গ পৃষ্ঠা ৫
- Bengali Word গণ্ডগোল English definition [গন্ডোগোল্] (বিশেষ্য) ১ গোলমাল; অতিশয় কোলাহল; শোরগোল; বহুলোকের কলরব। ২ ওলটপালট; বিশৃঙ্খলা। {গণ্ড+গোল}
- Bengali Word গণ্ডা English definition [গন্ডা] (বিশেষ্য) ১ চারটি। ২ চার কড়া। ৩ প্রাপ্য (আপন গণ্ডা)। ৪ প্রাপ্য টাকা (পাওনা গণ্ডা)। গণ্ডাকিয়া ( বিশেষ্য) গণ্ডা হিসাব করার পদ্ধতি। গণ্ডা গণ্ডা (বিশেষ্য) ১ বহুসংখ্যক; প্রচুর; অনেক। ২ যথেষ্ট পরিমাণ। গণ্ডায় এণ্ডা দেওয়া গোলমালের মধ্যে আপন কর্তব্যে ফাঁকি দিয়ে চলে যাওয়া। {মুণ্ডারি. গণ্ডা}
- Bengali Word গণ্ডার English definition [গন্ডার্] (বিশেষ্য) অত্যন্ত স্থূল চর্ম ও খড়্গবিশিষ্ট বৃহদাকার জন্তুবিশেষ; rhinoceros । গণ্ডারের চামড়া ( বিশেষ্য) ((আলঙ্কারিক)) গালাগাল বা অপমানসূচক কথা যার গায়ে লাগে না বা তাতে যার চৈতন্য হয় না এরূপ লোক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্ড+ক+(বাংলা) আল(ল>র)}
- Bengali Word গণ্ডারী English definition [গন্ডারি] (বিশেষ্য) পক্ষীবিশেষ। {গণ্ডার+ঈ}
- Bengali Word গণ্ডি, গণ্ডী English definition [গোন্ডি] (বিশেষ্য) ১ পরিধি; চৌহদ্দি; বেষ্টনরেখা। ২ সীমা; নির্দিষ্ট পরিসর। ৩ মন্ত্রের সাহায্যে যে স্থান নিরাপদ করা হয়েছে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ্ড+ই, ঈ; (প্রাকৃত) গংডী}
- Bengali Word গণ্ডু, গণ্ডু English definition [গোন্ডু] (বিশেষ্য) ১ উপাধান; বালিশ। ২ গ্রন্থি; গিঁট। গণ্ডুপদ (বিশেষ্য) কেঁচো। গণ্ডুপদী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ছোট কেঁচো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>(প্রাকৃত) গংঠি}
- Bengali Word গণ্ডূষ English definition [গোন্ডুশ্] (বিশেষ্য) ১ মুখে বা হাতের কোষে যে পরিমাণ ধরে; একমুখ বা এক কোষ পানি। ২ হাতের কোষ। ৩ অত্যল্প। গণ্ডূষ করা (হিন্দুমতে) মন্ত্রপাঠপূর্বক হাতের কোষে পানি নিয়ে পান করা (অন্ন ত্যাগ করিয়া, গণ্ডূষ করিয়া উঠিয়া দ্বার খুলিয়া দিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্ড্+ঊষ (ঊষন্)}
- Bengali Word গণ্ডেপিণ্ডে English definition ⇒ গাণ্ডেপিণ্ডে
- Bengali Word গণ্য English definition [গোন্নো] (বিশেষণ) ১ গণনা করা চলে এমন; গণনার যোগ্য; গণনীয়। ২ গ্রাহ্য; স্বীকৃত (বড়ো লোক হিসাবে গণ্য)। ৩ বিবেচনার যোগ্য; বিবেচ্য। ৪ সংখ্যেয়। গণ্যমান্য (বিশেষণ) ১ সম্ভ্রান্ত। ২ বিশেষ মান্য; সম্মানবিশিষ্ট; বিশেষ সম্মানযোগ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্+য(যৎ)}
- Bengali Word গণৎকার English definition ⇒ গনৎকার
- Bengali Word গত English definition [গতো] (বিশেষণ) ১ চলে গেছে এমন; শেষ। ২ বিগত; পূর্বে সংঘটিত; অতীত। ৩ বর্তমানকালের পূর্ববর্তী; অব্যবহিত পূর্ববর্তী (গত বৎসর)। ৪ মৃত (তিনি গত হয়েছেন)। ৫ অধিগত; লব্ধ; প্রাপ্ত (পুঁথিগত বিদ্যা)। ৬ নিহিত; নিবেশিত; স্থপিত (বংশগত, রক্তগত)। ৭ অনুযায়ী; অনুমত; সম্মত (প্রথাগত)। গতকল্য (বিশেষ্য) আজকের অব্যবহিত পূর্বদিন। গতক্লম (বিশেষণ) ক্লান্তি দূর হয়েছে এরূপ; উপশমিত শ্রান্তি; অপগত ক্লান্তি (বিগতক্লম ব্যক্তি)। গতচেতন (বিশেষণ) চেতনাহীন; চেতন নাই এমন; সংজ্ঞাহীন; হতচৈতন্য। গতচেতনা (বিশেষণ ) (স্ত্রীলিঙ্গ) (সীতাও শ্রবণমাত্র গতচেতনা হইয়া .... ভূতলশায়িনী হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। গতজীব, গতজীবন, গতপ্রাণ (বিশেষণ) প্রাণহীন; মৃত; বিগতপ্রাণ (হেরি গতজীব শিশু, বিবশা বিষাদে-মাইকেল মধুসূদন