ন পৃষ্ঠা ৫৬
- Bengali Word নিশীন English definition ⇒ নশীন
- Bengali Word নিশুতি English definition [নিশুতি] (বিশেষ্য) গভীর রাত্রি। □ (বিশেষণ) নিদ্রিত; নীরব; নিঃশব্দ; নির্জন (গ্রাম নিশুতি হইয়া গেলে অনেক রাত্রে তিনি বনে বনে ফুল ফুটাইয়া বেড়ান-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নিষুপ্তি>}
- Bengali Word নিশোয়াস (ব্রজবুলি) English definition [নিশোয়াস্] (বিশেষ্য) নিঃশ্বাস (সমুখে না যায় সঘনে নিশোয়াস-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) নিঃশ্বাস>}
- Bengali Word নিশ্চল English definition [নিশ্চল্] (বিশেষণ) গতিশূন্য; অচল; স্থির (পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিশ্চলতা (বিশেষ্য) গতিহীনতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ল্+অ(অচ্)}
- Bengali Word নিশ্চায়ক, নিশ্চিত English definition ⇒ নিশ্চয়
- Bengali Word নিশ্চিন্ত, নিশ্চিন্দি (আঞ্চলিক) English definition [নিশ্চিন্তো, নিশ্চিন্দি] (বিশেষণ) ভাবনাহীন; চিন্তারহিত; নির্ভাবনা; নিরুদ্বিগ্ন। নিশ্চিন্ততা (বিশেষ্য) নিরুদ্বিগ্নতা (হয়তো তারি নিশ্চিন্ততায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নিশ্চিন্তপুর যাওয়া (ক্রিয়া) মৃত্যুবরণ করা; মরে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+চিন্তা,>}
- Bengali Word নিশ্চেতন English definition [নিশ্চেতন্] (বিশেষণ) অজ্ঞান; চেতনাহীন; বোধহীন (নিশ্চেতন নিশীথের ভালে- রঠা)। নিশ্চেতনা (বিশেষ্য) ১ চেতনাহীনতা; বোধহীনতা। ২ (আলঙ্কারিক) উপেক্ষা (বিধির নিশ্চেতনায়- রবীন্দ্ররাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+চেতন}
- Bengali Word নিশ্চেষ্ট English definition [নিশ্চেশ্টো] (বিশেষণ) ১ উদ্যমহীন; চেষ্টাশূন্য। ২ গতিশক্তিরহিত; অচল। ৩ অলস। নিশ্চেষ্টতা (বিশেষ্য) জড়ের স্থিতি প্রবণতা; জাঢ্য (ইহা কেবল ভারতবর্ষীয়দিগের স্বভাবসিদ্ধ নিশ্চেষ্টতার ফল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+চেষ্টা; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিশ্চয় English definition [নিশ্চয়্] (বিশেষ্য) ১ নিঃসন্দেহ জ্ঞান; নিঃসন্দিগ্ধতা; স্থির ধারণা। ২ নির্ধারণ; সিদ্ধান্ত (আলোচনায় নিশ্চয় করা হয়েছে)। □ (বিশেষণ) ১ নিঃসন্দেহ; সংশয়রহিত; অসংশয়; নিঃসন্দিগ্ধ (নিশ্চয়চিত্ত)। ২ স্থির (নিশ্চয় ধারণা)। □ (ক্রিয়াবিশেষণ) অবশ্য; নিঃসন্দেহে (নিশ্চয় সে আসবে)। নিশ্চয়তা (বিশেষ্য) অসংশয়তা; সন্দেহশূন্যতা; সন্দেহরাহিত্য। নিশ্চায়ক (বিশেষণ) ১ নিশ্চয়কারী। ২ নির্ণয়কারক। নিশ্চিত (বিশেষণ) নিঃসন্দেহ; নিঃসংশয়। □ (ক্রিয়াবিশেষণ) নিশ্চয়; অবশ্য (নিশ্চিত শুকাবে তারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√চি+ অ(অচ্)}
