ন পৃষ্ঠা ৯
- Bengali Word নফ্স, নফ্ছ (অশুদ্ধ) English definition [নফ্সো, নফ্ছো] (বিশেষণ) প্রবৃত্তি; মন; রিপু। □ (বিশেষ্য) চিন্তা; কামনা; বাসনা; ভোগ; পাপ; অহঙ্কার। নফ্স আম্মারা (বিশেষ্য) কুপ্রবৃত্তি (আল্লাহ তায়ালা নফছ আম্মারাকে সৃষ্টি করিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন তুমি কে-নর)। নফ্সে লাওয়ামা (বিশেষ্য) অসৎ-অন্যায় কাজের জন্য অনুতপ্ত মন; দোটানা মন। নফ্সো মুতমাইন্না (বিশেষ্য) শুদ্ধ ও শান্ত মন। নফ্সানিয়ত (বিশেষ্য) অহঙ্কার; কুপ্রবৃত্তি (নফ্সানিয়ত পয়দা করে-মুম)। {(আরবি) নফ্স}
- Bengali Word নব ১ English definition [নবো] (বিশেষণ) ১ নবীন; নতুন; new (নবমেঘ)। ২ সদ্য উৎপন্ন (নবাঙ্কুর)। ৩ তাজা; টাটকা। নবকলিকা, নবকোরক, নবমুকুল (বিশেষ্য) নতুন কুঁড়ি। নবকার্তিক (বিশেষ্য) ১ নবজাত কার্তিকের মতো সুন্দর। ২ (ব্যঙ্গার্থ) অতি কৃষ্ণকায় কুৎসিত ব্যক্তি। ৩ (আলঙ্কারিক) নাগর। নবকুমার (বিশেষ্য) নবজাত শিশু। নবজন্ম (বিশেষ্য) রোগমুক্তিজাত বা নতুন চেতনাজাত; নতুন জীবনানন্দবোধ। নবজলধরশ্যাম (বিশেষণ) নতুন মেঘের মত উজ্জ্বল কৃষ্ণ বা নীলবর্ণ। নবজাত (বিশেষণ) সদ্যপ্রসূত বা উৎপন্ন; new-born। নবজাতক (বিশেষ্য) সদ্যোজাত শিমু (নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার-সুকান্ত ভট্টাচার্য)। নবজীবন (বিশেষ্য) ১ নতুন জীবন। ২ রোগভোগের বা জীবনসম্বন্ধে নতুন উপলব্ধির উন্নত অবস্থা (নবজীবন লাভ)। □ (বিশেষণ) নতুন চেতনাজাত উদ্দীপনা ও উদ্যম। নবজ্বর (বিশেষ্য) তরুণ জ্বর; জ্বরের প্রথম অবস্থা। নবডঙ্কা, লবডঙ্কা (বিশেষ্য) ফাঁকি; শূন্য (ক্রিয়াকাণ্ড নাই প্রাপ্তির দফা নবডঙ্কা-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। □ (অব্যয়) (আলঙ্কারিক) অবজ্ঞা তুচ্ছতা প্রভৃতিসূচক; ঘোড়ার ডিম; কাঁচকলা। নবদ্বীপ (বিশেষ্য) ১ নতুন দ্বীপ। ২ নদীয়া-পশ্চিমবঙ্গের জেলাবিশেষ। নবনীপ (বিশেষ্য) সদ্য প্রস্ফুটিত কদমফুল (মেখলাতে দুলিয়ে দিত নবনীপের মালা-রবীন্দ্রনাথ ঠাকুর)। নবপ্রাশন (বিশেষ্য) ১ হিন্দু সমাজের প্রচলিত অন্নপ্রাশন; ছেলে-মেয়ের প্রথম অন্নগ্রহণ উৎসব। ২ নবান্নভোজন। নববর্ষ (বিশেষ্য) ১ নতুন বৎসর; new year। ২ বৎসরারম্ভ। নববসন্ত (বিশেষ্য) বসন্ত ঋতুর সূচনা; বসন্তাগম। নববিধান (বিশেষ্য) নতুন বিধি-ব্যবস্থা। ২ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের প্রবর্তিত ধর্মমত-জগতের সকল ধর্মপ্রবর্তকের ধর্মসাধনার প্রতি শ্রদ্ধা ও আনন্দপ্রকাশ এই মতের বৈশিষ্ট্য। নবযৌবন (বিশেষ্য) নবীন তারুণ্য; যৌবন সঞ্চার; নবলব্ধ যৌবন; নওজোয়ানি। নবযৌবনা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) নতুন যুবতী; তরুণী; সদ্য যৌবনপ্রাপ্ত নারী (ঘন গৌরবে নবযৌবনা বরষা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √নু+অ(অপ্)}
