জ পৃষ্ঠা ১১
- Bengali Word জর্জর, জরজর English definition [জর্জর্] (বিশেষণ) ১ জীর্ণ; ক্লিষ্ট (শোকে জর্জর)। ২ কাতর; পীড়িত (প্রেমে জর্জর)। ৩ ঝাঁজরাকৃত; অন্তঃসারশূন্য (ঘুণে খেয়ে জর্জর করা)। {(তৎসম বা সংস্কৃত) √জর্জ্+অর}
- Bengali Word জর্জরিত English definition [জর্জোরিতো] (বিশেষণ) ১ জর্জার করা হয়েছে এমন; জীর্ণ; শীর্ণ (শোকে জর্জরিত)। ২ নিপীড়িত; ক্ষত-বিক্ষত (শরাঘাতে জর্জরিত)। জর্জারিতা (স্ত্রীলিঙ্গ)। জর্জরীকৃত (বিশেষণ) জর্জর করা হয়েছে এমন। জর্জরীভূত (বিশেষণ) যা শীর্ণ ও পীড়িত হয়েছে। জর্জরীভূতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জর্জ+ই(ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word জর্ডন English definition [জর্ডন্] (বিশেষ্য) প্যালেষ্টাইনের মধ্য দিয়া প্রবাহিত নদী; এর পানি খ্রিস্টানদের নিকট অত্যন্ত পবিত্র এবং এই নদীর পানি স্পর্শ করিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়। {(ইংরেজি) Jordan; (আরবি) উর্দন}
- Bengali Word জর্দা English definition ⇒ জরদা
- Bengali Word জর্ম, জরম ((মধ্যযুগীয় বাংলা)) English definition [জর্মো, জরম্] (বিশেষ্য) জন্ম (বিধির কারণ কর্ম অন্ধ; কালা; খর্ব; জর্ম চেষ্টা বলে না হয় খন্ডিত-কাজী দৌলত; জরম লভিল কাহ্নাঞি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) জন্ম}
- Bengali Word জরৎকারু English definition [জরোত্কারু] (বিশেষ্য) সুপ্রসিদ্ধ মুনি যিনি কঠোর তপস্যা দ্বারা স্বীয় শরীরকে ক্রমে ক্রমে ক্ষীণ করেছিলেন, হিন্দুদেবী মনসার স্বামী। {(তৎসম বা সংস্কৃত) √জৃ+অৎ=জরৎ+কারু; (বহুব্রীহি সমাস))}
- Bengali Word জল English definition [জল্] (বিশেষ্য) ১ পানি; বারি; সলিল; উদক; অন্বু; নীর; পয়; তোয়; অপ্। ২ বর্ষণ; বৃষ্টিপাত (জল হওয়া)। ৩ হালকা খাবার বা নাশতা (জল খাওয়া)। ৪ ক্ষয় বা ব্যয় (রক্ত জল করা টাকা)। ৫ অশ্রু (চোখ দিয়ে জল ঝরা)। ¨ (বিশেষণ) ১ শীতল; স্নিগ্ধ (শরীর জল হওয়া)। ২ হিমু; আড়ষ্ট (আত্মা জল হওয়া)। ৩ বিগলিত; তরল (হৃদয় জল হওয়া)। ৪ অপচিত; নষ্ট; ব্যর্থ (টাকা জলে ফেলা)। ৫ সহজবোধ্য বা সরল (দুর্বোধ যা কিছু ছিল হয়ে গেল জল-রবীন্দ্রনাথ ঠাকুর)। জলউঁচু, জলনিচু (বিশেষ্য) স্তাবকতা; তোষামুদি; মন-রাখা কথা। জলওঠা (ক্রিয়া) ১ জল বের হওয়া বা বমি হওয়া। ২ জল ভিতরে প্রবেশ করা (নৌকায় বা ঘরে জল ওঠা)। জলকন্টক (বিশেষ্য) ১ পানিফল। ২ কুমির। জলকবঞ্চ (বিশেষ্য) ১ নারিকেল। ২ শঙ্খ। ৩ পদ্ম। ৪ মেঘ। জলকর (বিশেষ্য) ১ জল অথবা জলাশয় প্রভৃতির উপর দেয় বা ধার্য