ন পৃষ্ঠা ২
- Bengali Word নওজোয়ান, নৌজোয়ান English definition [নওজোয়ান্, নোউজোয়ান] (বিশেষ্য), (বিশেষণ) ১ নবযুবক; তরুণ বীর; যুবক বীর। ২ তরুণ; যুবক। নওজোয়ানি বি। {(ফারসি) নরজরান}
- Bengali Word নওবত, নহবত English definition [নওবত্, নহোবত্] (বিশেষ্য) ১ প্রত্যহ সকালে ও সন্ধ্যায় বা প্রহরে প্রহরে রাজা বা বিশেষ পদস্থ ব্যক্তির দ্বারে বিশেষ বাদ্যধ্বনি করার জন্য গোলাকার বড় ঢোলকবিশেষ (তুর্ক তোরণে নহবৎ বাজে গুলজার গুলশান-শাহাদাত হোসেন; অদূরে নৌবতে বাজে ইমন ভূপালি-কাজী নজরুল ইসলাম; নবোৎসাহে নৌবৎ বাজায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সানাই ইত্যাদির সুমিষ্ট ঐকতান বাদ্য; দুন্দুভি বা বাদ্য। নওবতখানা (বিশেষ্য) যে স্থানে বা মঞ্চে বসে নওবত বসানো এবং বাজানো হয় (নহবৎখানায় তারই বিসর্জনের বাজনা বাজছে-কাজী নজরুল ইসলাম)। জানের উপর নওবত তোলা (ক্রিয়া) অত্যন্ত বিব্রত করা। {(আরবি) নরবত}
- Bengali Word নওবাহার English definition [নওবাহার্] (বিশেষ্য) নববসন্ত (কচি ঘাস আর লতাপাতায় তিনি দেখতে পাচ্ছিলেন জীবনের নওবাহার-শাহেদ)। {(ফারসি) নরবাহার}
- Bengali Word নওমুসলিম English definition [নওমুস্লিম্] (বিশেষ্য) নবদীক্ষিত মুসলমান। {(ফারসি) নর+ (আরবি) মুসলিম}
- Bengali Word নওরতন English definition [নওরতোন্] (বিশেষ্য) ১ নবরত্ন (দরবারে নওরতন)। ২ নবরত্ন খচিত বলয়। {(ফারসি) নররতন+ (তৎসম বা সংস্কৃত) রত্ন> (বাংলা) রতন(স্বরাগমে)}
- Bengali Word নওরাতি English definition [নওরাতি] (বিশেষ্য) উৎসব রাত্রি; সুখের রাত্রি; উৎসবমুখর রজনী (শোওরত দাও নওরাতি আজ-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) নর+ (তৎসম বা সংস্কৃত) রাত্রি> (বাংলা) রাতি}
- Bengali Word নওরোজ, নওরোজা English definition [নওরাজ্, নওরোজা] (বিশেষ্য) ১ নতুন দিন। ২ পারসিক মতে নুতন বৎসরের প্রথম দিন। ৩ উৎসববিশেষ (কহিল সহেলি, আজ যে গানের নওরোজা-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) নররোজ}
- Bengali Word নওল English definition [নয়োল্] (বিশেষণ) নবীন; নতুন; নব; কচি; মনোহারী (কোথায় খুলবে নওল ঊষার রশ্মিধারা সফেদ-অদ্ভুতাচার্য(১৬শ শতক))। নওলকিশোর (বিশেষণ) নব কিশোর (দেখবি কে আয়, আজ আমাদের নওলকিশোর সওদাগর-কাজী নজরুল ইসলাম)। নওলি যৌবন (বিশেষ্য) নব যৌবন। {(তৎসম বা সংস্কৃত) নব>নও+ল}