- Bengali Word নব ২ English definition [নবো] (বিশেষ্য) নয় সংখ্যা; ৯। □ (বিশেষণ) নয় সংখ্যক। নবগুণ, নবলক্ষণ (বিশেষ্য) ১ ব্রাহ্মণ বা কুলীনের নয় প্রকারের গুণ বা কুললক্ষণ-আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শন নিষ্ঠা বৃত্তি তপ দান-এ নয়টি গুণ। □ (বিশেষণ) নয় প্রকার বিশেষ চিহ্ন। নব-গ্রহ (বিশেষ্য) সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, ও কেতু-পুরাণোক্ত এই নয়টি গ্রহ। নবদ্বার, নবছিদ্র (বিশেষ্য) দুই চোখ, দুই কান, দুই নাসারন্ধ্র, মুখ, পায়ু, ও উপস্থ-দেহের এই নব বা নয়টি ছিদ্র (ভব সংসার ভিতরে ভব ভবানী বিহরে ভুতময় দেহ নবদ্বার গেহ নরনারী কলেবরে-ভারতচন্দ্র রায়গুণাকর)। নবধা (অব্যয়), (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) ১ নয় প্রকার, নয় প্রকারে। ২ নয় দিকে। ৩ নয় খণ্ডে। ৪ নয়বার; নয়বারে। নবধাতু (বিশেষ্য) সোনা, রুপা, তামা, রাং, কাঁসা, পিতল, সিসা, লোহা, ইস্পাত বা চুম্বক-এই নয় প্রকার ধাতু। নবপত্রিকা (বিশেষ্য) নূতন পাতা; হিন্দুমতে কলা, কচু, ধান, হলুদ, ডালিম, বেল, অশোক, জয়ন্তী, ও মানকচু-এই নয়টি গাছের পাতা দিয়ে প্রস্তুত স্ত্রীমূর্তি বিশেষ। কলাবৌ। নবপ্রস্থান (বিশেষ্য) বৌদ্ধদের নয়টি প্রধান সিদ্ধান্ত-বিশ্ব অনাদি ও ঈশ্বরশূন্য, জগৎ অসত্য, বুদ্ধই তত্ত্ব লাভের উপায়, বেদ মানুষের রচিত প্রভৃতি মত। নবরত্ন (বিশেষ্য) ১ মুক্তা, মাণিক্য, বৈদূর্য, গোমেদ, বজ্র, বিদ্রুম, পদ্মরাগ, মরকত, ও নীলকান্ত-এই নয় প্রকার উৎকৃষ্ট রত্ন। ২ রাজা বিক্রমাদিত্যের নয়জন শ্রেষ্ঠ সভাসদ-ধন্বন্তরি, ক্ষপণক, অমরসিংহ, শঙ্কু, বেতালভট্ট, ঘটকর্পর, কালিদাস, বরাহমিহির, ও বররুচি। নবরত্ন সভা (বিশেষ্য) রাজা বিক্রমাদিত্যের বা সম্রাট আকবরের নয়জন গুণী সদস্য সমন্বয়ে গঠিত পণ্ডিতসভা। নবরস (বিশেষ্য) ১ অলঙ্কারশাস্ত্র বর্ণিত কাব্যে প্রচলিত ৯ প্রকার রস যথা-আদি বা শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত, ও শান্ত। ২ নতুন রস। নবরাত্রি (বিশেষ্য) আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয়টি তিথিতে কৃত্য হিন্দুদের একটি ব্রত। নবশাক, নবশাখ, নবশায়ক (বিশেষ্য) তিলি, মালাকার, তাঁতি, সদ্গোপ, নাপিত, বারুই, কামার, কুমার, গন্ধবণিক-হিন্দু সমাজের এই নয়টি জাত। {(তৎসম বা সংস্কৃত) নবন্>}
- Bengali Word নবডঙ্কা, নবডঙ্কা, নবডঙ্গা English definition [নবোডঙ্কো, নবোডঙ্কা, নবোডঙ্গা] (বিশেষ্য) লবডঙ্কা; শূন্য; কাঁচকলা বা বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন (প্রাপ্তির দফা নবডঙ্গা-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর; লাভর বিষয় নবডঙ্ক-দারা)। {(তৎসম বা সংস্কৃত) নব+ডঙ্কা}
- Bengali Word নবত English definition ⇒ নওবত
- Bengali Word নবতন English definition [নবোতন্] (বিশেষণ) নতুন (নব শাহাজান কে আছিস আয় নবতন তাজ কে গড়িবি আয়-শাহাদাত হোসেন) {(তৎসম বা সংস্কৃত) নব+তন; (ফারসি) নররতন্}