খাজনা। জলকরা (ক্রিয়া) ১ পানির মতো তরল করা (বুঝিয়ে জল করে দিয়েছে)। ২ ক্রোধ প্রশমিত করা; ঠাণ্ডা করা। ৩ লোকশান দেওয়া। ৪ হিম বা আড়ষ্ট করা (শীতে শরীর জল করে দিয়েছে)। ¨ (বিশেষণ) ঐ সকল অর্থে। জলকল্লোল (বিশেষ্য) ১ জলস্রোতের কলকল ধ্বনি। ২ পানির ধ্বনিমুখর তরঙ্গ। জলকষ্ট (বিশেষ্য) পানির অভাবজনিত ক্লেশ বা পানি সংক্রান্ত অসুবিধা। জলকাক, জলপারাবত, জলবায়স (বিশেষ্য) পানকৌড়ি (সংকট শালিক শারী, শুক জলকাক-সৈয়দ আলাওল)। জলকাদা (বিশেষ্য) ১ বৃষ্টির পানি ও তার ফলে পথের কাদা। ২ পথের পানি ও কাদা। জলকক্কুট (বিশেষ্য) গাংচিল। জলকক্কুটী (স্ত্রীলিঙ্গ)। জলকুন্তল (বিশেষ্য) শেওলা; শৈবাল। জলকূর্ম (বিশেষ্য) শুশুক। জলকে (ক্রিয়াবিশেষণ) পানি আনতে বা পানি সংগ্রহ করতে (বেশ বেলা থাকতে মেয়েরা কলসী মাথায় ‘জলকে’ আসত-সৈয়দ মুজতবা আলী)। জলকেলি, জলক্রীড়া, জলখেলা (বিশেষ্য) পানিতে নেমে সন্তরণাদি খেলা; জলবিহার। জলখরচ করা (ক্রিয়া) শৌচ করা। জলখাওয়া (ক্রিয়া) ১ পানি ও সামান্য খাবার খাওয়া; টিফিন করা; নাশতা খাওয়া। ২ সামান্য কিছু মুখে দিয়ে পানি পান করা। জলখাবার (বিশেষ্য) ১ জলযোগের বস্তু; টিফিন; নাশতা। ২ মিষ্টান্ন। জলগণ্ডূষ (বিশেষ্য) এক হাতে যতটা পানি ধরে; এক আজঁলা পানি। জলগর্ভ (বিশেষণ) ভিতরে পানি বিশিষ্ট; পানিপূর্ণ। জলগর্ভা (স্ত্রীলিঙ্গ)। জলগালা (ক্রিয়া) নিংড়িয়ে ফেলা; নিংড়ানো। জলগ্রহণ না করা (ক্রিয়া) কোনো সম্পর্ক না রাখা। জলচর (বিশেষ্য) যে প্রাণী পানিতে বাস করে; জলজন্তু (যেন দীর্ঘ জলচর রৌদ্র পোহাইছে শুয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ¨ (বিশেষণ) জলাশয়াদিতে বাস করে এমন; জলবিহারী। জলচরী (স্ত্রীলিঙ্গ)। জলচল (বিশেষ্য), (বিশেষণ) বর্ণাশ্রম অনুসারে যেসব জাতের স্পৃষ্ট জল ব্রাহ্মণের ব্যবহারযোগ্য; জলাচরণীয়। জলচারী (বিশেষণ) পানিতে বিচরণকারী; জলচর। জলচারিণী (স্ত্রীলিঙ্গ)। জলচৌকি (বিশেষ্য) ছোট চতুষ্কোণ কাষ্ঠাসনবিশেষ। জলছড়া (বিশেষ্য) প্রচুর পানির ছিটা। জলছত্র, জলসত্র (বিশেষ্য) তৃষ্ণার্ত পথিকদের পানি বিতরণের স্থান (স্থানে স্থানে অন্নশালা দিতে জলছত্র-সৈয়দ আলাওল)। জলছবি (বিশেষ্য) যে ছবি ভিজিয়ে অন্য কাগজে ছেপে ধরে ছাপ তোলা যায়। জলজ (বিশেষণ) পানিতে জন্মে এমন; জলজাত। ¨ (বিশেষ্য) ১ পদ্মফুল। ২ শঙ্খ। জলজন্তু (বিশেষ্য) যে সকল প্রাণী পানিতে জন্মে ও তাতে বাস করে; জলচর প্রাণী। জলজান (বিশেষ্য) উদজান; Hydrogen। জলজিয়ন্ত, জলজীয়ন্ত, জলজ্যান্ত (বিশেষণ) ১ টাটকা; তাজা। ২ অত্যান্ত স্পষ্ট; একেবারে প্রত্যক্ষ (জাজ্বল্যমান জলজিয়্ন্ত