জ পৃষ্ঠা ৩
- Bengali Word জগদ্বাসী English definition [জগোদ্বাশি](বিশেষণ), (বিশেষ্য) জগতের অধিবাসী বা পৃথিবীবাসী। জগদ্বাসিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+বাসী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগদ্বিখ্যাত English definition [জগোদ্বিক্খ্যাতো] (বিশেষণ) পৃথিবী-বিখ্যাত; বিশ্ব-বিশ্রুত; জগতের সর্বত্র প্রসিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+বিখ্যাত; ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগদ্বিধাতা English definition [জগোদ্বিধাতা] (বিশেষ্য) জগতের পরিচালক; বিশ্ববিধাতা। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+বিধাতা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগদ্বিধান English definition [জগোদ্বিধান্] (বিশেষ্য) ১ সংসারের বা পৃথিবীর নিয়ম। □(বিশেষ্য), (বিশেষণ) জগতের পরিচালক; বিশ্ববিধাতা (এই অসীম জগদ্বিধান জগদীশ্বরের আজ্ঞা লঙ্ঘন হইবার নহে-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+বিধান; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগদ্ব্যাপী English definition [জগোদ্ব্যাপি] (বিশেষণ) পৃথিবীর সর্বত্র পরিব্যাপ্ত; বিশ্বব্যাপী। জগদ্ব্যাপিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+ব্যাপী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word জগদ্গুরু English definition [জগোদ্গুরু] (বিশেষ্য) ১ বিশ্বের শিক্ষাদাতা; পৃথিবীর গুরু। ২ আল্লাহ; পরমেশ্বর। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+গুরু; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগন্নাথ English definition [জগোন্নাথ্] (বিশেষ্য) ১ জগতের প্রভু; বিশ্বের মালিক। ২ হিন্দুদেবতা বিষ্ণু বা তাঁর অংশাবতার। ৩ পুরীর প্রসিদ্ধ দারুময় বিষ্ণুমূর্তি-মূলত দারুব্রহ্ম ও বৌদ্ধ দেবতা। জগন্নাথ ক্ষেত্র (বিশেষ্য) পুরীধাম; শ্রীক্ষেত্র। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+নাথ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগন্নিবাস English definition [জগোন্নিবাশ] (বিশেষ্য) ১ যিনি জগতের নিবাস আশ্রয় বা আধার। ২ পরমেশ্বর। ৩ হিন্দু দেবতা বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+নিবাস; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগন্মণ্ডল, জগমণ্ডল (অশু.) English definition [জগোন্মন্ডোল্, জগোমন্ডোল্] (বিশেষ্য) ১ পৃথিবী; ভুমণ্ডল। ২ বিশ্বজগৎ; নিখিল ভুবন। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+মণ্ডল}
- Bengali Word জগন্মাতা English definition [জগোন্মাতা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সর্বব্যাপিনী বা সর্বত্র বিরাজিতা শক্তি; কালী; আদ্যাশক্তি। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+মাতা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জগন্মোহন, জগমোহন English definition [জগোন্মোহোন্, জগমোহোন্] (বিশেষ্য), (বিশেষণ) জগৎমুগ্ধকারী; ভুবনমোহন। জগন্মোহিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বিশ্ববিমোহনকারিণী; ভুবনমোহিনী। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+মোহন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word জগন্ময়ী English definition [জগোন্মোয়ি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সর্বব্যাপিনী বা সর্বত্র বিরাজিতা শক্তি; কালী; আদ্যাশক্তি। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+ময়ী}
- Bengali Word জগবন্ধু English definition ⇒ জগদ্বন্ধু
- Bengali Word জগমণ্ডল English definition ⇒ জগন্মণ্ডল
- Bengali Word জগাই-মাধাই English definition [জগাইমাধাই] (বিশেষ্য) চৈতন্যদেবের সমকালীন নবদ্বীপের কুখ্যাত অধর্মাচারী দুই ব্রাহ্মণ সন্তান যাঁরা চৈতন্যপ্রভাবে পরে পরম বৈষ্ণব হন। ২ (আলঙ্কারিক) বিপথ থেকে প্রত্যাগত ব্যক্তি। {জগাই+মাধাই}
- Bengali Word জগাখিচুড়ি, জগাখিচুড়ী English definition [জগাখিচুড়ি] (বিশেষ্য) ১ বিভিন্ন তরিতরকারির সংমিশ্রণে রান্না করা খিচুড়ি। ২ বিভিন্ন বিসদৃশ বস্তুর সংমিশ্রণ বা একত্র সমাবেশ। {(তৎসম বা সংস্কৃত) জগৎ>জগা+খিচুড়ি}
- Bengali Word জগাতি, জকাতি English definition [জগাতি, জকাতি] (বিশেষ্য) শুল্ক উসুলকারী; বাধাদানকারী বিঘ্নসৃষ্টিকারী। {(আরবি) জাকাত}
- Bengali Word জগ্ধ English definition [জগ্ধো] (বিশেষণ) ভক্ষিত; খাওয়া হয়েছে এমন। জগ্ধতৃণ (বিশেষণ) যে স্থানের তৃণ ভক্ষিত হয়েছে (দাবদাহে জগ্ধ তৃণ দগ্ধ মরু-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) √অদ্+ত(ক্ত)}
- Bengali Word জগৎ English definition [জগোত্] (বিশেষ্য) ১ বিশ্ব; ত্রিভুবন; পৃথিবী; ভুবন। ২ সমাজ; লোক (সভ্যজগৎ)। ৩ সংসার (জগতের নিয়ম)। ৪ (আলঙ্কারিক) রাজ্য; অধিকারভূক্ত প্রদেশ বা লোক (মনোজগৎ)। জগৎকর্তা (বিশেষ্য) জগতের মালিক; আল্লাহ; ঈশ্বর। জগৎ কারণ (বিশেষ্য) সৃষ্টিকর্তা; বিশ্বস্রষ্টা; আল্লাহ। জগৎ পতি, জগৎ পিতা, জগদীশ, জগদীশ্বর (বিশেষ্য) আল্লাহ; পরমেশ্বর; বিশ্বের পালনকর্তা; বিশ্বেশ্বর; বিশ্বপ্রভু। জগৎ সংসার (বিশেষ্য) ১ পৃথিবী; মর্ত্যলোক। ২ পৃথিবী ও গার্হস্থ্য জীবন; জগৎ ও বৈষয়িক জীবন। ৩ বিশ্ব। জগৎস্রষ্টা (বিশেষ্য) জগতের সৃষ্টিকর্তা। {(তৎসম বা সংস্কৃত) √গম্+ক্বিপ্}
- Bengali Word জঘন English definition [জগন্] (বিশেষ্য) ১ স্ত্রীলোকের নিতন্বের সম্মুখভাগ। ২ কোমর; কটিদেশ। {(তৎসম বা সংস্কৃত) √হন্+অ(অচ্)}