- Bengali Word নিশ্ছিদ্র English definition [নিস্ছিদ্দ্রো] (বিশেষণ) ১ ছিদ্র নেই এমন; ছিদ্রশূন্য। ২ ত্রুটিহীন; নির্দোষ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ছিদ্র}
- Bengali Word নিশ্বসন, নিশ্বসিত, নিশ্বাস English definition ⇒ নিঃশ্বসন, নিঃশ্বসিত, নিঃশ্বাস
- Bengali Word নিষঙ্গ English definition [নিশঙ্গো] (বিশেষ্য) যে আধারে বাণ রাখা হয়; তূণীর; বাণাধার (দুলিছে নিষঙ্গ সঙ্গে বেণী পৃষ্ঠদেশে- মাইকেল মধুসূদন দত্ত)। নিসঙ্গী (-ঙ্গিন্) (বিশেষণ) বাণ রাখার আধার ধারণ করে এমন; তূণীরধারী; বাণাধারধারী। {(তৎসম বা সংস্কৃত) নি+√সন্জ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিষণ্ন English definition [নিশন্নো] (বিশেষণ) ১ বসেছে এমন; উপবিষ্ট। ২ শয়ন করেছে এমন; শায়িত (তাঁর আসনে কদাচারী কুবের কেন নিষণ্ন- সতেন্দ্রনাথ দত্ত)। ৩ অবস্থিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√সদ্+ত(ক্ত)}
- Bengali Word নিষাদ English definition [নিশাদ্] (বিশেষ্য) ১ ব্যাধ (কোথা বা নিষাদবৃন্দ বিস্তারি বাগুরা ধরিত কুরঙ্গ শিশু- কায়কোবাদ)। ২ চন্ডাল। ৩ জেলে। ৪ একটি প্রাচীন বন্য জাতি (অস্ট্রিক)। ৫ (সন্) স্বরগ্রামের সপ্তম স্বর। ৬ নিখাদ। (তুলনীয়) কিরাত। নিষাদী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নি√সদ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিষাদী ১ English definition ⇒ নিষাদ
- Bengali Word নিষাদী ২ English definition [নিশাদি] (বিশেষ্য) ১ হস্তিচালক; মাহুত (আইল নিষাদী যথা মেঘবরাসনে বজ্রপাণি- মাইকেল মধুসূদন দত্ত)। ২ হাতির সওয়ার; গজারোহী। {(তৎসম বা সংস্কৃত) নি+√সদ্+ইন(ণিনি)}
- Bengali Word নিষিক্ত English definition [নিশিক্তো] (বিশেষণ) ১ সিক্ত; খুব ভিজা। ২ ক্ষরিত; চুইয়ে পড়ে এমন; নিঃসৃত। {(তৎসম বা সংস্কৃত) নি+√সিচ্+ত(ক্ত)}
- Bengali Word নিষুতি English definition [নিশুতি] (বিশেষ্য) নিদ্রায় মগ্ন; গাঢ়নিদ্রা। □ (বিশেষণ) নিস্তব্ধ; নিঃশব্দ। {(তৎসম বা সংস্কৃত) নিষুপ্তি>}
- Bengali Word নিষুপ্ত English definition [নিশুপ্তো] (বিশেষণ) গভীর নিদ্রামগ্ন (যখন সমস্ত গ্রাম নিষুপ্ত- রবীন্দ্রনাথ ঠাকুর)। নিষুপ্তি (বিশেষ্য) নিদ্রামগ্নতা; গভীর নিদ্রা। {(তৎসম বা সংস্কৃত) নি+√স্বপ্+ত(ক্ত)}
- Bengali Word নিষেক English definition [নিশেক্] (বিশেষ্য) ১ ক্ষরণ; নিঃস্রাব (শোণিত নিষেক শূন্য নৈযুজ্যের নিত্য পক্ষপাতি- সতেন্দ্রনাথ দত্ত)। ২ বর্ষণ। ৩ সিঞ্চন; সেচন। ৪ গর্ভধান। {(তৎসম বা সংস্কৃত) নি+√সিচ্+অ(ঘঞ্)}