দৃষ্টান্ত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ সম্পূর্ণরূপে জীবন্ত ও প্রত্যক্ষ (আমার জলজ্যান্ত মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও-সুকুমার রায়)। ৪ বিশুদ্ধ; খাঁটি; ডাহা (জলজ্যান্ত মিথ্যা)। জল-ঝড় (বিশেষ্য) বৃষ্টি ও ঝড়; ঝঞ্ঝা। জলটল (বিশেষ্য) জলখাবার। জলটুঙি, জলটুংগি, জলটুঙ্গি, গৃহ (বিশেষ্য) জলাশয়ের মধ্যস্থলে তৈরি ঘরবিশেষ (বাপের বাড়ীতে আছে গো জলটুঙ্গীর ঘর-(ময়মনসিংহ গীতিকা))। জলতরঙ্গ (বিশেষ্য) ১ জললহরি; পানির ঢেউ। ২ এক প্রকার বাদ্য। ¨ (বিশেষণ) ঢেউখেলানো; জলতরঙ্গের মতো গঠনযুক্ত। জলত্রাস (বিশেষ্য) জলাতঙ্ক রোগ। জলদ (বিশেষ্য) মেঘ। জলদস্যূ (বিশেষ্য) নদীপথে বা সমুদ্রে যারা ডাকাতি করে। জলদান (বিশেষ্য) বিশেষ তিথিতে হিন্দুদের পিতামাতার উদ্দেশ্যে জলদানের অনুষ্ঠান (কতকাল আগে মা তাকের উপর জলদানে পাওয়া মেটে কলসী তুলিয়া রাখিয়াছিলেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। জলদুর্গ (বিশেষ্য) পানিবেষ্টিত দুর্গ; যে দুর্গের চারিদিকে পানি; পরিখা দ্বারা ঘেরা দুর্গ। জলদেওয়া (ক্রিয়া) ১ হিন্দুদের চিতায় পানি ঢালা। ২ তর্পণ করা। ৩ মৃত্যু মুহুর্তে মুখে পানি দেওয়া। ৪ পানি সেচন করা (গাছে জল দেওয়া)। জলদেবতা (বিশেষ্য) হিন্দুমতে পানিতে বসবাসকারী দেবতা; বরুণ। জলদোষ (বিশেষ্য) ১ উদরী; dropsy। ২ কুরণ্ড; কোষ বৃদ্ধি; hydrocele। জলদ্রোণী (বিশেষ্য) সেঁউতি; পানি সেচনী। জলধনু (বিশেষ্য) চন্দ্রের চারিদিকে চক্রাকারে যে বাষ্পরেখা দেখা যায় (নিরভ্র অন্বর তলে শোভয়ে যেমতি জলধনু আবেষ্টিতে তারা-কুলপতি-ইসমাইল হোসেন শিরাজী)। জলধর (বিশেষণ) জলধারণকারী। ¨ (বিশেষ্য) মেঘ। ২ সমুদ্র। জলধারা (বিশেষ্য) ১ পানির প্রবাহ; পানির স্রোত। ২ বৃষ্টিধারা। জলধি (বিশেষ্য) সাগর; জলধারণকারী। জলনকুল, জলন’গলা (ক্রিয়া) অত্যন্ত কৃপণতা করা; বদ্ধমুষ্টি হওয়া (হাত দিয়ে জল গলে না)। জলনালি, জলপ্রণালি (বিশেষ্য) জল নিষ্কাশনের পথ; নর্দমা; পয়ঃপ্রণালি। জলনিধি (বিশেষ্য) সাগর; বারিধি; জলধি। জলনির্গমনী (বিশেষ্য) জলনালি; নর্দমা। জলনীলিকা ⇒ পৃথক ভুক্তি। জলপটি, জলপট্টি (বিশেষ্য) পানি দ্বারা সিক্ত বস্ত্রখণ্ড; জলসেক (নিরখি এ দৃশ্য দ্রুত উঠে অমর দিলা বেঁধে জলপট্টি হিরণের মাথে-কায়কোবাদ)। জল-পড়া (বিশেষ্য) মন্ত্রপূত পানি। ¨ (ক্রিয়া) ১ পানি মন্ত্রপূত করা। ২ জল পড়ে যাওয়া। ৩ বৃষ্টিপাত হওয়া; বৃষ্টি পড়া। জলপাই ⇒ পৃথক ভুক্তি। জলপতি (বিশেষ্য) ১ হিন্দুদেবতা বরুণ। ২ সমুদ্র। জলপথ (বিশেষ্য) ১ নৌকা স্টিমার জাহাজ প্রভৃতির সাহায্যে যাবার পথ; নদী সমুদ্র