ন পৃষ্ঠা ৫০
- Bengali Word নির্ঝঞ্ঝাট English definition [নির্ঝন্ঝাট্] (বিশেষণ) নির্ঝঞ্ঝাটহীন; উপদ্রবহীন; নিরুপদ্রব; নির্বিঘ্ন। নির্ঝঞ্ঝাটে (ক্রিয়াবিশেষণ) বিনা উপদ্রবে; নির্বিঘ্নে। □বিণ শান্তিপ্রিয়। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ (বাংলা) ঝঞ্ঝাট; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্ঝর English definition [নির্ঝর্] (বিশেষ্য) ১ পর্বত থেকে অবতীর্ণ পানির ধারা; ঝরনা; ফোয়ারা; উৎস (ঝরিছে ঝর্ঝরে নির্ঝর-মাইকেল মধুসূদন দত্ত)। ২ যার প্রবাহ অফুরন্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ঝৃ+অ(অপ্)}
- Bengali Word নির্ঝরিণী English definition [নির্জোরিনি] (বিশেষ্য) নদী; প্রবাহিণী। নির্ঝরী পর্বত/পাহাড় (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) নির্ঝর+ইন্(ইনি)+ঈ(ঙীষ্)}
- Bengali Word নির্ণয়, নির্ণয়ন English definition [নির্নয়, নির্য়োন্] (ক্রিয়া) নিরূপণ; সিদ্ধান্তকরণ; নির্ধারণ; স্থিরীকরণ। □ (বিশেষ্য) সিদ্ধান্ত। নির্ণায়ক (বিশেষণ) সিদ্ধান্তকর; সিদ্ধান্তকারী; নিরূপক; নির্ণয়কারী। □ (বিশেষ্য) মানদণ্ড; criterion। নির্ণায়কসভা (বিশেষ্য) বিচারকার্যে সাহায্যকারী সভা; board of jurors or assessors। নির্ণায়ক সভ্য (বিশেষ্য) নির্ণায়ক সভার সদস্য; juror। নির্ণীত (বিশেষণ) নির্ণয় করা হয়েছে এমন। নির্ণেতা (বিশেষণ) নির্ণয়কারী; বিচারক। নির্ণেয় (বিশেষণ) নির্ণয় করতে হবে এমন; নির্ণয় করার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√নী+অ(অচ্), অন(ল্যুট্)}
- Bengali Word নির্দিষ্ট English definition ⇒ নিদেশ
- Bengali Word নির্দিষ্ট ২ English definition [নির্দিশ্টো] (বিশেষণ) ১ নির্ণীত; স্থিরীকৃত; নির্ধারিত; নিরূপিত। ২ বিশেষভাবে প্রদর্শিত; নির্দেশ করা হয়েছে এমন; নির্দেশিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√দিশ্+ত(ক্ত)}
- Bengali Word নির্দেশ English definition [নির্দেশ্] (বিশেষ্য) ১ নির্ধারণ; স্থিরীকরণ; নিরুপণ। ২ বিশেষভাবে প্রদর্শন। ৩ আজ্ঞা; হুকুম; আদশে। ৪ বর্ণন; বিবৃতি। ৫ উপদেশ; হেদায়েত। ৬ উল্লেখ। নির্দশক, নির্দেষ্টা (বিশেষণ) ১ নির্ণায়ক; নির্ধারক। ২ নির্দেশ করে এমন; নির্দেশকারী। ৩ আজ্ঞাকারী; আদেশকারী; হাকিম। নির্দেশন, নির্দেশনা (বিশেষ্য) নির্দেশকরণ; নির্ধারণ। নির্দেশনী (বিশেষণ) নির্দেশ করা যায় এমন; সূচি; index। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√দিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word নির্দোষ English definition [নির্দোশ্] (বিশেষণ) ১ দোষরহিত; দোষবর্জিত। ২ অপরাধ নেই এমন; নিরপরাধ। ৩ নিখুঁত; ত্রুটিহীন; কলঙ্করহিত। নির্দোষী (অশুদ্ধ) (বিশেষণ) অপরাধ করেনি এমন; নিরপরাধ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+দোষ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্দ্বন্দ্ব English definition [নির্দন্দো] (বিশেষণ) ১ দ্বন্দ্বহীন; নির্বিরোধ; নির্বিবাদ। ২ শীত-উষ্ণ সুখ-দুঃখ রাগ-দ্বেষাদি দ্বন্দ্বরহিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+দ্বন্দ্ব; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্দয় English definition [নির্দয়্] (বিশেষণ) ১ দয়াশূন্য; নিষ্ঠুর; কঠোর। ২ সুকঠিন; দুঃসহ (নির্দয় পীড়ন)। নির্দয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নির্দয়তা (বিশেষ্য) দয়াহীনতা; নিষ্ঠুরতা; করুণাহীনতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+দয়া]
- Bengali Word নির্ধন English definition [নির্ধন] (বিশেষণ) ধনশূন্য; ধনহীন; বিত্তহীন; দরিদ্র; গরিব। নির্ধনতা (বিশেষ্য) দারিদ্র্য; বিত্তহীনতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ধন; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্ধারক English definition [নির্ধারোক্] (বিশেষণ) নির্ণয়কারী; নির্ধারণকারী। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ধারি+অক(ণ্বুল্)}
- Bengali Word নির্ধারণ English definition [নির্ধারোন্] (বিশেষ্য) নিরূপণতা; নির্ণয়; সিদ্ধান্ত; স্থিরীকরণ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ধারি+অন(ল্যুট্)}
- Bengali Word নির্ধারিত English definition [নির্ধারিতো] (বিশেষণ) নির্ধারণ করা হয়েছে এমন; স্থিরীকৃত; নির্দিষ্ট; নির্ণীত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ধারি+ত(ক্ত)}
- Bengali Word নির্ধার্য English definition [নির্ধার্জো] (বিশেষণ) নির্ণেয়; নিরূপণীয়; নির্ধারণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ধার্য}
- Bengali Word নির্ধুত, নির্ধূত English definition [নির্ধুত্] (বিশেষণ) বিশেষভাবে কম্পিত; বিতাড়িত; বিদূরিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ধূ+ত(ক্ত)}
- Bengali Word নির্ধূম English definition [নির্ধুম্] (বিশেষণ) ধূমহীন; ধূমশূন্য; পরিষ্কার (আমদের মাড়ে এক নির্ধূম আনন্দ আছে-জীবনানন্দ দাশ; নির্ধূম অগ্নি)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ধূম; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্নিমিখ (ব্রজবুলি) English definition [নির্নিমিখ্] (ক্রিয়াবিশেষণ) একদৃষ্টে; অপলক-নেত্রে; পলকহীনভাবে (মার মুখ চাহি রহিল বালক নির্নিমিখ-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) পলকহীন; অপলক; নির্নিমেষ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ (ব্রজবুলি) নিমিখ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্নিমিত্ত English definition [নির্নিমিত্তো] (বিশেষণ) ১ অকারণ; কারণের অভাব। ২ অনর্থক; নিরর্থক। ৩ হঠাৎ; আকস্মিক। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+নিমিত্ত; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্নিমেষ English definition [নির্নিমেশ্] (বিশেষণ) নিমেষহীন; পলকহীন (তুমি চেয়ে নির্নিমেষ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+নিমেষ; বহুব্রীহি সমাস}