ন পৃষ্ঠা ৩
- Bengali Word নকশা, নকসা, নক্সা English definition [নক্শা] (বিশেষ্য) ১ চিত্রের কাঠামো; রেখাচিত্র; sketch; drawing; map; design (যখন নকসা প্রস্তুত করিয়া আনে তখন তিনি তাহাতে কত ব্যয় হইবেক বুঝিতে পারেন নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ গৃহ উদ্যান সেতু প্রভৃতির অবস্থান; কাঠামো; গঠনসূচক রেখাচিত্র (বাগানের নকশা)। ৩ গঠন-প্রণালি নির্দেশক রেখাচিত্র (বাড়ির নকশা)। ৪ ফুল-লতা-পাতা অঙ্কিত; চিত্রিত (স্ত্রীর শ্রী-অঙ্গে চেলি জরির নানা নকসা আঁকা-দ্বিজেন্দ্রলাল রায়)। ৫ জমির জরিপ সম্বন্ধীয় চিত্র। ৬ হাস্যরসাত্মক লেখা বা রচনা; ব্যঙ্গচিত্র। নকশাকার, নক্সাকার (বিশেষ্য) যে ব্যক্তি নকশা তৈরি করে; draftsman। নকশাদার, নক্সাদার (বিশেষণ) নকশার কারুকাজ আছে এমন (নকশাদার শাড়ি)। নকশানবিশ, নকশানবিস (বিশেষ্য) যে নকশা করে; নকশাকার (কত ওস্তাদ নক্সানবীশ আলোকিত তোর প্রাচীর পুঁথি-সত্যেন্দ্রনাথ দত্ত)। নকশাপাড়, নক্সাপাড় (বিশেষণ) চিত্রিত পাড়বিশিষ্ট (নকশাপাড় কাপড়)। {(আরবি) নকশাহ}
- Bengali Word নকশি, নকশী English definition [নোক্শি] (বিশেষণ) নকশাবিশিষ্ট (নকশি কাঁথা)। {(আরবি) নকশাহ}
- Bengali Word নকাশি, নকাশা, নকাসি English definition [নকাশি, নকাশা, নকাশি] (বিশেষ্য) ১ চিত্র-আঁকা বা ফুল-লতা কাটার কাজ। ২ খোদাইয়ের কাজ। ৩ ধাতুপাত্রে চিত্রণের বা খোদাইয়ের কাজ। {(আরবি) নককাশ; (ফারসি) নককাশী}
- Bengali Word নকিব, নকীব English definition [নোকিব্] (বিশেষ্য) ১ রাজা প্রভৃতির যশ বা কীর্তি ঘোষণাকারী (নজরুল হলেন নবযুগের নকীব-ছদরুদ্দীন)। ২ ঘোষক; herald (নকীব উষ্ট্রপৃষ্ঠে বসিয়া ভেরী রবে ভূপতিগণের শুভাগমন বার্তা আর ঘোষণা করিতেছে না-মীর মশাররফ হোসেন)। ৩ প্রভুর বা আগন্তুকের পরিচয়দাতা (নকীব সেলামগাহে জানায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ সংবাদবাহক; পেয়াদা। {(আরবি) নকীব}
- Bengali Word নকিষ্ণন English definition [নকিন্চন্] (বিশেষণ) অকিঞ্চন; নিঃস্ব; দরিদ্র। {(তৎসম বা সংস্কৃত) ন+কিঞ্চন}
- Bengali Word নকুট্য English definition [নকুট্টো] (বিশেষ্য) যে নখ কাটে; নাপিত। {(তৎসম বা সংস্কৃত) নখ+ (বাংলা) কাটিয়া>}
- Bengali Word নকুল English definition [নোকুল্] (বিশেষ্য) ১ বেজি; নেউল (নকুল সহিত যান বামদিকে ফিরে চান-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ হিন্দু-দেবতা শিব; মহাদেব। ৩ সিদ্ধি পানের পর যে মুখরোচক খাদ্য খাওয়া হয়; চাট (হুঙ্কার ছাড়িয়া রসে মগন হইয়া আকুল হইল....নকুল লাগিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ মহাভারতোক্ত চতুর্থ পাণ্ডব। নকুলী( স্ত্রীলিঙ্গ)। নকুলেশ্বর (বিশেষ্য) ১ হিন্দুশাস্ত্রোক্ত ভৈরব। ২ হিন্দু দেবতা মহাদেব। {(তৎসম বা সংস্কৃত) ন+কুল; বহুব্রীহি সমাস}
- Bengali Word নকুলিয়া, নকুলে English definition ⇒ নকল
- Bengali Word নকুলেশ্বর English definition ⇒ নকুল
