জ পৃষ্ঠা ৪২
- Bengali Word জয়ন্তিকা English definition [জয়োন্তিকা] (বিশেষ্য) হরিদ্রা। {(তৎসম বা সংস্কৃত) জয়ন্ত+ইক+আ}
- Bengali Word জয়ন্তী English definition [জয়োন্তি] (বিশেষ্য) ১ হিন্দুদেবী দুর্গা। ২ ইন্দ্রেয়কন্যা। ৩ পতাকা। ৪ জন্মোৎসব; যে কোনো ব্যক্তির জন্মতিথি উপলক্ষে উৎসব (নজরুল-জয়ন্তী)। ২৫/৫০/৬০ বৎসর পূর্তি উৎসব-রৌপ্য/সুবর্ণ/হীরক জয়ন্তী। ৫ বৃক্ষবিশেষ। রজতজয়ন্তী, রৌপ্য জয়ন্তী – পঁচিশ বৎসর পূর্ণ হওয়া উপলক্ষে উৎসব। সূবর্ণ জয়ন্তী (বিশেষ্য) পঞ্চাশ বৎসর পূর্ণ হওয়া উপলক্ষে উৎসব। {(তৎসম বা সংস্কৃত) জয়ন্ত+ঈ(ঙীপ্)}
- Bengali Word জয়পাল, জৈপাল English definition [জয়পাল্, জোইপাল্] (বিশেষ্য) বৃক্ষবিশেষ; এর বীজ একটি ঔষধ। {(তৎসম বা সংস্কৃত) জয়+√পালি+অ(অণ্)}
- Bengali Word জয়া English definition [জয়া] (বিশেষ্য) ১ হিন্দুমতে পার্বতী। ২ পার্বতীর সহচরী। ৩ হরীতকী। ৪ ভাং; সিদ্ধি। ৫ জয়ন্তী বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) √জি+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word জয়িত্রী English definition ⇒ জয়ত্রী
- Bengali Word জয়িষ্ণু English definition [জোয়িশনু] (বিশেষণ) জয়শীল। {(তৎসম বা সংস্কৃত) √জি+ইষ্ণু(ইষ্ণুচ্)}
- Bengali Word জয়ী(-য়িন্) English definition (বিশেষণ) ১ জয়লাভ করেছে এমন; জয়যুক্ত; সফল। ২ জয়লাভকারী। ৩ জয়শীল। {(তৎসম বা সংস্কৃত) √জি+ইন্(ইনি)}
- Bengali Word জয়ীফ English definition ⇒ জইফ
- Bengali Word জয়েন English definition [জয়েন্] (বিশেষ্য) কাজে যোগ দান (দিন পনেরোর মধ্যেই ওকে জয়েন করতে হবে-নীলিমা ইব্রাহীম)। {(ইংরেজি) Join}
- Bengali Word জয়োহস্তু, জয়োস্তু English definition [জয়োস্তু] (ক্রিয়া) জয় হোক-এই বলে আশীর্বাদ; জয়তু। {(তৎসম বা সংস্কৃত) জয়ঃ+অস্তু(√অস্+অনুজ্ঞায় প্রথম পুরুষ -(একবচন))}