দ পৃষ্ঠা ৩
- Bengali Word দক্ষিণামুখ, দক্ষিণাস্য English definition [দোক্খিনামুখ্, দোক্খিনাশ্শো] (বিশেষণ) দক্ষিণ দিকে মুখবিশিষ্ট। দক্ষিণামুখী, দক্ষিণাস্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণা+মুখ, আসা্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দক্ষিণাস্য English definition ⇒ দক্ষিণামুখ
- Bengali Word দক্ষিণায়ন English definition [দোক্খিনায়োন্] (বিশেষ্য) ১ বিষুবরেখা থেকে সূর্যের দক্ষিণ গতি। ২ বিষুব রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে গমনকাল (২১ শে জুন থেকে ২২ শে ডিসেম্বর সময়, বাংলা শ্রাবণ থেকে পৌষ)। ৩ সূর্যের উক্ত গমনপথ। দক্ষিণায়নান্তবৃত্ত (বিশেষ্য) সূর্যের দক্ষিণগতির সীমানিরূপক কল্পিত রেখা; বিষুবরেখার ডিগ্রি দক্ষিণে যে অক্ষরেখা আছে তা; Tropic of Capricorn; মকরক্রান্তি। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণ+ অয়ন}
- Bengali Word দখল English definition [দখোল্] (বিশেষ্য) ১ অধিকার; আয়ত্তে আনয়ন (বাদশা তোমার গোলাম জেনো, করেছে তার দিল দখল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ব্যুৎপত্তি; জ্ঞান; পটুতা (শাস্ত্রেও যেমন দখল, পাপেও তেনই প্রবৃত্তি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দখল করা (ক্রিয়া) ১ অধিকার করা; আয়ত্তে আনা। ২ অন্যায়ভাবে অধিকার দান করা; কর্তৃত্ব করতে দেওয়া; ভোগ করতে দেওয়া (ভাইপো সৌলদজঙ্গে দিলেন দখল-ভরা)। দখল নামা (বিশেষ্য) অধিকারসূচক দলিল; স্বত্বাধিকারপ্রদায়ক আদেশপত্র। দখল পাওয়া (ক্রিয়া) অধিকার লাভ করা; ভোগ বা ব্যবহারের ক্ষমতা লাভ করা। দখলি, দখলী (বিশেষণ) ১ অধিকার বা দখল সংক্রান্ত (দখলি স্বত্ব)। ২ অধিকারভুক্ত; অধিকৃত; দখলে আছে এমন। দখলিকার, দখলকার, দখলিদার, দখলদার (বিশেষণ) দখল করে আছে এমন (বেহেশ্ত হুরীর দখলকার-কাজী নজরুল ইসলাম)। দখলি স্বত্ব (বিশেষ্য) ভোগাধিকার; দখলে থাকার ফলে উৎপন্ন স্বত্ব। {(আরবি)দখল}
- Bengali Word দখিণা English definition ⇒ দক্ষিণা২
- Bengali Word দখিণা ২ English definition ⇒ দক্ষিণা১
- Bengali Word দখিন English definition ⇒ দক্ষিণ
- Bengali Word দগদগ English definition [দগ্দগ্] (অব্যয়) ক্ষত বা জ্বলনের ভাবসূচক। দগদগানি, দগদগি (বিশেষ্য) জলুনি; পোড়ানি; বেদনা; যন্ত্রণা (হিয়া দগদগি পরাণ পোড়ানি কি দিলে হইবে ভাল-বড়ু চণ্ডীদাস; ভিতরে দগ্দগি ঘা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। দগদগ, দগদগে (বিশেষণ) দগদগ করছে এমন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word দগ্ধ English definition [দগ্ধো] (বিশেষণ) ১ পোড়া; ভস্মীকৃত; পুড়ে গেছে এরুপ (দগ্ধ কাষ্ঠ)। ২ উত্তপ্ত (দগ্ধ অঙ্গার, দগ্ধ লৌহ)। ৩ আগুনের উত্তাপে ঝলসানো হয়েছে এমন; অগ্নিদাহে জাত ক্ষত (দগ্ধ মাংস, দগ্ধ হস্ত)। ৪ ((আলঙ্কারিক)) সন্তপ্ত; বেদনার্ত; যন্ত্রণাগ্রস্ত (দগ্ধপ্রাণ)। ৫ (খেদে) নির্দয়; নিষ্ঠুর; হৃদয়হীন (দগ্ধ দাতা বা বিধাতা)। ৬ (খেদে) হতভাগ্য; দুরদৃষ্ট (দগ্ধ ভাগ্য)। ৭ (খেদে) অবজ্ঞেয়; উপেক্ষণীয় (দগ্ধোদর)। দগধই ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দগ্ধ করে (দুহু দিশ দারু দহনে যৈছে দগধই-বিদ্যাপতি)। দগধিনী ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষণ) বিদগ্ধা; সন্তপ্তা (তোর বিরহ দহনে দগধিনী রাধা-বড়ু চণ্ডীদাস)। দগধিলে ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দগ্ধ করলে (কেন দগধিলে বিরহ বেদনা দিয়ে-চণ্ডীদাস)। দগধে (ক্রিয়া) দগ্ধ করে (তব ধরি দগধে অনঙ্গ- বিপ)। দগ্ধচক্ষু (বিশেষ্য) পোড়া চোখ; হতভাগ্য চোখ (কিন্তু দগ্ধচক্ষুর দর্শন-ভাগ্য হয়নি-মনোজ বসু)। দগ্ধপত্রন্যায় (অব্যয়) শুকনা পাতা পুড়ে গেলে তা আগের মতো থাকলেও তা আর পাতা বলে গণ্য হয় না-এই সিদ্ধান্ত। {(তৎসম বা সংস্কৃত) √দহ্+ ত(ক্ত)}
- Bengali Word দগ্ধা ১ English definition [দগ্ধা] (বিশেষ্য) অমঙ্গলজনক বা অশুভ তিথি (মাসদগ্ধা)। {(তৎসম বা সংস্কৃত) দহ্+ত(ক্ত)+আ(টাপ্)}
- Bengali Word দগ্ধা ২ English definition [দগ্ধা] (ক্রিয়া) ১ যন্ত্রণা দেওয়া। ২ পোড়া। ৩ পোড়ানো; দগ্ধ করা। দগ্ধানো (ক্রিয়া) ১ দগ্ধ করা। ২ সন্তপ্ত করা বা হওয়া। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) দগ্ধ+ আ (টাপ্)}
- Bengali Word দগড়, দগর English definition [দগোড়্, দগোর্] (বিশেষ্য) ঢাকজাতীয় বাদ্য; রণবাদ্য; দামামা (মার মার বলিয়া দগড়ে দিল কাটি-কৃত্তিবাস ওঝা; ঢাক ঢোল দগর বাজায় বনে বনে-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) দ্রগড়>}
- Bengali Word দগড়া, দাগড়া English definition [দগ্ড়া, দাগ্ড়া] (বিশেষ্য) ১ মাটির উপর গরুর গাড়ির চাকা ইত্যাদির ঘর্ষণের দাগ; দড়ির ন্যায় দীর্ঘ দাগ। ২ মোটা দড়ির মতো চাবুকাদির প্রহারের লম্বা ফোলা দাগ (দাগড়া দাগড়া হওয়া)। {(তুলনীয়) (হিন্দি) দগ্ড়া}
- Bengali Word দঙ্গল English definition ⇒ দংগল
- Bengali Word দঙ্গল, দংগল English definition [দঙ্গোল্] (বিশেষ্য) ১ দল; পাল; ভিড় (পিশাচের দঙ্গল, সহসা গুরুভাবে জেগে উঠে-বুদ্ধদেব বসু)। ২ অনুচর; দল (দঙ্গল ফেরে সুলতানসহ উল্লাসে মাতোয়ারা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ কুস্তি; মল্লযুক্ত; গোলমাল (দংগল বাধিলেও পুলিশকে বলা সহজ হইত যে ইহাতে চৌধুরী সাহেবের কোন হাত নাই-কাআউ)। {(ফারসি) দঙ্গল}
