দ পৃষ্ঠা ৬৪
- Bengali Word দ্রব English definition [দ্রবো] (বিশেষণ) তরল; জলের মতো এমন; গলিত। □ (বিশেষ্য) ১ জল ইত্যাদি দ্বারা বিগলিত পদার্থ; তরল পদার্থ। দ্রবণ, দ্রাব (বিশেষ্য) গলন; ক্ষরণ; তরলীভবন; solution। ২ রসবিশেষ (কেশর যাবক কস্তূরী দ্রাবক আনিল বেণার জড়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দ্রবণীয়, দ্রাব্য (বিশেষণ) গলানো যায় এমন। দ্রবত্ব (বিশেষ্য) তরলের ভাব; তরলতা; তারল্য। দ্রবা (ক্রিয়া) তরল হওয়া; গলা। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু+অ(অচ্)}
- Bengali Word দ্রবিণ English definition [দ্রোবিন্] (বিশেষ্য) ১ স্বর্গ। ২ ধন; সম্পদ। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু+ইন(ইনন্)}
- Bengali Word দ্রবীকরণ English definition [দ্রোবিকরোন্] (বিশেষ্য) দ্রাবণ; কঠিন পদার্থকে তরলীকরণ; গলানো। দ্রবীকৃত (বিশেষ্য) গলানো হয়েছে এমন; তরলায়িত (দ্রবীকৃত চোখ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) দ্রব+ঈ(চ্বি)+√কৃ+অন(ল্যুট্)}
- Bengali Word দ্রবীভবন, দ্রবীভাব English definition [দ্রোবিভবোন্, দ্রোবিভাব্] (বিশেষ্য) তরল অবস্থা প্রাপ্তি; গলে যাওয়া অবস্থা। দ্রবীভূত (বিশেষণ) গলে গিয়েছে বা তরল হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) দ্রব+ঈ(চ্বি)+ভবন, ভাব}
- Bengali Word দ্রব্য English definition [দ্রোব্বো] (বিশেষ্য) জিনিস; পদার্থ; বস্তু। দ্রব্যগুণ (বিশেষ্য) ১ দ্রব্যের ধর্ম বা ক্রিয়া। ২ দেহের উপর দ্রব্যের ক্রিয়া বা প্রভাব। ৩ দ্রব্যের গুন বিষয়ক বস্তু; আয়ুর্বেদীয় চিকিৎসা গ্রন্থ। দ্রব্যজাত (বিশেষণ) ১ দ্রব্যাদি থেকে উৎপন্ন। ২ দ্রব্যসমূহ। দ্রব্যসামগ্রী (বিশেষ্য) জিনিসপত্র। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু+য(যৎ)}
- Bengali Word দ্রষ্টব্য English definition [দ্রোশ্টোব্বো] (বিশেষণ) ১ দর্শনযোগ্য; দর্শনীয়; চোখে দেখা যায় এমন (ছন্দ দ্রষ্টব্য সামগ্রী নয়, শ্রাব্য বস্তু-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ দেখা বা জানা উচিত এমন; জ্ঞাতব্য; অধ্যয়নযোগ্য। ৩ বিবেচনার যোগ্য; বিবেচ্য। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্+তব্য}
- Bengali Word দ্রষ্টা English definition [দ্রোশ্টা] (বিশেষণ) দর্শক; দর্শনকারী; দেখে এমন (দ্রষ্টার দৃশ্যের পরে তা দিব্য জ্যোতি-সৈয়দ আলাওল)। ২ সাক্ষী। ৩ গভীর অন্তর্দৃষ্টি বা সত্য দৃষ্টিসম্পন্ন; বিচারক। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্+তৃ(তৃচ্)}
- Bengali Word দ্রাক্ষা English definition [দ্রাক্খা] (বিশেষ্য) আঙুর ফল বা লতা (জমির তুরঞ্জ দ্রাক্ষা মহুয়া বাদাম-সৈয়দ আলাওল)। দ্রাক্ষারস (বিশেষ্য) মদ। {(তৎসম বা সংস্কৃত) দ্রাক্ষা}
- Bengali Word দ্রাঘিমা English definition [দ্রাঘিমা] ((ভূগোল)) (বিশেষ্য) ১ গ্রিনিচস্থিত মধ্যরেখা থেকে পৃথিবীর অন্য কোনো স্থানের মধ্যরেখার কৌণিক দূরত্ব; longitude; দেশান্তর। ২ দৈর্ঘ্য। দ্রাঘিমান্তর (বিশেষ্য) এক দ্রাঘিমা থেকে অন্য দ্রাঘিমার দূরত্ব; দুই স্থানের দ্রাঘিমার বিয়োগফল। দ্রাঘীয়ান (বিশেষণ) দীর্ঘতর। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ+ইমন্(ইম্নিচ্)+আ(১মা (একবচন))}
- Bengali Word দ্রাব English definition [দ্রাবো] ⇒ দ্রব। দ্রাবক (বিশেষণ) দ্রবকারক; গলায় এমন। □ (বিশেষ্য) অম্ল, acid (গন্ধক দ্রাবক)। দ্রাবণ (বিশেষ্য) তরলায়িত পদার্থ; দ্রবীকরণ; গলানো পদার্থ (দ্রাবণজাত লতাপাতা আসল ডালপালাকে লজ্জা দেয়-সুধীন্দ্রনাথ দত্ত)। দ্রাবিত (বিশেষণ) দ্রবীকৃত; গলানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু+অ(ঘঞ্)}
