ন পৃষ্ঠা ৪৮
- Bengali Word নিরীক্ষণ, নিরীক্ষা English definition [নিরিক্খন্, নিরিক্খা] (বিশেষ্য) মনোযোগের সঙ্গে পরীক্ষা; যত্ন সহকারে অবলোকন; অভিনিবেশের সঙ্গে দর্শন। নিরীক্ষমাণ (বিশেষণ) নিরীক্ষণ বা অভিনিবেশ সহকারে দর্শন করছে এমন। নিরীক্ষিত (বিশেষণ) অবলোকিত; নিরীক্ষণ বা পরীক্ষা করা হয়েছে এমন। নিরীক্ষ্যমাণ (বিশেষণ) নিরীক্ষণ করা যাচ্ছে বা নিরীক্ষিত হচ্ছে এমন; দৃশ্যমান। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ঈক্ষ্+অন(ল্যুট্), +আ(টাপ্)}
- Bengali Word নিরীশ্বর English definition [নিরিশ্শর্] (বিশেষণ) ১ ঈশ্বরশূন্য। ২ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না এমন; নাস্তিক। ৩ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অস্বীকৃতিপূর্ণ। নিরীশ্বরবাদ (বিশেষ্য) ঈশ্বরের অস্তিত্ব নেই এই মত; নাস্তিক্যবাদ; atheism। নিরীশ্বরবাদী (বিশেষণ) নাস্তিক; ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে এমন; atheist (নিরীশ্বরবাদী দার্শনিক-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ঈশ্বর; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরীহ English definition [নিরিহো] (বিশেষণ) ১ শান্ত; গোবেচারা। ২ অহিংস্র। ৩ নিরুপদ্রব; নির্বিরোধ। ৪ নিশ্চেষ্ট; অচেষ্ট। ৫ নিঃস্পৃহ; নির্লোভ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ঈহ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরুক্ত English definition [নিরুক্তো] (বিশেষ্য) বেদের অঙ্গ ও ব্যাখ্যা-গ্রন্থবিশেষ; যাস্ক রচিত অভিধান গ্রন্থ যাতে বৈদিক শব্দের বু্ৎপত্তি ইত্যাদি আলোচিত হয়েছে। □ (বিশেষণ) ১ কথিত; ব্যাখ্যাত; মীমাংসিত। ২ নিশ্চয়রূপে উক্ত। ৩ নির্ণীত। নিরুক্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অব্যক্তা; অপ্রকাশিতা (তোমার অধরপল্লব ফাঁকে সেই নিরুক্তাবাণী-কাজী নজরুল ইসলাম)। নিরুক্তি (বিশেষ্য) ১ নিশ্চয়াত্মক উক্তি। ২ শব্দের ব্যুৎপত্তি নির্দেশ। ৩ মীমাংসা। ৪ নিরুক্তি নামক গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উক্ত}
- Bengali Word নিরুত্তর English definition [নিরুত্তর্] (বিশেষণ) ১ উত্তরশূন্য; জবাবহীন; লা-জবাব। ২ নির্বাক; নীরব; মূক। ৩ প্রতিবাদ করার কিছু নেই এমন; প্রতিবাদহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উত্তর; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরুদ English definition [নিরুদ্] (বিশেষণ) পানিশূন্য; জলহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উদ}
- Bengali Word নিরুদ্দিষ্ট English definition [নিরুদ্দিশ্টো] (বিশেষণ) উদ্দেশ বা খোঁজ নেই এমন; নিরুদ্দেশ; নিখোঁজ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উদ্দিষ্ট; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরুদ্দেশ English definition [নিরুদ্দেশ্] (বিশেষণ) ১ উদ্দেশহীন। ২ অজ্ঞাত; নিখোঁজ। নিরুদ্দিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) উদ্দেশ; নঞ্ তৎপুরুষ সমাস}
- Bengali Word নিরুদ্ধ English definition [নিরুদ্ধো] (বিশেষণ) ১ রুদ্ধ; বদ্ধ (ঘুম আসে না গো, বসে থাকি রাতের নিরুদ্ধ নিঃশ্বাসে-কাজী নজরুল ইসলাম)। ২ অবরুদ্ধ; আবদ্ধ; বাধাপ্রাপ্ত। ৩ নিবারিত; স্থগিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√রুধ্+ত(ক্ত)}
