দ পৃষ্ঠা ৩২
- Bengali Word দীনার English definition ⇒ দিনার
- Bengali Word দীনি, দীনি-ইলম, দীনী English definition ⇒ দিন২
- Bengali Word দীনেশ English definition [দিনেশ্] (বিশেষ্য) দীনের অর্থাৎ দরিদ্রের আশ্রয় যিনি; ঈশ্বর। {(তৎসম বা সংস্কৃত) দীন+ঈশ;(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দীপ English definition [দিপ্] (বিশেষ্য) প্রদীপ; বাতি; আলোকধার। দীপদান (বিশেষ্য) দীপাধার; পিলসুজ। দীপ-নেভা (বিশেষণ) শোভাহীন; দীপ্তিহীন; ম্লান-গৌরব (অভিভত ধরণীর দীপ-নেভা তোরণ দুয়ারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। দীপপুঞ্জ, দীপমালা (বিশেষ্য) দীপাবলি; প্রদীপসমূহ; প্রদীপের শ্রেণি। দীপবর্তিকা (বিশেষ্য) সলিতা; সলতে; দীপের বাতি। দীপশলাকা (বিশেষ্য) দিয়াশলাই; দিয়াশলাইয়ের কাঠি। দীপশিখা (বিশেষ্য) দীপের শিষ; প্রদীপের জ্বলন্ত অগ্রভাগ; flame। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+অ(ক)}
- Bengali Word দীপক English definition [দিপক্] (বিশেষণ) ১ ঔজ্জ্বল্যকারক; দীপ্তিদায়ক। ২ প্রজ্বালক; দাহক (দীপক যে তাকে জ্বালাবেই-কাজী নজরুল ইসলাম)। ৩ উত্তেজক; উত্তেজনাকারী; বিবর্ধক; উদ্দীপক। ৪ যে বা যা প্রকাশ করে; প্রকাশক। □ (বিশেষ্য) ১ প্রদীপ (কুলদীপক)। ২ সঙ্গীতের একটি রাগ (দুপুরে সে ধরেছিল দীপক তান-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word দীপতি English definition [দিপোতি] ((পদ্যে ব্যবহৃত)) (বিশেষ্য) দীপ্তি (দেহ দীপতি গেল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) দীপ্তি>}
- Bengali Word দীপন English definition [দিপোন্] (বিশেষ্য) ১ আলোকিত করণ; দীপ্তিসাধন। ২ প্রজ্বলন। ৩ উত্তেজন; উদ্দীপন। ৪ প্রকাশন। ৫ শোভন; শোভাকরণ। □ (বিশেষণ) দীপক; প্রজ্বালক; উত্তেজক; প্রকাশক (রক্তদীপন প্রাণের আভায় রঙিন করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। দীপনীয় (বিশেষণ) ১ দীপনযোগ্য। ২ (বিশেষণ) যা উজ্জ্বল বা দীপ্ত করতে হইবে। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+অন(ল্যুট্)}
- Bengali Word দীপনা English definition [দিপনা] (বিশেষ্য) উদ্দীপনা ও উত্তেজনা (শুনিয়া জাগুক সুপ্তপ্রাণ চির নিদ্রিত দীপনা-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) দীপন>}
- Bengali Word দীপা English definition [দিপা] (ক্রিয়া) জ্বালানো। দীপিছে (ক্রিয়া) জ্বলছে (দীপিছে প্রদীপ-মাইকেল মধুষূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+আ (নামধাতু)}
