জ পৃষ্ঠা ১৪
- Bengali Word জহর ২ English definition [জহোর্] (বিশেষ্য) মণি; রত্ন; মূল্যবান; প্রস্তরবিশেষ। {(আরবি) জর্হর্}
- Bengali Word জহরত English definition [জহোরত্] (বিশেষ্য) বহুমূল্য প্রস্তরাদি; হীরা পান্না চুনি প্রভৃতি নানা রত্ন (পারিবে আমারে দিতে জহরত মানিক কোন্-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) জরয়াহিরাত বহুব}
- Bengali Word জহরব্রত English definition [জহোর্ব্রোতো] (বিশেষ্য) রাজপুত রমণীদের সতীত্ব রক্ষার্থে অগ্নিকুণ্ডে জীবন বির্সজন বা বিষপানে মৃত্যুবরণ ব্রত। {(ফারসি) জহর১+(তৎসম বা সংস্কৃত) ব্রত}
- Bengali Word জহরি, জহরী English definition ⇒ জহুরি
- Bengali Word জহান English definition ⇒ জাহান
- Bengali Word জহিন, জহীন English definition [জোহিন] (বিশেষণ) মেধাবী; তীক্ষ্ণ বুদ্ধি; অত্যন্ত চালাক; সুচতুর (জহীন কিংবা চালাক বললে আমরা বুঝতে পারি-মাইকেল মধুসূদন দত্ত)। {(আরবি) যহীন্ বাংলায় ‘জেহেন’ রূপেও ব্যবহৃত}
- Bengali Word জহুদ, যুহুদ English definition [জোহুদ] (বিশেষ্য) ইহুদি; বিধর্মী (এয়ছা জোরে গোজ্জ তারে মারিল জহুদ-সৈয়দ হামজা)। ¨ (বিশেষণ) ঝগড়াটে বা একগুঁয়ে; জীর্ণ শীর্ণ (নিজের গিন্নীকে তাহলে জহুদ বুড়ী বলে প্রকাশ্যে স্বীকার করে নিতে হয়-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) জহুদ}
- Bengali Word জহুরি, জহুরী, জহরি, জহরী English definition [জোহুরি, জোহুরি, জোহোরি, জোহোরি] (বিশেষ্য) ১ মনিমুক্তাদির ব্যবসায়ী। ২ যে মনিমুক্তা চেনে এবং এগুলোর দোষগুণ সম্পর্কে অভিজ্ঞ (জহুরী জহর চেনে)। ৩ সমঝদার, বিশেষজ্ঞ; নিপুণ। {(আরবি) জরহরী}
- Bengali Word জহ্নু English definition [জোন্হু] (বিশেষ্য) একজন পৌরাণিক মুনির নাম-যিনি গঙ্গাকে পান করে হাঁটু দিয়ে বের করেছিলেন। জহ্নুকন্যা, জহ্নুতনয়া, জহ্নুসুতা (বিশেষ্য) জাহুবী, গঙ্গা; জহ্নু-কন্যা বলে গঙ্গার অপর নাম জাহ্নবী। {(তৎসম বা সংস্কৃত) জহ্নু}
- Bengali Word জা ১, জাল English definition [জা, জাল] (বিশেষ্য) স্বামীর ভাইয়ের বউ (ভাবীর ছোট জা উকিলের মা-শাহেদ আলী)। {(তৎসম বা সংস্কৃত) যাতৃ>}
- Bengali Word জা ২ English definition [জা] (বিশেষ্য) সন্তান; পুত্র; ছেলে (ভ্রাতৃজা, দত্তজা)। {(তৎসম বা সংস্কৃত) জাত>, (তুলনীয়) (ফারসি) জাদ}
- Bengali Word জাঁক English definition [জাঁক্] (বিশেষ্য) ১ অহঙ্কার; গর্ব; বড়াই; দেমাক; ডম্ফাই (এ জাঁক করবার মত দুঃসাহস আমাদের নেই-প্রথম চৌধুরী)। ২ আড়ম্বর; ঘটা; বিশেষ সমারোহ (বড় জাঁকের একটা শ্রাদ্ধ হয়েছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। জাঁকজমক (বিশেষ্য) ১ আড়ম্বর; ঘটা; বিশেষ সমারোহ। ২ ঐশ্বর্য প্রচার বা প্রদর্শন। {(তৎসম বা সংস্কৃত) চমৎকার>চমক>জমক>জাঁক}
- Bengali Word জাঁকা English definition [জাঁকা] (ক্রিয়া) ১ জাকজমকপূর্ণ হওয়া; জমকালো হওয়া। ২ এঁটে ধরা। ৩ চেপে বা জেঁকে বসা। ¨ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। জাঁকানো (ক্রিয়া) ১ জাঁকজমক করা বা আড়ম্বরপূর্ণ করা বা হওয়া। ২ শোভিত করা; গুলজার করা। ¨ (বিশেষণ) জমকালো; গুলজার। ¨ (বিশেষ্য) জমকালো বা গুলজার অবস্থা। {জাঁক+আ}
