ন পৃষ্ঠা ৩২
- Bengali Word নিঃ English definition [নিহ্] সমাসের ক্ষেত্রে ‘নি’ এবং পরপদের প্রথম ধ্বনির উচ্চারণ দ্বিত্ব] (অব্যয়) ১ নিশ্চয়তা; সঠিক (নির্ণয়)। ২ আতিশয্যা; সম্পূর্ণতা; শেষ (নিঃশেষ)। ৩ বহির্গমন; বের হওয়া (নিঃশ্বাস)। ৪ অভাব; একাকিত্ব (নির্জন)। নিঃক্ষত্র, নিঃক্ষত্রিয় (বিশেষণ) ক্ষত্রিয় নয় এমন; ক্ষত্রিয়শূন্য। নিঃশঙ্ক, নিশঙ্ক (বিশেষণ) শঙ্কাহীন; ভীতিহীন; নির্ভয়; নির্ভীক। নিঃশব্দ (বিশেষণ) নির্বাক; শব্দহীন; নীরব। নিঃশেষ (বিশেষণ) সম্পূর্ণ; অবশেষ না রেখে। নিঃশোষিত (বিশেষণ) সমাপ্ত; শেষ হয়েছে এমন; ফুরিয়ে গেছে এমন। নিঃশ্রেয়স (বিশেষ্য) ১ মুক্তি। ২ কুশল; মঙ্গল। ৩ সুখ; আরাম। ৪ জ্ঞান; বিজ্ঞান। নিঃশ্বসন, নিশ্বসন (বিশেষ্য) শ্বাসগ্রহণ ও ত্যাগ। নিঃশ্বসিত, নিশ্বসিত (বিশেষণ) গৃহীত শ্বাস ও পরিত্যক্ত শ্বাস। নিঃশ্বাস, নিশ্বাস (বিশেষ্য) ফুসফুস থেকে নির্গত বায়ু; বা বাইরে থেকে নাসিকা বা ফুসফুসের অভ্যন্তরে গৃহীত বায়ু; দম। প্রশ্বাস বিপরীতার্থক শব্দ। নিঃসংজ্ঞা (বিশেষণ) সংজ্ঞা নেই এমন; অজ্ঞান; অচেতন; senseless। নিঃসংশয়, নিঃসন্দেহ (বিশেষণ) সন্দেহরহিত; সংশয়হীন; নিশ্চিত। নিঃসংশয়তা (বিশেষ্য)। নিঃসঙ্কোচ (বিশেষণ) সঙ্কোচশূন্য। □ (বিশেষণ) অকুণ্ঠ; কুণ্ঠাহীন। নিঃসঙ্গ (বিশেষণ) একাকী; সঙ্গীহারা; সংস্রবরহিত; সংকোচশূন্য; নিরাসক্ত। নিঃসঙ্গতা বি। নিঃসত্ত্ব (বিশেষণ) সারহীন; অসার; বলহীন; বীর্যহীন; দুর্বল; ধৈর্যশূন্য; প্রাণহীন। নিঃসন্তান (বিশেষণ) সন্তান নেই এমন; বন্ধ্যা; আঁটকুড়া। নিঃসম্পর্ক (বিশেষণ) সম্পর্কহীন; সম্বন্ধশূন্য; অনাত্মীয়। নিঃসম্বল (বিশেষণ) সঙ্গতিহীন; সম্বলহীন; নিঃস্ব; দরিদ্র; বিত্তহীন। নিঃসরণ (বিশেষ্য) বহির্গমন; নির্গত হওয়া। নিঃসহায় (বিশেষণ) অসহায়; সহায় নেই এমন; সহায়হীন। নিঃসাড় (বিশেষণ) সাড়াশূন্য; শব্দহীন; অসাড়; নিস্তেজ (সারা বাড়ীটা যেন নিঃসাড়ে ঘুমিয়ে পড়েছে-মঈন)। নিঃসারক (বিশেষণ) নিঃসারণকারী; নিষ্কাশন করায় এমন। নিঃসারণ (বিশেষ্য) ১ বের করা; নিষ্কাশন; নিংড়ানো (বর্জনীয় পদার্থের নিষ্কাশনকেই নিঃসারণ বলে-আআশ)। ২ নির্বাসন। ৩ দ্বার; দরজা। নিঃসারিত (বিশেষণ) বের করা হয়েছে এমন। নিঃসীম (বিশেষণ) সীমাহীন; অনন্ত; বিস্তীর্ণ (নিঃসীম শূন্যে-রবীন্দ্রনাথ ঠাকুর; নিঃসীম ধানক্ষেত-মনোজ বসু)। নিঃসীমতা (বিশেষ্য) শূন্যতা; উদাসীনতা (চায় বুঝি মোর নিঃসীমতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিঃসৃত (বিশেষণ) নির্গত; বহির্গত; ক্ষরিত। নিঃস্পন্দন (বিশেষণ) স্পন্দনহীন; স্থির (আর তার হৃৎপিণ্ড যেন নিঃস্পন্দন হয়ে গেলো-বুদ্ধদেব বসু)। নিঃস্পৃহ (বিশেষণ) স্পৃহাহীন; কামনাশূন্য; বাসনাবিহীন (নিঃসঙ্গ, নিঃস্পৃহ সর্ব আভরণহীন-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিঃস্পৃহতা (বিশেষ্য) বাসনাশূন্য; নিষ্কাম; কামনাহীন। নিঃস্রব, নিঃস্রাব (বিশেষ্য) ১ তরল বস্তু বের হওয়া; ক্ষরণ। ২ ভাতের ফেন। নিঃস্রোত (বিশেষ্য) স্রোতহীন। নিঃস্ব (বিশেষণ) সম্বলহীন; দরিদ্র; গরিব; ফকির; মিসকিন। নিঃস্বতা (বিশেষ্য) সম্বলহীনতা; দারিদ্র্য। নিঃস্বন (বিশেষ্য) শব্দ; রব; নিনাদ; ধ্বনি (নির্ঝর-বারির কুলু কুলু নিঃস্বন-ইসমাইল হোসেন শিরাজী)। নিঃস্বর (বিশেষণ) আওয়াজশূন্য; নীরব; স্বরবিহীন। {(তৎসম বা সংস্কৃত) নির্ উপসর্গ}
- Bengali Word নিঅলি (প্রাচীন বাংলা) English definition [নিওলি] (বিশেষ্য) নিয়লি ফুল। {(তৎসম বা সংস্কৃত) নেপালী>; অথবা নবমল্লিকা>}
- Bengali Word নিঅড় (প্রাচীন বাংলা) English definition [নিয়ড়] (বিশেষণ) নিকট। নিঅড়ে (প্রাচীন বাংলা) (ক্রিয়াবিশেষণ) কাছে; নিকটে। {(তৎসম বা সংস্কৃত) নিকট>}
- Bengali Word নিআঁ (আবা.) English definition [নিয়াঁ] (অসমাপিকা ক্রিয়া) নিয়ে (নিআঁ মথুরার হাটে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নত্বিা> (প্রাকৃত) ণইঅ>}
- Bengali Word নিউ English definition [নিউ] (বিশেষণ) নতুন (নিউ মার্কেট)। {(ইংরেজি) new}
- Bengali Word নিউক্লিয়াস English definition [নিউক্ক্লিয়াস্] (বিশেষ্য) পরমাণু কেন্দ্র (পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস-আআশ)। {(ইংরেজি) nucleus}
- Bengali Word নিউমোনিয়া English definition [নিউমোনিয়া] (বিশেষ্য) ফুসফুসের প্রদাহসহ জ্বর। {(ইংরেজি) pneumonia}
- Bengali Word নিও-প্লাটোনিজম English definition [নিয়োপ্লাটোনিজম্] (বিশেষ্য) প্লাটোর মতবাদের সাথে প্রাচীন মরমিবাদের মিশ্রণজাত নূতন দার্শনিক চিন্তাধারা (এতে নিও-প্লাটোনিজম ও বেদান্ত দর্শনের প্রভাব আছে-আনিসুজ্জামান)। {(ইংরেজি) neo-Platoism}
- Bengali Word নিক ১ English definition [নিক্] (বিশেষ্য) মাটিতে গাড়ির চাকার যে দাগ হয়। {(তৎসম বা সংস্কৃত) নানিক>; (তুলনীয়) (হিন্দি) নীক}
- Bengali Word নিক ২ English definition [নিক্] (বিশেষ্য) উকুনের বাচ্চা বা ডিম। {(তৎসম বা সংস্কৃত) নিক্ষা> (প্রাকৃত) নিক্খা>}
- Bengali Word নিক ৩ English definition [নিক্] (ক্রিয়া) অনুজ্ঞায় ‘নিয়ে যাক’ এই অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √নী>}
