দ পৃষ্ঠা ৩৫
- Bengali Word দুপাক English definition ⇒ দু
- Bengali Word দুপাখা English definition [দুপাখা] (বিশেষণ) দুই চুলাযুক্ত উনুন; রান্নার সুবিধার জন্য যে উনুনে কাষ্ঠ প্রবেশের পথ একটি কিন্তু তাপ বহির্গমনের পথ দুটি। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+পক্ষ>}
- Bengali Word দুপাটা, দুপাটা English definition ⇒ দো
- Bengali Word দুপাটি, দোপাটি English definition [দুপাটি, দোপাটি] (বিশেষ্য) ফুলের গাছ। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+পট্ট>}
- Bengali Word দুপুর English definition [দুপুর] (বিশেষ্য) ১ দ্বি-প্রহর; মধ্যাহ্ন; বেলা বারোটার পর দুইটা পর্যন্ত সময়। ২ মধ্যরাত্র; গভীর রাত্রি; রাত্রি বারোটা থেকে দুইটা পর্যন্ত সময় (গড়ান দুপুর বেলা তৃষ্ণায় শুকাল গলা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দ্বিপ্রহর>}
- Bengali Word দুপেয়ে, দুফলা, দুফাল English definition ⇒ দো
- Bengali Word দুপ্ English definition ⇒ দুপ
- Bengali Word দুবরি, দুবরী, দুবর ((ব্রজবুলি)) English definition [দুবোরি, দুবরি, দুবর্] (বিশেষ্য) দুর্বলা। □ (বিশেষণ) ক্ষীণা; কৃশা (জরে গা দুবর ব্যারাম-দীনবন্ধু মিত্র; তুয়া গুণে সুন্দরী অতি ভেল দুবরি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) দুর্বল>}
- Bengali Word দুবলা ১ (-প্রাচীন বাংলা) English definition [দুব্লা] (বিশেষ্য) দূর্বাঘাস (সরিষাতে সরু দুবলাতে হীন-মাণিকরাজার গান। {(তৎসম বা সংস্কৃত) দূর্বা>}
- Bengali Word দুবলা ২ English definition [দুব্লা] (বিশেষণ) ১ দুর্বল। ২ কৃশ; পাতলা। {(তৎসম বা সংস্কৃত) দুর্বল+আ(টাপ্)}
- Bengali Word দুব্বা, দুব্ব, দুব্বো English definition ⇒ দূর্বা
- Bengali Word দুবড়া ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দুবড়া] (বিশেষ্য) মোটা সুতায় তৈরি এক প্রকার শাড়ি (স্ত্রীর দুবুড়া-বদ)। {(তৎসম বা সংস্কৃত) দুকূল/ধৌতকট>}
- Bengali Word দুভাপা English definition ⇒ দো
- Bengali Word দুভাষী English definition ⇒ দো
- Bengali Word দুম English definition [দুম্] (বিশেষ্য) মৃদু দুড়ুম আওয়াজ (তালগাছটা .... শিকড় ছিড়িয়া দুম করিয়া পড়িয়া-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। দুম দুম, দুম দাম (বিশেষ্য) ক্রমাগত দুম আওয়াজ। □ (ক্রিয়াবিশেষণ) ক্রমাগত দুম আওয়াজ করে (ভোলানাথ যখন দরজায় দুম দুম লাথি মারিয়া চেঁচাইতে ছিল-সুকুমার রায়)। দুমাদুম (ক্রিয়াবিশেষণ) ক্রমাগত দুম দুম করে। দুমাদ্দুম (বিশেষণ) প্রচুর উচ্চ আওয়াজকারী (খুব কসে শ খানিক দুমাদ্দুম কিল বসিয়ে দিই পিঠে-কাজী নজরুল ইসলাম)। দুম-দুমি (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ (দুমদুমির শব্দের নিশান-কোদৌ)। দুম পটাস, ধুম পটাস (অব্যয়) উচ্চশব্দে ফাটবার শব্দ (চুনে কাদাতে পা পিছলে খেঁকশিয়ালের বৌ-দুম্ পটাস-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word দুমচি English definition [দুম্চি] (বিশেষ্য) ঘোড়ার পেছনের দিক থেকে ঘুরিয়ে এনে চামড়ার যে ফিতা দিয়ে জিন আটকে রাখা হয়। {(তুর্কি)দুম্চী}
- Bengali Word দুমনা English definition ⇒ দু
- Bengali Word দুমুখো, দুমুঠা, দুমেটে English definition ⇒ দু
- Bengali Word দুম্বা English definition [দুম্বা] (বিশেষ্য) এক জাতীয় মেষ; এর লেজে চর্বি ও মাংস জমে কুলার মতো চ্যাপটা ও পুরু হয় (গো মেষ দুম্বা ও ছাগে করিলে কোরবানী-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) দুন্বা}
- Bengali Word দুমড়া, দোমড়া English definition [দুম্ড়া, দোমড়া] (বিশেষণ) ১ বাঁকা। ২ মোচড়ানো হয়েছে এমন। দুমড়ানো (ক্রিয়া) ১ বাঁকানো; বাঁকা করা। ২ মোচড়ানো; মোচড় দেওয়া। ৩ ভাঁজ করা। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থসমূহে। দুমড়ানি বি। {(তৎসম বা সংস্কৃত) √দ্রাঙ্ক্ষ্>দুমড়া>}