দ পৃষ্ঠা ৩৮
- Bengali Word দুরালভ English definition [দুরালভ্] (বিশেষণ) দুর্লভ; লাভ করা কঠিন এমন। □ (বিশেষ্য) কাঁটাযুক্ত গাছবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আলভ}
- Bengali Word দুরালাপ English definition [দুরালাপ্] (বিশেষ্য) ১ দুষ্ট বা কদর্য আলাপ; গালি। ২ কটুভাষী; দুষ্টভাষী। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আলাপ}
- Bengali Word দুরাশ English definition ⇒ দুরাশা
- Bengali Word দুরাশা English definition [দুরাশা] (বিশেষ্য) দুরাকাঙ্ক্ষা; দুর্লভ বিষয় বা বস্তু লাভের আশা (বহুদূর দুরাশার প্রবাসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুরাশ বিন দুরাকাঙ্ক্ষা; দুর্লভ বিষয় বা বস্তু লাভের প্রত্যাশা করে এমন (হৃদয় দুরাশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আশা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুরাশয় English definition [দুরাশয়্] (বিশেষ্য) ১ মন্দ অভিপ্রায়; দুরভিসন্ধি। ২ পাপাশয়; মন্দ অভিপ্রায়যুক্ত (মায়া করি দ্বারকায় যাবে দুরাশয়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আশয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুরাসদ English definition [দুরাশদ্] (বিশেষণ) ১ দুর্ধর্ষ; দুর্দম (কি দুর্জয় তব কিবা দুরাসদ তেজঃরাশি-ইসমাইল হোসেন শিরাজী)। ২ লাভ করা অত্যন্ত কঠিন এমন; দুর্লভ; দুষ্প্রাপ্য। ৩ দুর্জ্ঞেয়; জানা কঠিন এমন। ৪ দুঃসহ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আসদ}
- Bengali Word দুরি, দুরী English definition [দুরি] (বিশেষ্য) ১ দুই ফোঁটাযুক্ত তাস; যে তাসে দুই ফোঁটা আছে। ২ দুই সদস্যভুক্ত ঘর বা পরিবার (দুরি তিরি হইতে নহলা পর্যন্ত আরও অনেক ঘর গৃহস্থ আছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>}
- Bengali Word দুরিত English definition [দুরিতো] (বিশেষ্য) ১ পাপ (দুর্জ্ঞেয় দক্ষিণাকালী দুরিত নাশিনী-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ ক্ষতি; অনিষ্ট। □ (বিশেষণ) ১ মহাপাপী; পাপিষ্ঠ। ২ কলুষিত (দারুণ কাহ্নাঞ দুরিত তার মন-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) দু+ইত}
- Bengali Word দুরু দুরু English definition ⇒ দুর দুর
- Bengali Word দুরুক্ত English definition [দুরুক্তো] (বিশেষণ) কটূক্তি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+উক্ত; সুপ্সুপা}
- Bengali Word দুরুক্তি English definition [দুরুক্তি] (বিশেষ্য) দুর্বচন; কটুবাক্য; কটূক্তি; তিরস্কার (সমালোচকদের দুরুক্তি-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+উক্তি}
- Bengali Word দুরুচ্চার English definition ⇒ দুরুচ্চার্য
- Bengali Word দুরুচ্চার্য, দুরুচ্চার English definition [দুরুচ্চারজো, দুরুচ্চার্] (বিশেষণ) ১ উচ্চারণ করা কষ্টকর এমন (তাঁহার নামটি এত দুরুচ্চার্য যে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ মুখে আনা যায় না এমন; অশ্লীল; অকথ্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+উচ্চার্য, উচ্চার}
- Bengali Word দুরুচ্ছেদ English definition [দুরুচ্ছেদ্] (বিশেষণ) উচ্ছেদ বা উন্মূলন কষ্টসাধ্য এমন; দুরপনেয়। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+উচ্ছেদ}
- Bengali Word দুরুত্তর English definition [দুরুত্তর্] (বিশেষণ) দুস্তর; দুর্লঙ্ঘ; সহজে পার হওয়া যায় না এমন। □ (বিশেষ্য) খারাপ জবাব। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+উত্তর}
- Bengali Word দুরুপসদ English definition [দুরুপসদ্] (বিশেষণ) ১ লাভ করা কঠিন এমন; দুর্লভ; দুষ্প্রাপ্য। ২ দুর্গম। ৩ সহ্য করা কঠিন এমন; দুঃসহ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+উপসদ}
- Bengali Word দুরুপস্থান English definition [দুরুপস্থান্] (বিশেষণ) ১ কষ্টে গমনযোগ্য; দুর্গম। ২ জানা কঠিন এমন; দুর্জ্ঞেয়। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+উপস্থান}
- Bengali Word দুরুবার (-প্রাচীন বাংলা) English definition [দুরুবার্] (বিশেষণ) ১ দুর্বার; দুর্নিবার। ২ অনিবার্য (কাহ্নাঞি বড় দুরুবার-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ দুর্ধর্ষ; দুর্জয় (স্বামী দুরুবার মোর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) দুর্বার>}
- Bengali Word দুরুস্ত English definition ⇒ দুরস্ত
- Bengali Word দুরূহ English definition [দুরুহো] (বিশেষণ) ১ সুকঠিন; অত্যন্ত কষ্টে সাধন করা যায় এমন; কষ্টসাধ্য (দুরূহ কর্তব্য ভার)। ২ দুর্বোধ্য (তাহাতে একটি দুরূহ শব্দ ছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ তর্কে মীমাংসা হওয়া কঠিন এমন। ৪ দুর্জ্ঞেয়। দুরূহতা (বিশেষ্য) দুর্বোধ্যতা; কাঠিন্য (তাহার মধ্যে দুরূহতা দুর্গমতা কিছুই নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুর্+√ঊহ্+অ(খল্)}