জ পৃষ্ঠা ৪১
- Bengali Word জড় ২, জড়ো English definition [জড়ো] (বিশেষণ) ১ একত্র সমবেত। ২ একত্রীকৃত; স্তূপীকৃত। {(তৎসম বা সংস্কৃত) জটা>(প্রাকৃত) জডা>}
- Bengali Word জড় ৩ English definition [জড়] (বিশেষ্য) শিকড়; মূল (গাছের জড়)। ২ আদি কারণ; গোড়া (নষ্টের জড়)। ৩ বিষাক্ত বা বিশেষ প্রতিষেধক মূল বা শিকড় (সঙ্গে লইল জড়ের লাড়ু-(ময়মনসিংহ গীতিকা))। জড়মারা (ক্রিয়া) ১ মূল বা শিকড় তুলে ফেলা। ২ আদি কারণ ধ্বংস করা; মূল নষ্ট করা। {(তৎসম বা সংস্কৃত) জটা>}
- Bengali Word জড়বফ্ত English definition [জড়্বফ্ত] (বিশেষ্য) সোনা ও চাঁদির তার ও সুতায় বোনা; অতি সূক্ষ্ম বস্ত্রবিশেষ (অতি সুক্ষ্ম ‘জড়বফ্ত’ ও শবনম দ্বারা দ্বারসমূহের যবনিকা প্রস্তুত করা হইল-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) জর্বাফ্ত্}
- Bengali Word জড়া English definition [জড়া] (বিশেষ্য) জট (জড়া বাঁধা)। □(বিশেষণ) জড়িয়ে গেছে এমন; গায়ে গায়ে লাগা (জড়া ভাত, জড়া সেমাই)। জড়াজড়ি (বিশেষ্য) ১ আলিঙ্গন; গলাগলি। ২ জাপটা-জাপটি। □(বিশেষণ) বিশেষ ঘনিষ্ঠ; পরস্পর সংহতি (জড়াজড়ি হয়ে বসা)। {জড়২ +আ}
- Bengali Word জড়ানো, জড়ান English definition [জড়ান্, জড়ানো] (ক্রিয়া) ১ বেষ্টন বা আলিঙ্গন করে ধরা। ২ বেষ্টিত করা। ৩ মোড়া বা আবৃত করা। ৪ গুটানো। ৫ মাখানো বা মেশানো। ৬ লিপ্ত বা সংশ্লিষ্ট হওয়া বা করা। ৭ অস্পষ্ট বা আড়ষ্ট হওয়া (কথা জড়ানো)। ৮ অবশ হওয়া (হাত পা জড়ানো)। ৯ পিণ্ডীকৃত হওয়া (ভাত জড়ানো)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √জট্>জড়+আনো}
- Bengali Word জড়াপটকি, জড়াপুটলি English definition [জাড়পোট্কি, জড়াপুট্লি] (বিশেষ্য) তালগোল; অদ্ভুত জট (নানা শাস্ত্রের নানা সূত্রের এহেন জড়াপটকি বাধানো যে সম্ভব-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √জট্>জড়+আ+(তৎসম বা সংস্কৃত) পেটক>পটকি, (তৎসম বা সংস্কৃত) পেটিকা>পুটলি}
- Bengali Word জড়ি English definition [জোড়ি] (বিশেষ্য) ঔষধ বা তাবিজরূপে ব্যবহারের শিকড়। জড়িবুটি (বিশেষ্য) ১ শিকড় বা জড় থেকে প্রস্তুত ঔষধের বটিকা। ২ টোটকা। ঔষধ। {(তৎসম বা সংস্কৃত) জটা>জড়+ই}
