ন পৃষ্ঠা ৫৭
- Bengali Word নিষেদ্ধ English definition [নিশিদ্ধো] (বিশেষণ) ১ নিবারিত। ২ বারণ বা মানা করা হয়েছে এমন; হারাম। ৩ অন্যায়; অন্যায্য; অবিহিত; অনুচিত; বে-আইনি। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√সিধ্+ত(ক্ত)}
- Bengali Word নিষেধ English definition [নিশেধ্] (বিশেষ্য) ১ নিবারণ; প্রতিষেধ। ২ মানা। নিষেধক (বিশেষণ) ১ নিষেধকারী। ২ নিবারণকারী; নিবারক। {(তৎসম বা সংস্কৃত) নি+√সিধ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিষেবক English definition [নিশেবক্] (বিশেষণ) সেবক; শুশ্রূষাকারী; অর্চনাকারী। {(তৎসম বা সংস্কৃত) নি+√সেব্+অক(ণ্বুল্)}
- Bengali Word নিষেবণ English definition [নিশেবন্] (বিশেষ্য) ১ সেবা; পরিচর্যা; শুশ্রূষা। ২ আরাধন; অর্চন। নিষেবিত (বিশেষণ) ১ সেবিত। ২ অর্চিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√সেব্+অন(ল্যুট্)}
- Bengali Word নিষ্ক English definition [নিশ্কো] (বিশেষ্য) ১ স্বর্ণ; সোনা। ২ স্বর্ণমুদ্রা; সোনার তৈরি মুদ্রা (কনিষ্ক যার চিতার ভষ্ম কিনলে নিষ্ক দিয়ে-সতেন্দ্রনাথ দত্ত)। ৩ স্বর্ণের নির্দিষ্ট পরিমাণ। নিষ্কমালা (বিশেষণ) স্বর্ণমালা (যত্নে হেম নিষ্কমালা পরায় তোমা সন্ধ্যা ঊষা- সতেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √নিষ্ক্+অ(ঘঞ্)}
- Bengali Word নিষ্কন্টক English definition [নিশ্কন্টোক্] (বিশেষণ) ১ কন্টকবিহীন; কাঁটাশূন্য। ২ নিঃশত্রু; শত্রুহীন। ৩ নির্বিঘ্ন; নিরাপদ; বিপদশূন্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+কন্টক; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিষ্কপট English definition [নিশ্কপোট্] (বিশেষণ) কপটতাহীন; সরল; কুটিলতা বর্জিত (দেশবন্ধু তুমি নিষ্কপট-সতেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+কপট; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিষ্কম্প English definition [নিশ্কম্পো] (বিশেষণ) অকম্পিত; কম্পনশূন্য; স্থির; নিশ্চল; অচঞ্চল। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+কম্প; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিষ্কর English definition [নিশ্কর্] (বিশেষণ) খাজনা দিতে হয় না এমন; লাখেরাজ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+কর; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিষ্করুণ English definition [নিশ্কোরুন্] (বিশেষণ) করুণাশূন্য; দয়াশূন্য; নিষ্ঠুর; নির্দয়। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+করুণ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিষ্কর্মা English definition [নিশ্কর্মা] (বিশেষণ) ১ বেকার; কর্মহীন (নিষ্কর্মা অথর্ব বৈরাগীর জীবন তিনি কখনো পছন্দ করেননি-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। ২ অলস; কুড়ে। নিষ্কর্মার ঢেঁকি (বিশেষ্য) অতি অলস (মায়া বুঝি এই কাজটুকুও করতে পারে না, নিষ্কর্মার ঢেঁকি একটা-আফআ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+কর্মন্}
- Bengali Word নিষ্কর্ষ English definition [নিশ্কর্শো] (বিশেষ্য) ১ সার; তাৎপর্য; substance। ২ নিষ্কাশিত সার; extract। {(তৎসম বা সংস্কৃত) নিঃ√কৃষ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিষ্কর্ষণ English definition [নিশ্কর্শোন্] (বিশেষ্য) ১ নিষ্কাশন; দূরীকরণ; বহিষ্করণ; অপনয়ন; বিতাড়ন; অনভিপ্রেত বস্তু বিতাড়ন। ২ নিংড়ানো; সার বাহিরকরণ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√কৃষ্+অন্(ল্যুট্)}
- Bengali Word নিষ্কল English definition [নিশ্কল্] (বিশেষণ) ১ অখন্ড কলা বা অংশহীন। ২ তেজোবীর্যহীন; বীর্যহীন (নিষ্কল হায় রে মরি কলাধার যথা রাহুগ্রাসে- মাইকেল মধুসূদন দত্ত)। ৩ বৃদ্ধ। ৪ হিন্দুমতে পরব্রহ্ম। নিষ্কলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নিষ্কলা, নিষ্কলী (বিশেষ্য) যে নারীর রজঃ ক্ষরণ নিবৃত্ত হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+কলা; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিষ্কলঙ্ক English definition [নিশ্কলোঙ্কো] (বিশেষণ) কলঙ্কহীন; নির্মল; পবিত্র; নির্দোষ (হব নিষ্কলঙ্ক- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+কলঙ্ক; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিষ্কলা, নিষ্কলী English definition ⇒ নিষ্কল
- Bengali Word নিষ্কলুষ English definition [নিশ্কোলুশ্] (বিশেষণ) কলুষতাহীন; অকলঙ্ক; পবিত্র; নিষ্পাপ; নির্দোষ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+কলুষ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিষ্কাম English definition [নিশ্কাম্] (বিশেষণ) ১ বাসনাবিহীন; কামনাশূন্য; কামশূন্য;। ২ ফলাকাঙ্ক্ষাশূন্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+কাম; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিষ্কাশ English definition [নিশ্কাশ্] (বিশেষ্য) নিঃসরণ; বহির্গমন; বের হওয়া; বহিষ্করণ। {নিঃ+√কশ্/কস্+অ(ঘঞ্)}
- Bengali Word নিষ্কাশন, নিষ্কাসন English definition [নিশ্কাশোন্] (বিশেষ্য) ১ বহিষ্করণ; নিঃসারণ (বার বার নিষ্কাশন আবশ্যক- রাজশেখর বসু (পরশু))। ২ দূরীকরণ; অপনয়ন। ৩ বহিষ্করণ; বিতাড়ন। ৪ নির্বাসন। নিষ্কাশিত, নিষ্কাসিত (বিশেষণ) ১ বহিষ্কৃত; দূরীকৃত। ২ নিঃসারিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√কশ্+অন(ল্যুট্)}