গ পৃষ্ঠা ৪৩
- Bengali Word গোমস্তা, গমস্তা English definition [গোমোস্তা] (বিশেষ্য) ১ তহসিলদার; যে কর্মচারী খাজনা আদায় করে; খাজনা আদায়কারী ব্যক্তি। ২ জমিদার বা মহাজনের পাওনার তাগিদদার বা আদায়কারী। ৩ প্রতিনিধি। {(ফারসি) গুমাশতাহ্ }
- Bengali Word গোরাচাঁদ English definition [গোরাচাঁদ] (বিশেষ্য) গৌরাঙ্গ; শ্রীচৈতন্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৌরচন্দ্র>}
- Bengali Word গোয় English definition [গোয়ো] (ব্রজবুলি) (ক্রিয়া) কাটায়; অতিবাহিত করে। ২ গোপন করে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্}
- Bengali Word গেড়ে বসা English definition [গেড়ে বশা] (ক্রিয়া) কায়েমি হয়ে বা অটল হয়ে বসা। {(তুলনীয়) (হিন্দী) গাঢ়না}
- Bengali Word গেয় English definition [গেয়ো] (বিশেষণ) ১ গান করার উপযুক্ত; গীতযোগ্য। ২ গাওয়া হয় এরূপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+য(যৎ)}
- Bengali Word গেয়ান English definition [গেয়ান] (বিশেষ্য) জ্ঞান; বোধ; চৈতন্য। গেয়ানবোধ (বিশেষ্য) জ্ঞান-বোধ; বোধশোধ; জ্ঞানবুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) জ্ঞান>}
- Bengali Word গৈবি, গৈবী English definition ⇒ গায়েবি
- Bengali Word গৈরিক English definition [গোইরিক্] (বিশেষ্য) ১ গিরিমাটি। ২ রংবিশেষ; গেরুয়া রং (ঝাণ্ডায় তোমার গৈরিক ফোটে--সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ সোনা। ৪ গেরুয়া কাপড়। □ বিন ১ পর্বতে উৎপন্ন। ২ গেরুয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গিরি+ইক(ঠঞ্)}
- Bengali Word গৈরেয় English definition [গোইরেয়ো] (বিশেষ্য) ১ গিরিমাটি। ২ পর্বতে উৎপন্ন বস্তু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গিরি+এয়(ঢক্)}
- Bengali Word গো বেড়েন English definition ⇒ গো
- Bengali Word গো ১ English definition [গো] (বিশেষ্য) ১ গরু; ধেনু; গাভী। ২ গো-জাতি। ৩ বৃষ; ষাঁড়। ৪ চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় (গোচর)। ৫ ধরণী; পৃথিবী (গোস্বামী)। গোক্ষীর (বিশেষ্য) গুরুর দুধ; গোদুগ্ধ। গো-খাদক (বিশেষণ) গোমাংসভোজী। গো-গর্দভ (বিশেষণ) (বিশেষ্য) অজমূর্খ; রেট মূর্খ (অনেক গো-গর্দভ যে পরীক্ষায় পাস করিতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। গোগর্ভ (বিশেষ্য) গাভীর উদর (গোগর্ভে সমুৎপন্ন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। গো-গ্রাস (বিশেষ্য) ১ প্রায়শ্চিত্তের পর গরুর মুখে ঘাস দানের হিন্দু প্রথা। ২ গরুর মতো বড় গ্রাসে দ্রুত গলাধঃকরণ (গো-গ্রাসে গেলা)। গোগ্রাসী (বিশেষণ) সর্বগ্রাসী (আজো খোলা আছে গোগ্রাসী