গ পৃষ্ঠা ৪২
- Bengali Word গেরুবাজ English definition ⇒ গেরবাজ
- Bengali Word গেরুয়া English definition [গেরুয়া] (বিশেষণ) ১ গৈরিক বর্ণযুক্ত; গৈরিক বর্ণে রঞ্জিত (মাঝে মাঝে আবার গেরুয়া বসন পরত- নই)। □ ( বিশেষ্য) গৈরিক বস্ত্র (গেরুয়া পরিহিত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৈরিক>}
- Bengali Word গেরেপতার, গেরেপ্তার, গেরেফ্তার English definition ⇒ গ্রেপ্তার
- Bengali Word গেরো ১ English definition [গেরো] (বিশেষ্য) ১ বিপদ; ফের; আপদ। ২ কুগ্রহ; দুর্ভাগ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রহ>}
- Bengali Word গেরো ২ English definition ⇒ গিরা
- Bengali Word গেরোবাজ English definition ⇒ গেরবাজ
- Bengali Word গের্দ English definition ⇒ গেরদ
- Bengali Word গের্দা English definition ⇒ গিরদা
- Bengali Word গেল ১ English definition [গ্যালো] (ক্রিয়া) ১ গমন করল। ২ প্রবেশ করল (ঘরে গেল)। ৩ শেষ বা সমাপ্ত হলো; মৃত্যু হলো (স্বর্গে গেল)। ৪ অতিবাহিত হলো; কাটল (দুঃখে জীবন গেল; দিন গেল)। ৫ বহির্গত বা উত্তীর্ণ হলো (সুচে সুতা গেল না)। ৬ বিনষ্ট হলো (রাজার রাজ্য গেল)। ৭ ব্যয় হলো (উৎসবে অনেক টাকা গেল)। ৮ মুগ্ধ প্রলুব্ধ বা আকৃষ্ট হলো (মন গেল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত>+ (বাংলা) ইল্ল>}
- Bengali Word গেল ২ English definition [গ্যালো] (বিশেষণ) যা চলে গেছে; বিগত; অব্যবহিত পূর্বের (গেল বছর, গেল হাটে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত+ (বাংলা) ইল্ল}
- Bengali Word গেল ৩ English definition [গ্যালো] (অব্যয়) ১ বিস্ময়প্রকাশক শব্দ (গেল যাঃ)। ২ ভীতি, হতাশা, দুশ্চিন্তা ইত্যাদি বোধক শব্দ (গেল গেল, ধর ধর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত>+ (বাংলা) ইল্ল>}
- Bengali Word গেলমান English definition ⇒ গিলমান
- Bengali Word গেলা (মধ্যযুগীয় বাংলা) English definition [গেলা] (ক্রিয়া) গেল (গোয়ালিনী গেলা দধি বিকে-বড়ু চণ্ডীদাস)। গেলান্ত, গেলান্তি, গেলি, গেলী (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) গেল; গমন করল (গেলান্তি সাগরে-বড়ু চণ্ডীদাস; গেলি কামিনী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্; (বাংলা) গেল>}
- Bengali Word গেলা, গিলা English definition [গেলা, গিলা] (ক্রিয়া) ১ গলাধঃকরণ করা। ২ পান করা (ঔষধ গেলা)। ৩ ভোজন করা; আহার করা (এবার বসে বসে গেল)। ৪ আত্মসাৎ করা; গ্রাস করা (অপরের বিষয় গেলা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। গিলানো (ক্রিয়া ) ১ গলাধঃকরণ করানো। ২ ভোজন করানো। ৩ পান করানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) নিগরণ>}
- Bengali Word গেলাপ, গেলাফ, গিলাফ English definition [গেলাপ্, গেলাফ্, গিলাফ] (বিশেষ্য) ১ ওয়াড়; খোল (পুরাতন তম্বুরাটিতে গেলাপ পরাইয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আচ্ছাদন; আবরণ (কাবার গেলাফের এক টুকরা বাহির করিয়া দিলেন-কাজী ইমদাদুল হক)। {(আরবি) গিলাফ্ }
- Bengali Word গেলাস English definition ⇒ গ্লাস
- Bengali Word গেলেমান, গিলমান English definition [গেলেমান্, গিল্মান্] (বিশেষ্য) বেহেশতের সেবকবৃন্দ (বেহেশ্তে হুর গেলেমান বা স্বর্গে অপ্সরা কিন্নরী বলে কোন প্রাণী থাকলে- নই; স্বর্গের হুর গেলেমানগণ .....ও অমরাত্মগণের মুখে শুনিতে লাগিল হায় হোসেন! হায় হোসেন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) গিলমান }
- Bengali Word গেহ English definition [গেহো] (বিশেষ্য) গৃহ; আবাস; বাসস্থান (আনিনু এ হৈম গেহে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃহ>; (তৎসম বা সংস্কৃত শব্দ) গ+ √ঈহ্+অ; √গ্রহ+অ(অন্)}
- Bengali Word গেহুঁ English definition ⇒ গেঁহু
- Bengali Word গোপুর English definition [গোপুর] (বিশেষ্য) ১ মন্দিরদ্বার (মন্দিরের গোপুর ও প্রাচীর সেখানেও শক্তিমান শিল্পীরা কাজ করছে- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ নগর-তোরণ; নগর-দ্বার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুপ্+উর(উরচ্)}