ন পৃষ্ঠা ৭৭
- Bengali Word নয়নজুলি English definition ⇒ নয়নজুলি
- Bengali Word নয়নসুখ, নয়নসুক English definition [নয়োনশুখ্, নয়োনশুক্] (বিশেষ্য) একপ্রকার মূল্যবান মিহি সুতি কাপড়। {(হিন্দি) নৈনসুখ; সুখ(<সূক্ষ্ম)}
- Bengali Word নয়না English definition [নয়োনা] (বিশেষ্য) ১ নয়ন; চক্ষু (বনের ফাঁকে দুষ্ট তুমি আস্তে যাবে নয়না চুমি-কাজী নজরুল ইসলাম)। ২ অপাঙ্গ বা আড় দৃষ্টি; কটাক্ষ। ৩ এক প্রকার মাছ। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+ (বাংলা) আ}
- Bengali Word নয়নানন্দ English definition [নয়োনানোন্দো] (বিশেষ্য) ১ দৃষ্টির আনন্দ। ২ যাকে দেখলে আনন্দ হয়। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+আনন্দ}
- Bengali Word নয়নাভিরাম English definition [নয়োনাভিরাম্] (বিশেষণ) চক্ষুর প্রীতিজনক; সুদর্শন; সুন্দর (গল্প ও প্রবন্ধ এই বাড়ীর নির্জন নয়নাভিরাম পরিবেশে রচিত হয়েছে-সৈয়দ মুর্তাজা আলী)। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+অভিরাম}
- Bengali Word নয়নাসার English definition [নয়োনাবার্] (বিশেষ্য) অশ্রুবর্ষণ; অশ্রু; চোখের পানি; কান্না (নয়নাসারে তাঁহার দেহলতা সিক্ত করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+আসার; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word নয়নী English definition [নয়োনি] (বিশেষ্য) চক্ষুতারকা। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+ (বাংলা) ঈ?}
- Bengali Word নয়নোপান্ত English definition [নয়নোপান্তো] (বিশেষ্য) অপাঙ্গ; চোখের কোণ। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+উপান্ত (উপ+অন্ত)}
- Bengali Word নয়নোৎসব English definition [নয়োনোত্শব্] (বিশেষ্য) ১ চোখের আনন্দের বিষয়। ২ আলোক। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+উৎসব}
- Bengali Word নয়প্রবীণ, নয়বর্ত্ম, নয়বিৎ, নয়বিদ, নয়-বিশারদ English definition ⇒ নয়১
- Bengali Word নয়ল, নয়লি, নয়লী, নয়ালি (মধ্যযুগীয় বাংলা) English definition [নয়োল, নয়োলি, নয়লী, নয়ালি] (বিশেষণ) প্রথম; নতুন; বীন (একে কাল হৈল মোর নয়লি যৌবন-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) নব>, (প্রাকৃত) ণরল> নয়ল}
- Bengali Word নয়া English definition [নয়া] (বিশেষ্য) নতুন; টাটকা (নয়া ফুল দোলে ঝালর পাতায়-অআমি)। □ (বিশেষণ) নব্য; আধুনিক (নয়া জামানা)। নয়া আবাদি (বিশেষ্য) ১ নতুনভাবে চাষের অন্তর্ভুক্ত। ২ নতুন বসতি। {(তৎসম বা সংস্কৃত) নব> (প্রাকৃত) ণঅ>}
- Bengali Word নয়ান (পদ্যে ব্যবহৃত) English definition [নয়ান্] (বিশেষ্য) নয়ন; চক্ষু (যবে ফিরে মেলিনু নয়ান-সত্যেন্দ্রনাথ দত্ত)। নয়ানস্বরূপ (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) প্রত্যক্ষ; চাক্ষুষ (দেখলু নয়ানস্বরূপে-বিদ্যাপতি)। নয়ানে-বয়ানে (বিশেষ্য) চোখেমুখে; নয়নের কোমল রূপ (মুগ্ধ নরনারীর নয়ানে বয়ানে-বেনজীর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) নয়ন>}
- Bengali Word নয়ানজুলি, নয়ানজুলী, নয়নজুলি English definition [নয়ান্জুলি, নয়ান্জুলী, নয়োন্জুলি] (বিশেষ্য) রাস্তার পাশের সরু নর্দমা বা নালা (একদল রাস্তার পামের নয়ানজুলিতে নেমে গেছে-সৈয়দ মুজতবা আলী; টোপর পানায় ভরল ডোবা নধর লতায় নয়ানজুলী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নত (নিম্ন বা ঢালু অর্থে)+আন>নয়ান+জুলি(জল+ই)}
- Bengali Word নয়ানস্বরূপ, নয়ানে বয়ানে English definition ⇒ নয়ান
- Bengali Word নয়ানী ((ব্রজবুলি), (মধ্যযুগীয় বাংলা) ) English definition [নয়ানি] (বিশেষণ) নয়নযুক্তা (নারী); চক্ষুবিশিষ্ট (তরলনয়ানী-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+ঈ}
- Bengali Word নয়ালি English definition ⇒ নয়ল