- Bengali Word দজ্জাল English definition [দজ্জাল্] (বিশেষ্য) ১ মিথ্যাবাদী। ২ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দুর্দান্ত অত্যাচারী ব্যক্তি, যে কেয়ামতের অব্যবহিত পূর্বে ইমাম মেহদির সময়ে জন্মগ্রহণ করে নিজেকে আল্লাহ বলে দাবি করবে বলে কথিত আছে। □ (বিশেষণ) ১ দুর্দান্ত অত্যাচারী, দুষ্ট (তোমার পিছনে মরিছে ডুবিয়া ফেরাউন দজ্জাল-কাজী নজরুল ইসলাম)। ৩ দুরন্ত; দস্যি; শাসনের বহির্ভূত (দজ্জাল মেয়ে)। {(আরবি)দজ্জাল}
- Bengali Word দণ্ড English definition [দন্ডো] (বিশেষ্য) ১ লোহা কাঠ ইত্যাদির তৈরি দীর্ঘ অথচ শক্ত জিনিস (লৌহদণ্ড, মন্থনদণ্ড)। ২ যষ্টি; ডাণ্ডা; লাঠি। ৩ শাস্তি; সাজা (প্রাণদণ্ড, কারাদণ্ড)। ৪ জরিমানা; গচ্চা; খেসারত (অর্থদণ্ড, পাঁচ টাকা দণ্ড)। ৫ রাজদণ্ড; শাসন দণ্ড (দণ্ডধর)। ৬ রাজনীতি-বিশেষ; দমন; শাসন (সাম, দান, ভেদ, দণ্ড)। ৭ যুদ্ধ। ৮ সৈন্য (দণ্ডনায়ক)। ৯ সময়ের বিভাগবিশেষ; ৬০ পল; ২৪ মিনিট (মোলে দণ্ড দু’চার কান্নাকাটি শেষে দিবে গোবর ছড়া-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। ১০ অতি অল্প সময় (আর একদণ্ড অপেক্ষা করো)। দণ্ডকলস (বিশেষ্য) ডানকুনি গাছ; যার পাতার রস ঔষধরূপে ব্যবহার করা যায়। দণ্ডকাক (বিশেষ্য) দাঁড়কাক। দণ্ডগ্রহণ (বিশেষ্য) ১ শাস্তি স্বীকার বা ভোগ। ২ হিন্দুদের সন্ন্যাস ধর্ম অবলম্বন। দণ্ডচক্রাদি ন্যায় (বিশেষ্য) যে কাজ বহু কারণ থেকে জাত। দণ্ডদাতা (বিশেষণ) শাস্তিদানকারী (দণ্ডদাতা প্রভু)। দণ্ডদান (বিশেষ্য) শাস্তিপ্রদান; সাজাদান (প্রাণদণ্ড দান)। দণ্ডধর (বিশেষ্য) ১ রাজা; শাসক; নৃপতি (পাশে মন্ত্রীবর, তাঁর দণ্ডধর-সোনার ছড়ি হাতে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ হিন্দু বিশ্বাসে যম; যিনি পাপীর শাসক। □ (বিশেষণ) যষ্টি বা লাঠি ধারণ করে এমন (দণ্ডধর শাসক)। দণ্ডধারী (বিশেষণ) ১ যষ্টি বা লাঠি ধারণ করে এমন; দণ্ডধর। □ (বিশেষ্য) ১ রাজা; শাসক (রাজ্য না ছাড়িয়া হইমু দণ্ডধারী-পূর্ববঙ্গ গীতিকা)। ২ সন্ন্যাসী; যোগী; দণ্ডী (কখন বৈরাগী যোগী দণ্ডধারী-ভারতচন্দ্র রায়গুণাকর)। দণ্ডন (বিশেষ্য) ১ শাস্তিদান; সাজা প্রদান। ২ শাসন; রাজ্যশাসন। ৩ দমন। দণ্ডনায়ক (বিশেষ্য) ১ সেনাপতি। ২ শাস্তিবিধানকারী রাজা বা রাজকর্মচারী। দণ্ডনীতি (বিশেষ্য) ১ রাজ্যশাসন নীতি; রাজনীতিশাস্ত্র। ২ শাস্তিদাননীতি; দমননীতি। দণ্ডনীয়, দণ্ডার্হ, দণ্ড্য (বিশেষণ) শাস্তি পাওয়ার যোগ্য। দণ্ডনীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। দণ্ডপাণি (বিশেষণ) ১ দণ্ডধর রাজা; শাস্তিদানের ক্ষমতার অধিকারী। ২ যম। দণ্ডপারুষ্য (বিশেষ্য) জবরদস্তিমূলকভাবে অতিরিক্ত দণ্ড দান। দণ্ডপাল, দণ্ডপালক (বিশেষ্য) দারোয়ান; দ্বাররক্ষক; শাসক; শাসনকর্তা। দণ্ডপ্রণেতা (বিশেষ্য) দণ্ড প্রণয়নকারী; শাস্তি বিধানকারী (যে দস্যুর দণ্ডপ্রণেরতা আছে, সেই দস্যুর কার্যের নাম দস্যুতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দণ্ডবৎ (বিশেষ্য) হিন্দু সমাজে প্রচলিত দণ্ডের মতো ভূমিতে লুটিয়ে সাষ্টাঙ্গে প্রণাম (তান দণ্ডবৎ না করিল যেই শিরে-সৈয়দ আলাওল)। দণ্ডবিধাতা (বিশেষণ) ১ শাস্তিবিধানকর্তা। ২ শাসনকারী। □ (বিশেষ্য) ১ রাজা। ২ বিচারপতি। দণ্ডবিধান (বিশেষ্য) ১ শাস্তিপ্রদান। ২ দণ্ডবিধি। দণ্ডবিধি (বিশেষ্য) ১ শাস্তিদানসংক্রান্ত নিয়ম-পদ্ধতি। ২ ফৌজদারি আইন; criminal law। দণ্ডমুণ্ড (বিশেষ্য) সাধারণ শাস্তি থেকে প্রাণদণ্ড পর্যন্ত সকল প্রকার শাস্তি। দণ্ডমুণ্ডের কর্তা (বিশেষ্য) সকল প্রকার শাস্তিদানের অধিকারী; যিনি রাখলে রাখতে পারেন মারলে মারতে পারেন; নৃপতি; শাসক; বিচারক। দণ্ডযাত্রা (বিশেষ্য) ১ যুদ্ধযাত্রা; দিগ্বিজয়ে অভিযান। ২ শত্রু দমনের জন্য অভিযান। ৩ বরযাত্রা। ৪ শোভাযাত্রা; মিছিল। দণ্ডরায় (বিশেষ্য) দণ্ডধর; রাজা; শাসক (পরিবারসহ রাজা করিয়া নৌকার পূজা আরোহণ কৈল দণ্ডরায়-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দণ্ডস্থান (বিশেষ্য) যেখানে অপরাধীকে দণ্ড দেওয়া হয়। দণ্ডে দণ্ডে (ক্রিয়াবিশেষণ) ১ প্রতিদণ্ডে। ২ ক্ষণে ক্ষণে; মধ্যে মধ্যে। ৩ বার বার। একদণ্ডে (ক্রিয়াবিশেষণ) মুহূর্ত মধ্যে। খুরে খুরে/ক্ষুরে ক্ষুরে দণ্ডবৎ ((ব্যঙ্গার্থ)) পরোক্ষভাবে অপরকে পশু বলে তার নিকট নিষ্কৃতি প্রার্থনা। {(তৎসম বা সংস্কৃত) √দণ্ড্+অ(অচ্)}
- Bengali Word দণ্ডক English definition [দন্ডোক্] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত জনৈক রাজা। দণ্ডকা, দণ্ডকারণ্য (বিশেষ্য) ভারতস্থ দাক্ষিণাত্যের বিশাল বন; নর্মদা ও গোদাবরী নদীর মধ্যস্থ প্রাচীন অরণ্য প্রদেশ; রামায়ণে উক্ত জনস্থান নামক অরণ্য প্রদেশ। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+ক(কন্)}
- Bengali Word দণ্ডা ১ English definition [দন্ডা] (বিশেষ্য) মোটা লাঠি; দণ্ডাকর (ক্রিয়া) ১ দণ্ডদ্বারা প্রহার করা। ২ শরীরে দণ্ড প্রবেশ করানো (নিবেদন করে গণ্ডাকার নাহি করি দণ্ডা বন মাঝে করি গো নিবাস-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+(বাংলা) আ}
- Bengali Word দণ্ডা ২ English definition [দন্ডা] (ক্রিয়া) শাসন করা; দণ্ডদান করা (সন্তোষে বসায় খাটে দোষ দেখি নাক কাটে দণ্ডে রাজা বনিতার পতি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+(বাংলা) আ}