দ পৃষ্ঠা ৩৯
- Bengali Word দুরোদর, দরোদর English definition [দুরোদর্, দরোদর্] (বিশেষ্য) ১ জুয়াড়ি। ২ পাশাখেলা; জুয়াখেলা; দ্যুতক্রীড়া। {(তৎসম বা সংস্কৃত) দুরোদর}
- Bengali Word দুর্গ English definition [দুর্গো] (বিশেষ্য) ১ পরিখা বা প্রাচীরবেষ্টিত সংরক্ষিত সেনানিবাস; রাজপ্রাসাদ ও সেনানিবাস; গড়; কেল্লা; শত্রুসৈন্যের প্রবেশ দুঃসাধ্য এমন স্থান। ২ বিপদ; সংকট (দুর্গ পার হয়ে এলে কি প্রকারে-কাশীরাম দাস)। দুর্গপতি, দুর্গপাল, দুর্গাধিপতি, দুর্গেশ১ (বিশেষ্য) দুর্গের অধীশ্বর বা প্রভু বা মালিক; দুর্গরক্ষক। দুর্গেশ২ (বিশেষ্য) দুর্গার স্বামী শিব। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√গম্+অ(ড)}
- Bengali Word দুর্গত English definition [দুর্গতো] (বিশেষণ) ১ বিপদাপন্ন; বিপদ্গ্রস্ত; দুর্দশাপন্ন। ২ দরিদ্র; গরিব। ৩ দুঃখী। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√গম্+ত(ক্ত)}
- Bengali Word দুর্গতি English definition [দুর্গোতি] (বিশেষ্য) ১ দুরবস্থা; শোচনীয় অবস্থা। ২ নিগ্রহ; লাঞ্ছনা। ৩ নরকগতি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+গতি}
- Bengali Word দুর্গন্ধ English definition [দুর্গন্ধো] (বিশেষ্য) খারাপ গন্ধ। □ (বিশেষণ) খারাপ গন্ধযুক্ত। দুর্গন্ধী(-ন্ধিন্) (বিশেষণ) খারাপ গন্ধবিশিষ্ট; খারাপ গন্ধ আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+গন্ধ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্গম English definition [দুর্গম্] (বিশেষণ) ১ যাওয়া কষ্টসাধ্য বা কষ্টকর এমন; দুরধিগম্য। ২ জানা অত্যন্ত কষ্টকর এমন; দুর্জ্ঞেয়। ৩ দুর্বোধ্য। ৪ পূরণ করা কঠিন এমন; দুষ্পূরণীয় (এই দুর্গম ইচ্ছাই হচ্ছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুর্গমতা (বিশেষ্য) দুরধিগমতা (তাহার মধ্যে দুরূহতা দুর্গমতা কিছুই নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√গম্+অ(খল্)}
- Bengali Word দুর্গা English definition [দুর্গা] (বিশেষ্য) ১ বিপত্তারিণী। ২ হিন্দু দেবতা শিবের পত্নী; ভগবতী; গৌরী। দুর্গোৎসব (বিশেষ্য) হিন্দুদেবী দুর্গার পূজা বা তৎসংক্রান্ত উৎসব। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√গম্+অ(ড)+আ(টাপ্)}
- Bengali Word দুর্গাধিপতি English definition ⇒ দুর্গ
- Bengali Word দুর্গামণ্ডা English definition ⇒ দুর্গোমণ্ডা
- Bengali Word দুর্গেশ ১ English definition ⇒ দুর্গ
- Bengali Word দুর্গেশ ২ English definition [দুর্গেশ্] (বিশেষ্য) ১ হিন্দু দেবতা শিব। ২ দুর্গের অধিপতি; দুর্গরক্ষক। {(তৎসম বা সংস্কৃত) দুর্গা+ঈশ; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দুর্গোমণ্ডা, দুর্গামণ্ডা English definition [দুর্গোমন্ডা, দুর্গান্ডা] (বিশেষ্য) এক প্রকার সন্দেশ (ময়রারা দুর্গেমণ্ডা বা আগাতোলা সন্দেশের ওজন দিতে আরম্ভ করলে-কালীপ্রসন্ন সিংহ)। {দুর্গাৎসবের মণ্ডা}
- Bengali Word দুর্গোৎসব English definition ⇒ দুর্গা
- Bengali Word দুর্গ্রহ English definition [দুর্গ্রোহো] (বিশেষ্য) দুষ্টগ্রহ; কুগ্রহ। □ (বিশেষণ) জানা বা গ্রহণ করা কষ্টকর এমন; দুর্বোধ্য; দুরধিগম্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√গ্রহ+অ(খল্)}
- Bengali Word দুর্ঘট English definition [দুর্ঘট্] (বিশেষণ) ১ ঘটা কঠিন এমন; দুঃসাধ্য (এ দুরূহ ব্যাপারের সম্যক সমাধান হওয়া দুর্ঘট-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সচরাচর ঘটে না এমন; ঘটার সম্ভাবনা কম এমন (কিন্তু শরভের মত কবি মেলাই দুর্ঘট-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√ঘট্+অ(খল্)}
- Bengali Word দুর্ঘটনা English definition [দুর্ঘটোনা] (বিশেষ্য) অশুভ বা ক্ষতিকর ব্যাপার; বিপদ-আপদ; আকস্মিক বিপদ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ=ঘটনা}
- Bengali Word দুর্জন, দুর্জ্জন, দুরজন English definition [দুর্জন্] (বিশেষণ) ১ দুষ্ট বা খারাপ লোক (দুর্জন বালকগণ জানাইলে পুনি-দৌলত উজির বাহরাম খান)। ২ পাষণ্ড; দুরাত্মা; দুরাচার। ৩ খল; ক্রূর। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+জন}
- Bengali Word দুর্জ্ঞেয় English definition [দুর্গেয়ো] (বিশেষণ) স্বরূপ জানা কঠিন এমন; দুর্বোধ্য; দুরধিগম্য (কে গো তুমি দুর্জ্ঞেয় মহান-সত্যেন্দ্রনাথ দত্ত; মানুষের মন বোধ হয় সবচেয়ে দুর্গম ও দুর্জ্ঞেয়-মুহম্মদ আবদুল হাই)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√জ্ঞা+য(যৎ); দুঃ+জ্ঞেয়; সুপ্সুপা}
- Bengali Word দুর্জয়, দুর্জ্জয় English definition [দুর্জয়্] (বিশেষণ) জয় বা দমন করা কঠিন এমন; অজেয়; অদম্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√জি+অ(খল্)}
- Bengali Word দুর্দম, দুর্দমনীয়, দুর্দম্য English definition [দুর্দম্, দুর্দমোনিয়ো, দুরদম্মো] (বিশেষণ) দমন করা কঠিন এমন; দুরন্ত; দুর্দান্ত (দুর্দম পবন-রবীন্দ্রনাথ ঠাকুর; বাজছে দুর্দম্য ব্যাণ্ড-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; অতি দুর্দম্য রাজবিদ্রোহ উপস্থিত হওয়াতে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ√দম্+অ(খল্), অনীয়(অনীয়র্), য(যৎ)}