দ পৃষ্ঠা ৮
- Bengali Word দময়িতা, দময়িত্রী English definition ⇒ দমন
- Bengali Word দর ১ English definition [দর্] (বিশেষ্য) ১ গর্ত; গহ্বর; ভয়; ডর; শঙ্কা। ২ গহ্বর; গর্ত (মাতাঙ্গ পড়িলে দরে পতঙ্গ প্রহার করে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ পর্বতাদির ফাটল। ৪ কম্প। ৫ প্রবাহ; ক্ষরণ; স্রোত। দরকচা, দরকাঁচা, দড়কচা, দড়কচ্চা, দড়কাঁচা (বিশেষণ) দেখতে পাকা কিন্তু ভিতরে শক্ত; আধপাকা আধকাঁচা। দরকচা মারা, দড়কচা মারা, দড়কচ্চা মারা (বিশেষণ) ১ অর্ধ-পক্ব; অর্ধ-কাঁচা; শক্ত। ২ বয়সের তুলনায় বেশি কঠিন; বয়স কম অথচ চেহারায় কাঠিন্য দেখে বেশি বয়সের মনে হয় এমন (দরকচা-মারা জোয়ান বেহারা)। □ (ক্রিয়া) জামড়া পড়া; অর্ধ-পক্ব বা অর্ধ-কাঁচা থাকা; পুরাপুরি সিদ্ধ বা পক্ব না হওয়া। ২ ঘাটা পড়া; অপূর্ণ থাকা (চাচা না থাকলে আমাদের আড্ডাটা কি রকম যে দরকচ্চা মেরে যায়-সৈয়দ মুজতবা আলী)। দরদর (অব্যয়) অধিক স্রাব বা ক্ষরণের ভাবদ্যোতক। দরবিগলিত (বিশেষণ) তরল পদার্থের স্রোতধারার ন্যায় ক্ষরণশীল অবস্থা; দরদর ধারায় গলে পড়ে এমন; প্রবাহরূপে বা অল্প পরিমাণে নিঃসৃত। {(তৎসম বা সংস্কৃত) √দৃ+অ(অচ্)}
- Bengali Word দর ২ English definition [দর্] (বিশেষ্য) ১ দাম; মূল্য (শুনে জিনিসের দর গায়ে আসে জ্বর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নিরিখ; মূল্যের হার। ৩ মর্যাদা; স্তর (উচ্চদরের লোক)। দরকষা (ক্রিয়া) দাম ধরা; মূল্য নির্ধারণ করা। দর কষাকষি (বিশেষ্য) জিনিসের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি; দাম কমবেশি করার জন্য গ্রাহক ও দোকানদারের মধ্যে বাদানুবাদ। দরদস্তুর (বিশেষ্য) ১ জিনিসের দর ও বিক্রির রীতি বা শর্তাদি। ২ দর সম্পর্কে বাগবিতণ্ডা; ন্যায্য দাম নির্ধারণ করার চেষ্টা (অনেক দরদস্তুরের পর আসিয়া চার পয়সায় দাঁড়াইল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। দরদাম (বিশেষ্য) ১ হার ও মূল্য; ন্যায্য মূল্য; আসল মূল্য (তার পর যত এগোচ্ছি, দরদাম ক্রমশ নেমে যাচ্ছে-মনোজ বসু)। ২ ন্যায্য মূল্য ঠিক করার বা প্রার্থিত মূল্য কমানোর চেষ্টা। {(ফারসি) দর}
- Bengali Word দর-ইজারা English definition [দর্ইজারা] (বিশেষ্য) ইজারাদারের অধীন ইজারা; দরপত্তনি। {(ফারসি) দরইজারাহ}
- Bengali Word দরকসর English definition [দর্কসর্] (বিশেষ্য) দাম কমানোর জন্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে বাদানুবাদ (তখন বাদ দরকসর টাকায় বারো আনা-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) দর+ (আরবি)কসর}
- Bengali Word দরকার English definition [দর্কার্] (বিশেষ্য) প্রয়োজন; আবশ্যক। দরকারি (বিশেষণ) প্রয়োজনীয়; আবশ্যকীয় (যত পেটের দরকারী মাছ তরকারি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(ফারসি) দরকার}
- Bengali Word দরখাস্ত English definition [দর্খাস্তো] (বিশেষ্য) ১ আবেদনপত্র; application; petition (দরখাস্ত পেশ করা)। ২ আবেদন; আরজি (দরখাস্ত করা)। দরকাস্তকারী (বিশেষ্য) (বিশেষণ) আবেদনকারী; আরজি পেশকারী। {(ফারসি) দর্খাস্ত}