প্রভৃতি। ২ জলনালি। জলপাত্র (বিশেষ্য) কলসি, ঘটি প্রভৃতি পানি রাখবার আধার। জলপান (বিশেষ্য) ১ পানি খাওয়া। ২ মুড়ি চিড়া খই ইত্যাদি সামান্য আহার। ৩ জলযোগ। জলপানি (বিশেষ্য) ১ ছাত্রবৃত্তি; Scholarship (এবার পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জলপানি পাইতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ জলযোগের পয়সা। জলপিঁড়ি (বিশেষ্য) পা ধোয়ার পানি ও বসবার স্থান। জলপিপি ⇒ পৃথক ভুক্তি। জলপ্রদান (বিশেষ্য) মৃতব্যক্তির উদ্দেশ্যে জলদান। জলপ্রপাত (বিশেষ্য) উচ্চস্থান থেকে অবিরত বেগে জলস্রোতের নিম্নে পতন। জল-প্রবাহ (বিশেষ্য) জলস্রোত। জলপ্লাবন (বিশেষ্য) পানিতে দেশ ভেসে যাওয়ার অবস্থা; বন্যা; বান। জলবহ (বিশেষ্য) ১ পানি বহনকারী; ভিস্তি (সুবাসিত জল ঢালে জলবহ-মাইকেল মধুসূদন দত্ত)। ¨ (বিশেষণ) জলপূর্ণ (জলবহ মেঘ)। জলবায়ু, জলহাওয়া (বিশেষ্য) আবহাওয়া; কোনো দেশ বা স্থানের সারা বৎসরের শীত-গ্রীষ্ম বৃষ্টিপাত প্রভৃতির সাময়িকরূপ; আবহাওয়া। জলবাহ (বিশেষ্য) ১ মেঘ। ২ পানি বহনকারী; ভিস্তি। জলবাহিত (বিশেষণ) পানির সাহায্যে সংক্রমিত (জলবাহিত রোগ)। জলবিছুটি, জলবিছটি (বিশেষ্য) পানিতে ভিজানো বিছুটি গাছ-যা গায়ে লাগলে অতিশয় জ্বালা করে ও চুলকায়। জলবিজ্ঞান (বিশেষ্য) পানিবিষয়ক বিদ্যা বা শাস্ত্র। জলবিড়াল (বিশেষ্য) ভোঁদড়; উদ্। জলবিম্ব (বিশেষ্য) ভুড়ভুড়ি; পানির বৃদ্বুদ। জলবিষুব (বিশেষ্য) কার্তিক মাসের সংক্রান্তি। জলবিহার (বিশেষ্য) জলকেলি; জলক্রীড়া; পানিতে নেমে যে খেলা। জলবুদ্বুদ (বিশেষ্য) জলবিম্ব; ভুড়ভুড়ি। জলভাঙা, জলভাঙ্গা (বিশেষ্য) ভেতর থেকে পানি বের হয়ে আসা; সন্তান প্রসবের সময়ে রমণীদের গর্ভাশয় থেকে পানি বের হওয়া; স্রাব হওয়া; পানমুচি ভাঙা। ¨ (ক্রিয়া) পানির ভিতর দিয়ে চলা। জলভ্রমি (বিশেষ্য) নদী বা সমুদ্রের মধ্যে পানির পাক বা আবর্ত। জলমগ্ন (বিশেষণ) পানিতে যুবেছে এমন। জলমগ্না (স্ত্রীলিঙ্গ)। জলমজ্জন (বিশেষ্য) জলে ডোবা। জলময় (বিশেষণ) জলপূর্ণ; জলে ব্যাপ্ত; জলে প্লাবিত। জলময়ী (স্ত্রীলিঙ্গ)। জলমরা (ক্রিয়া) উত্তাপে পানি উবে গিয়ে শুকিয়ে যাওয়া। জলমার্জার (বিশেষ্য) ভোঁদড়; উদ্। জলমুক (বিশেষ্য) মেঘ; জলধর। জলমুহরি (বিশেষ্য) পানি বের হওয়ার মুখ বা পথ; নর্দমা। জলযন্ত্র (বিশেষ্য) ১ পানি তোলার কল (ইশারাতে পুচ্ছ উঠালে নামালে যে শুধু তাই নয়, জলযন্ত্র ঘোরালে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পানি ঘড়ি। ৩ ফোয়ারা। ৪ পিচকারি; spray (আর যত গ্রামের সন্বন্ধে তারা ভাই, জলযন্ত্র লইয়া সবে আইল ধায়া