ন পৃষ্ঠা ৫
- Bengali Word নছিব English definition ⇒ নসিব
- Bengali Word নছিহত, নছীহত English definition ⇒ নসিহত
- Bengali Word নজগজ, নজগজিয়া English definition [নজ্গজ্, নজ্গোজিয়া] (বিশেষণ) ঢিলে; নড়বড়ে; নন্নড়ে (কাছে এসে দেখি দিগগজ একি নজগজে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word নজদিক, নজদিগ, নযদিক, নযদীক English definition [নজ্দিক্, নজদিগ্, নযদিক্, নযদীগ্] (বিশেষ্য) নিকট; সম্মুখ; সমীপ (নজদিকে বসায় তারে করিয়া খাতির-সৈয়দ হামজা; নজদিগে যাইয়া দেখে, পরীজাত লাখে লাখে পাহাড়েতে ঘুরিয়া বেড়ায়-সৈয়দ হামজা; কেয়ামতের নযদিকে এমন এক জামানা আসিবে-মুমউ)। {(ফারসি) নজদীক}
- Bengali Word নজর ১, নযর ১ English definition [নজোর্] (বিশেষ্য) ১ দৃষ্টি (যে দিকে নজর করলেম... সে কুলে কেঁপে উঠল-মীর মশাররফ হোসেন)। ২ লক্ষ্য (উঁচু নজর)। ৩ মনোযোগ; অভিনিবেশ (নজর করে দেখা)। ৪ তত্ত্বাবধান (নজর রাখা)। ৫ সুদৃষ্টি (চাকরটির উপর মনিবের নজর পড়েছে)। ৬ অশুভ বা লুব্দ দৃষ্টি(ডাইনির নজর, নজর লাগা, খাবারে নজর দেওয়া)। ৭ দৃষ্টিশক্তি (বৃদ্ধের নজর কমে গেছে)। ৮ মনোবৃত্তি; বদান্যতা; কার্পণ্যের পরিমাণ (ছোট নজর, বড় নজর)। ৯ কৃপাদৃষ্টি; করুণা (আমরা গরীব, হুজুর নজর কল্লেই বেঁচে যাই-মীর মশাররফ হোসেন)। নজর দেওয়া (ক্রিয়া) কুদৃষ্টি দেওয়া। নজরবন্দি, নজরবন্দী (বিশেষ্য) ১ দৃষ্টির বাইরে যেতে না দেওয়া; ইচ্ছামতো চলাফেরা করতে না দেওয়া; আটক; confinement (একটা মানুষকে চিরদিন নজরবন্দি করিয়া রাখা যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) বন্দীর ন্যায় চোখে চোখে রাখা হয়েছে এমন; দৃষ্টিপথে আবদ্ধ রাখা। নজরবন্ধ (বিশেষণ) দৃষ্টি আবদ্ধ। নজরবাজ (বিশেষ্য) ১ যে নজর দেয়। ২ যে নজরবন্দি করে ভেলকি খেলে (নজরবাজ সে সব আমি-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। নজরবাজি (বিশেষ্য) ১ ভেলকি। ২ প্রণয়ী যুগলের কটাক্ষ দ্বারা প্রণয়ের ইঙ্গিত (নজরবাজীর দোষ দিও না-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। নজরমারা (ক্রিয়া) ১ কুদৃষ্টি দেওয়া;তীব্র দৃষ্টি করা। ২ কটাক্ষ দিয়ে প্রনয় ইঙ্গিত করা (নজর মারা....নাগর সবই-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। নজর লাগা (ক্রিয়া) কুদৃষ্টিতে পড়া; ডাইনির নজরে পড়া। নজর ধরা, নজরে লাগা (ক্রিয়া) মনের মতো হওয়া। নজরে পড়া (ক্রিয়া) ১ দৃষ্টি আকৃষ্ট হওয়া; সুনজরে পড়া। ২ পৃষ্ঠপোষকতা লাভ করা। নজরে রাখা (বিশেষ্য) ১ দৃষ্টিসীমার মধ্যে রাখা। □ (ক্রিয়া) ১ দেখাশুনা করা। ২ মনোযোগ দেওয়া; মনোনিবেশ করা। ৩ লক্ষ্য করা, দেখা। উঁচু নজর, মোটা নজর (বিশেষ্য) উদার দৃষ্টি। উপর-নজুরে/নজরিয়া (বিশেষণ) পরপুরুষ বা পরনারীর প্রতি দৃষ্টিপাত করে এমন। {(আরবি) নজর্}
