দ পৃষ্ঠা ৪১
- Bengali Word দুর্বর্ণ English definition [দুর্বর্নো] (বিশেষণ) বিবর্ণ; বিকৃতবর্ণ; মলিন। □ (বিশেষ্য) ১ রৌপ্য; রুপা। ২ খারাপ অক্ষর। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বর্ণ}
- Bengali Word দুর্বল English definition [দুর্বল্] (বিশেষণ) ১ বলহীন; শক্তিহীন। ২ ক্ষীণ। ৩ রোগা। □ (বিশেষ্য) শক্তিহীন বা রুগ্ন ব্যক্তি; কৃশকায় ব্যক্তি (দুর্বলেরে রক্ষা কর-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুর্বলা (স্ত্রীলিঙ্গ)। দুর্বলতা, দৌর্বল্য বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বল}
- Bengali Word দুর্বহ English definition [দুর্বহো] (বিশেষণ) ১ বহন করা কঠিন এমন; গুরুভার; অসঙ্গ; দুঃসহ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√বহ্+অ(খল্)}
- Bengali Word দুর্বাক English definition [দুর্বাক্] (বিশেষণ) কটুভাষী; অপ্রিয় বা অশিষ্ট বাক্য বলে এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বাক্; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্বাক্য English definition [দুর্বাক্কো] (বিশেষণ) কটু কথা; দুর্বচন; অশিষ্ট বা অপ্রিয় বাক্য; গালি; তিরস্কার। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বাক্য; প্রাদি.}
- Bengali Word দুর্বাচ্য English definition [দুর্বাচ্চো] (বিশেষণ) বলা উচিত নয় এমন; অপবাদ; নিন্দা। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বাচ্য; সুপ্সুপা}
- Bengali Word দুর্বার English definition [দুর্বার্] (বিশেষণ) দুর্দমনীয়; রোধ বা নিবারণ করা কঠিন এমন; দুর্নিবার (শিয়রে কলিঙ্গ রাজা বড়ই দুর্বার-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√বৃ+ণিচ্+অ(খল্)}
- Bengali Word দুর্বারণ English definition [দুর্বারোন্] (বিশেষণ) দুর্নিবার্য; নিবারণ করা কঠিন এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বারণ}
- Bengali Word দুর্বার্তা English definition [দুর্বার্তা] (বিশেষ্য) অশুভ সংবাদ; দুঃসংবাদ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বার্তা}
- Bengali Word দুর্বাসনা English definition [দুর্বাশোনা] (বিশেষ্য) ১ দুরাকাঙ্ক্ষা; অপূরণীয় বাসনা। (নির্বাসনে বাঁধা আছি দুর্বাসনার ডোরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দুরভিসন্ধি; দুষ্টাভিলাষ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বাসনা; প্রাদি.}
- Bengali Word দুর্বাসা English definition [দুর্বাশা] (বিশেষণ) কুৎসিত বসন পরিহিত এমন। □ (বিশেষ্য) অতি কোপনস্বভাব স্বনামধন্য পৌরাণিক মুনি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বাসস্(কুৎসিত বসনধারী); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্বিনীত English definition (বিশেষণ) ১ উদ্ধত; অশিষ্ট; অবিনয়ী; ভদ্রতা জানে না এমন (সাগরের প্রিয়তমা অয়ি দুর্বিনীত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অশিক্ষিত; দুর্বৃত্ত। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বিনয়; প্রাদি.}
- Bengali Word দুর্বিনেয় English definition [দুরবিনেয়ো] (বিশেষণ) দুর্দমনীয়; দমিত করা কঠিন এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃবিনেয়}
- Bengali Word দুর্বিনয় English definition [দুর্বিনয়্] (বিশেষ্য) অশিষ্টাচারণ; বিনয়ের অভাব।
- Bengali Word দুর্বিপাক English definition [দুর্বিপাক্] (বিশেষ্য) ১ দুর্যোগ; দুর্ঘটনা; অবাঞ্ছিত ঘটনা (পেটের পরিধি বিস্তারকে দুর্বিপাক বলে গণ্য করত না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অশুভ বা দুঃখময় পরিণাম। □ (বিশেষণ) কুফলপ্রদ (তুমি চন্দন তরু বোধে দুর্বিপাক বিষবৃক্ষের আশ্রয় গ্রহণ করিয়াছিলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বিপাক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্বিষহ English definition [দুর্বিশহো] (বিশেষণ) দুঃসহ; সহ্য করা কঠিন এমন; অসহনীয় (দুর্বিষহ শোক দহনে দগ্ধহৃদয় হইয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দুর্বিষহতা বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বি+√সহ্+অ(খল্)}
- Bengali Word দুর্বিাগাহ English definition [দুর্বিগাহো] (বিশেষণ) ১ দুরবগাহ; প্রবেশ বা অবগাহন করা কঠিন এমন। ২ দুর্বোধ্য (উহারা দুর্বিগাহ মায়াজাল বিস্তৃত করিয়া উচ্ছেদ সাধন করে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বি+√দাহ্+অ(খল্)}
- Bengali Word দুর্বুদ্ধি, দুরবুদ্ধি (বিরল) English definition [দুর্বুদ্ধি] (বিশেষ্য) ১ কুবুদ্ধি; দুষ্টবুদ্ধি; দুর্মতি; খারাপ মনোভাব (এমন দুরবুদ্ধি ঘটিয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মূর্খতা; বোকামি। ৩ অশুভকর বুদ্ধি। □ (বিশেষণ) দুষ্টবুদ্ধিযুক্ত; দুর্মতিশালী; বোকা; মূর্খ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বুদ্ধি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্বৃত্ত English definition [দুর্বৃত্তো] (বিশেষণ) ১ দুর্জন; দুশ্চরিত্র; দুরাত্মা; দুষ্টস্বভাব (রাবণও অতিদুর্বৃত্ত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; দুর্বৃত্ত মধুকর আমাকে নিতান্ত ব্যাকুল করিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ দুর্বিনীত; উদ্ধত। □ (বিশেষ্য) দুষ্ট বা গুণ্ডা প্রকৃতির লোক। দুর্বৃত্ততা, দুর্বৃত্তি বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বৃত্ত(চরিত্র); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্বেদ English definition [দুর্বেদ্] (বিশেষণ) ১ কষ্ট করে জানা যায় এমন; দুর্জ্ঞেয়। ২ বোঝা কঠিন এমন; দুর্বোধ্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বেদ}