- Bengali Word জাঁকালো, জাঁকাল English definition [জাঁকালো] (বিশেষণ) ১ জাকজমকপূর্ণ; জমকালো; আড়ম্বরপূর্ণ (জাঁকাল ভাবনা ধরিলে বেগমত্ব বজায় থাকে না-মীর মশাররফ হোসেন)। ২ গুরুগম্ভীর। {(তৎসম বা সংস্কৃত) জাঁক+আল, আলো}
- Bengali Word জাঁকড় English definition [জাঁকোড়] (বিশেষ্য) পছন্দ না হলে জিনিস ফেরত দিয়ে মূল্য ফেরত দেওয়া হবে এই শর্তে ক্রয়। জাঁকড়ি বিণ। জাঁকড়-খাতা , জাঁকড়-বই (বিশেষ্য) ১ পছন্দ না হলে জিনিস ফেরত দেওয়া হবে এইরুপ ক্রয়ের হিসাব যে খাতায় রাখা হয়। ২ হিসাবের পাকা খাতা। জাঁকড়ে নেওয়া, জাঁকরে কেনা (ক্রিয়া) অপছন্দ হলে জিনিস ফেরত দেওয়া হবে এই শর্তে কেনা। {(হিন্দি) জাকড়}
- Bengali Word জাঁত English definition [জাঁত্] (বিশেষ্য) ১ চাপ। ২ ঠাসাঠাসি; চাপাচাপি বা গাদাগাদি। জাঁতে পাকা (বিশেষণ) ঠাসাঠাসি করে রাখার দরুন গরমে পাকা (কতকগুলি জাঁতে পাকা। সেগুলি কুটিয়া নুন মাখিয়া আমসী করাই ভাল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্র>(প্রাকৃত) জাত>}
- Bengali Word জাঁতা ১, যাতা English definition [জাঁতা] (বিশেষ্য) ১ পেষণযন্ত্র; গম ডাল প্রভৃতি গুড়া করবার যন্ত্র; কামারের হাপরে হাওয়া দেওয়ার যন্ত্র; ভস্ত্রা। জাঁতাভাঙা, জাঁতাপেষা (বিশেষণ) জাঁতায় ভাঙা বা পেষা হয়েছে এরুপ (জাঁতা ভাঙা আটা)। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্র>(প্রাকৃত) জাত>জাঁত+(বাংলা) আ}
- Bengali Word জাঁতা ২ English definition [জাঁতা] (ক্রিয়া) ১ চাপা বা চাপ দেওয়া (গোদা ভোঁদা মোরে জাঁতিয়া ধর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পেষণ করা বা পীড়ণ করা (শাশুড়ি ননদি জেঁতে মারে)। ¨ (বিশেষ্য) টেপা (পা জাঁতা)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জাঁতা দেওয়া, জাঁত দেওয়া (ক্রিয়া) চেপে ধরা; পিষ্ট করা। জাঁতানো, জাঁতান (ক্রিয়া) ১ চাপানো। ২ ঠাসন। ৩ প্রচুর পরিমাণে খাওয়া। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জাঁতাপোপা (বিশেষণ) পিষ্ট (বাঁচবার সাধ আমার ফুরিয়ে গেছে, কিন্তু এমন করে জাঁতা পোপা হয়ে মরবার প্রবৃত্তিও নেই আমার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্র>(প্রাকৃত) জাত>জাঁত+আ}
- Bengali Word জাঁতি, জাঁতী, যাঁতি English definition [জাঁতি] (বিশেষ্য) সুপারি কাটার যন্ত্রবিশেষ; সরতা; জাঁতা কল। জাঁতিকল (বিশেষ্য) জাঁতি আকৃতির ইঁদুর মারার কল (জাঁতিকলের ইঁদুরের মত আটকা পড়িয়া রহিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্রী>}
- Bengali Word জাঁদরেল English definition [জাঁদ্রেল্] (বিশেষ্য) ১ জেনারেল; সেনাপতি; বীর। ¨ (বিশেষণ) ১ জবরদস্ত। ২ নামডাকওয়ালা; মস্ত বড় (জাঁদরেল উকিল)। ৩ জমকালো। ৪ প্রকাণ্ড। জাঁদরেলি (বিশেষণ) বিরাট; বড়সড় (খুব একটা জাঁদরেলী গোছের দাপাদাপি-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) general}