গ পৃষ্ঠা ৪৪
- Bengali Word গোঁজ English definition [গোঁজ্] (বিশেষ্য) খোঁটা; কীলক। □ (বিশেষণ) বিরক্তি হেতু নির্বাক নিশ্চল ও গম্ভীর (তুফানি গোঁজ হয়ে রইল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তুলনীয়) (হিন্দী) গোজা}
- Bengali Word গোঁজা, গুঁজা English definition [গোঁজা, গুঁজা] (ক্রিয়া) ১ প্রবেশ করানো; পোঁতা। ২ নত করা (ঘাড় গোঁজা)। ৩ কোনো প্রকারে সামান্য আশ্রয় লাভ করা (মাথা গোঁজা)। □ (বিশেষ্য) ১ উক্ত সকল অর্থে। ২ অন্য কিছুর ভিতর যা গুঁজে দেওয়া হয়। ৩ মেরামত কার্যের জন্য যা গুঁজে দেওয়া হয় (চালে খড় গোঁজা); গুঁজি। ৪ কোনো প্রকারে দেওয়া মিল; গোঁজামিল। □ (বিশেষণ) গুঁজে দেওয়া হয়েছে এমন। গোঁজামিল, গোঁজামিলন (বিশেষ্য) ১ বাজে বুঝ দেওয়া মিল; যেন তেন প্রকারে মিল (দায়ে পড়িয়া মিলন গোঁজামিলন মাত্র-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ফাঁকি। {(বাংলা) গোঁজ+আ}
- Bengali Word গোঁট English definition ⇒ ঘোঁট
- Bengali Word গোঁপ English definition ⇒ গোঁফ
- Bengali Word গোঁফ, গোঁপ English definition [গোঁফ্, গোঁপ] (বিশেষ্য) ওষ্ঠদেশের লোমসমূহ; মোচ; গুম্ফ; moustache। গোঁফ খেজুরে (বিশেষণ) অতিশয় অলস; অত্যন্ত কুড়ে (গোঁফের উপরে খেজুর পড়িয়া আছে অথচ সেটি মুখের মধ্যে টানিয়া লইবার কষ্ট স্বীকার করে না এমন অলস)। গোঁফে তা দেওয়া ১ ভবিষ্যৎ লাভের আশায় উৎফুল্ল হওয়া। ২ বিনা কাজে কেবল শৌখিনতা করিয়া কাটানো (বিবাহের পর হইতে গোঁফে তা দিয়া সে বেশ আরামে থাকিবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুম্ফ}
- Bengali Word গোঁসাই, গোসাই, গোসাঞি English definition [গোঁশাই, গোশাই, গোশায়িঁ] (বিশেষ্য) ১ প্রভু (কুমারের প্রাণ মাত্র রাখক গোসাই-সৈয়দ আলাওল)। ২ জগদীশ্বর। ৩ বৈষ্ণব সম্প্রদায়ের গুরুবংশীয় ব্যক্তিদের উপাধি। ৪ বৈষ্ণব। ৫ হিন্দুদের মধ্যে স্বামী বা পূজনীয় ব্যক্তিদের বলা হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোস্বামী; গো=পৃথিবী, স্বামী=প্রভু}
- Bengali Word গোঁৎ, গোঁতা, গোঁত্তা English definition [গোঁত্, গোঁতা, গোঁত্তা] (বিশেষ্য) ১ মাথা নিচু করে জলের মধ্যে বেগে প্রবেশের ভাব। ২ আকাশে বায়ুস্রোতে গুঁতা মারার ভঙ্গিতে কাত হয়ে হঠাৎ টাল খেয়ে নিচে নামার ভাব। ৩ মাথা নিচু করে মস্তকের দ্বারা ধাক্কা দেওয়া বা ঢুঁ দেওয়া (যুদ্ধের জন্যে এগিয়ে এসে হায়দরিকে এক গোঁত্তা বসিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গোঁৎ খাওয়া (ক্রিয়া) হঠাৎ টাল খাওয়া বা ঘুরে পড়া (সাধের ঘুড়িটা গোঁৎ খেয়ে-সুকুমার রায়)। গোঁৎ মারা (ক্রিয়া) মাথা কিছু নিচু করে বেগে বা টাল খেতে খেতে নিচে নামা। {(আরবি) গূতাহ (=ডুব)}
- Bengali Word গোঁড় English definition [গোঁড়্] (বিশেষ্য) নাভিতে বৃদ্ধিপ্রাপ্ত মাংসপিণ্ড বা পিণ্ডাকার উচ্চনাভি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাণ্ড>}
- Bengali Word গোঁড়া ১ English definition [গোঁড়া] (বিশেষণ) উচ্চ নাভিযুক্ত। গোঁড়ালেবু, গোঁড়ানেবু (বিশেষ্য) গোঁড়যুক্ত অতিশয় অল্পস্বাদ ও বৃহদাকার একজাতীয় লেবু; জামির। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোণ্ড+ (বাংলা) আ}