- Bengali Word দরখি ((ব্রজবুলি)) English definition [দরোখি] (অসমাপিকা ক্রিয়া) দেখে (বিনি যে পরখি রূপ যে দরখি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্>}
- Bengali Word দরখ্ত English definition [দরখ্ত্] (বিশেষ্য) বৃক্ষ; গাছ। {(ফারসি) দরখ্ত্}
- Bengali Word দরগা, দরগাহ English definition [দরগা, দরগাহ্] (বিশেষ্য) দরবেশের কবর বা মাজার (আল্লার দরগায় ভেজে হাজার সোকরানা-সৈয়দ হামজা)। {(ফারসি) দরগাহ}
- Bengali Word দরগুজার English definition [দর্গুজার্] (ক্রিয়া) ১ অগ্রাহ্য করা; ক্ষমা করা; ছাড় দেওয়া। □ (বিশেষণ) ক্ষমাপ্রাপ্ত; অগ্রাহ্য। {(ফারসি) দর্গুজার্}
- Bengali Word দরজা, দরওয়াজা, দরোজা English definition [দর্জা, দর্ওয়াজা, দরোজা] (বিশেষ্য) দুয়ার; দ্বার; কবাট (হানিবে আঘাত তোর স্বপ্নের শিশমহলের দরওয়াজায়-কাজী নজরুল ইসলাম; পর্দা ছেড়ে দরজা ধাক্কায়-বুদ্ধদেব বসু)। {(ফারসি) দর্রজাহ}
- Bengali Word দরজি, দরজী, দর্জি English definition [দোরজি] (বিশেষ্য) পোশাক তৈরি ও কাপড় সেলাই করা যার পেশা; সৌচিক; সূচিকর্মজীবি; খলিফা; tailor (কাটিয়া কাপড় জোড়ে দরজির ঘটা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) দর্জ্বী}
- Bengali Word দরণ English definition [দরোন্] (বিশেষ্য) গলন; দ্রবীভবন; ক্ষয় হওয়া (অথবা যক্ষ্ণা রোগীর মতন পেরেছে যে জন দরণ নিমন্ত্রণ-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √দৃ+ অন(ল্যুট্)}
- Bengali Word দরদ ১ English definition [দরোদ্] (বিশেষ্য) ১ প্রাচীন অনার্য জাতিবিশেষ। ২ কাশ্মীরের নিকটবর্তী দেশবিশেষ; বর্তমান দাদস্থান। □ (বিশেষণ) ভীতিপ্রদ; ভয়ঙ্কর; ভয়াল। দরদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভয়দা; ভীতিসঞ্চারিকা (বামা সমরে বরদা অসুর দরদা নিকটে প্রমোদা প্রমাদ গণি-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) √দৃ> দর>}
- Bengali Word দরদ ২ English definition [দরোদ্] (বিশেষ্য) ১ বেদনা; যন্ত্রণা। ২ টান; মমতা; আকর্ষণ (একটু দরদ পৌঁছলো দেখা ছোঁয়ার মধ্যে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সমবেদনা; সহানুভূতি। দরদমন্দ (বিশেষ্য) (বিশেষণ) দরদি; সহানুভূতিশীল; সমব্যথী (তুমি বিনে দরদমন্দ আর কেবা আছে-সৈয়দ হামজা)। দরদি, দরদী, দরদিয়া (পদ্যে) (বিশেষ্য) (বিশেষণ) ১ ব্যথার ব্যথী; সমব্যথী; সমবেদনাযুক্ত; সহানুভূতিশীল (মানুষ এমন মেতে যায় দরদি মানুষদের কাছে পেয়ে-মনোজ বসু; নিখিল দরদী ছিলেন আম্মা-কাজী নজরুল ইসলাম)। ২ যার ব্যথা বা যন্ত্রণা আছে। ৩ মরমি। {(ফারসি) দর্দ}
- Bengali Word দরদালান English definition [দর্দালান্] (বিশেষ্য) ঘরের তুল্য আচ্ছাদিত বড় বারান্দা (কাতর ঘুমে চাঁদিমা রাকা ভোর-গগনের দরদালানে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দরদালান}
- Bengali Word দরদি, দরদী, দরদিয়া English definition ⇒ দরদ২
- Bengali Word দরপণ, দরপন English definition ⇒ দর্পণ
- Bengali Word দরপত্তনি, দরপত্তনী English definition [দর্পত্তোনি] (বিশেষ্য) পত্তনিদারের অধীনে জমির পত্তনি। দরপত্তনিদার (বিশেষ্য) পত্তনিদারের অধীন পত্তনিদার; দরপত্তনি গ্রহণকারী। {ফারসি}