দত্ত)। গতনিদ্র (বিশেষণ) ১ ঘুমহীন; নিদ্রাহীন। ২ ঘুম ভেঙে উঠেছে এমন। গত প্রায় (বিশেষণ) প্রায় চলে গেছে বা শীঘ্রই চলে যাবে এরূপ। গতবল (বিশেষণ) বলহীন; হৃতশক্তি (এতদিনে গতবল দেবি-মাইকেল মধুসূদন দত্ত)। গতবুদ্ধি (বিশেষণ) ১ ব্যথা দূর হয়েছে এমন (বিগতব্যথ ব্যক্তি)। ২ ব্যথাশূন্য; বেদনাশূন্য। গতভাষ (বিশেষণ) বাক্যহারা বা বাক্শক্তিরহিত (অকস্মাৎ হেরিলাম মূর্তি তার ক্লান্ত গতভাষ-বিষ্ণু দে)। গতভূষণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আভরণহীনা; ভূষণহীনা; হৃতালংকারা (গতভূষণা ইন্দ্রাণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। গতযৌবন (বিশেষণ) ১ যৌবনোত্তীর্ণ; বিগত যৌবন। ২ প্রৌঢ় বা বৃদ্ধ। ৩ লুপ্ত যৌবন। গতযৌবনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (গতযৌবনা ক্ষীরোদা-রবীন্দ্রনাথ ঠাকুর)। গতশোক (বিশেষণ) শোকশূন্য; শোকোত্তীর্ণ। গতশোচনা (বিশেষ্য) অতীত বিষয়ের জন্য অনুতাপ; কৃতকর্মের জন্য খেদ। গতসঙ্গ (বিশেষণ) আসক্তিহীন; নিরাসক্ত। গতস্পৃহ বিন বীতরাগ; কামনাশূন্য; নিষ্কাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+ত(ক্ত)}
- Bengali Word গতর English definition [গতোর্] (বিশেষ্য) ১ শরীর; গেত; কায়া (যার না বলে পাশ কাটালে চলে না, এমনকি গত খারাপ হলেও না-সরদার জয়েনউদ্দীন; গতরে ছিল অসুর শক্তি-শামসুল হক)। ২ স্থূলকায়; শরীরের স্থূলতা। ৩ স্বাস্থ্য। ৪ সামর্থ্য; দেহের শক্তি। গতরখাকি, গতরখাগি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সামর্থ্য থাকা সত্ত্বেও পরিশ্রমবিমুখ স্ত্রীলোক; কুঁড়ে মেয়েলোক। □ (বিশেষ্য) গালিবিশেষ (শাশুড়ি গতরখাগি-(কাজী নজরুল ইসলাম))। গতর খাটানো (ক্রিয়া) শারীরিক পরিশ্রম করা। গতর খেকো (বিশেষ্য) (পুংলিঙ্গ) সামর্থ্য থাকলেও যে খাটতে চায় না। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাত্র>}
- Bengali Word গতশোক, গতশোচনা, গতসঙ্গ, গতস্পৃহ English definition ⇒ গত
- Bengali Word গতাগত English definition ⇒ গতায়াত
- Bengali Word গতাগতি, গতায়তি English definition [গতাগোতি, গতায়োতি] (বিশেষ্য) ১ যাতায়াত; গমনাগমন; যাওয়া আসা (এই যে রূপের রথের চালান গতাগতি- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ জন্ম ও মৃত্যু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত+আগিত, আয়তি}
- Bengali Word গতানুগতিক English definition [গতানুগোতিক্] (বিশেষণ) ১ নতুনত্ব বর্জিত। ২ নির্বিচারে পূর্বপ্রথানুসারী; পূর্ব দৃষ্টান্তের অনুবর্তী; মামুলি বা প্রচলিত ধারা অনুগামী। ৩ একঘেয়ে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত+অনুগতিক}
- Bengali Word গতানুশোচনা, গতানুশোচন English definition [গতানুশোচোনা, গতানুশোচোন্] (বিশেষ্য) পশ্চাত্তাপ; গত বিষয়ের জন্য অনুতাপ; অতীত বিষয় বা কৃতকার্যের জন্য শোক বা খেদ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত+অনুশোচনা}
- Bengali Word গতানো English definition [গতানো] (ক্রিয়া) গছানো; চাপিয়ে দেওয়া। □বি, (বিশেষণ) উক্ত অর্থে। {গছানো>}
- Bengali Word গতার্তবা English definition [গতার্তোবা] (বিশেষ্য) যে স্ত্রীলোকের আর্তব শেষ হয়েছে অর্থাৎ ঋতু বন্ধ হয়েছে; বৃদ্ধা নারী। □ ( বিশেষণ) বন্ধ্যা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত+আর্তব (>ঋতু)+আ(টাপ্)}
- Bengali Word গতাসু English definition [গতাশু] (বিশেষণ) মৃত; যার জীবন শেষ হয়েছে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত+অসু}