- Bengali Word নজর ২, নযর ২ English definition [নজোর্] (বিশেষ্য) ১ উপঢোকন; উপহার; ডালি (বাদশায় নজর দিল আনি-সৈয়দ হামজা)। ২ ভেট; সেলামি (বাদশাহ বুঝি নজর কবুল করিলেন-কাজী ইমদাদুল হক)। ৩ ঘুষ (দারোগাকে নজর দেওয়া)। নজরনিয়াজ (বিশেষ্য) উপঢৌকন; ভেট; সেলামি (নিয়াজ বাবদ তিনি নয় লক্ষাধিক টাকা পাইয়াছিলেন-সেও)। নজর সেলামি (বিশেষ্য) উপঢৌকন; ভেট; উপহার (অনেক লাখোরাজদারের জমি বাজেয়াপ্ত হওয়াতে ও তাগিদের সনদ না থাকাতে তাহারা কেবল আনাগোনা করিয়া ও নজর সেলামি দিয়া ক্রমে ক্রমে প্রস্থান করিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। নজরানা, নযরানা (বিশেষ্য) ১ দর্শনী; উপঢৌকন; উপহার; ভেট (পরান দিলাম নজরানা দান-কাজী নজরুল ইসলাম; সে উস্তাদদের যথাযোগ্য নযরানা প্রদান করল-জগলুল হায়দার আফরিক)। ২ রাজা-বাদশাহ প্রভৃতির সহিত সাক্ষাৎকালে প্রজা বা অধীন কর্মচারী প্রদত্ত সালামি বা দর্শনী (তারে ধরে লয়ে যায়, নজরানা বলে বার লক্ষ টাকা চায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) নজর্}
- Bengali Word নজলী (মধ্যযুগীয় বাংলা) English definition [নহোলি] (বিশেষণ) নব; নতুন; নবীন; তাজা (নহলী যৌবন-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) নব>}
- Bengali Word নজাত, নাজাত English definition [নজাত্, নাজাত] (বিশেষ্য) মুক্তি (ইংরেজ ধর্ষিত ভারতের জন্য মুক্তি-মোক্ষ-নজাত কামনা করছেন-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) নাজাত}
- Bengali Word নজাশি English definition [নজাশি] (বিশেষ্য) আবিসিনিয়া বা হাবশের রাজা; Negus। {(আরবি) নাজ্জাশি}
- Bengali Word নজির, নজীর, নযীর English definition [নোজির্] (বিশেষ্য) ১ দৃষ্টান্ত; উদাহরণ (ইতিহাসে তার প্রচুর নজীর রয়েছে-আ.ন.ম. বজলুর রশীদ)। ২ প্রমাণস্বরূপ; উল্লেখযোগ্য ফলাফলসহ তদনুরূপ পূর্ব ঘটনা; precedence (নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা-প্রথম চৌধুরী)। {(আরবি) নজীর}
- Bengali Word নজুল, নুযূল English definition [নোজুল্, নুজুল্] (বিশেষ্য) অবতরণ; নাজিল হওন (নুযূল-ই-কুরআন)। {(আরবি) নুজুল্}
- Bengali Word নজ্জুম English definition [নোজ্জুম্] (বিশেষ্য) গণক; ভাগ্যগণনাকারী; ভবিষ্যদ্বক্তা (‘নজ্জুম’ সব বলছে সবাই আসবে সেজন এ মঞ্জিল-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) নুজূমী}
- Bengali Word নঞ্ English definition [নোয়িঁ, নঙ্] (অব্যয়) নেতিবাচক; নিষেধার্থক; (বিরোধার্থক) অ আ না নি প্রভৃতি অব্যয়যোগে ব্যক্ত হয় (নিলাজ কাহ্নঞি-চণ্ডীদাস)। নঞর্থক (বিশেষণ) নেতিবাচক; negative; অভাব, বিরোধ, নিষেধ প্রভৃতি ভাবজ্ঞাপক; অনস্তিত্ববাচক। নঞ্ তৎপুরুষ (বিশেষ্য) (ব্যাকরণ) অভাব, অন্যত্ব, অল্পতা, নিষেধ ও বিরোধবাচক নঞর্থক শব্দের সঙ্গে নিষ্পন্ন তৎপুরুষ তথা কারক বিভক্তি বা কর্মপ্রবচনীয় লোপে সমাস (অসৎ, অনভিজ্ঞ, অকাজ)। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গ বিশেষ}