- Bengali Word নবতি English definition [নবোতি] (বিশেষ্য), (বিশেষণ) নব্বই সংখ্যা বা সংখ্যক। নবতিতম (বিশেষণ) নব্বই সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) নব+তি}
- Bengali Word নবনবতি English definition [নবোনবোতি] (বিশেষ্য), (বিশেষণ) ৯৯ সংখ্যা বা ৯৯ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) নব+নবতি}
- Bengali Word নবনী, নবনীত English definition [নবোনি, নবোনিতো] (বিশেষ্য) ননি; মাখন (বিধাতা বেহেশ্তের নবনী দিয়ে তাঁর সুকুমার দেহটি গড়েছিলেন-শেখ ফয়জুল্লাহ; সে কখন ক্ষীর, সর, নবনীত আমাকে বিনামূল্যে দিয়া যায়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। নবনীকোমল (বিশেষণ) মাখনের মতো নরম (তোমার মতো নবনীত-কোমল মাংসপিণ্ড সমষ্টির পক্ষে সেটার অনুভব একেবারে অসম্ভব না হলেও অনেকটা অসম্ভব বৈকি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নব+√নী+অ(ড)=নবনী; (তৎসম বা সংস্কৃত) নব+নীত}
- Bengali Word নববঙ্গ English definition ⇒ নব্য
- Bengali Word নবম English definition [নবোম্] (বিশেষণ) নয় সংখ্যার পূরক। নবমী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) নয় সংখ্যার পূরণকারিণী। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) একটি তিথি; চন্দ্রের কলার হ্রাস-বৃদ্ধিজনিত নবম তিথি; অমাবস্যা বা পূর্ণিমার পর নবম দিবস। বিরহিণীর নবমী দশা (বিশেষ্য) মূর্ছা; মোহ (নবমী দশা গেলি-বিদ্যাপতি)। নবমী পূজা (বিশেষ্য) নবমী তিথিতে হিন্দুদের দুর্গা পূজা। নবমীর পাঁঠা (বিশেষণ) দূর্গাপূজা উপলক্ষে নবমী তিথির বলির পাঁঠার মতো ভীত। {(তৎসম বা সংস্কৃত) নবন্+ম(মট্)}
- Bengali Word নবহুঁ (মধ্যযুগীয় বাংলা) English definition [নবোহুঁ] (বিশেষণ) নব; নতুন; যা পুরাতন নয়; নবীন (নবহু নবহু রস গীত পরিমাণ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নব>}
- Bengali Word নবাংশ English definition [নবাঙ্শো] (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) প্রত্যেক লগ্নের নয় ভাগের এক ভাগ। {(তৎসম বা সংস্কৃত) নব+অংশ}
- Bengali Word নবাঙ্কুর, নবাঙ্কুর English definition [নবাঙ্কুর] (বিশেষ্য) বীজ থেকে তরুলতার উন্মেষ; সঞ্চার; সূত্রপাত (ভালোবাসার নবাঙ্কুরে গোপনে জল সিঞ্চন তরীণীদের পক্ষে বড় কৌতুকের-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নব+অঙ্কুর; কর্মধারয় সমাস}
- Bengali Word নবান্ন English definition [নবান্নো] (বিশেষ্য) ১ নতুন অন্ন। ২ দুধ গুড় নারকেল কলা প্রভৃতির সঙ্গে নতুন আতপ চাল খাওয়ার উৎসববিশেস-হৈমন্তী ধান কাটার পর অগ্রহায়ণ মাসে (বিশেষ করে হিন্দু সমাজে) অনুষ্ঠিত একটি উৎসব। {(তৎসম বা সংস্কৃত) নব+অন্ন; কর্মধারয় সমাস; বহুব্রীহি সমাস}
