদ্ধ ফল। {(ফারসি) গন্দুম }
- Bengali Word গন্ধ English definition [গন্ধো] (বিশেষ্য) ১ বাস; সুবাস বা দুর্গদ্ধ; নাসিকা দ্বারা অনুভূত পদার্থের গুণ (ফুলের গন্ধ)। ২ ঘ্রাণ (গন্ধ নেওয়া)। ৩ সুগদ্ধদ্রব্য (গন্ধ মাখা)। ৪ সামান্যতম; অতি সামান্য; লেশমাত্র (নাম গন্ধও নেই)। ৬ আঁচ (বিপদের গন্ধ)। গন্ধকাষ্ঠ (বিশেষণ) সুগদ্ধ কাঠ; চন্দনকাঠ। ২ কালাগুরু; কৃষ্ণচন্দন। গন্ধ গোকুল, গন্ধ গোকুলা (বিশেষ্য) বেজি বা নকুল জাতীয় জন্তুবিশেষ; একজাতীয় খাটাশ। গন্ধ তৈল (বিশেষ্য) সুবাসিত তেল। গন্ধদ্রব্য (বিশেষ্য) ১ সুগন্ধযুক্ত দ্রব্য। ২ নাগকেশর। গন্ধ পুষ্প ( বিশেষ্য) ১ সুগন্ধ ফুল। ২ সচন্দন ফুল। গন্ধ বণিক (বিশেষ্য) ১ গন্ধদ্রব্যের ব্যবসা করে যারা; গন্ধদ্রব্য ব্যবসায়ী। ২ মসলা-ব্যবসায়ী; গন্ধবেনে। ৩ হিন্দু জাতিবিশেষ। গন্ধবহ, গন্ধবাহ (বিশেষ্য) বায়ু; বাতাস (সুগন্ধ গন্ধবাহের মন্দ মন্দ সঞ্চার দ্বারা পরম রমণীয় হইয়া আছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। গন্ধ ভাদাল, গন্ধ ভাদুলি (বিশেষ্য) এক জাতীয় লতা; গাঁধাল। গন্ধ মাদন (বিশেষ্য) রামায়ণোক্ত পর্বতবিশেষ। গন্ধমূষিক (বিশেষ্য) ছুঁচা; ছুছুন্দর। গন্ধমৃগ (বিশেষ্য) কন্তুরী- মৃগ; মৃগবিশেষ। গন্ধরাজ (বিশেষ্য) সুগন্ধ সাদা ফুলবিশেষ। গন্ধশালী (বিশেষ্য) এক প্রকার ধান (ক্ষেত্রে গন্ধশালী জন্মায়-রাহুল সাংকৃত্যায়ন)। গন্ধে গন্ধে ( ক্রিয়াবিশেষণ) সূত্র অনুসরণ করে; সূত্র দ্বারা অবস্থান নির্ণয় করে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গন্ধ্+অ(অচ্)}
- Bengali Word গন্ধক English definition [গন্ধোক্] (বিশেষ্য) হলদে রঙের মৌলিক পদার্থ বিশেষ; sulphur। গন্ধক চূর্ণ (বিশেষ্য) বারুদ। গন্ধক দ্রাবক, গন্ধকাম্ল (বিশেষ্য) দ্রাবক বিশেষ; sulphuric acid। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ+ক(কন্)}
- Bengali Word গন্ধকাষ্ঠ, গন্ধগোকুল, গন্ধতৈল, গন্ধদ্রব্য, গন্ধবণিক, গন্ধবহ, গন্ধবাহ, গন্ধভাদাল, গন্ধভাদুলি, গন্ধমাদন, গন্ধমূষিক, গন্ধমৃগ, গন্ধরাজ English definition ⇒ গন্ধ
- Bengali Word গন্ধর্ব English definition [গন্ধর্বো] (বিশেষ্য) ১ হিন্দুমতে এক প্রকার দেবযোনি; স্বর্গের গায়কগোষ্ঠী। ২ স্বভাব গায়ক বা সঙ্গীতকারী। গন্ধর্ব ছুটানো (ক্রিয়া) প্রহারের চোটে বেসুরে চিৎকার করানো। গন্ধর্ব পূজা (বিশেষ্য) প্রথমে আদর করে পরে প্রহারে বিদায় দান। গন্ধর্ব বিদ্যা (বিশেষ্য) সঙ্গীত বা গীতবিদ্যা। গন্ধর্ব বিবাহ (বিশেষ্য) শুধু পাত্রপাত্রীর সম্মতিতে সংঘটিত এবং প্রাচীন হিন্দুসমাজে সিদ্ধ বিবাহরীতি। গন্ধর্ববেদ (বিশেষ্য) সংগীত শাস্ত্র। গন্ধর্ব লোক (বিশেষ্য ) গন্ধর্বদের বাসস্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ+√অর্ব+অ}
- Bengali Word গন্ধশালী English definition ⇒ গন্ধ
- Bengali Word গন্ধাজীব English definition ⇒ গন্ধোপজীবী
- Bengali Word গন্ধাধিবাস, গন্ধাধিবাসন English definition [গন্ধাধিবাশ্, গন্ধাধিবাশোন্] (বিশেষ্য) হিন্দুদের দেবপূজা বা বিবাহাদি শুভ কর্মের পূর্বে চন্দন তৈল হরিদ্রাদি দ্বারা অনুষ্ঠেয় কৃত্যবিশেষ (সঙ্কল্প সমাচারি গন্ধাধিবাস কার-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ+অধিবাস, অধিবাসন; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word গন্ধি, গন্ধী (-ন্ধিন্) English definition [গোন্ধি] (বিশেষণ) গন্ধসংযুক্ত (কস্তুরিকা গন্ধি বেণী-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। □ (বিশেষ্য) ১ গন্ধবণিক সম্প্রদায়। ২ গাঁধি পোকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ+(বাংলা) ই, (তৎসম বা সংস্কৃত শব্দ) ইন্}
- Bengali Word গন্ধে গন্ধে English definition ⇒ গন্ধ