গ পৃষ্ঠা ৪১
- Bengali Word গেজা English definition [গ্যাজা] (বিশেষ্য) সুস্বাদু বা ভালো খাবার (শুকরের হাতে তুমি সপিআছ গেজা-শেখ ফয়জুল্লাহ)। {(আরবি) গিযা }
- Bengali Word গেজেট English definition [গেজেট্] (বিশেষ্য) ১ সংবাদপত্র; newspaper (গেজেট করেছি পাঠ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সরকারি ইস্তাহার; সরকারি ফরমানের বিবরণ। ৩ (ব্যঙ্গার্থ) যার কাছে সর্বপ্রকার সংবাদ থাকে; যে যাবতীয় খবর সংগ্রহ করে এবং বলে বেড়ায়। {(ইংরেজি) gazette}
- Bengali Word গেঞ্জি, গঞ্জি English definition [গেন্জি, গোঞ্জি] (বিশেষ্য) মেশিনে বোনা ছোট জামাবিশেষ; পুরুষের অন্তর্বাস। {(ইংরেজি) guernsey}
- Bengali Word গেট English definition [গেট্] (বিশেষ্য) ফটক; সদর দরজা; প্রবেশদ্বার। {(ইংরেজি) gate}
- Bengali Word গেণ্ডু, গেণ্ডুক English definition [গেন্ডু, গেণ্ডুক] (বিশেষ্য) ভাঁটা; কন্দুক; বল; গোলক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্দুক> (পালি) গেন্দুঅ> (বাংলা) গেণ্ডুক}
- Bengali Word গেণ্ডুয়া, গেন্দুক English definition [গেন্ডুয়া, গেন্দুক্] (বিশেষ্য) বন্দুক; বল; গোলক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গেণ্ডুক}
- Bengali Word গেদা English definition [গ্যাদা] (বিশেষ্য) শিশু (কার জানি গেদা ছাড়িয়াছে দুধ দুদিন সে উপবাস-বন্দে আলী মিয়া)। □ (বিশেষণ) অল্পবয়স্কা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ভিত>গদ্দিঅ>}
- Bengali Word গেনু English definition [গেনু] (ক্রিয়া) (পদ্য.) গমন করলাম; গেলাম। {গেলাম>}
- Bengali Word গেন্দা ১ English definition [গ্যান্দা] (বিশেষ্য) শিশুসন্তান; শিশুপুত্র। গেন্দী (স্ত্রীলিঙ্গ) (গেন্দীটারে আধমরা কৈরা ফালাইছ- মুহম্মদ মনসুরউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্বিত>গেদা>}
- Bengali Word গেন্দা ২ English definition ⇒ গাঁদা
- Bengali Word গেন্দুক English definition ⇒ গেণ্ডুয়া
- Bengali Word গেরদ, গের্দ, গির্দ English definition [গের্দো, গের্দ, গির্দ] (বিশেষ্য) ১ বেষ্টন; আটক। ২ এলাকা; অঞ্চল (পাঁচ লক্ষ সামন্ত দিল্লী গের্দ্দে ছিল -রামরাম বসু)। {(ফারসি) গির্দ্ }
- Bengali Word গেরদা English definition ⇒ গিরদা
- Bengali Word গেরন English definition [গেরোন্] (বিশেষ্য) গ্রহণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রহণ}
- Bengali Word গেরবাজ, গেরোবাজ, গিরুবাজ English definition [গের্বাজ্, গেরোবাজ, গিরুবাজ] (বিশেষ্য) গৃহবাজ; ভালো জাতের পায়রাবিশেষ; লোটন পায়রা (খুব ডিগবাজি খেতে শিখেছিস। তুই আর জন্মে ছিলি গেরবাজ-প্রথমনাথ বিশী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃহ+ (ফারসি) বাজ}
- Bengali Word গেরস্ত, গেরস্থ, গেরস্থালী English definition ⇒ গৃহ
- Bengali Word গেরানি ১ English definition [গেরানি] (বিশেষ্য) গোরবিশেষ; গ্রহণী রোগ (আইল লোনা পানি, হইল গেরানী, অকালেতে লোক মরে-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃহ+ (বাংলা) আনি}
- Bengali Word গেরানি ২ English definition [গেরানি] (বিশেষ্য) মহার্ঘতা; মূল্যাধিক্য; খাদ্যভাব। {(ফারসি) গেরানী }
- Bengali Word গেরি English definition [গেরি] (বিশেষণ) গৈরিক; গেরুয়া রঙের (গেরি মাটি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৈরিক}
- Bengali Word গেরিলা, গেরিল্লা English definition [গেরিলা, গেরিল্লা] (বিশেষ্য) হানাদার সৈন্য; আক্রমণকারী; স্থলচর সৈন্য (আচমকা বাড়ির গেট খুলে কয়েকজন গেরিল্লা বাগানে ঢুকলো-সৈয়দ মুর্তাজা আলী)। {(ইংরেজি) guerilla}