তার হাঁ-যে-বুদ্ধদেব বসু)। গোঘ্ন (বিশেষণ) ১ গো হত্যাকারী; গো-ঘাতক। □ (বিশেষ্য) অতিথি। গোচন্দন (বিশেষ্য) গোরোচনা। গোচারণ (বিশেষ্য) গরু চরানো; গরুকে মাঠে নিয়ে গিয়ে তৃণাদি খাওয়ানো। গোদান (বিশেষ্য) হিন্দুদের মধ্যে ধেনুদানরূপ ধর্মকার্য। গোদোহনী, গোদোহিনী (বিশেষ্য) দুগ্ধ দোহনের পাত্র; দুধের কেঁড়ে। গোধন (বিশেষ্য) গরুরূপ সম্পদ। গোবৎস (বিশেষ্য) বাছুর। গো-বেড়েন (বিশেষ্য) গরুকে প্রহার করার ন্যায় নির্দয় প্রহার। গো-বৈদ্য (বিশেষ্য) ১ গাভীর রোগের চিকিৎসক। ২ হাতুড়ে চিকিৎসক; quack। গোব্রজ (বিশেষ্য) ১ গোষ্ঠ। ২ গোচারণ ক্ষেত্র। গো-ভাগাড় (বিশেষ্য) গরুর মৃতদেহ ফেলার স্থান। গোমূত্র (বিশেষ্য) চোনা। গো-মেধ (বিশেষ্য ) প্রাচীন কালে হিন্দুদের গরুকে বলিদান দ্বারা অনুষ্ঠিত একপ্রকার যজ্ঞ; গোবধে নিষ্পন্ন যজ্ঞবিশেষ। গোযান (বিশেষ্য) গরুর গাড়ি। গো-রক্ত (বিশেষ্য) গরুর রক্ত-হিন্দুবিশ্বাস অনুযায়ী গোহত্যা ব্রাহ্মণ হত্যার মতো গুরুতর অপরাধ (গোরক্ত-ব্রহ্মরক্তপাত)। গোরক্ষক (বিশেষ্য) রাখাল। গোরস (বিশেষ্য) ১ গরুর দুধ (গোরস সহিতে যেন না মিলএ তেল-দৌলত উজির বাহরাম খান)। ২ গরুর দুধ থেকে প্রস্তুত ঘৃত ইত্যাদি। গো-শালা (বিশেষ্য) ১ গোয়াল। ২ গরু রাখার স্থান। গোস্তন (বিশেষ্য) ১ গুলান; গরুর স্তন (চলিতে দুলিছে শত গোস্তন পূর্ণ শীতল রসে- সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ চার-নরী হার। গোস্তনী (বিশেষ্য) গোস্তনের ন্যায় যে ফল; দ্রাক্ষাফল; আঙুর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+ও(ডো)}
- Bengali Word গো ২ English definition [গো] (অব্যয়) সম্বোধনসূচক শব্দবিশেষ (সখী গো, হ্যাঁ গো)। {অগো, ওগো>}
- Bengali Word গো-গর্দভ, গোগর্ভ English definition ⇒ গো
- Bengali Word গো-দান, গো-দোহনী, গো-দোহিনী English definition ⇒ গো
- Bengali Word গো-ধন English definition ⇒ গো
- Bengali Word গো-ব্রজ English definition ⇒ গো
- Bengali Word গো-ভাগাড় English definition [গোভাগাড়] (বিশেষ্য) গরু মারা গেলে যে স্থানে ফেলে দেওয়া হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ (বাংলা) ভাগাড়}
- Bengali Word গো-মক্ষিকা English definition [গোমোক্খিকা] (বিশেষ্য) যে মাছি গরুকে দংশন করে; কুকুরে মাছি; ডাঁশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+মক্ষিকা}
- Bengali Word গো-রক্ত, গোরক্ষক English definition ⇒ গো
- Bengali Word গোঁ English definition [গোঁ] (বিশেষ্য) জিদ (সমাজ তার নিজের গোঁ ছাড়ে না-প্রথম চৌধুরী)। গোঁ গোঁ ( অব্যয়) যন্ত্রণা; ক্রোধ প্রভৃতিজনিত কাতরানি বা অস্ফুট গর্জন। {(ফারসি) গুংগ্, তুলি. (হিন্দী) গুংগা; অথবা, ধ্বন্যাত্মক}