- Bengali Word দীপাগার English definition [দিপাগার্] (বিশেষ্য) আলোকগৃহ; যে উচ্চ গৃহ থেকে জাহাজ প্রভৃতিকে আলোক প্রদর্শিত হয়; light house। {(তৎসম বা সংস্কৃত) দীপ+আগার; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দীপাধার English definition [দিপাধার্] (বিশেষ্য) প্রদীপধারক; পিলসুজ; দেরকো। {(তৎসম বা সংস্কৃত) দীপ+আধার; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দীপান্বিতা English definition [দিপান্নিতা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ দেওয়ালি; দীপালি। ২ দেওয়ালির রাত্রি; কার্তিকী অমাবস্যার রাত্রি। ৩ □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রদীপবিশিষ্টা; দীপালোকে শোভিতা। {(তৎসম বা সংস্কৃত) দীপ+অন্বিতা}
- Bengali Word দীপালি, দীপালী, দীপাবলি English definition [দিপালি, দিপালি, দীপাবোলি] (বিশেষ্য) ১ দেওয়ালি; কালীপূজা বা শ্যামাপূজা উপলক্ষে হিন্দুদের আলোক-উৎসব। ২ দীপমালা; প্রদীপশ্রেণি; প্রদীপসমূহ। {(তৎসম বা সংস্কৃত) √দী্প্+আলি, আবলি}
- Bengali Word দীপিকা English definition [দিপিকা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ প্রদীপ। ২ জ্যোৎস্না। ৩ একটি রাগিণীর নাম। □ (বিশেষ্য) গ্রন্থ প্রভৃতির টীকা; ব্যাখ্যা পুস্তক। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রকাশ করে এমন; প্রকাশিকা। {(তৎসম বা সংস্কৃত) দীপ+ইক+আ(টাপ্)}
- Bengali Word দীপিত English definition [দিপিতো] (বিশেষণ) ১ প্রজ্বালিত; উজ্জ্বলীকৃত। ২ উদ্ভাসিত; আলোকিত। ৩ উত্তেজিত; উদ্দীপিতা। ৪ প্রকাশ পেয়েছে এমন; প্রকাশিত। {(তৎসম বা সংস্কৃত) √দীপি+ত(ক্ত)}
- Bengali Word দীপ্ত English definition [দিপ্তো] (বিশেষণ) ১ প্রজ্বলিত; জ্বলছে এমন। ২ উজ্জ্বল; আলোকিত; আলোকময়; ভাস্বর (একটি দীপ্ত তারা সুদূর পল্লীর প্রদীপের মতো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ তেজোময়; তেজস্বী। ৪ প্রকাশ পেয়েছে এমন; প্রকাশিত। দীপ্ত-কীর্তি (বিশেষণ) প্রথিতযশা; যার কীর্তি সর্বত্র প্রকাশিত; প্রসিদ্ধ; বিখ্যাত। দীপ্তাক্ষ (বিশেষ্য) ১ বিড়ালজাতীয় প্রাণী আঁধারে যাদের চোখ জ্বলে। ২ দীপ্তচক্ষু। ৩ ক্রোধে রক্তচক্ষু। দীপ্তোজ্জ্বল (বিশেষণ) জ্যোতির্ময়; অতিশয় উজ্জ্বল; দ্যুতিময়। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+ত(ক্ত)}
- Bengali Word দীপ্তি English definition [দিপ্তি] (বিশেষ্য) ১ আলোক; জ্যোতি; প্রভা; দ্যুতি (সূর্যের দীপ্তি আছে-বর)। ২ তেজ। ৩ কান্তি; শোভা। □ (বিশেষণ) আলোকিত (গ্রন্থ পড়ি সকলের দীপ্তি হয় মন-সৈয়দ আলাওল)। দীপ্তিমান (বিশেষণ) ১ দীপ্তিযুক্ত; উজ্জ্বল। ২ শোভান্বিত; শোভমান। দীপ্তিমতী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+তি(ক্তিন্)}
- Bengali Word দীপ্য English definition [দিপ্পো] (বিশেষণ) ১ প্রজ্বলনযোগ্য। ২ প্রকাশযোগ্য। দীপ্যমান (বিশেষণ) ১ জ্বলন্ত (সেই দীপ্যমান দাহ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উজ্জ্বল; দীপ্তিমান; ভাস্বর। ৩ শোভমান। ৪ প্রকাশিত হচ্ছে এমন; প্রকাশমান। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+য(যৎ)}