- Bengali Word নিরুদ্বেগ English definition [নিরুদ্বেগ্] (বিশেষণ) ১ উদ্বেগশূন্য; শান্ত; স্থির; অচঞ্চল। □ (বিশেষ্য) উদ্বেগহীনতা; শান্তি। নিরুদ্বেগে (ক্রিয়াবিশেষণ) উদ্বেগহীনভাবে; অচঞ্চলভাবে (নিরুদ্বেগে অখণ্ড ভূমণ্ডলে একাধিপত্য করিতে পারিবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উদ্বেগ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরুদ্যম English definition [নিরুদ্দম্] (বিশেষণ) উৎসাহশূন্য; উদ্যমশূন্য; নিশ্চেষ্ট। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উদ্যম; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরুদ্যোগ English definition [নিরুদ্দোগ্] (বিশেষণ) উদ্যমশূন্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উদ্যোগ}
- Bengali Word নিরুপদ্রব English definition [নিরুপোদ্দ্রোব] (বিশেষণ) উপদ্রবহীন; উৎপাতহীন; নিরাপদ (নিরুপদ্রব স্থানে যাত্রা করিব-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উপদ্রব; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরুপম English definition [নিরুপম্] (বিশেষণ) তুলনারহিত; অতুলনীয়; উপমা দেবার কিছু নেই এমন; অনুপম (মাধুরী নিরুপম লুকায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিরুপমা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উপম; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরুপাধি, নিরুপাধিক English definition [নিরুপাধি,নিরুপাধিক্] (বিশেষণ) ১ উপাধিবর্জিত। ২ নির্গুণ; সত্ত্ব রজঃ ও তমঃ-এই তিন গুণরহিত বা বর্জিত (পাঁচটা গুণের সঙ্গে একটা নিরুপাধিক ঐশী ক্ষমতাও অপরিহার্য-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উপাধি; উপাধিক; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরুপায় English definition [নিরুপায়্] (বিশেষণ) ১ অনন্যোপায়; উপায়শূন্য। ২ সহায়হীন; নিঃসহায়। ৩ প্রতিকারের শক্তিশূন্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উপায়; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরুৎসাহ English definition [নিরুত্শাহো] (বিশেষণ) ১ উৎসাহহীন। ২ হতাশ; নিরাশ; হতোদ্যম; ভগ্নোদ্যম। □ (বিশেষ্য) উৎসাহের বা উদ্যমের অভাব; নিরুদ্যম। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উৎসাহ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরুৎসুক English definition [নিরুত্শুক্] (বিশেষণ) ১ ঔৎসুক্য; কৌতূহলশূন্য; আগ্রহহীন। ২ যারপরনাই ঔৎসুক্য; অত্যন্ত কৌতূহলী। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উৎসুক}
- Bengali Word নিরূপক English definition [নিরুপক্] (বিশেষণ) নিরূপণ করে এমন; নিরূপণকারী; নির্ণায়ক; নির্ধারক। নিরূপণ (বিশেষ্য) নির্ধারণ; নির্ণয়; অবধারণ। নিরূপিত (বিশেষণ) নির্ণীত; নিরূপণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√রূপ্+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word নিরেট English definition [নিরেট্] (বিশেষণ) ১ ঘন; জমাট; দৃঢ়; ফাঁপা নয় এমন; কঠিন (উহার কোথাও নিরেট বালুকা-মোহাম্মদ বরকতুল্লাহ)। ২ (ব্যঙ্গার্থ) বুদ্ধিশূন্য; নির্বোধ; মস্তিষ্কহীন। নিরেট মাথা (বিশেষণ) নির্বোধ; মাথায় কোনো কিছু প্রবেশ করে না এমন (নিরেট মূর্খ)। {(তৎসম বা সংস্কৃত) নির্দট>}