- Bengali Word দ্রাবিড় English definition ⇒ দ্রাবিড়
- Bengali Word দ্রাবিড়, দ্রবিড় English definition [দ্রাবিড়্, দ্রোবিড়] (বিশেষ্য) ১ প্রাচীন ভারতের জাতিবিশেষ; dravidian। ২ দক্ষিণ ভারতের অঞ্চলবিশেষ; আধুনিক মাদ্রাজ রাজ্য। ৩ ঐ অঞ্চলের অধিবাসী বা তাদের ভাষা। □ (বিশেষণ) ১ ঐ অঞ্চল বা জাতিসম্বন্ধীয়। ২ ঐ অঞ্চলে জাত। দ্রাবিড়ি (বিশেষ্য) দ্রাবিড় জাতির ভাষা; তামিল, তেলেগু, মালয়ালম প্রভৃতি। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দ্রাবিড় দেশের স্ত্রীলোক। দ্রাবিড়ীয় (বিশেষণ) দ্রাবিড় সম্বন্ধীয় বা সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) দ্রবিড়্+অ(অণ্)}
- Bengali Word দ্রাব্য English definition ⇒ দ্রব
- Bengali Word দ্রিম দ্রিম English definition [দ্রিম্দ্রিম্] (অব্যয়) অনুকার শব্দবিশেষ (দ্রিম দ্রিম রবে রণদামামা বাজিয়া উঠিল-গোলাম মোস্তফা)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word দ্রুত English definition [দ্রুতো] (বিশেষণ) ক্ষিপ্ত; ত্বরান্বিত; সত্বর; তাড়াতাড়ি (দ্রুত হয়ে বসুন্ধর ধরে বসুন্ধরা-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (ক্রিয়াবিশেষণ) শীঘ্র; তাড়াতাড়ি; সত্বর (দ্রুত যাও)। দ্রুততা, দ্রুতি বি। দ্রুতগতি (বিশেষ্য) শীঘ্র বা বেগে গমন। (ক্রিয়াবিশেষণ) শীঘ্র বা ক্ষিপ্রগতিতে। দ্রুতগামী (বিশেষণ) শীঘ্র বা বেগে গমনকারী (দ্রুতগামী জাহাজ)। দ্রুতচারী (বিশেষণ) দ্রুতগতিতে বিচরণকারী। দ্রুতপদে (ক্রিয়াবিশেষণ) সত্বর; তাড়াতাড়ি পা চালিয়ে; ক্ষিপ্রগতিতে। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু+ত(ক্ত)}
- Bengali Word দ্রুম English definition (বিশেষ্য) ১ বৃক্ষ; গাছ। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু+ম}
- Bengali Word দ্রুহ English definition [দ্রুহো] (বিশেষ্য) দ্রোহী; বিদ্রোহী। দ্রুহ্য (বিশেষণ) দ্রোহকারী; ক্ষতিসাধনকারী। {(তৎসম বা সংস্কৃত) √দ্রুহ্+ক্বিপ্}
- Bengali Word দ্রোণ English definition [দ্রোন্] (বিশেষ্য) ১ কুরুবংশের অস্ত্রগুরু দ্রোণাচার্য; ভরদ্বাজ মুনিবর পুত্র। ২ শস্য ইত্যাদি মাপার পাত্রবিশেষ। ৩ শস্যাদির পরিমাণ নির্দেশক শব্দ (চট্টগ্রামে ১৬ কানিতে এক দ্রোণ)। ৪ দাঁড়কাক। ৫ পুষ্পবিশেষ (আলোক লতার পাশে গন্ধ ঢালে দ্রোণ ফুল বাসকের গায়-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু+ন}
- Bengali Word দ্রোনি, দ্রোণী English definition [দ্রোনি] (বিশেষ্য) ১ ডোঙ্গা; এক প্রকার ছোট নৌকা; ডিঙ্গি। ২ দুনি; জল-সেচনী (আকাশে জলের রয়েছে যে দ্রোণি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ কলস; মাটির তৈরি জলপাত্রবিশেষ। ৪ গরুর জাব খাবার গামলা। ৫ দুই পর্বতের মধ্যস্থ নিম্নভূমি। দ্রোণিদল (বিশেষ্য) কেয়া ফুলের গাছ। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু+নি, + ঈ(ঙীষ্)}
- Bengali Word দ্রোহ English definition [দ্রোহো] (বিশেষ্য) ১ শত্রুতা; অপকার; অপরের ক্ষতি সাধন বা তার চিন্তা (দেশদ্রোহ)। ২ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দ্রোহিতা (বিশেষ্য) শত্রুতামূলক আচরণ বা কাজ; ক্ষতি বা ধ্বংসাত্মক কাজ। দ্রোহী(-হিন্) (বিশেষণ) অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এমন; শত্রু; অনিষ্টকারী। (দেশদ্রোহ)। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু+অ(ঘঞ্)}