জ পৃষ্ঠা ২
- Bengali Word জওয়ান, জুয়ান English definition [জওয়ান্, জুয়ান্] (বিশেষ্য) ১ যুবক (তার বিচে ছিল এক নবীন জওয়ান। ওম্মর বৎসরে ষোল তালাব উপর-সৈয়দ হামজা)। ২ বলবান ব্যক্তি। ৩ সেনাবাহিনীর সেপাই। □(বিশেষণ) তরুণ (গাছের তলায় দেখে জওয়ান আওরত-সৈয়দ হামজা)। জওয়ানি (বিশেষ্য) ১ যৌবন (সুরাত জামাল জওয়ানির ঠোঁটে বেকার নওজোয়ান-ফররুখ আহমদ)। ২ যুবা অবস্থা; যৌবনকাল। ৩ তারুণ্য; যৌবনসুলভ তেজস্বিতা। {(ফারসি) জবয়ান্}
- Bengali Word জওয়াব English definition ⇒ জবাব
- Bengali Word জকাত English definition ⇒ জাকাত
- Bengali Word জকাতি English definition ⇒ জগাতি
- Bengali Word জখম English definition [জখোম্] (বিশেষ্য) ১ ক্ষত; ঘা। ২ কঠিন আঘাত; চোট। ৩ ক্ষতি; লোকসান; হানি (দশ পনরো হাজার টাকা সরবরাহ করিতে হইবে তাতে কিছুমাত্র জখন নাই-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। □(বিশেষণ) আহত; চোটপ্রাপ্ত (জখম মনের কি করি হায়?-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। জখমি, জখমী (বিশেষণ) আহত; আঘাতপ্রাপ্ত। ২ আঘাতসংক্রান্ত; আঘাত সম্পর্কিত। {(ফারসি) জখ্ম্}
- Bengali Word জগ ১ ((মধ্যযুগীয় বাংলা)) English definition [জগো] (বিশেষণ) জগৎ; বিশ্বভূবন (জগ উজিয়ালা-দৌলত উজির বাহরাম খান)। জগজ্জন, জগজন (বিশেষ্য) পৃথিবীর মানুষ; মানুষ; লোক। জগজীবন (বিশেষ্য) ১ জগতের প্রাণস্বরূপ। ২ বায়ু। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+জন, জীবন; (তৎসম বা সংস্কৃত) জগৎ>}
- Bengali Word জগ ২ English definition [জগ্] (বিশেষ্য) পেটমোটা মুখসরু হাতলযুক্ত ধাতবপাত্র বিশেষ (জগে পানি রাখো)। {(ইংরেজি) Jug}
- Bengali Word জগজগ English definition [জগোজগো] (বিশেষণ) প্রদীপ্ত; ঝলমল; ঝকঝক। জগজগা (বিশেষ্য) রাংতা প্রভৃতির উজ্জ্বল পাত। জগজগানো, জগজগান (ক্রিয়া) ঝকঝক করা; দীপ্তি পাওয়া। জগজগানি বি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word জগজ্জন English definition [জগোজ্জন্] (বিশেষ্য) পৃথিবীর মানুষ; জগৎবাসী; জগদ্বাসী। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+জন্; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগজ্জননী English definition [জগোজ্জনোনি] (বিশেষ্য) ১ বিশ্বমাতা; জগতের মাতা। ২ পরমেশ্বর। ৩ হিন্দু দেবী দুর্গা। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+জননী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগজ্জয়ী (-য়িন্) English definition [কজগজ্জোয়ি] (বিশেষণ) বিশ্বজয়ী; দিগ্বিজয়ী। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+জয়ী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word জগঝম্প English definition [জগোঝম্পো] (বিশেষ্য) ১ জয়ঢাক। ২ প্রাচীন রণবাদ্যবিশেষ। {জগৎ+ঝম্প>}
- Bengali Word জগতী English definition [জগোতি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পৃথিবী। ২ পৃথিবীস্থ যাবতীয় সৃষ্টি বা লোক। ৩ বৈদিক ছন্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+ঈ(ঙীপ্)}
- Bengali Word জগদম্বা English definition [জগোদম্বা] (বিশেষ্য) ১ জগতের মাতা। ২ হিন্দু দেবী দুর্গা; কালী। ৩ পরমেশ্বরী। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+অম্বা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগদীশ, জগদীশ্বর English definition ⇒ জগৎ
- Bengali Word জগদ্দল, জগদ্দলন English definition [জগোদ্দল, জগোদ্লোন্] (বিশেষণ) ১ অতিশয় ভারী; নড়ানো দুষ্কর এরূপ; অতি গুরুভার (রইবে বক্ষে চেপে জগদ্দলন শিলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ জগৎ দলনকারী; বিশ্ব পীড়নকারী (সংস্কারের জগদ্দল পাষাণ তুলিয়া বিশ্বে আমরা করেছি ত্রাণ-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষ্য) ১ যা সহজে নড়ানো যায় না; গুরুভার প্রস্তর। ২ স্থান বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+দল; দলন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word জগদ্ধাত্রী English definition [জগোদ্ধাত্ত্রি] (বিশেষ্য) ১ বিশ্বের ধাত্রী বা পালনকর্ত্রী। ২ হিন্দুদেবী দুর্গা। ৩ পরমেশ্বরী। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+ধাত্রী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগদ্ধিতায় English definition [জগোদ্ধিতায়ো] (বিশেষ্য) জগতের হিত বা মঙ্গলের জন্য (বিস্তর সাধুজন জগদ্ধিতায় দল পাকাচ্ছেন গা ঢাকা দিয়ে-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+হিতায়; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগদ্বন্ধু. জগবন্ধু English definition [জগোদ্বোন্ধু, জগোদ্বন্ধু] (বিশেষ্য) ১ জগতের কল্যাণকারী; জগতের মঙ্গলাকাঙ্ক্ষী; ঈশ্বর। ২ সূর্য। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+বন্ধু; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগদ্বরেণ্য English definition [জগোদ্বরেন্নো] (বিশেষণ) জগতের শ্রদ্ধার পাত্র। □(বিশেষ্য) আল্লাহ। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+বরেণ্য; ৬ (তৎপুরুষ সমাস)}