ন পৃষ্ঠা ২৯
- Bengali Word নালবংশ English definition [নাল্বঙ্শো] (বিশেষ্য) নলখাগড়া। {(তৎসম বা সংস্কৃত) √নল্+অ(ঘঞ্)+বংশ}
- Bengali Word নালা English definition [নালা] (বিশেষ্য) জল বের হওয়ার খাত; নর্দমা; ড্রেন (নালা কেটে রোগ আনা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নালা কেটে জল আনা (ক্রিয়া) ইচ্ছা করে বিপদ ঘটানো। {(তৎসম বা সংস্কৃত) নাল>নালা; (তৎসম বা সংস্কৃত) প্রণালী> (হিন্দি) পয়নালা>}
- Bengali Word নালি English definition ⇒ নালী
- Bengali Word নালি, নালী English definition [নালি] (বিশেষ্য) ১ নালা; নর্দমা; জল নিষ্কাশনের পথ; খাত; ড্রেন। ২ ছোট চোঙ। ৩ পচা ঘা; শোষযুক্ত ঘা। নালিব্রণ, নালি ঘা (বিশেষ্য) পচা ঘা; শোষযুক্ত ঘা; দুষ্ট ক্ষত (তাজা ন্যাকড়ার ফালি সহসা ঢুকেছে নালি ঘায়ে-জীবনানন্দ দাশ)। {নালা>নালি(ক্ষুদ্রার্থে)}
- Bengali Word নালিক English definition ⇒ নালীক
- Bengali Word নালিক ২ English definition [নালিক্] (বিশেষ্য) ১ নলবিশিষ্ট প্রাচীন আগ্নেয়াস্ত্রবিশেষ। ২ শর; বাণ। ৩ পদ্মের ডাঁটা। {(তৎসম বা সংস্কৃত) নাল+ইক(ঠক্)}
- Bengali Word নালিচা English definition [নালিচা] (বিশেষ্য) এক প্রকার পাট। {(প্রাকৃত) লালিচ, নালিচ}
- Bengali Word নালিতা, নালতে English definition [নালিতা, নাল্তে] (বিশেষ্য) পাটশাক। {(তৎসম বা সংস্কৃত) নলিত>}
- Bengali Word নালিম English definition [নালিম] (ব্রজবুলি) (বিশেষ্য) রক্তাভা লালচে ভাব (উরজ উদয়-থান নালিম-বিদ্যাপতি)। {(ব্রজবুলি) লালিমা} নালিশ, নালিস [নালিশ্] (বিশেষ্য) ১ ফরিয়াদ; অভিযোগ। ২ আরজ; আবেদন; দরখাস্ত। ৩ প্রতিকার; প্রার্থনা। নালিশ-ফসাদ (বিশেষ্য) ঝগড়া-বিবাদ ও মামলা মোকদ্দমা (নালিশ-ফসাদ করে জমি-জায়দাদ সব খুইয়েছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নালিশ বন্দ (বিশেষণ) অভিযোগকারী। নালিশা (বিশেষণ) নালিশসংক্রান্ত। যার জন্য নালিশ করা হয়েছে (নালিশ সম্পত্তি)। {(ফারসি) নালিশ}
- Bengali Word নাশ English definition [নাশ্] (বিশেষ্য) ১ ধ্বংস (সর্বনাশ)। ২ ক্ষয়; হানি (অর্থনাশ)। ৩ মৃত্যু (প্রিয়নাশ)। ৪ লোপ (বংশনাশ)। ৫ বিলোপ (বুদ্ধিনাশ)। নাশই (ব্রজবুলি) (ক্রিয়া) নাশ করে; নষ্ট করে (এক গুণ বহু দোষ নাশই-বিদ্যাপতি)। নাশক (বিশেষণ) বিনাশকারী; ধ্বংসসাধক (দুর্গন্ধনাশক)। নাশন (বিশেষ্য) ১ নাশকরণ; ধ্বংসসাধন। ২ নাশক; নাশকারী; ধ্বংসকারী; দূরকারী (শোক নাশন)। নাশিত (বিশেষণ) নাশ করা হয়েছে এমন; বিধ্বস্ত; বিনষ্ট; নিহত। নাশী (বিশেষণ) বিনাশশীল; ধ্বংসশীল। □ (বিশেষ্য) বিনাশকারী; নাশক। নাশিনী (স্ত্রীলিঙ্গ)। নাশ্য (বিশেষণ) নাশযোগ্য; ধ্বংসযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √নশ্+অ(ঘঞ্)}
- Bengali Word নাশপাতি, নাসপাতি English definition [নাশ্পাতি] (বিশেষ্য) আপেল জাতীয় ফল। {(ফারসি) নাশ্পাতি}
- Bengali Word নাশা English definition [নাশা] (ক্রিয়া) ধ্বংস করা; নাশ করা (নাশিল)। □ (বিশেষণ) নাশক (সর্বনাশা)। নাশী (সর্বনাশী) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নাশক> প্রা.ণাসঅ> (বাংলা) নাশা}
- Bengali Word নাশিত, নাশিনী English definition ⇒ নাশ
- Bengali Word নাশ্য English definition ⇒ নাশ
- Bengali Word নাশ্তা English definition ⇒ নাস্তা
- Bengali Word নাস ১ English definition নাস১ [নাশ্] (বিশেষ্য) ১ বিলাস। ২ লাস্য; নৃত্য। নাসবেশ (বিশেষ্য) নাচের পোশাক; চুলবাঁধা শাড়িপরা ইত্যাদি সাজসজ্জা (ঘরে আসি নাসবেশে দেবসভা যায়-ঘচা)। {(তৎসম বা সংস্কৃত) লাস্য>}
- Bengali Word নাস ২ English definition [নাশ্] (বিশেষ্য) ১ তামাক পাতার গুঁড়া; নস্য; snuff (হাঁচি আসবে না নাকে দিলে নাস-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ নাক দিয়ে টেনে নেওয়া (পানির নাস)। নাসদান, নাসদানি (বিশেষ্য) নস্যের ডিবা। {(তৎসম বা সংস্কৃত) নস্য>}
- Bengali Word নাসপাতি English definition ⇒ নাশপাতি
- Bengali Word নাসা English definition [নাশা] (বিশেষ্য) ১ নাক; নাসিকা; ঘ্রাণেন্দ্রিয় (নাসারন্ধ্র)। ২ নাকের ভিতরে ব্রণবিশেষ। ৩ দরজার উপরকার কাঠ। নাসাজ্বর (বিশেষ্য) নাসার প্রকোপের জন্য জ্বর। নাসাপান (বিশেষ্য) নাক দিয়ে জল টেনে পান। নাসারন্ধ্র (বিশেষ্য) নাকের ছিদ্র। {(তৎসম বা সংস্কৃত) √নাস্+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word নাসারা English definition ⇒ নসরা