- Bengali Word নক্ত English definition [নক্তো] (বিশেষ্য) রাত্রি; রজনী। নক্তচর, নক্তচারী(-রিন্), নক্তঞ্চর (বিশেষণ) ১ নিশাচর; রাত্রিচর (রাত একটা থেকেই এই নক্তচারীরা পথে বার হয়-রখা)। ২ রাক্ষস। ৩ পেঁচা; পেচক। ৪ চোর। নক্তচারিণী (স্ত্রীলিঙ্গ)। নক্তন্তন (বিশেষণ) রাত্রিকালীন; নৈশ (এইরূপে নক্তন্তন আহারে বঞ্চিত হইয়া তিনি দিন দিন শীর্ণ ও দুর্বল হইতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নক্তব্রত (বিশেষ্য) হিন্দুদের নিশাব্রত; এই ব্রত ধারণকারীর সমস্ত দিন উপবাসের পর রাত্রে ভোজনবিধি। নক্তভোজী (বিশেষণ) ১ রজনীতে ভোজনকারী। ২ দিনে উপবাসী থেকে যে রাত্রে আহার করে। □(বিশেষ্য) ১ বাদুড়। ২ পেচক। নক্তভোজিনী (স্ত্রীলিঙ্গ)। নক্তান্ধ (বিশেষণ) রাতকানা। নক্তান্ধতা বি। {(তৎসম বা সংস্কৃত) √নজ্+ত(ক্ত); গ্রিক nox}
- Bengali Word নক্র English definition [নক্ক্রো] (বিশেষ্য) কুমির। নক্রা (স্ত্রীলিঙ্গ)। নক্ররাজ (বিশেষ্য) হাঙ্গর। {(তৎসম বা সংস্কৃত) ন+√ক্রম্+অ(ড)}
- Bengali Word নক্ষত্র English definition [নোক্খোত্ত্রো] (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) ১ তারা; তারকা। ২ অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগাশিরা, আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব-ফল্গুনী, উত্তর-ফল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিমাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব-ভাদ্রপদা, উত্তর-ভাদ্রপদা, ও রেবতী-চন্দ্রপত্নীরূপে বর্ণিত সাতাশটি তারা বা তারাপুঞ্জ। ৩ রাশিচক্রের সাতাশ ভাগের এক ভাগ। নক্ষত্রগতি, নক্ষত্রবেগ (বিশেষ্য) অতিদ্রুত বেগ; উল্কার মতো গতি। নক্ষত্রচক্র (বিশেষ্য) রাশিচক্র। নক্ষত্রজাত (বিশেষণ) ১ নক্ষত্র থেকে জাত বা উৎপন্ন। ২ নক্ষত্রবিশেষ থেকে গৃহীত জন্ম বা ভূমিষ্ঠ। নক্ষত্রদর্শক (বিশেষ্য) জ্যোতির্বেত্তা; জ্যোতিঃশাস্ত্রজ্ঞ। নক্ষত্রদান (বিশেষ্য) নক্ষত্রবিশেষ দ্রব্য বিশেষের দান। নক্ষত্রদিবস (বিশেষ্য) উৎসব দিবস (গণপতি পর দিন নক্ষত্র দিবস বলে ঘোষণা করলেন-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। নক্ষত্রনাথ, নক্ষত্রপতি, নক্ষত্ররাজ (বিশেষ্য) চন্দ্র। নক্ষত্রনেমি (বিশেষ্য) ১ চন্দ্র। ২ বিষ্ণু। ৩ ধ্রুব নক্ষত্র। ৪ রেবতী নক্ষত্র। নক্ষত্রপথ (বিশেষ্য) আকাশ। নক্ষত্রপাত, নক্ষত্রের পতন (বিশেষ্য) ১ তারা খসে পড়া; উল্কাপাত। ২ (আলঙ্কারিক) বিখ্যাত ব্যক্তির মৃত্যু বা অবনতি (সাহিত্যাকাশে একটি নক্ষত্রপাত হইল)। নক্ষত্রবিদ্যা (বিশেষ্য) মানুষের বর্তমান ও ভবিষ্যৎ ভালোমন্দ; গ্রহ-নক্ষত্রের গতি ও সঞ্চার প্রভাবে ভাগ্য ইত্যাদি কিরূপে নিয়ন্ত্রিত হয় সে সম্বন্ধীয় বিদ্যা; ফলিত জ্যোতিষ; জ্যোতির্বিদ্যা; astronomy; astrology; নজ্জুমি। নক্ষত্রমালা (বিশেষ্য) নক্ষত্রসমূহ; নক্ষত্রপুঞ্জ। নক্ষত্রলোক (বিশেষ্য) যে লোকে নক্ষত্রসকল অবস্থান করে; আকাশ। নক্ষত্রশূল (বিশেষ্য) হিন্দুমতে যাত্রাদি কার্যে নিষিদ্ধ নক্ষত্রবিশেষ। নক্ষত্রসন্ধি (বিশেষ্য) পূর্ব নক্ষত্র হতে পর নক্ষত্রে চন্দ্রাদি গ্রহের সংক্রমণ। নক্ষত্রামৃতযোগ (বিশেষ্য) বারবিশেষে নক্ষত্রবিশেষের সংযোগে শুভক্ষণের সৃষ্টি। নক্ষত্রেশ (বিশেষ্য) চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) √নক্ষ্+অত্র (অত্রন্); সুপ্সুপা}