- Bengali Word নিকট English definition [নিকট্] (বিশেষণ) কাছাকাছি; সমীপে; ঘনিষ্ঠ। □ (বিশেষ্য) নৈকট্য; সামীপ্য (তার নিকটে)। নিকটবর্তী(-তিন্), নিকটস্থ (বিশেষণ) কাছাকাছি আছে এমন; সন্নিহিত; সমীপবর্তী; আসন্ন; সমীপস্থ। নিকটবর্তিনী, নিকটস্থা (স্ত্রীলিঙ্গ)। নিকটবর্তিতা বি। {(তৎসম বা সংস্কৃত) নি+√কট্+অ(অচ্)}
- Bengali Word নিকতি English definition ⇒ নিক্তি
- Bengali Word নিকপিক English definition [নিক্পিক্] (বিশেষণ) ঈষৎ আন্দোলিত বা কম্পিত (নিকপিক করে ক্ষীণ কাঁকাল, পেশোয়াজ কাঁপে টালমাটাল-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word নিকম্মা English definition [নিকম্মা] (বিশেষণ) ১ অদক্ষ; অনিপুণ; অকম্মা। ২ অপদার্থ। ৩ নিষ্কর্মা; বেকার। {(তৎসম বা সংস্কৃত) নিষ্কর্মা>}
- Bengali Word নিকর English definition [নিকর্] (বিশেষ্য) ১ সমূহ; রাশি (স্বচ্ছ শীতল আনন্দ যার তরঙ্গনিকর-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মোট; সাকুল্য; সমষ্টি (নিকট বাকি)। {(তৎসম বা সংস্কৃত) নি+√কৃ+অ(অপ্)}
- Bengali Word নিকরুণ English definition [নিকোরুন্] (বিশেষণ) করুণাহীন; নিষ্করুণ; নির্দয়; নিষ্ঠুর। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+করুণ>নিষ্করুণ>}
- Bengali Word নিকষ, নিকস English definition [নিকশ্] (বিশেষ্য) কষ্টিপাথর; যা দিয়ে সোনা পরীক্ষা করা হয়; শান। নিকষকৃষ্ণ (বিশেষণ) ঘোর অন্ধকার (গৃহের ভিতরকার নিকষকৃষ্ণ অন্ধকারের মধ্যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিকষণ (বিশেষ্য) কষ্টিপাথরে ঘর্ষণ। নিকষিত (বিশেষণ) পরীক্ষিত; মার্জিত; পালিশ করা; কষ্টিপাথরের ঘষা; বিশুদ্ধ (নিকষিত হেম-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নি+√কষ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিকসন English definition [নিকশোন্] (বিশেষণ) ১ নির্বাসন; নিষ্ক্রমণ; নির্দয়; নিষ্ঠুর। {(তৎসম বা সংস্কৃত) নিষ্ক্রমণ; (হিন্দি) √নিকস>}
- Bengali Word নিকসানো (ব্রজবুলি) English definition [নিকসানো] (ক্রিয়া) বের হওয়া। নিকসউ (ব্রজবুলি) বের হোক (নিকসউ কঠিন পরাণ-বিদ্যাপতি)। নিকসব (ক্রিয়া) নির্গত বা বের হবে (জীব নিকসব-বিদ্যাপতি)। নিকসয়ে (ক্রিয়া) বের হয় (বচন না নিকসয়ে-বিদ্যাপতি)। নিকসন (ক্রিয়া) বের হলো (নিকসল জটিলা সনে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) নিষ্ক্রমণ; (হিন্দি) নিকস্না}