ধাই-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। জলযান (বিশেষ্য) জলপথে ভ্রমন করার যান; নৌকা ষ্টিমার জাহাজ ইত্যাদি। জলযুদ্ধ (বিশেষ্য) নৌযুদ্ধ। জলযোগ (বিশেষ্য) জলপান; জলসহযোগে সামান্য কিছু খাবার খাওয়া; সামান্য আহার্য গ্রহণ ও পানি পান (আপনি বিলক্ষণ জলযোগ করিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। জলরোধক (বিশেষণ) যাহা পানি আটকে রাখে; water-tight। জলশূকর (বিশেষ্য) কুমির। জলশৌচ (বিশেষ্য) মলমূত্র ত্যাগের পর অঙ্গাদি পানি দিয়ে ধুয়ে পবিত্রকরণ। জলসই-পানিতে নিমজ্জিত বা পানি বরাবর। জলসত্র ⇒ পৃথক ভুক্তি। জলসম (বিশেষ্য) পানির উপর অংশের ন্যায় সমতল; level। জলসরা (বিশেষণ) যা থেকে পানি বের হয়েছে এমন(জল সরা দই)। জলসহা, জলসওয়া (ক্রিয়া) হিন্দু সমাজে বিবাহাদি ব্যাপারে প্রতিবেশীর গৃহ থেকে জল সংগ্রহরূপ সংস্কার। জলসা ⇒ পৃথক ভুক্তি। জলসাৎ (বিশেষ্য) ১ পানিতে নিক্ষিপ্ত। ২ পানিতে পরিণত। জলসেক (বিশেষণ) ১ জলসেচন; পানি সেচা; পানি ছিটানো। ২ গরম পানিতে সিক্ত বস্ত্রখণ্ড নিংড়ে তার দ্বারা সেক বা উত্তাপ দান। জলস্তম্ভ (বিশেষ্য) নদী বা সমুদ্র থেকে পানির স্তম্ভাকারে উত্থান ও পতন; water spout (ভূমিকম্প জলস্তম্ভ দাবানল যাই ঘটুক না কেন-মনোজ বসু)। জলস্ফীতি (বিশেষ্য) পূর্ণিমা অমাবস্যায় নদী ও সমুদ্রের পানি বৃদ্ধি। জলহওয়া (ক্রিয়া) ১ বৃষ্টি হওয়া। ২ শান্ত হওয়া; ক্রোধ প্রশমিত হওয়া।৩ তরল হওয়া বা গলে যাওয়া। ৪ সহজবোধ্য হওয়া। জলহয়ে যাওয়া (ক্রিয়া) ১ রাগ পড়ে যাওয়া। ২ একেবারে ঠাণ্ডা হয়ে যাওয়া। জলহস্তী (বিশেষ্য) হাতির ন্যায় জলজন্তু বিশেষ। জলহস্তিনী (স্ত্রীলিঙ্গ)। জলহওয়া (ক্রিয়া) ১ বৃষ্টি হওয়া। ২ শান্ত হওয়া; ক্রোধ প্রশমিত হওয়া। ৩ তরল হওয়া বা গলে যাওয়া। জলহাওয়া (বিশেষ্য) জল ও হাওয়া; আবহাওয়া; জলবায়ু। জলহারা (বিশেষ্য) ১ পানিশূন্য; জলহীন; শুস্ক। ¨ (বিশেষণ) ১ জলবাহক। ২ লঘু; হালকা; (জলহারা মেঘ-রবীন্দ্রনাথ ঠাকুর)। জলহাস (বিশেষ্য) ফেন। জলে পড়া (ক্রিয়া) ১ অস্থানে উপস্থিত হওয়া; অকূলে পড়া। ২ অপাত্রে পড়া। জলে ফেলা, জলে দেওয়া (ক্রিয়া) ১ বৃথা ব্যয় করা। ২ অপাত্রে দান করা। জলে যাওয়া (ক্রিয়া) লোকসান হওয়া; বৃথা হওয়া; নষ্ট হওয়া; অপচয় হওয়া। জলের আলপনা (বিশেষ্য) ক্ষণস্থায়ী জিনিস। জলের দাম (বিশেষ্য) অত্যন্ত সস্তা। জলের মতো (বিশেষণ) ১ সহজ। ¨ (ক্রিয়াবিশেষণ) সহজে; অবলীলাক্রমে; বিনা কষ্টে। ডুবে ডুবে জলখাওয়া-গোপনে শাস্ত্রগর্হিত বা নিষিদ্ধ বা অন্যায় কাজ করা। সাতঘাটের জলখাওয়ানো-ভীষণভাবে জব্দ বা নাকাল করা। {(তৎসম বা সংস্কৃত) √জল্+অ(অচ্)}