- Bengali Word নক্সা, নক্সানবীশ English definition ⇒ নকশা
- Bengali Word নকড়া English definition [নকড়া] (বিশেষ্য) ১ নয় কড়া; নয়টি কড়ি। ২ তুচ্ছ; নগণ্য। নকড়া-ছকড়া (বিশেষ্য) তুচ্ছ; হেয়; নগণ্য; অজ্ঞাত। □ (ক্রিয়া) তুচ্ছ করা; তাচ্ছিল্য দেখানো। {(বাংলা) ন((তৎসম বা সংস্কৃত) নব>)+কড়া}
- Bengali Word নখ English definition [নখ্, নোখ্] (বিশেষ্য) আঙুলের অগ্রভাগস্থিত উপাস্থি (নাপিত দেখলে নখ বাড়ে)। নখকুনি, নখকোনি (বিশেষ্য) ১ নখের কোণ বৃদ্ধিরূপ রোগবিশেষ। ২ নখের পুঁজ সঞ্চয় ও ব্যথা। ৩ নখের কোণ। নখকৃন্তন, নখকৃন্তনী (বিশেষ্য) নখ কাটার অস্ত্র; নরুন। নখক্ষত (বিশেষ্য) নখের আঘাতের ফলে উৎপন্ন ক্ষত। নখদর্পণ (বিশেষ্য) ১ নখরূপ দর্পণ বা নখই দর্পণ; যাতে মুখ দেখা যায়। ২ বিদ্যাবিশেষ-এ বিদ্যা বলে অলৌকিক শক্তিসম্পন্ন ব্যক্তি নখরূপ দর্পণে সমস্ত জ্ঞাতব্য বিষয় দেখতে পায়। ৩ (আলঙ্কারিক) পূর্ণরূপে জ্ঞাত (তাস খেলায় ইহারা সব ঘুণ, কোন্ হাতে কি তাস আছে সব ইহাদের নখদর্পণে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। নখরঞ্জনী (বিশেষ্য) ১ যা নখ রঞ্জিত করে; nail-polish; মেহেদি পাতা, বা ঐ জাতীয় জিনিস। ২ নরুন। নখরায়ুধ, নখায়ুধ (বিশেষ্য) যে সকল পশুপক্ষীর নখই অস্ত্রের কাজ করে (শকুন সিংহ বাঘা ইত্যাদি)। নখশূল (বিশেষণ) নখের রোগবিশেষ; কুনি; আঙুলহাড়া। নখাঘাত (বিশেষ্য) নখ দিয়ে আঘাত বা আঁচড়। নখানখি (অব্যয়) নখে নখে আঁচড়া-আঁচড়ি; নখযুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) √নখ্+অ(ক); (তৎসম বা সংস্কৃত) ন+খ(ইন্দ্রিয়)}
- Bengali Word নখর English definition [নখোর্] (বিশেষ্য) পশুপক্ষীর তীক্ষ্ণধার নখ (নখরাঘাত)। {(তৎসম বা সংস্কৃত) নখ+√রা+অ(ক)}
- Bengali Word নখরা English definition ⇒ নাখরা
- Bengali Word নখি English definition [নোখি] (বিশেষ্য) একপ্রকার গন্ধদ্রব্য; সামুদ্রিক শামুকের খোলা যা ভাঙলে সুগন্ধ বের হয়। {(তৎসম বা সংস্কৃত) নখ+ (বাংলা) ই}
- Bengali Word নখী (-খিন্) English definition [নোখি] (বিশেষণ) ধারালো নখরযুক্ত (বাঘ, সিংহ, ভল্লুক প্রভৃতি)। {(তৎসম বা সংস্কৃত) নখ+ইন্(ইনি)}
- Bengali Word নগ English definition [নগো] (বিশেষ্য) ১ পাহাড়; পর্বত। ২ গাছ। নগজ (বিশেষণ) ১ পাহাড়ে উৎপন্ন হয়েছে এমন; পর্বতজাত। ২ হস্তী। নগজা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। নগনদী (বিশেষ্য) ১ গিরিনদী; পার্বত্য নদী। নগপতি, নগরাজ, নগাধিপ, নগাধিরাজ, নগেন্দ্র (বিশেষ্য) পর্বতশ্রেষ্ঠ; সর্বোচ্চ পর্বত; হিমালয়। {(তৎসম বা সংস্কৃত) ন+√গম্+অ(ড)}