- Bengali Word দীপ্র English definition [দিপ্প্রো] (বিশেষণ) ১ জ্বলন্ত; উজ্জ্বল; দীপ্যমান; দীপ্তিশালী (দীপ্র রাত দুর্মোচ্য অন্ধকার-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ তীক্ষ্ণ; শাণিত; তীব্র (দীপ্র তব নয়নের বাণী-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+র}
- Bengali Word দীর্ঘ English definition [দির্ঘো] (বিশেষণ) ১ লম্বা (দীর্ঘদেহ)। ২ অধিক; বেশি (দীর্ঘকাল)। ৩ বিস্তৃত; দূর প্রসারিত (কেন পান্থ ক্ষান্ত হও হেরে দীর্ঘপথ-কৃষ্ণচন্দ্র মজুমদার)। ৪ বহুবর্ষব্যাপী; দীর্ঘকাল বিস্তৃত (দীর্ঘায়ু)। ৫ গভীর (দীর্ঘশ্বাস)। ৬ আয়ত; প্রশস্ত (দীর্ঘ নয়ন)। ৭ (ছন্দ.) দ্বিমাত্রাযুক্ত; বিলম্বিত ধ্বনিযুক্ত (দীর্ঘস্বর)। দীর্ঘা (স্ত্রীলিঙ্গ)। দীর্ঘতা, দৈর্ঘ্য বি। দীর্ঘকণ্ঠ (বিশেষণ) ১ লম্বা কণ্ঠযুক্ত। ২ বক। দীর্ঘকন্দ (বিশেষ্য) মূল্য। দীর্ঘগ্রীব (বিশেষ্য) ১ লম্বা কণ্ঠবিশিষ্ট। ২ উট; জিরাফ; বক। দীর্ঘ চৌপদী (বিশেষ্য) চারটি আট মাত্রার পর্বে গঠিত ছন্দ। দীর্ঘজীবী (-বিন্) (বিশেষণ) দীর্ঘায়ু; বহুকাল বাঁচে এমন (দোয়া করি তুমি দীর্ঘজীবী হও)। দীর্ঘজীবিনী (স্ত্রীলিঙ্গ)। দীর্ঘতনু (বিশেষণ) দীর্ঘাকৃতি; লম্ব দেহের অধিকারী এমন। দীর্ঘতপা; দীর্ঘতপাঃ (বিশেষণ) বহুকাল ধরে তপস্যা করেছে এমন। দীর্ঘত্রিপদী (বিশেষ্য) তিনটি আটমাত্রার পর্বে গঠিত ছন্দ। দীর্ঘদর্শী(-র্শিন্) (বিশেষণ) দূরদর্শী; পরিণামদর্শী। দীর্ঘদর্শিনী (স্ত্রীলিঙ্গ)। দীর্ঘনাস (বিশেষণ) নাক লম্বা বা বড় এমন। দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘনিশ্বাস, দীর্ঘশ্বাস (বিশেষ্য) শোক-দুঃখাদিসূচক গভীর ও প্রবল শ্বাসত্যাগ। দীর্ঘনিদ্রা (বিশেষ্য) ১ মহান্দ্রিা; মৃত্যু। ২ দীর্ঘকাল স্থায়ী নিন্দ্রা। দীর্ঘপাদ বিন ১ লম্বা পা বিশিষ্ট। ২ উট বক কঙ্ক ইত্যাদি পশু ও পাখি। দীর্ঘ মেয়াদি/মেয়াদী (বিশেষণ) বহুদিনব্যাপী। দীর্ঘরি (বিশেষণ) সুদীর্ঘ (ঘোরতর রজনী দীর্ঘরি ভয়ঙ্কর-দৌখা)। দীর্ঘরোমা (বিশেষণ) ১ দীর্ঘলোমযুক্ত; অর্তিশয় রোমশ। ২ ভল্লুক। দীর্ঘল (বিশেষণ) দৈর্ঘ্যযুক্ত; লম্বা (অত্যন্ত দীর্ঘল নহে নহে অতি খর্ব-ঘরা)। দীর্ঘসূত্র, দীর্ঘসূত্রী (-ত্রিন্) (বিশেষণ) ১ কাজ করতে খুব দেরি হয় এমন; অত্যন্ত বিলম্বে কাজ করতে অভ্যস্ত। ২ যে কাজ ফেলে রাখে। দীর্ঘসূত্রতা বি। দীর্ঘাকার, দীর্ঘাকৃতি (বিশেষণ) লম্বা দেহবিশিষ্ট। দীর্ঘাগ্র (বিশেষণ) আগা ক্রমশ সরু হয়ে গিয়েছে এমন। দীর্ঘায়ত (বিশেষণ) লম্বা ও চওড়ায় বড় এমন (ওরদেহ দীর্ঘায়ত করে দাঁড়িয়ে পড়ল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দীর্ঘায়ু, দীর্ঘায়ুঃ (বিশেষণ) বহুকাল বাঁচে এমন; দীর্ঘজীবী। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+ঘ(ঘক)}