ন পৃষ্ঠা ৮
- Bengali Word ননান্দা, ননাস English definition ⇒ ননদ
- Bengali Word ননি, ননী English definition [নোনি] (বিশেষ্য) কাঁচা দুধের মাখন; মাখন। ননিচোরা (বিশেষ্য) ননি চুরি করে যে; বিশেষার্থে শ্রীকৃষ্ণ। ননিবালা (বিশেষ্য) কোমলাঙ্গী নারী (সে মনে কোন অবলা সরলা ননীবালার প্রবেশাধিকার ছিল না-প্রথম চৌধুরী)। ননির ঢেলা (বিশেষ্য) মাখনের টুকরা (কাজেই শরীরটা হচ্ছে আমাদের মত ননীর ঢেলা যাকে শুধু বিলাস-ব্যসনেই লাগানো যেতে পারে-কাজী নজরুল ইসলাম)। ননির পুতুল (বিশেষণ) ১ ননিতে গড়া; পুতুলের মতো সামান্য তাপে গলে যায় এমন; কোমলাঙ্গ। ২ আদুরে; অকর্মণ্য। ৩ অতিশয় আদরযত্নে পালিত ও কোমলাঙ্গ। ননুয়া (বিশেষ্য) ননি; মাখন। □ (বিশেষণ) ননি দিয়ে গঠিত; ননির মতো কোমল ও সুন্দর (এই ননুয়া তনুয়াদেরি-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) নবনীত> (প্রাকৃত) ণঅনীঅ>}
- Bengali Word নন্দ English definition [নন্দো] (বিশেষ্য) ১ কৃষ্ণের পালকপিতা নন্দগোপ; মথুরার রাজার অধীনে ইনি ব্রজে গোপীদের অধিপতি ছিলেন। ২ আনন্দ। নন্দক (বিশেষণ) ১ আনন্দজনক। নন্দকুমার (বিশেষ্য) ১ নন্দের পুত্র; শ্রীকৃষ্ণ। ২ (আলঙ্কারিক) অত্যধিক আদরে নষ্ট। নন্দ দুলাল (বিশেষ্য) আদুরে গোপাল; শ্রীকৃষ্ণ (ধনীর অকর্মণ্য নন্দদুলাল রূপেও আমরা তাঁহাকে দেখিতে পাই না-এআচৌ)। নন্দনন্দন, নন্দলাল (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। নন্দবংশ (বিশেষ্য) মগধের রাজা মহাপদ্মের বংশ। {(তৎসম বা সংস্কৃত) √নন্দ্+অ(অচ্)}
- Bengali Word নন্দন English definition [নন্দোন্] (বিশেষ্য) ১ পুত্র; বংশধর (রঘুনন্দন)। ২ স্বর্গের উদ্যান (নন্দন কানন)। □ (বিশেষণ) আনন্দদায়ক; আনন্দ দেয় এমন; সুখদ (নয়ন-নন্দন)। নন্দনকানন (বিশেষ্য) স্বর্গের উদ্যান; বেহেশ্তের বাগান; সর্বদা আনন্দদায়ক উদ্যানবিশেষ। নন্দনতত্ত্ব (বিশেষ্য) সৌন্দর্যবিদ্যা; শিল্প সাহিত্য ইত্যাদির সৌন্দর্য সংক্রান্ত তত্ত্ব মতবাদ বা জ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) √নন্দ্+অন(ল্যুট্)}
- Bengali Word নন্দা ১ English definition [নন্দা] (বিশেষ্য) ১ হিন্দুদেবী দুর্গা। ২ (জ্যোতির্বিজ্ঞান) প্রতিপদ ষষ্ঠী ও একাদশী-এই তিন তিথি। {(তৎসম বা সংস্কৃত) √নন্দি+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word নন্দা ২ English definition [নন্দা] (বিশেষ্য) ১ ননদ; স্বামীর বোন। ২ বড় মাটির পাত্র; নাদা। {(তৎসম বা সংস্কৃত) ননন্দ্>}
- Bengali Word নন্দাই English definition ⇒ ননদ
- Bengali Word নন্দি English definition [নোন্দি] (বিশেষ্য) ১ আনন্দ। ২ শিব। ৩ আনন্দদায়ক। নন্দিকর, নন্দিবর্ধক (বিশেষণ) আনন্দবর্ধক। নন্দিকেশ্বর (বিশেষ্য) শিবের প্রধান অনুচর; নন্দী। নন্দিত (বিশেষণ) ১ আনন্দিত; সন্তোষপ্রাপ্ত। ২ আনন্দ দেওয়া হয়েছে এমন; তোষিত। নন্দিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √নন্দ্+ই(ইন্)}