- Bengali Word জলওয়া English definition ⇒ জলোয়া
- Bengali Word জলঙ্গা, জলংগা English definition [জলোঙ্গা] (বিশেষণ) জলের ন্যায় বর্ণ (আসমানী নীল রঙের সাথে জলঙ্গা নীল মেশে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) জল্+অঙ্গ>}
- Bengali Word জলজলাট English definition [জল্জলাট্] (বিশেষ্য) জাকজমকপূর্ণ অবস্থা; দবদবা; শানশওকত; খ্যাতি-প্রতিপত্তি (পূর্বের মিত্তির বাবুদের বড় জলজলাট ছিল-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) জ্বল+জ্বলট}
- Bengali Word জলদ ১ English definition [জলোদ্] (বিশেষ্য) ১ মেঘ; জলকর (ঝলমল করে জেন জলদ উঝলা-শেখ ফয়জুল্লাহ)। ¨ (বিশেষণ) জলদাতা। জলদা (স্ত্রীলিঙ্গ)। জলদকাল, জলদাগম (বিশেষ্য) বর্ষাকাল; বৃষ্টির সময়। জলদজাল (বিশেষ্য) মেঘসমূহ (দুর্ভাগা ও অধঃপতনের জলদজাল বেশীদিন তিষ্ঠিতে পারে না!-ইসমাইল হোসেন শিরাজী)। জলদমন্দ্র (বিশেষ্য) মেঘের গম্ভীর শব্দ। জলদোদয় (বিশেষ্য) ১ মেঘোদয়; মেঘসঞ্চার। ২ বর্ষাকাল। {(তৎসম বা সংস্কৃত)জল+√দা+অ(ক)}
- Bengali Word জলদ ২ English definition [জলোদ্] (বিশেষণ) দ্রুত; তাড়াতাড়ি (জলদ লয়ের সংগীত)। {(আরবি) জল্দী}
- Bengali Word জলদি, জলদী English definition [জোল্দি] (ক্রিয়াবিশেষণ) শীঘ্র; দ্রুত; সত্বর; অচিরে (এনার বাত মাফিক কাম করলে মোদের মেটির ভিতর জলদি যেতে হবে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। চট জলদি (ক্রিয়াবিশেষণ) অতি-দ্রুত; তখন-তখন; তৎক্ষণাৎ। {(আরবি) জলদী}
- Bengali Word জলধর English definition [জলোধর্] (বিশেষ্য) ১ মেঘ; জলদ। ২ সমুদ্র। ¨ (বিশেষণ) জলধারণকারী। {(তৎসম বা সংস্কৃত) জল+√ধৃ+অ(অচ্)}
- Bengali Word জলধি English definition [জলোধি] (বিশেষ্য) সাগর; সমুদ্র। জলধি-কুমারী, জলধি সুতা (বিশেষ্য) হিন্দু দেবতা লক্ষ্ণী। {(তৎসম বা সংস্কৃত) জল+√ধা+ই(কি)}
- Bengali Word জলনর English definition [জলোনর্] (বিশেষ্য) শরীরের উপরের দিক মানুষের ন্যায় নীচের দিক মাছের মতো-এরূপ জলচর প্রাণী। {(তৎসম বা সংস্কৃত) জল+নর}
- Bengali Word জলনিধি English definition ⇒ জল
- Bengali Word জলনীলিকা, জলনীলী English definition [জলোনিলিকা, জলোনিলি] (বিশেষ্য) শৈবাল। {(তৎসম বা সংস্কৃত) জল+নীলিকা, নীলী}
- Bengali Word জলপতি English definition ⇒ জল
- Bengali Word জলপাই English definition [জল্পাই] (বিশেষ্য) সুপরিচিত অম্লস্বাদ ফলবিশেষ।(আকরোট ছোহারা লবঙ্গ জলপাই-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) জলপাদপ}