- Bengali Word নবাব, নওয়াব English definition [নবাব্, নওয়াব্] (বিশেষ্য) ১ শাসনকর্তা; রাজপ্রতিনিধি (ঢাকার নবাব তথ্য পাঠান-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ রাজন্য; মুসলমান সামন্ত রাজা। ২ মুসলমান ভূস্বামীদের প্রদেয় ব্রিটিশ সরকারের উপাধি বিশেষ। ৪ ধনী ও সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তি। ৫ (ব্যঙ্গার্থ) আরামপ্রিয়; বিলাসী ও অমিতব্যয়ী ব্যক্তি (একবার ওগো বাক্যনবাব, চল দেখি কথা শুনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নবাবজাদা, নবাবযাদা (বিশেষ্য) নবাবের পুত্র; রাজপুত্র। নবাবজাদি (স্ত্রীলিঙ্গ)। নবাব-নাজিম, নবাব-নাযিম (বিশেষ্য) নওয়াব-প্রতিনিধি; প্রদেশ শাসক/পালক ও বিচারক। নবাবপুত্র, নবাবপুত্তুর (বিশেষ্য) ১ নবাবের ছেলে। ২ (ব্যঙ্গার্থ) নবাব পুত্রের মতো বিলাসী ও আড়ম্বরপ্রিয়। নবাবি, নবাবী, নওয়াবি (বিশেষ্য) ১ নবাবের পদ বা কাজ (মীর জাফরালি খাঁ নবাবি চাহিয়াছে-রাগা)। ২ নবাবের মতো আচার-ব্যবহার ও আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা (এদেরই পয়সায় জীপ চড়ে নবাবি করে এসেছি-মনোজ বসু)। ¨(বিশেষণ) ১ নবাবসম্পর্কিত; নবাবের (নবাবি আমল)। ২ নবাবের উপযুক্ত; নবাবসূলভ বড়মানুষি (নবাবি মেজাজ; নবাবি চাল)। {(আরবি) নবাব}
- Bengali Word নবারুণ English definition [নবারুন্] (বিশেষ্য) সবেমাত্র উদিত সূর্য বা তার আলো; প্রভাতী বা উষাকালীন সূর্য। {(তৎসম বা সংস্কৃত) নব+অরুণ; কর্মধারয় সমাস}
- Bengali Word নবি, নবী English definition [নোবি] (বিশেষ্য) ১ পয়গম্বর; রসুল; প্রেরিত পুরুষ; আল্লাহর বাণীবাহক। ২ ভবিষ্যদ্বক্তা (ভবিষ্যতের এই নবী-কাজী নজরুল ইসলাম)। নবিজি/নবীজী (বিশেষ্য) শ্রদ্ধেয় নবি (নবীজীর নূরানী মূর্তি তার মানসপটে সেই প্রভাত সূর্যের মতই জ্বলজ্বল করছিলো-এস. ওয়াজেদ আলী)। নবির তরিকা (বিশেষ্য) নবির নির্দেশিত আচার-আচরণ। ২ ইসলামি আচার-আচরণ। নবুয়ত, নবুওত (বিশেষ্য) নবিত্ব; নবির পদ (শ্যাম তনু জ্যোতির্ময় সর্বাঙ্গ দাপানি। নবুয়ত পৃষ্ঠে যেন জ্বলে দিনমণি-দৌখা)। {(আরবি) নবীস}
- Bengali Word নবিম ১, নবিস ১, নবীস ১, নবীশ ১ English definition [নোবিশ] (বিশেষ্য) ১ নতুন শিক্ষার্থী বা শিক্ষাধীন ব্যক্তি। ২ আনাড়ি লোক (সে একেবারে নবিশ)। নবিসি (বিশেষ্য) নতুন শিক্ষার্থীর কাজ। নবিসিন্দা, নবীসিন্দা (বিশেষ্য) ১ মুনশি; scribe। ২ যে কেরানি পত্রাদি লেখে; a correspondent। ৩ হিসাব-লেখক। ৪ রচনায় পটু। শিক্ষানবিশ (বিশেষণ) যে নতুন শিক্ষা করছে; apprentice (আমাদের সমাজের যুবকেরা তখনও শিক্ষানবীশ-রখা)। {(ইংরেজি) novice}
- Bengali Word নবীকরণ English definition [নোবিকরোন্] (বিশেষ্য) ১ নতুন করে গঠন। ২ মেরামত করা; জীর্ণ সংস্কার; সংস্কার সাধন। নবীকৃত (বিশেষণ) পুনর্গঠিত; নতুন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নব+ঈ(চ্বি)+করণ}