ন পৃষ্ঠা ৩১
- Bengali Word নাড়ু English definition [নাড়ু] (বিশেষ্য) গোলাকার মিষ্টান্ন বিশেষ; লাড়ু। নাড়ু গোপাল (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) আদরের ছেলে; শিশুকৃষ্ণ। ২ (আলঙ্কারিক) সেকালের গ্রাম্য পাঠশালার শাস্তিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) লড্ডুক>}
- Bengali Word নায়ক English definition [নায়োক্] (বিশেষণ), (বিশেষ্য) নেতা; পরিচালক; সর্দার (দেশনায়ক)। □ (বিশেষ্য) ১ সেনাপতি। ২ রাজা (অনায়ক দেশ)। ৩ স্ত্রীলোকের প্রণয়ী; প্রেমাসক্ত ব্যক্তি। ৪ স্বামী। ৫ ছায়াছবি অথবা গ্রন্থের বর্ণনীয় প্রধান চরিত্র; hero। নায়িকা (স্ত্রীলিঙ্গ)। নায়কীয় (বিশেষণ) নায়ক সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) √নী+অক(ণ্বুল্)}
- Bengali Word নায়কি, নায়কী English definition [নায়োকি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) নায়িকা (নায়ক লয়ে কেলিছে নায়কী, খলখলখল হাসি মধুর অধরে-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) বীণা প্রভৃতি যন্ত্রের প্রধান তার। {(তৎসম বা সংস্কৃত) নায়ক+ (বাংলা) ই, ঈ}
- Bengali Word নায়কীয় English definition ⇒ নায়ক
- Bengali Word নায়র ১ English definition ⇒ নাইয়র
- Bengali Word নায়র ২ English definition [নায়োর্] (বিশেষ্য) প্রণয়ী; নায়ক। নায়রী২ (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নাগর>}
- Bengali Word নায়রি, নায়র ১ (মধ্যযুগীয় বাংলা) English definition [নায়োরি] (বিশেষ্য) নাগরী। {(তৎসম বা সংস্কৃত) নাগর+ (বাংলা) ই, ঈ}
- Bengali Word নায়রী ২ English definition ⇒ নাইয়র ও নায়র২
- Bengali Word নায়াত, না’আত English definition [নায়াত্] (বিশেষ্য) স্তুতি; প্রশস্তি; নবীর স্তুতি। {(আরবি) না’আত্}
- Bengali Word নায়িকা English definition ⇒ নায়ক
- Bengali Word নায়ির, নায়িবে-ইলাহি English definition ⇒ নায়েব
- Bengali Word নায়েক English definition [নায়েক্] (বিশেষ্য) সৈন্যবিভাগের সাধারণ সিপাহিদের ঊর্ধ্বতর পদমর্যাদাসম্পন্ন সিপাহি। ন্যান্স-নায়েক (বিশেষ্য) সহকারী নায়েক পদের যোদ্ধা। {(আরবি) লায়েক}
- Bengali Word নায়েব, নাএব, নায়িব English definition [নায়েব্, নাএব, নায়িব্] (বিশেষ্য) ১ তহশিল অফিসের প্রধান কর্মচারী; প্রতিনিধি (কাজি নাহি মানে পেগম্বরে নায়েব-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ জমিদারের কাছারির ভারপ্রাপ্ত প্রধান কর্মচারী। ৩ অধীন কর্মচারী; সহকারী (আমার যে কার্য হইবেক তাহারি নাএব তোমারদিগকে করিব-রামরাম বসু)। নায়েবে-ইলাহি (বিশেষ্য) আল্লাহর প্রতিনিধি (যে মানব মতে পারে নায়িবে ইলাহী-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। নায়েবি, নায়েবী১ (বিশেষ্য) নায়েবের কাজ বা পদ (জমিদারের নায়েবি পদ গ্রহণ করিয়াছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। নায়েবি২ (বিশেষণ) ১ নায়েব সংক্রান্ত। ২ নায়েবের উপযুক্ত। নায়েবে নবি, নায়েবে রসুল (বিশেষ্য) নবির প্রতিনিধি; ইসলাম ধর্মের প্রচারক ও বিশেষজ্ঞ। {(আরবি) নাএব}
- Bengali Word না’আত English definition ⇒ নায়াত
- Bengali Word নি ১ English definition [নি] (অব্যয়) সামীপ্য, আতিশয্য, অভাব, সাদৃশ্য ইত্যাদি ভাবপ্রকাশক উপসর্গ। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গবিশেষ}
- Bengali Word নি ২ English definition [নি] (বিশেষ্য) সঙ্গীতের সপ্তসুরের শেষ সুর; সপ্তম স্বর; নিষাদ (সা, রে, গা, মা, পা, ধা, নি)। {(তৎসম বা সংস্কৃত) নিষাদ>}
- Bengali Word নি-মোরাদ English definition [নিমোরাদ্] (বিশেষ্য) শক্তি নেই এমন (মরদের যদি মর্দামীই না রইল তবে ত সে নি-মোরাদে-কাজী নজরুল ইসলাম)। {নি+ (আরবি) মুরুবৎ}
- Bengali Word নিঁদ English definition [নিঁদ্] (বিশেষ্য) নিদ্রা; ঘুম; তন্দ্রা (রায়বেরেলির জঙ্গী দিলীর ভেঙ্গেছে লক্ষ রাতের নিঁদ-ফররুখ আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) নিদ্রা>}
- Bengali Word নিঁদ (মধ্যযুগীয় বাংলা) English definition [নিঁদ্] (আছিনু কাঁচা নিঁদে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নিদ্রা> (প্রাকৃত) নিন্দ>}
- Bengali Word নিংড়ানো, নিংড়নো, নিঙ্গড়ানো English definition [নিঙ্ড়ানো, নিঙ্ড়নো, নিঙ্গড়ানো] (ক্রিয়া) ১ চাপ দিয়ে বা পাক দিয়ে পানি বের করা; নিষ্কাশন করা। ২ শোষন করা; শেষ করা। {(তৎসম বা সংস্কৃত) নিজির্>}