ন পৃষ্ঠা ৪৭
- Bengali Word নিরানব্বই, নিরানব্বুই English definition [নিরানোব্বোই, নিরানোববুই] (বিশেষ্য) ৯৯ সংখ্যা; একশতের এক কম। □ (বিশেষণ) ৯৯ সংখ্যক। নিরানব্বুয়ের ধাক্কা (বিশেষ্য) টাকা জমানোর লোভ। {(তৎসম বা সংস্কৃত) নবনবতি>}
- Bengali Word নিরাপত্তা English definition [নিরাপত্তা] (বিশেষ্য) ১ নিরাপদ অবস্থা; নির্বিঘ্নতা; বিপদশূন্যতা। ২ সুরক্ষা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আপদ্+তা(তল্)}
- Bengali Word নিরাপদ, নিরাপৎ English definition [নিরাপদ্, নিরাপত্] (বিশেষণ) ১ আপদমুক্ত; নির্বিঘ্ন। ২ বিপদমুক্ত। ৩ নিরুপদ্রব। নিরাপদে (ক্রিয়াবিশেষণ) নিরুপদ্রবে; অবাধে; নির্বিঘ্নে। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আপদ্; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরাপদেষু, নিরাপৎসু English definition [নিরাপদেশু, নিরাপত্সু] (বিশেষ্য) ১ বিপদ স্পর্শশুন্য ব্যক্তির নিকট। ২ পত্রে শুভকামনাসূচক সম্বোধনবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আপদ্+সু(৭মী বহুবচন)}
- Bengali Word নিরাবরণ English definition [নিরাবরোন্] (বিশেষণ) ১ অনাবৃত; আবরণহীন (নিরাবরণ বক্ষে তব-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উন্মুক্ত; খোলা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আবরণ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরাভরণ English definition [নিরাভরোন্] (বিশেষণ) আভরণশূন্য; অলঙ্কারহীন; নিরলঙ্কার (নিরাভরণ দেহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিরাভরণা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আভরণ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরামিষ English definition [নিরামিশ্] (বিশেষণ) আমিষবর্জিত; মাছ মাংস ডিম বাদ দিয়ে আহার্য। নিরামিষভোজী(-জিন্); নিরামিষাশী (-শিন্) (বিশেষণ) আমিষ খাদ্য ভোজন করে না এমন; মাছ মাংস ডিম খায় না এমন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আমিষ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরাময় English definition [নিরাময়্] (বিশেষণ) ১ রোগহীন; নীরোগ; সুস্থ (সুস্থ নিরাময়ভাবে বসিয়া রহিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দূরীকৃত; বিতাড়িত (চিকিৎসা দ্বারা নিরাময় করা)। □ (বিশেষ্য) দূরীকরণ; বিতাড়ন (অসুস্থতা নিরাময়ের জন্য)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আময়; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরালম্ব English definition [নিরালম্বো] (বিশেষণ) অবলম্বনশূন্য; অবলম্বন-রহিত (নিরালম্ব শূন্যে আচম্বিতে উপজিল স্বপ্নলোক-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ নিঃসহায়; নিরাশ্রয়; আশ্রয়হীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আলম্ব; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরালস্য English definition [নিরালোশ্শো] (বিশেষণ) আলস্যহীন; উদ্যমশীল। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আলস্য; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরালা English definition [নিরালা] (বিশেষণ) ১ নির্জন; নিভৃত; জলশূন্য; জনহীন। ২ নিভৃত জায়গা; নির্জনস্থান। {(তৎসম বা সংস্কৃত) নিরালয়>}
- Bengali Word নিরাশ English definition [নিরাশ্] (বিশেষণ) ১ আশাবিহীন; হতাশ। ২ নিরুদ্যম; অবসন্ন। নিরাশা (বিশেষ্য) হাতাশা; ভরসাহীন অবস্থান; আশাশূন্যতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আশ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরাশ্বাস English definition [নিরাশ্শাশ্] (বিশেষণ) আশ্বাসশূন্য; ভরসাহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আশ্বাস; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরাশ্রয় English definition [নিরাস্স্রয়] (বিশেষণ) ১ গৃহহীন; আশ্রয়হীন। ২ সহায়হীন; নিঃসহায়; অবলম্বনহীন; নিরালম্ব। নিরাশ্রয়া (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আশ্রয়; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরাস English definition [নিরাশ্] (বিশেষ্য) ১ প্রত্যাখ্যান। ২ খণ্ডন। ৩ দূরীকরণ; অপনয়ন। {(তৎসম বা সংস্কৃত) নির্+√অস্+অ(ঘঞ্)}
- Bengali Word নিরাহার English definition [নিরাহার্] (বিশেষণ) উপবাসী; অনশনকারী; অনাহারী। □ (বিশেষ্য) অনাহার; ভোজনাভাব; উপবাস। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আহার}
- Bengali Word নিরিখ English definition [নিরিখ্] (বিশেষ্য) বাজার-দর; হার; খাজনার হার (আজকের সাহিত্যের তাই পুরানো নিয়ম-নীতির নিরিখে যাচাই করা চলবে না-আশ)। {(ফারসি) নির্খ}
- Bengali Word নিরিন্দ্রিয় English definition [নিরিন্দ্রিয়ো] (বিশেষণ) ইন্দ্রিয়বিহীন; চক্ষুকর্ণাদিশূন্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ইন্দ্রিয়; বহু}
- Bengali Word নিরিবিলি English definition [নিরিবিলি] (বিশেষণ) বিরল; নিরালা; নিভৃত; নির্জন। □ (বিশেষ্য) নির্জন স্থান; নিভৃত জায়গা (নিরিবিলিতে বসা)। {(তৎসম বা সংস্কৃত) নিরাবিল>}
- Bengali Word নিরীক্ষক English definition [নিরিক্খক্] (বিশেষ্য), (বিশেষণ) নিরীক্ষণকারী; বিশেষভাবে দর্শক। ২ আয়ব্যয় পরীক্ষাকারী; auditor। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ঈক্ষ্+অক(ণ্বুল্)}