দ পৃষ্ঠা ২
- Bengali Word দঃ English definition ⇒ দরুদ
- Bengali Word দই English definition [দোই] (বিশেষ্য) দধি; দৈ। দইপাতা (ক্রিয়া) গরম দুধে দম্বল দিয়ে পাত্রে রেখে যা তৈরি করা হয়। চিনি পাতা দই (বিশেষ্য) চিনি-পাত্রে মিশ্রিত দুধ দ্বারা প্রস্তুত দই। টোকো দই (বিশেষ্য) অম্লস্বাদ দই। দই বড়া (বিশেষ্য) দধিতে ভিজানো কলাই ইত্যাদির বড়া। দই-মাছ (বিশেষ্য) দধি সহযোগে রান্না করা মাছের ব্যঞ্জন। যার ধন তার নয় নেপোয় মারে দই-প্রকৃত মালিকের পরিবর্তে অন্য লোকের সম্পত্তি ভোগ। {(তৎসম বা সংস্কৃত) দধি>(প্রাকৃত) দহি>}
- Bengali Word দইয়ম, দুয়ম English definition [দোইয়ম্, দুয়ম] (বিশেষণ) দ্বিতীয় (আওয়ালে আল্লার নূর দইয়মে তোমার ফুল-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) দ্বয়ম্, দ্বৌ, দ্বিতীয়}
- Bengali Word দউ ((ব্রজবুলি)) English definition [দোউ] (বিশেষণ) উভয়; দুই; দ্বয় (নয়ন নলিনী দউ অঞ্জনে রঞ্জই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) দ্বৌ>}
- Bengali Word দওর, দৌর English definition [দওর্, দৌউর্] (বিশেষ্য) চক্র; পরিক্রমা; ঘূর্ণন (আল ওদুদের পিয়ালার দৌর চলুক বিরামহীন-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)দরর}
- Bengali Word দওরা English definition [দওরা] (বিশেষ্য) ১ সেসন কোর্ট; সেসনের বিচার। ২ বৈঠক। ৩ পর্যটন। {(আরবি)দাররাহ}
- Bengali Word দওলত English definition ⇒ দৌলত
- Bengali Word দক্তি, দক্তী English definition [দোক্তি] (বিশেষ্য) বই বাঁধাইয়ের শক্ত কাগজ বা পেস্টবোর্ড; paste-board। {(ফারসি) তখ্তী}
- Bengali Word দক্ষ English definition [দোক্খো] (বিশেষণ) পারদর্শী; কুশল; পটু। □ (বিশেষ্য) হিন্দু পুরানে বর্ণিত প্রজাপতিবিশেষ যিনি সতী ও নক্ষত্ররুপিণী সপ্তবিংশ কন্যার জনক। দক্ষা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। দক্ষতা (বিশেষ্য) পারদর্শিতা (ক্ষমতাগুণে অর্জিত দক্ষতা-সৈয়দ শামসুল হক)। দক্ষকন্যা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) (হিন্দু পুরাণের) সতী; দুর্গা; শিব-পত্নী। দক্ষবালা (বিশেষ্য) দক্ষ কন্যা; তারা (রজণনীনাথ বিহারে যথা দক্ষবালাদলে লয়ে- মদ)। দক্ষযজ্ঞ (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত প্রজাপতি দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ যা শিবের অনুচরদের দ্বারা লণ্ডভণ্ড হয়। ২ ((আলঙ্কারিক)) হৈ চৈ; প্রলয় কাণ্ড; হট্টগোল। {(তৎসম বা সংস্কৃত) √দক্ষ্+ অ(অচ্)}
- Bengali Word দক্ষিণ রায় English definition [দোক্খিন্ রায়্] (বিশেষ্য) হিন্দুদের মঙ্গল কাব্যোক্ত সুন্দরবনের ব্যাঘ্রদেবতা। {দক্ষিণ+ রায়}
- Bengali Word দক্ষিণ, দখিন English definition [দোক্খিন্, দোখিন্] (বিশেষ্য) ১ উত্তর দিকের বিপরীত দিক (দক্ষিণে যাওয়া)। ২ ডান (দক্ষিণ হস্ত)। □ (বিশেষণ) ১ দক্ষিণ দিক বা দেশ সংক্রান্ত; দক্ষিণ দিকে গমনশীল (দখিন পবন বহে-বিদ্যাপতি; আজি দখিন দুয়ার খোলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অনুকূল; উদার; প্রসন্ন দাক্ষিণ্যযুক্ত। □ (বিশেষ্য) (বিশেষণ) যুগপৎ বহু নায়িকায় অনুরক্ত যে নায়ক (অনুকূল পতি যদি হয় প্রতিকূল। ধৃষ্ট শঠ দক্ষিণ না হয় তার তুল-ভারতচন্দ্র রায়গুণাকর; দক্ষিণ নায়ক)। □ (বিশেষ্য) যম; মৃত্যু (গেলে দক্ষিণের মুখে দেখা নাই আর-রবীন্দ্রনাথ ঠাকুর)। দক্ষিণ পবন (বিশেষ্য) দক্ষিণ দিক হইতে প্রবাহিত বায়ু: মলয় বায়ু। দক্ষিণ-পশ্চিম (বিশেষ্য) নৈঋ©তকোণ নামক দিক। দক্ষিণ-পূর্ব (বিশেষ্য) অগ্নিকোণ নামক দিক। দক্ষিণমেরু, দক্ষিণকেন্দ্র (বিশেষ্য) পৃথিবীর দক্ষিণ প্রান্ত; কুমেরু; south pole। দক্ষিণ-সমুদ্র (বিশেষ্য) লবণ সমুদ্র; দক্ষিণ দিকে অবস্থিত সমুদ্র। দক্ষিণ হস্ত (বিশেষ্য) ১ ডানহাত। ২ ((আলঙ্কারিক)) প্রধান সহায়; বড় অবলম্বন। দক্ষিণ হস্তের ব্যাপার (বিশেষ্য) ভোজন। {(তৎসম বা সংস্কৃত) √দক্ষ্+ ইন (ইনন্)}
- Bengali Word দক্ষিণতা English definition ⇒ দাক্ষিণ্য
- Bengali Word দক্ষিণা ১, দখিনা, দখনে English definition [দোক্খিনা, দোখিনা, দোখ্নে] (বিশেষণ) ১ দক্ষিণ দিক সংক্রান্ত; দক্ষিণ দিকবর্তী। ২ দক্ষিণ দিক থেকে যা এসেছে বা প্রবাহিত হয়েছে; দক্ষিণা (প্রাতে পড়েছে শিশির কণা; সাঁঝে বহিছে দখিনা রায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণ+ আ (টাপ্)}
- Bengali Word দক্ষিণা ২, দক্ষিনে, দক্ষিণে English definition [দোক্খিনা, দোক্খিনে, দোক্খিনে] (বিশেষ্য) ১ হিন্দু সমাজে ক্রিয়াকর্মের শেষে পুরোহিত, গুরু, ব্রাহ্মণ প্রভৃতিকে দেওয়া অর্থ বা পারিশ্রমিক (দক্ষিণায় বসাব না ভাগ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ শিক্ষাসমাপ্তির পর শিষ্য বা ছাত্র কর্তৃক গুরুকে দেয় অর্থ (গুরুদক্ষিণা)। ৩ প্রণামী। ৪ দক্ষিণ দিক। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণ+ আ (টাপ্)}
- Bengali Word দক্ষিণাচল English definition [দোক্খিনাচল্] (বিশেষ্য) মলয় পর্বত; পৃথিবীর দক্ষিণ প্রান্তস্থিত কল্পিত পর্বত। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণ+ অচল; (কর্মধারয় সমাস)}
- Bengali Word দক্ষিণাচার English definition [দোক্খিনাচার্] (বিশেষ্য) হিন্দু সমাজে প্রচলিত এক প্রকার তান্ত্রিক আচার। দক্ষিণাচারী (-রিন্) (বিশেষণ) দক্ষিণাচার পালন করে এমন। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণ+ আচার; (কর্মধারয় সমাস)}
- Bengali Word দক্ষিণান্ত English definition [দোক্খিনান্তো] (বিশেষ্য) পুরোহিতকে দক্ষিণা দান করে পূজা ইত্যাদি কর্মের সমাধা (পুরোহিতকে দক্ষিণান্ত করা)। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণা+ অন্ত; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দক্ষিণাপথ English definition [দোক্খিনাপথ্] (বিশেষ্য) বিন্ধ্য পর্বতমালার দক্ষিণে অবস্থিত ভারতবর্ষের প্রদেশসমূহ; দাক্ষিণাত্য। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণা+ পথ; (তুলনীয়) উত্তরাপথ}
- Bengali Word দক্ষিণাবর্ত English definition [দোক্খিনাবর্তো] (বিশেষণ) ১ ডান থেকে বাম দিকে আবর্ত বা পাকযুক্ত (কাহার নিকট দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে-রাজশেখর বসু (পরশু))। ২ দক্ষিণ দিকে ঘূর্ণমান; ডান দিকে ঘোরে এমন; clockwise। □ (বিশেষ্য) দক্ষিণা পথ; বিন্ধ্যাগিরির দক্ষিণ দেশ। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণ+আবর্ত}
- Bengali Word দক্ষিণাবহ English definition [দোক্খিনাবহো] (বিশেষ্য) দক্ষিণ দিক থেকে প্রবাহিত বাতাস; মলয়, পবন। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণ+আ+√বহ্+ অ(অচ্)}