- Bengali Word নট ১ English definition [নট্, সমাসের পূর্বপদে “নটো”] (বিশেষ্য) ১ নর্তক; নৃত্যব্যবসায়ী (মধুর নটিনী নটরঙ্গ-বিদ্যাপতি)। ২ অভিনেতা; নাটকের অভিনয়কারী। নটবর (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ নর্তক। ২ শ্রেষ্ঠ অভিনেতা। ৩ শ্রীকৃষ্ণ। নটরাজ, নটেশ্বর (বিশেষ্য) ১ নর্তকশ্রেষ্ঠ। ২ হিন্দুদেবতা শিব যিনি তাণ্ডব নৃত্য করেন। নটিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ নর্তকী (চলে যেন নটিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অভিনেত্রী। ৩ বেশ্যা; বারাঙ্গনা। নটী (বিশেষ্য) ১ (স্ত্রীলিঙ্গ) নর্তকী; নৃত্য যে নারীর উপজীবিকা। ২ অভিনেত্রী। {(তৎসম বা সংস্কৃত) √নট্+অ(অচ্)}
- Bengali Word নট ২ English definition [নট্] (বিশেষ্য) হিন্দু সম্প্রদায়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √নট্+অ(অচ্)}
- Bengali Word নট ৩ English definition [নট্] (বিশেষ্য) সঙ্গীতের রাগ (নটনারায়ণ, নটমল্লার, ছায়ানট)। {(তৎসম বা সংস্কৃত) √নট্> (প্রাকৃত) নট্ট>}
- Bengali Word নট ৪ English definition [নট্] (বিশেষ্য) ১ দুষ্ট; নষ্টচরিত্র; লম্পট; যে বহু নারীর সঙ্গে প্রণয় করে। ২ ধ্বংস (লঙ্ঘিয়া তোমার ঘট ছয় ডিঙ্গী হবে নট-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষণ) নষ্ট; বিকৃত (শুন ওহে গুণনিধি নট হোক ছানা দধি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; সব কর্ম হবে নট-ভারতচন্দ্র রায়গুণাকর)। নটখট, নটখটি (বিশেষ্য) ১ ছোটখাট গোলমাল বা ঝগড়াঝাঁটি। ২ ঝঞ্ঝাটপূর্ণ (নটখটে কাজ)। নটঘট, নটঘটি (বিশেষ্য) অসৎ সম্বন্ধ ঘটনা; অবৈধ প্রণয়সূচক ব্যাপার; কলঙ্কজনক ঘটনা। নটখটে (বিশেষণ) গোলমেলে; ঝঞ্ঝাটপূর্ণ (নটখটে কাজ)। নটঘটে (বিশেষণ) ১ অসৎ সম্বন্ধযুক্ত; কলঙ্কযুক্ত (নটঘটে ব্যাপার)। {(তৎসম বা সংস্কৃত) নষ্ট> (প্রাকৃত) ণট্ঠ>}
- Bengali Word নটই English definition [নটোই] (ব্রজবুলি) (ক্রিয়া) নৃত্য করে (রঙ্গিণীগণ সব সঙ্গহি নটই-বিদ্যাপতি)। {নট+ই}
- Bengali Word নটক (মধ্যযুগীয় বাংলা) English definition [নটক] (বিশেষ্য) ১ দোষত্রুটি (রাজা বড় খরতর নাহি গুণকথা; লগু নটক পাইলে কাটে তার মাথা-বড়ু চণ্ডীদাস)। □ (বিশেষণ) ১ ধৃষ্ট; ছলনা-কুশল (সুনহ নটক কাহ্ন কেহ্নে কর অপমান-বড়ু চণ্ডীদাস)। ২ দুষ্ট; নষ্ট (তবেহ নিলাজ দূতী নটক কুজনি ময়নার বিদিতে কহে চৈত্র ঋতু পুনি-কাজী দৌলত)। ৩ নর্তক (নৃত্য দেখিবারে দিলা নটক সুন্দর –দৌবা)। নটকী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ দুষ্টা; ধৃষ্টা। ২ কুচেষ্টাবতী। {(তৎসম বা সংস্কৃত) নষ্ট> (প্রাকৃত) ণট্ঠ> (বাংলা) নট+ক}
- Bengali Word নটকনা, নটকান English definition [নট্কনা, নট্কানো] (বিশেষণ) ১ বাসন্তী রং (নটকনা রং শাড়ীটি ভাঁজে-মোহিতলাল মজুমদার; সেখানে শরীর তার নটকান-রক্তিম রৌদ্রের আড়ালে-জীবনানন্দ দাশ)। □ (বিশেষ্য) একপ্রকার গাছ বা তার বীজ। {অজ্ঞাতমূল}