দ পৃষ্ঠা ৫
- Bengali Word দন্তাদন্তি English definition [দন্তাদোন্তি] (বিশেষ্য) কামড়াকামড়ি; দন্তে দন্তে দংশন দ্বারা যে যুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+দন্ত+ই(ইচ্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দন্তাবল English definition [দন্তাবল্] (বিশেষ্য) হাতি। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+বল(বলচ্)}
- Bengali Word দন্তাল, দন্তিল English definition [দন্তাল্, দোন্তিল্] (বিশেষণ) দাঁতাল (দণ্ডিত হাসি হাসতে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+(বাংলা) আল/ইল}
- Bengali Word দন্তালিকা English definition [দন্তালিকা] (বিশেষ্য) লাগাম; অশ্ব ইত্যাদির মুখরজ্জু; বল্গা। {(তৎসম বা সংস্কৃত) দন্তপালী>?}
- Bengali Word দন্তিল English definition ⇒ দন্তাল
- Bengali Word দন্তী (-ন্তিন্) English definition [দোন্তি] (বিশেষণ) দাঁত আছে এমন; দন্তবিশিষ্ট। □ (বিশেষ্য) হাতি (চলে দন্তী আস্ফালিয়া শুঁড়-মাইকেল মধুষূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+ইন(ইনি)}
- Bengali Word দন্তুর English definition [দোন্তুর্] (বিশেষণ) ১ দাঁতাল; বৃহৎ বা উঁচু দাঁতবিশিষ্ট (দন্তুর হাসির ছটা বিম্বাধরে যথা-বিষ্ণু দে)। ২ কুটিল (কালো কবন্ধ দন্তুর ভালোবাসা-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+উর(উরচ্)}
- Bengali Word দন্তোদ্গম, দন্তোদ্ভেদ English definition [দন্তোদ্গম্, দন্তোদ্ভেদ্] (বিশেষ্য) মাঢ়ি ভেদ করে নতুন দাঁত ওঠা। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+উদ্গম, উদ্ভেদ; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দন্তোন্মীলন English definition [দন্তোন্মিলন্] (বিশেষ্য) দন্তবিকাশ (সুতরাং সুরুচিকে তাহারা দন্তোন্মীলন করিয়া দেশ ত্যাগ করিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+ উন্মীলন; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দন্ত্য English definition [দন্তো] (বিশেষণ) ১ দাঁতের সাহায্যে উচ্চারিত। ২ দাঁতসম্বন্ধীয়। দন্ত্যবর্ণ (বিশেষ্য) দাঁতের সাহায্যে উচ্চারিত বর্ণ অর্থাৎ ত-বর্গ; লও স। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+য(যৎ)}
- Bengali Word দন্দশূক English definition [দন্দোশুক্] (বিশেষণ) ১ বার বার দংশনকারী (যে সকল তীক্ষ্ণবিষ মহাকর্ণ দন্দশূক সর্প তোমার ঔরসে জন্মিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সর্প। {(তৎসম বা সংস্কৃত) √দন্শ্+ য(যঙ্লুক্)+উক}
- Bengali Word দপ English definition [দপ্] (অব্যয়) হঠাৎ আগুন জ্বলার শব্দ (দপ করে আগুন জ্বলা)। দপ দপ (অব্যয়) ১ ক্রমাগত আগুন জ্বলার শব্দ; আগুনের উজ্জ্বলতা প্রকাশক শব্দ। ২ বেদনা বা টাটানির ভাবপ্রকাশক শব্দ। দপদপানি (বিশেষ্য) দপদপ করে নেভা বা জ্বলার ভাব (মগজে তৈলহীন প্রদীপের দপদপানী-জাফর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word দপ্তর, দপ্তরখানা, দপ্তরি, দপ্তরী English definition ⇒ দফতর
- Bengali Word দপ্তি English definition ⇒ দক্তি
- Bengali Word দপ্প English definition ⇒ দর্প
- Bengali Word দপ্পন English definition ⇒ দর্পণ
- Bengali Word দফ English definition [দফ্] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ (বালক-বালিকারা দফ বাজাইয়া হযরতকে ঘেরিয়া ধরিল-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি)দফ}
- Bengali Word দফতর, দপ্তর English definition [দফ্তর্, দপ্তর্] (বিশেষ্য) ১ অফিস; কাছারি; কার্যালয়; কর্মস্থল। ২ অফিসের বা কাছারির কাগজপত্র। ৩ বাঁধা কাগজপত্র; কাগজপত্রের বান্ডিল (আমরা স্বতন্ত্র দফতরে হাদিছ লিপিবদ্ধ করিয়াছিলাম-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। ৪ বই- পুস্তক ও খাতাপত্র (অপু ভয়ে দপ্তর লইয়া বসে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। দফতরখানা (বিশেষ্য) ১ অফিস; কার্যালয়; কাছারি; secretariat (মহারাজের দস্তখতি হুকুমনামা দপ্তরখানায় রয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পুরাতন নথিপত্র রাখার ঘর। দফতরি, দপ্তরি, দপ্তরী (বিশেষ্য) ১ দফতরের কাগজ, কালিকলম ইত্যাদির রক্ষক ও পরিবেশক; অফিসের নথিপত্র যে সাজিয়ে গুছিয়ে রাখে (আমার স্কুলের মেয়ে দফতরী দেওয়া যাবে-কাজী নজরুল ইসলাম)। ২ যে পুস্তক বাঁধাইয়ের ব্যবসা করে। ৩ পিয়ন; যে অফিসের কাগজে রুল টানে ও অন্যান্য ছোটখাট কাজ করে (কল্পনার যেখানে প্রসার নেই সেখানে রেখা শুধু দপ্তরীর রুলটানা আলোছায়া-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) দফ্তর}
- Bengali Word দফন English definition ⇒ দাফন
- Bengali Word দফরা English definition [দফ্রা] (বিশেষ্য) ধমক; তাড়না। {(আরবি)দফরাহ}