- Bengali Word জড়িত English definition [জোড়িতো] (বিশেষণ) ১ সংক্রান্ত; সংশ্লিষ্ট; সংলগ্ন। ২ লিপ্ত; ব্যাপৃত। ৩ যুক্ত; মিশ্রিত (ভয়জড়িত)। ৪ জড়তা-পূর্ণ; অস্বচ্ছন্দ; কুণ্ঠাযুক্ত (দ্বিধায় জড়িত পদে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ খচিত। ৬ বেষ্টিত বা আবদ্ধ (ঋণে জড়িত)। ৭ অস্পষ্ট; আড়ষ্ট (জড়িত স্বর)। {(তৎসম বা সংস্কৃত) √জট্>জড়+ত(ক্ত)}
- Bengali Word জড়িমা English definition [জোড়িমা] (বিশেষ্য) ১ জাড্য; জড়তা। ২ অস্পষ্টতা। ৩ আচ্ছন্নতা; ঘোর; আবেশ (স্বপ্ন জড়িমা পলকে ভাঙ্গিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) জড়+ইমন্(ইমনিচ্)}
- Bengali Word জড়ীকৃত English definition [জোড়িক্কৃতো] (বিশেষণ) নিস্পন্দ করা হয়েছে এমন; জড়ভাবে পরিণত এমন। {(তৎসম বা সংস্কৃত) জড়+চ্বি+√কৃ+ত(ক্ত)}
- Bengali Word জড়ীভূত English definition [জোড়িভুতো] (বিশেষণ) ১ জড়তায় আচ্ছন্ন; জড়তাপ্রাপ্ত; জড়সদৃশ অবস্থাবিশিষ্ট (লালসা আবেশে জড়ীভূত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিতান্ত স্ফূর্তিরহিত; নিরুদ্যম; নিশ্চেষ্ট। ৩ বিজড়িত; সমাচ্ছন্ন (ঋণজালে জড়ীভুত)। {(তৎসম বা সংস্কৃত) জড়্+চ্বি+√ভূ+ত(ক্ত)}
- Bengali Word জড়ুল, জড়ুর (বিরল), জরুড় (বিরল) English definition [জোড়ুল্, জোড়ুর্, জোরুড়্] (বিশেষ্য) জন্মদাগ; দেহে তিল অপেক্ষা বৃহৎ চিহ্ন। {(তৎসম বা সংস্কৃত) জট+(বাংলা) উল=জটুল>}
- Bengali Word জড়ো English definition ⇒ জড়২
- Bengali Word জড়োপাসক English definition [জড়োপাশোক্] (বিশেষ্য), (বিশেষণ) জড়প্রকৃতি তথা অচেতন পদার্থের উপাসনাকারী; প্রকৃতির উপাসক। জড়োপাসনা (বিশেষ্য) জড়প্রকৃতির উপাসনা; প্রকৃতি পূজা। {(তৎসম বা সংস্কৃত) জড়+উপাসক; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জড়োয়া English definition [জড়োয়া] (বিশেষ্য) ১ মণিমুক্তা বা মূল্যবান প্রস্তরাদি খচিত অলঙ্কার। ২ মণিমুক্তাজড়িত বা খচিত (জড়োয়া গহনা)। {জড়+ওয়া>}
- Bengali Word জয় English definition [জয়্] (বিশেষ্য) ১ বশে আনা; আয়ত্তকরণ (ইন্দ্রিয় জয়, শত্রু জয়)। ২ বিপক্ষের পরাভব বা পতন সাধন (যুদ্ধ জয়)। ৩ অধিকার বিস্তার বা হস্তগতকরণ (রাজ্য জয়)। ৪ সাফল্য; কৃতকার্যতা (বুদ্ধির জয়)। ৫ স্তুতি বা শুভেচ্ছা-সূচক উক্তি (গুরুজির জয়)। বিপ. পরাজয়। জয়কেতু (বিশেষ্য) ১ জয়নিশান। ২ (ব্যঙ্গার্থ) দর্শনের শোভা (কলকেতা সহরে কতকগুলি বেকার জয়কেতু আছেন-কালীপ্রসন্ন সিংহ)। জয় জয় কার (বিশেষ্য) ১ জয়ধ্বনি; সাধুবাদ; ব্যাপক বিজয়; অভিনন্দন। ২ সর্বত্র সকল বিষয়ে