ন পৃষ্ঠা ৫৩
- Bengali Word নির্বোধ English definition [নির্বোধ্] (বিশেষণ) বোধহীন; অজ্ঞান; মূর্খ; বুদ্ধিশূন্য (নির্বোধ আনন্দ-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বোধ}
- Bengali Word নির্ব্যাজ English definition [নির্ব্যাজ্] (বিশেষণ) ছলনারহিত; অকপট; সরল; অব্যাজ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ব্যাজ}
- Bengali Word নির্ব্যূঢ় English definition [নির্বুঢ়ো] (বিশেষণ) ১ নিশ্চিত; প্রমাণিত (নির্ব্যূঢ় স্বত্বে স্বত্ববান-মনোজ বসু)। ২ অবাধ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বি+ঊঢ়}
- Bengali Word নির্ভর English definition [নির্ভর্] (বিশেষ্য) ১ আশ্রয়; ভরসা; অবলম্বন। ২ বিশ্বাস; আস্থা। □ (বিশেষণ) ১ পরিপূর্ণ। ২ অধিক; অতিরিক্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ভর; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্ভাবনা English definition [নির্ভাবোনা] (বিশেষ্য) দুর্ভাবনার অভাব; নিশ্চিন্ততা; দুশ্চিন্তা দূর হওয়ার ভাব। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ভাবনা}
- Bengali Word নির্ভার English definition [নির্ভার্] (বিশেষণ) ভারহীন (নির্ভার অস্তিত্ব এক বসেছে নিঃশব্দে-শামসুর রাহমান)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ভার; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্ভীক English definition [নির্ভিক্] (বিশেষণ) শঙ্কারহিত; নিংশঙ্ক; ভয়শূন্য; ভীতিহীন; সাহসী। নির্ভীকতা (বিশেষ্য) ভীতিহীনতা; সাহসিকতা (উন্নতির লক্ষণই হচ্ছে নির্ভীকতা-আশ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ভী+ক(কপ্)}
- Bengali Word নির্ভুল English definition [নির্ভুল্] (বিশেষণ) ১ ত্রুটিশূন্য; সঠিক। ২ ভুলশূন্য; ব্রমহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ (বাংলা) ভুল; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্ভেজাল English definition [নির্ভেজাল্] (বিশেষণ) ভেজালহীন; খাঁটি (বিজ্ঞানী নির্ভেজাল সত্যের সন্ধানী-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ (বাংলা) ভেজাল}
- Bengali Word নির্ভয় English definition [নির্ভয়্] (বিশেষণ) ১ শঙ্কাশূন্য; ভয়শূন্য; নিংশঙ্ক; নির্ভীক। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ভয়; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্মক্ষিক English definition [নির্মোক্খিক্] (বিশেষ্য) মক্ষিকার অভাব; মশা মাছি থেকে মুক্ত। □ (বিশেষণ) জনপ্রাণীহীন; নির্জন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মক্ষিক, অব্যয়ীভাব সমাস}
- Bengali Word নির্মঞ্ছন English definition [নির্মন্ছন্] (বিশেষ্য) অভ্যর্থনা; বরণ। {(তৎসম বা সংস্কৃত) নির্মঞ্ছ+অন(ল্যুট্)}
- Bengali Word নির্মম English definition [নির্মম্] (বিশেষণ) ১ নিষ্ঠুর; হৃদয়হীন; নির্দয়। ২ মমতা-শূন্য; স্নেহশূন্য। ৩ বাসনাবর্জিত। নির্মমতা (বিশেষ্য) ১ নিষ্ঠুরতা; হৃদয়হীনতা। ২ মমতাহীনতা। ৩ মমতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মম; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্মল, নিরমল (পদ্যে ব্যবহৃত) English definition [নির্মর্, নিরমল্] (বিশেষণ) ১ স্বচ্ছ; আবিলতাশূন্য। ২ মলিনতাশূন্য; ময়লাহীন; অমলিন। ৩ নিষ্পাপ; অকলঙ্ক; নির্দোষ (নির্মল চরিত্র)। ৪ শুভ্র (নির্মল কান্তি)। ৫ পূত; বিশুদ্ধ; পবিত্র; পাক (নির্মল হৃদয়)। নির্মলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নির্মলতা (বিশেষ্য) স্বচ্ছতা; পবিত্রতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মল; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্মলি, নির্মলী English definition [নির্মোলি্] (বিশেষ্য) পানি পরিষ্কারক ফল বা বীজবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নির্মলা>}
- Bengali Word নির্মা, নিরমা English definition [নির্মা, নিরমা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) নির্মাণ করা; তৈরি করা {(তৎসম বা সংস্কৃত) নির্মাণ>}
- Bengali Word নির্মাণ ১, নিরমানো English definition [নির্মান্, নির্মানো] (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) নির্মাণ করা; তৈরি করা বা করানো। □ (বিশেষ্য) একই অর্থে। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√মা+অন(ল্যুট্)}
- Bengali Word নির্মাণ ২ English definition [নির্মান্] (বিশেষ্য) ১ গঠন; প্রস্তুতকরণ; রচনা। ২ প্রতিষ্ঠাকরণ। নির্মাতা (বিশেষণ) নির্মাণ করে এমন; নির্মাণকারী; গঠনকারী; প্রস্তুতকারী। নির্মিতি (বিশেষণ) নির্মাণকার্য; রচনা। নির্মিৎসা (বিশেষ্য) নির্মাণের ইচ্ছা। নির্মীয়মাণ (বিশেষণ) নির্মিত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√মা+ অন(ল্যুট্)}
- Bengali Word নির্মাল্য English definition [নির্মাল্লো] (বিশেষ্য) ১ যে মালা নিবেদন করা হয়েছে। ২ দেবতার প্রসাদ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মাল্য}
- Bengali Word নির্মিত, নির্মিতি, নির্মিৎসা, নির্মীয়মাণ English definition ⇒ নির্মাণ