দ পৃষ্ঠা ৭
- Bengali Word দমদমা English definition [দম্দমা] (বিশেষ্য) ধনুর্বাণ বন্দুক ইত্যাদির দ্বারা যুদ্ধকৌশ অভ্যাস করার জন্য নির্মিত মাটির স্তূপ; চাঁদমারির জন্যে তৈরি মাটির ঢিবি। {(আরবি)দমদমহ্}
- Bengali Word দমন ১ English definition [দমোন্] (বিশেষ্য) ১ শাসন; দণ্ডদান (করিলেন কালিয় দমন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ রোধ; নিবারণ (জ্বর দমন)। ৩ সংযমন; ইন্দ্রিয় নিগ্রহ (ইন্দ্রিয় দমন)। দমনীয় (বিশেষণ) দমনযোগ্য; শাসনীয়। দমনীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। দময়িতা (-তৃ) (বিশেষণ) ১ দমন করে এমন; দমনকারী। ২ শাসক; শাসনকর্তা। দময়িত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √দম্+অন}
- Bengali Word দমন ২ English definition ⇒ দামন
- Bengali Word দমবাজ, দমবাজি English definition ⇒ দম৩
- Bengali Word দমসম English definition [দম্শম্] (বিশেষণ) গুরুভোজন, গুরুভার বহন ইত্যাদির জন্য পেট ফুলে রুদ্ধশ্বাস; অত্যধিক পরিশ্রম হেতু নিঃশ্বাস ফেলতে অসমর্থ (পেট দমসম হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) সমদম (পদ বিপর্যয়ে)}
- Bengali Word দমা English definition [দমা] (ক্রিয়া) ১ দমিত বা অবদমিত হওয়া; বশ মানা; পরাজয় স্বীকার করা; হার মানা (শত্রু এবার দমেছে)। ২ নিরুৎসাহ হওয়া; হতাশ হওয়া; উদ্যম হারানো (বিপদ দেখে দমে গেলে চলবে না)। ৩ বসে যাওয়া। দমানো/দমান (ক্রিয়া) ১ দমন করা; পরাজিত করা; বশে আনা। ২ নমিত করা; পরাজিত করা; বশে আনা। ৩ নিরুৎসাহ করা; উৎসাহ ভঙ্গ করা। {√দম্+(বাংলা) আ}
- Bengali Word দমিত English definition [দোমিতো] (বিশেষণ) শাসিত; বশীকৃত; নিগৃহীত; সংযত। {(তৎসম বা সংস্কৃত) √দম্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word দমী (-মিন্) English definition [দোমি] (বিশেষণ) ১ দমন করে এমন; দমনকারী; দমনশীল; দময়িতা। ২ সংযমী; জিতেন্দ্রিয়। {(তৎসম বা সংস্কৃত) √দম্+ইন(ইনি)}
- Bengali Word দম্প ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দম্পো] (বিশেষ্য) ১ সর্প; দম্ভ; অহঙ্কার; তেজ (আশরাফ নাম দম্প দুর্জনের কম্পভয়ে ধায় শত্রু বলবান-কাজী দৌলত)। □ (বিশেষণ) দাম্ভিক; অহঙ্কৃত (দম্প কথা বলিছে রাজা আমার বরাবর-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) দম্ভ>}
- Bengali Word দম্পতি, দম্পতী English definition [দম্পোতি] (বিশেষ্য) ১ পতি-পত্নী; স্বামীও স্ত্রী। ২ গৃহপতি (চকা-চকীরে জিনি রজনী দম্পতি বিনি একাকিনী জাগি প্রেম ত্রাসের-দৌকা)। {(তৎসম বা সংস্কৃত) জায়া+পতি; (দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word দম্ফ English definition [দম্ফো] (বিশেষ্য) ১ অহঙ্কার (দম্ফ লম্ফ মারে-কাশীরাম দাস)। ২ এক প্রকার বাদ্য। {(তৎসম বা সংস্কৃত) দম্ভ>}
- Bengali Word দম্বদার English definition [দম্বোদার্] (বিশেষ্য) ১ হক্স-ই-দম্ (গবাক্ষ ধারণ রূপ এক প্রকার যোগ) অভ্যাসের ফলে পীর-মাদার দীর্ঘজীবন লাভ করেন বলা হয় (নিরঞ্জন নিরাকার হৈলা ভেস্ত অবতার মুখেত বলেত দম্বদার-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {দম্+মাদার= দম্মাদার>দম্বদার}
- Bengali Word দম্বল ১ English definition [দম্বোল্] (বিশেষ্য) দধিবীজ; দইয়ের সাজা; দইয়ের যে অংশ দুধে মিশিয়ে নতুন দই পাতা হয়। {(তৎসম বা সংস্কৃত) দধ্যম্ল>}
- Bengali Word দম্বল ২ ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দমররবল্] (বিশেষ্য) নকির; পেয়াদা (রথ বলে সাজে রথী বীর বলে সেনাপতি রথ আগে ধাইল দম্বল-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দম্+বল}
- Bengali Word দম্ভ English definition [দম্ভো] (বিশেষ্য) ১ অহঙ্কার; গর্ব; আস্ফালন। ২ কপট ধার্মিকতা। ৩ শঠতা; কপটতা। দম্ভক (বিশেষণ) ১ অহঙ্কারী। ২ প্রতারক। দম্ভন (বিশেষ্য) ১ প্রতারণা। ২ মোহ সৃষ্টি। দম্ভী (-ম্ভিন্) (বিশেষণ) ১ অহঙ্কারী; দর্পী; দাম্ভিক (নিকুম্ভিলা যজ্ঞাগারে দম্ভী মেঘনাদে-মাইকেল মধুষূদন দত্ত)। ২ কপট ধার্মিক; ধার্মিকতার ভান করে এমন। ৩ শঠ; প্রবঞ্চক। {(তৎসম বা সংস্কৃত) √দম্ভ্+অ(ঘঞ্)}
- Bengali Word দম্ভোক্তি English definition [দম্ভোক্তি] (বিশেষ্য) বড়াই; অহঙ্কারসূচক কথা; উদ্ধৃত বাক্য। {(তৎসম বা সংস্কৃত) দম্ভ+উক্তি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word দম্ভোল ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দম্ভোল্] (বিশেষ্য) ১ দাপট; সদম্ভ আস্ফালন। ২ হুঙ্কার (অগ্নির দম্ভোল যেন আষাঢ়া গর্জন-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দম্ভ>}
- Bengali Word দম্ভোলি English definition [দম্ভোলি] (বিশেষ্য) বজ্র (বর্ষিলে দম্ভোলি-কায়কোবাদকোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) √দম্ভ্+(বাংলা) উলি/ওলি}
- Bengali Word দম্য English definition [দোম্মো] (বিশেষণ) দমনীয়; দমনযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √দম্+য(যৎ)}
- Bengali Word দময়ন্তী English definition [দমোয়োন্তি] (বিশেষ্য) মহাভারতোক্ত নল রাজার মহিষী ও বিদর্ভ রাজকন্যা। {(তৎসম বা সংস্কৃত) √দম্+ণিচ্(=√দমি)+ অৎ(শতৃ)+ ঈ(ঙীপ্)}