- Bengali Word গোঁড়া ২ English definition [গোঁড়া] (বিশেষণ) ১ ধর্মমতে অন্ধবিশ্বাসী ও একগুঁয়ে, orthodox (ধর্মবিশ্বাসে গোঁড়া হলেও জাফর ছিলেন সর্ববিদ্যাবিশারদ-আবদুল মওদুদ)। ২ অতিশয় সংরক্ষণশীল মনোভাবাপন্ন; প্রাচীনপন্থি; প্রচলিত মতবিশ্বাসে অতিশয় নিষ্ঠাবান। ৩ অন্ধভক্ত; প্রবল অনুরাগী। ৪ অত্যধিক পক্ষপাতী। গোঁড়ামি, গোঁড়ামো (বিশেষ্য) ১ ধর্মমত অন্ধবিশ্বাসের সঙ্গে ও একগুঁয়েভাবে অনুসরণ (গোঁড়া সমর্থক); ধর্মান্ধতা। ২ একান্ত রক্ষণশীলতা। ৩ অন্ধ ভক্তি। ৪ অত্যন্ত পক্ষপাত বা পক্ষপাতের আতিশয্য। {(বাংলা) গোঁড়+আ}
- Bengali Word গোঁয়ানো, গোঙানো, গোঙ্গানো (মধ্যযুগীয় বাংলা) English definition [গোঁয়ানো, গোঙানো, গোঙ্গানো] (ক্রিয়া) ১ কাটানো। ২ অতিবাহিত হওয়া (মিছে খেলায় দিন গোঁয়ান-রামরাম বসু)। ৩ পশ্চাতে যাওয়া; অনুগমন করা (সকল লোক পশ্চাতে গোঁয়ায়-কৃত্তিবাস ওঝা)। ৪ মিলে মিশে থাকা; বনিবনা হওয়া। □ (বিশেষ্য) ১ অতিবাহন; যাপন; কাটানো। ২ অতিবাহিত; যাপিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গমন>}
- Bengali Word গোঁয়ার English definition [গোঁয়ার্] (বিশেষণ) ১ অতিশয় জেদবিশিষ্ট; জেদি; একগুঁয়ে। ২ কাণ্ডজ্ঞানহীন; হোঁৎকা; rash; হঠকারী; উদ্ধত। ৪ দুঃসাহসী। ৫ অশিক্ষিত; অমার্জিত; অসভ্য। গোঁয়ার-গোবিন্দ (বিশেষণ) (বিশেষ্য) কাণ্ডজ্ঞানহীন হঠকারী একগুঁয়ে ও দুঃসাহসী; জেদি ও অত্যন্ত ক্রোধী (আমি পল্টনের গোঁয়ার-গোবিন্দ সেপাই)। গোঁয়ারতুমি, গোঁয়ারতমি, গোঁয়ার্তুমি, গোঁয়ার্তমি (বিশেষ্য) গোঁয়ারের কাজ; হঠকারিতা ও দুঃসাহসিকতার ভাব (গোঁয়ারতুমি করতে গেলেই মুশকিল বাধে-রবীন্দ্রনাথ ঠাকুর; এমনি একটি গোয়ার্তমি যেন তাঁকে পেয়ে না বসে -মোতাহের হোসেন চৌধুরী)। {(উর্দু) গঁয়ার, (হিন্দী) গাঁওয়ার}
- Bengali Word গোঁয়ারা, গোমরা English definition [গোঁয়ারা, গোম্রা] (বিশেষ্য) ১ মুহররমের তাজিয়া; হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হোসেনের কৃত্রিম শবাধার। ২ মুহররম উৎসব। {(ফারসি) গোর (=কবর) বহু }
- Bengali Word গোই (ব্রজবুলি) English definition [গোই] (অসমাপিকাক্রিয়া) গোপন করে (বসনে অঙ্গ সব গোই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুপ্> (বাংলা) √গোপ্+ই, গোপি>}
- Bengali Word গোইন্দাগিরি English definition ⇒ গোয়েন্দা
- Bengali Word গোকর্ণ English definition [গোকর্নো] (বিশেষ্য) ১ অনামিকা ও অঙ্গুষ্ঠ বিস্তৃত করলে তাদের মধ্যে যে ফাঁক হয় তা। ২ গণ্ডূষ। ৩ অশ্বতর। ৪ সাপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+কর্ণ}
- Bengali Word গোকুল English definition [গোকুল] (বিশেষ্য) ১ গরুর পাল। ২ গোষ্ঠ। ৩ যমুনা তীরের একটি গ্রাম; হিন্দু পুরাণোক্ত কৃষ্ণের বাল্য লীলাভূমি। গোকুলে বাড়া (ক্রিয়া) কোনো অজ্ঞাত স্থানে লুকিয়ে শক্তি বৃদ্ধি করা। গোকুলের ষাঁড় (বিশেষণ) (বিশেষ্য) স্বেচ্ছাচারী, যথেচ্ছাচারী, ও অনিষ্টকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+কুল}
- Bengali Word গোক্ষীর English definition ⇒ গো
- Bengali Word গোক্ষুর English definition [গোক্খুর, গোখুর্] (বিশেষ্য) ১ একজাতীয় কাঁটাগাছ। ২ গরুর খুর। ৩ গোখরো সাপ। গোক্ষুরা, গোখুর, গোখরা, গোখরো ( বিশেষ্য) বিষধর সর্পবিশেষ যার ফণায় গরুর ক্ষুরের চিহ্ন আছে। গোখুরা বাঁধন (বিশেষ্য) সাপের গায়ের ছাপের অনুকরণে বেত্রবন্ধন (ফুস্যির সাথে রাঙতা জড়ায়ে গোখুরা বাঁধনে আঁটি-(জসীমউদ্দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ক্ষুর}
- Bengali Word গোগাল English definition [গোগাল্] (বিশেষ্য) কালি (তাদের অনেকেরই চোখে ‘গোগাল’ পড়ে গেছে- নই)। {আঞ্চলিক}