ন পৃষ্ঠা ৫৯
- Bengali Word নিষ্প্রভ English definition [নিশ্প্রোভো] (বিশেষণ) প্রভাবশূন্য; দীপ্তিহীন। ২ তেজোহীন; নিস্তেজ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+প্রভ}
- Bengali Word নিষ্প্রাণ English definition [নিশ্প্রান্] (বিশেষণ) ১ প্রাণহীন; বিগতপ্রাণ; মৃত। ২ নির্মম; হৃদয়হীন; নির্দয়। ৩ জড়; নির্জীব; জীবনশূন্য; সজীবতাহীন। নিষ্প্রাণতা (বিশেষ্য) প্রাণহীনতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+প্রাণ}
- Bengali Word নিষ্প্রয়োজন English definition [নিশ্প্রোয়জোন্] (বিশেষণ) প্রয়োজন নেই এমন; অনাবশ্যক; অপ্রয়োজনীয় (আপনারা কতগুলো নিষ্প্রয়োজন জিনিস আমার ঘাড়ে-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+প্রয়োজন; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিষ্যন্দ English definition ⇒ নিস্যন্দ
- Bengali Word নিসর্গ English definition [নিশর্গো] (বিশেষ্য) ১ প্রকৃতি; স্বভাব; nature। ২ সৃষ্টি; সৃজন; নির্মাণ। □ (বিশেষণ) প্রাকৃতিক (নিসর্গ দেয়ালে দেখি থরে থরে ফুটে আছে-হাসান হাফিজুর রহমান)। নিসর্গজ, নৈসর্গিক (বিশেষণ) স্বাভাবিক; প্রাকৃতিক; প্রকৃতিজাত; স্বাভাবিকভাবে উৎপন্ন বা সৃষ্ট। নিসর্গবিদ, নিসর্গী (-গিন্) (বিশেষ্য) প্রকৃতিবিজ্ঞানী। {নিঃ+√সৃজ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিসাদল English definition ⇒ নিশাদল
- Bengali Word নিসান, নিসানা, নিসানী English definition ⇒ নিশান২
- Bengali Word নিসার English definition [নিশার্] (বিশেষ্য) ১ উৎসর্গ; দান; কুরবান (আল্লাহর রাহেতে জান করিবে নিসার-সৈয়দ হামজা)। ২ বাদশাহের উপরে কোনো অশুভ দৃষ্টির প্রভাব দূর করার জন্য থালায় টাকা বা রত্ন রেখে তাঁহার মাথার চারদিকে ঘুরিয়ে সেই অর্থ দরিদ্রের মধ্যে বিতরণ (নিসার) করে দেওয়া। {(আরবি) নিছার}
- Bengali Word নিসাস English definition [নিশাশ্] (বিশেষ্য) নিঃশ্বাস (ছাড়িয়া নিসাস-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) নিশ্বাস>}
- Bengali Word নিসাড় (পদ্য.), নিঃসাড় English definition [নিশাড়্, নিশ্শাড়্] (বিশেষণ) ১ সাড়াশব্দহীন; নিঃশব্দ; নীরব; নিশুতি (এই ধ্বসে পড়া অন্ধকার নিসাড় বাড়িটার-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ সাড়াহীন; সংজ্ঞাহীন। ৩ অসাড়; জড়। {সি. নিঃস্বর>; (বাংলা) নি+সাড়া}
- Bengali Word নিসাড়া English definition [নিশাড়া] (বিশেষণ) নিঃশব্দ; নীরব; নিশুতি; সাড়াশব্দহীন। {নি+সাড়া}
- Bengali Word নিসিন্দা, নিসিন্দে English definition [নিসিন্দা, নিসিন্দে] (বিশেষ্য) নিমের ন্যায় তিক্ত ক্ষুদ্র বৃক্ষবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নিসিন্ধু>}
- Bengali Word নিসুত English definition [নিশুত্] (বিশেষণ) গভীর; নীরব (এই দিবা মধ্যাহ্নকালেও যেন সব নিঝুম নিসুত-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। {(তৎসম বা সংস্কৃত) নিষুপ্ত>}
- Bengali Word নিসূদক English definition [নিশুদক্] (বিশেষণ) হন্তা; হত্যাকারী; বধকারী; বিনাশকারী। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√সূদি+অক(ণ্বুল্)}
- Bengali Word নিসূদন English definition [নিশুদন্] (বিশেষ্য) হনন; বিনাশ; বধ। □ (বিশেষণ) বিনাশকারী; বধকারী। {(তৎসম বা সংস্কৃত) নি+√সূদি+অন(ল্যুট্)}
- Bengali Word নিসৃষ্ট English definition [নিস্সৃশ্টো] (বিশেষণ) ১ ন্যস্ত; অর্পিত; দত্ত। ২ প্রেরিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√সৃজ্+ত(ক্ত)}
- Bengali Word নিস্তনাবুদ English definition ⇒ নাস্তানাবুদ
- Bengali Word নিস্তনী English definition [নিস্তোনি] (বিশেষণ) স্তনশূন্যা; স্তনহীনা। □ (বিশেষ্য) (ওষুধের) বড়ি। {(তৎসম বা সংস্কৃত) নি+স্তন+ঈ(ঙীষ্)}
- Bengali Word নিস্তব্ধ English definition [নিস্তব্ধো] (বিশেষণ) স্থির; নিস্পন্দ; নীরব। নিস্তব্ধতা (বিশেষ্য) নীরবতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√স্তন্ভ্+ত(ক্ত)}
- Bengali Word নিস্তরঙ্গ English definition [নিস্তরোঙ্গো] (বিশেষণ) ১ তরঙ্গহীন। ২ অচঞ্চল; স্থির; প্রশান্ত (নিস্তরঙ্গ পদ্মার বক্ষ চিরে ভীম গর্জনে ছুটে চলেছে আমাদের স্টীমার-এস. এন. কিউ জুলফিকার আলী(নছরু))। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+তরঙ্গ}