জয়। জয় জয়ন্তী (বিশেষ্য) সঙ্গীতের একটি রাগিণী। জয়ডঙ্কা, জয়ঢাক (বিশেষ্য) জয়সূচক বাদ্যধ্বনি; প্রাচীন কালে রণবাদ্যরূপে ব্যবহৃত একপ্রকার বৃহৎ ঢাক। জয়তু (ক্রিয়া) জয় হোক। জয়ধ্বজা (বিশেষ্য) বিজয় পতাকা। জয়ধ্বনি (বিশেষ্য) ১ জয়সূচক শব্দ; জয়ের জন্য আনন্দ কোলাহল। ২ জয়জয়কার। জয়পতাকা (বিশেষ্য) বিজয় জ্ঞাপক পতাকা; জয়লাভের চিহ্ন স্বরূপ যে পতাকা উড্ডীন করা হয়। জয়পত্র (বিশেষ্য) ১ জয়সূচক পত্র। ২ মোকদ্দমার বিচার শেষ করে বিচারপতি বিজয়ী পক্ষকে যে চূড়ান্ত আদেশপত্র প্রদান করেন; ডিক্রিপত্র। জয়পত্রী (বিশেষ্য) বিপক্ষের পরাজয় স্বীকারপত্র। জয়পরাজয় (বিশেষ্য) হারজিত; কৃতকার্যতা ও অকৃতকার্যতা। জয়ভেরি (বিশেষ্য) ১ জয়সূচক ঢাকের শব্দ। ২ জয়ঢাক। জয়মালা, জয়মাল্য (বিশেষ্য) বিজয়-গৌরব সূচক মালা; জয়ের নিদর্শনস্বরূপ প্রাপ্ত মালা। জয়লক্ষ্মী (বিশেষ্য) হিন্দু মতে জয়ের অধিষ্ঠাত্রী দেবী। জয়লেখ (বিশেষ্য) জয়চিহ্ন; জয়টিকা; জয়ের চিহ্ন স্বরূপ তিলক বা লিখন। জয়শঙ্খ (বিশেষ্য) যে শঙ্খ বাজিয়ে হিন্দুদের যুদ্ধজয় ঘোষণা করা হয়। জয়শব্দ (বিশেষ্য) ১ জয় হোক এরূপ আশীর্বাণী। ২ জয়ধ্বনি। জয়শীল (বিশেষ্য) যে সকল সময়ে সকল স্থানে জয়লাভ করে। □ (বিশেষণ) জয়ী; জয়যু্ক্ত। জয়শীলা (স্ত্রীলিঙ্গ)। জয়শৃঙ্গ (বিশেষ্য) রণশিঙ্গা। জয়শ্রী (বিশেষ্য) ১ হিন্দুমতে বিজয়লক্ষ্মী; জয়ের অধিষ্ঠাত্রী দেবী। ২ সঙ্গীতের একটি রাগিণী। জয়স্তম্ভ (বিশেষ্য) বিজয়লাভের চিহ্নস্বরূপ নির্মিত স্তম্ভ। {(তৎসম বা সংস্কৃত) √জি+অ(অচ্)}
- Bengali Word জয়তুন English definition [জয়্তুন্] (বিশেষ্য) জলপাই। জয়তুনি (বিশেষণ) জয়তুন সম্পর্কিত (কোন জয়তুনী স্মৃতিকণা বহি জাগো অশান্ত রজনী দিন-ফররুখ আহমদ)। {(আরবি) জায়তুন}
- Bengali Word জয়ত্রী, জয়িত্রী, জৈত্রি, জৈত্রী English definition [জয়োত্ত্রি, জয়িত্ত্রি, জোইত্ত্রি, জোইত্ত্রি] (বিশেষ্য) মসলারূপে ব্যবহৃত জায়ফলের শুষ্ক বহিরাবরণ; জাতিপত্র; মসলাবিশেষ। mace। {(তৎসম বা সংস্কৃত) জাতীপত্রী}
- Bengali Word জয়দেব English definition [জয়্দেব্] (বিশেষ্য) গীতগোবিন্দ রচয়িতা বারো শতকের সুপ্রসিদ্ধ বাঙালি কবি। {(তৎসম বা সংস্কৃত) জয়+দেব}
- Bengali Word জয়ন্ত English definition [জয়োন্তো] (বিশেষ্য) ১ পুরোণোক্ত ইন্দ্রের পুত্র। ২ শিব। জয়ন্তী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √জি+অন্ত(ঝচ্)}