- Bengali Word নওলা, নহলা English definition [নওলা, নহলা] (বিশেষ্য) নয় ফোঁটা চিহ্নিত তাস (যারা চিরতনের টেক্কাকে বেমালুম হরতনের নওলা বানিয়ে দিতে পারেন-সৈয়দ মুজতবা আলী; দুরি তিরি হইতে নহলা দহলা পর্যন্ত আরও অনেক ঘর গৃহস্থ আছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {নওল+আ}
- Bengali Word নওলাখি English definition [নওলাখি] (বিশেষ্য) ১ ধর্মসম্প্রদায়বিশেষ। ২ যার মূল্য নয় লক্ষ মুদ্রা। {(ফারসি) নও+লাখ(< (তৎসম বা সংস্কৃত) লক্ষ)+ই}
- Bengali Word নওলি যৌবন English definition ⇒ নওল
- Bengali Word নওশা, নওশাহ English definition [নওসা, নওশাহ্] (বিশেষ্য) বর; bridegroom নতুন শাহ বা বাদশাহ; শাহর মর্যাদাসম্পন্ন ‘বর’ (নওশার বেশে সাজাও বন্ধু মোদের পুনর্বার-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) নরশাহ}
- Bengali Word নওয়াজিমা English definition ⇒ লওয়াজিমা।
- Bengali Word নওয়াব, নওয়াবজাদা, নওয়াব-নাজিম, নওয়াবি English definition ⇒ নবাব।
- Bengali Word নওয়ালা English definition [নওয়ালা] (বিশেষ্য) ১ উপহার। ২ গ্রাস; মুখের গ্রাস। {(আরবি) নরালাহ}
- Bengali Word নওয়ালি English definition [নওয়ালি] (বিশেষণ) ১ নতুন। ২ নতুন উৎপন্ন বা আমদানি; নুতন রবিশস্য। {(তৎসম বা সংস্কৃত) নব> (তুলনীয়) হি নউল}
- Bengali Word নকর, নকরি English definition ⇒ নওকর
- Bengali Word নকল English definition [নকোল্] (বিশেষণ) কৃত্রিম; জাল; অখাঁটি; ঝুটা (নকল টাকা)। □ (বিশেষ্য) ১ অনুকরণ। ২ প্রতিলিপি; অনুলিপি; copy (লিখাইয়া পাঞ্জা ফরমানের নকল-ভবানীচরণ বন্দোপাধ্যায়। ৩ প্রতিবিম্ব (এ সংসার আর্শির নকল, ছায়ার খেলা-মীর মশাররফ হোসেন। ৪ বেআইনিভাবে পরীক্ষার্থীর বইয়ের পৃষ্ঠা বা টুকে আনা কাগজ দেখে উত্তরপত্র লিখন (পরীক্ষার হলে নকল করা)। নকলদানা, নকুল দানা (বিশেষ্য) চিনির রসে পাক করা চিনা বাদাম। নকলনবিস, নকলনবিশ (বিশেষ্য) যে লেখা নকল করে; অনুকরণকারী; প্রতিলেখক; copyist। নকলনবিসি (বিশেষ্য) নবিসের কাজ; লেখা দেখে লেখার কাজ। নকুলে (বিশেষণ) নকল করতে অর্থাৎ কৃত ত্রুটির অনুকরণ করে ঠাট্টা-বিদ্রূপ করতে পটু; আমোদপ্রিয়; ভাঁড় (রতা নাপ্তে ভারি নকুলেদীনবন্ধু মিত্র)। সাত নকলে আসল খাস্তা-নকল হতে মূল ঠিক না থাকা; বহু নকলে আসল বিকৃত হয়ে যাওয়া। {(আরবি) নকল}
- Bengali Word নকশ English definition [নক্শো] (বিশেষ্য) চিত্র; মানচিত্র। {(আরবি) নক্শ্}
- Bengali Word নকশবন্দিয়া English definition [নক্শোবোন্দিয়া] (বিশেষ্য), (বিশেষণ) সুফি সম্প্রদায়বিশেষ (তিনিও নকশবন্দিয়া পন্থায় দীক্ষিত হয়েছিলেন-আনিসুজ্জামান)। {(ফারসি) নক্শাহ বন্দিয়াহ}