- Bengali Word নন্দিন English definition ⇒ নন্দী
- Bengali Word নন্দিনী English definition [নোন্দিনি] (বিশেষ্য) ১ কন্যা; দুহিতা। ২ গঙ্গা। ৩ বশিষ্ঠ মুনির কামধেনু। □ (বিশেষণ) আনন্দদায়িকা। {(তৎসম বা সংস্কৃত) √নন্দি+ইন্ (নিনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word নন্দিবর্ধক English definition ⇒ নন্দি
- Bengali Word নন্দী (-ন্দিন্) English definition [নোন্দি] (বিশেষ্য) ১ শিবের প্রধান অনুচর। ২ উপাধিবিশেষ। □ (বিশেষণ) ১ আনন্দিত। ২ আনন্দবর্ধক। নন্দিনী (স্ত্রীলিঙ্গ)। নন্দীভৃঙ্গী(-ঙ্গিন্) (বিশেষ্য) ১ শিবের অনুচরদ্বয়। ২ (আলঙ্কারিক) অবাঞ্ছিত অনুচরবর্গ; দুই পাশে অবস্থিত মোসাহেবগণ। নন্দীসর (বিশেষ্য) ইন্দ্রের উপবনস্থিত সরোবর। {(তৎসম বা সংস্কৃত) √নন্দ্+ইন্(ণিনি)}
- Bengali Word নন্দ্য English definition [নোন্দো] (বিশেষণ) ১ আনন্দের যোগ্য; সুখ বা তৃপ্তি পাওয়া যায় এমন। ২ প্রশংসার যোগ্য; সংবর্ধনার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) নন্দ+য(যৎ)}
- Bengali Word নন্নড়ে, নন্নড়িয়া English definition [নন্নোড়ে, নন্নোড়িয়া] (বিশেষণ) ১ ঢিলা; শিথিল; নড়বড়ে। ২ এত দুর্বল যে মাথা স্থির না থেকে নড়ে। {নড়নড়+ইয়া>নড়নড়িয়া>নন্নড়ে}
- Bengali Word ননৎকার English definition [ননোত্কার্] (বিশেষ্য) অত্যন্ত অবহেলা বা অবজ্ঞা (নাচিতে নাচিতে নাট্বা ননৎকারে চায়-মানিক গাঙ্গুলী)। {(তৎসম বা সংস্কৃত) ন্যক্কার>নৎকার>}
- Bengali Word নপুংসক English definition [নপুঙ্শক্] (বিশেষ্য) ক্লীব; হিজড়া; স্ত্রীও নয় পুরুষও নয় এমন মানুষ। □ (বিশেষণ) ১ ছিন্নমুষ্ক; খোজা (দুনিয়াকে যে চমকে দেছে নপুংসকের পৌরুষে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পুরুসত্বশূন্য; বীর্যহীন। ৩ (আলঙ্কারিক) কাপুরুষ; পৌরুষের অভাব; ব্যক্তিত্বহীন। {(তৎসম বা সংস্কৃত) ন+পুংসক; নতৎপুরুষ সমাস}
- Bengali Word নফর English definition [নফোর্] (বিশেষ্য) চাকর; ভৃত্য; সেবক; দাস (নফরের বকশীশ দিল জোড়া শালবন্দ-ঘনরাম চক্রবর্তী)। {(আরবি) নফর}
- Bengali Word নফরৎ English definition [নফরত্] (বিশেষ্য) ঘৃণ (...তারা বদলা...ওরার নফরৎ আর দুশমনি-মুম)। {(আরবি) নফ্রত}
- Bengali Word নফল English definition [নফোল্] (বিশেষণ) অতিরিক্ত নামাজ; যা ফরজ বা ওয়াজিব কিংবা সুন্নতমাত্র নয় (আবার আদিল পঞ্চ রাকাত নফল নামাজ পড়ি, খোদার নিকট করে মোনাজত দুই হাত জোড় করি-জসীমউদ্দীন)। {(আরবি) নফল}
- Bengali Word নফিস, নফীস English definition [নোফিশ্] (বিশেষণ) ১ উপাদেয় (নানা প্রকার চর্ব্য, চূষ্য, লেহ্য, পেয় প্রভৃতি লজিজ ও নফিস্ খানা দ্বারা সকলকে পরিতৃপ্তিপূর্বক ভোজন করাইলেন-ইসমাইল হোসেন শিরাজী)। ২ মনোরম; মূল্যবান। {(আরবি) নফীস্}