ন পৃষ্ঠা ৭১
- Bengali Word নৈকষ্য English definition [নোইকোশ্শো] (বিশেষণ) ১ বিশুদ্ধ; খাঁটি (নৈকষ্য কুলীন)। ২ নিকষে পরীক্ষা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নিকষ+য(ষ্যঞ্)}
- Bengali Word নৈচা, নৈচে English definition [নোইচা, নোইচে] (বিশেষ্য) হুঁকার নলচে; হুঁকার খোলে যে সছিদ্র কাষ্ঠদণ্ড লাগানো থাকে (বসে আছি নৈচে ধরে শূন্য কলকে শূন্যে তুলে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) নইচাহ্}
- Bengali Word নৈতিক English definition [নোইতিক] (বিশেষণ) নীতিঘটিত; নীতিসংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) নীতি+ইক(ঠক্)}
- Bengali Word নৈদাঘ English definition (বিশেষণ) ১ নিদাঘসংক্রান্ত। ২ গ্রীষ্মকাল সম্বন্ধীয়; গ্রীষ্মকালীন। নৈদাঘী (বিশেষণ) স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) নিদাঘ+অ(অণ্)}
- Bengali Word নৈপুণ্য English definition [নোইপুন্নো] (বিশেষণ) ১ নিপুণতা; কৌশল; চাতুর্য; দক্ষতা। ২ পারিপাট্য। {(তৎসম বা সংস্কৃত) নিপুণ+য(ষ্যঞ্)}
- Bengali Word নৈবচ English definition [নোইবচ] (অব্যয়) এমন নয়। নৈবচ নৈবচ (অব্যয়) কখনই তা নয়; কখনই হবে না। {(তৎসম বা সংস্কৃত) ন+এব+চ্}
- Bengali Word নৈবিদ্দ (মধ্যযুগীয় বাংলা) English definition [নোইবিদ্দো] (বিশেষ্য) নিবেদনযোগ্য (নৈবিদ্দ শুরিআ আনা-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) নৈবেদ্য}
- Bengali Word নৈবিদ্য, নৈবিদ্যি English definition ⇒ নৈবেদ্য
- Bengali Word নৈবেদ্য, নৈবিদ্য, নৈবিদ্যি English definition [নোইবেদ্দো, নোইবিদ্দো, নোইবিদ্দি] (বিশেষ্য) ১ নিবেদনের যোগ্য বস্তু; যা নিবেদন করা হয়। ২ নিবেদনীয় সামগ্রী (নৈবেদ্য কৌশিক বস্ত্র আদি বলি যত-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিবেদ্য+অ(অণ্)}
- Bengali Word নৈমিত্তিক English definition [নোইমিত্তিক্] (বিশেষণ) ১ প্রয়োজনের জন্য এমন; প্রয়োজনার্থক; বিশেষ উদ্দেশ্যে অনুষ্ঠানযোগ্য; casual। ২ নিমিত্তবেত্তা; শুভাশুভ লক্ষণ জানে এমন; শকুনজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) নিমিত্ত+ইক(ঠক্)}
- Bengali Word নৈমিষ English definition [নোইমিশ্] (বিশেষণ) ক্ষণিক; নিমেষকাল সম্বন্ধীয় (চিত্তের গভীর নৈমিষ মাঝে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিমিষ+অ(অণ্)}
- Bengali Word নৈমিষারণ্য English definition [নোইমিশারোন্নো] (বিশেষ্য) হিন্দু পুরাণে বর্ণিত প্রাচীন তপোন। {(তৎসম বা সংস্কৃত) নৈমিষ+অরণ্য}
- Bengali Word নৈযুজ্য English definition [নোইজুজ্জো] (বিশেষ্য) বিচ্ছেদ (শোণিত নিষেক শূন্য নৈযুজ্যের নিত্য পক্ষপাতী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নৈযুজ্য}
- Bengali Word নৈরপেক্ষ্য, নৈরপেক্ষ English definition [নোইরোপক্খো] (বিশেষ্য) নিরপেক্ষ ভাব; নিরপেক্ষতা। {(তৎসম বা সংস্কৃত) নিরপেক্ষ+য(ষৎ)}
- Bengali Word নৈরাকার English definition [নোইরাকার্] (বিশেষণ) ১ আকারহীন; নিরাকার। ২ একাকার। ৩ তছনছ। {(তৎসম বা সংস্কৃত) নিরাকার+অ(অণ্)}
- Bengali Word নৈরাজ্য English definition [নোইরাজ্জো] (বিশেষ্য) অরাজকতা; anarchy (যে অবচেতনের নৈরাজ্যে একাধিক বিপ্রলাপ একত্রে বিদ্যমান-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিরাজ+য(ষ্যঞ্)}
- Bengali Word নৈরাশ্য, নৈরাশ, নৈরাশা (অশুদ্ধ) English definition [নোইরাশশো, নোইরাশ্, নোইরাশা] (বিশেষ্য) আশাহীনতা; ভরসাহীনতা; নিরাশা; হতাশা (অতিরঞ্জিত নৈরাশ্যবাদে ঢেকে রাখতো রেণুর মনের আবহাওয়াকে-রাজিয়া খান)। {(তৎসম বা সংস্কৃত) নিরাশ+য(ষ্যঞ্)}
- Bengali Word নৈর্ঋত English definition [নোইর্রিত্] (বিশেষ্য) ১ দক্ষিণ-পশ্চিম কোণ; দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী দিক। ২ রাক্ষস। {(তৎসম বা সংস্কৃত) নির্ঋত+অ(অণ্)}
- Bengali Word নৈর্গুণ্য English definition [নোইরগুণ্নো] (বিশেষ্য) ১ নির্গুণতা; গুণহীনতা। ২ সত্ত্ব রজঃ তমঃ-এই গুণের অতীত অবস্থা; ত্রিগুণাতীত ভাব। {(তৎসম বা সংস্কৃত) নির্গুণ+য(ষ্যঞ্)}
- Bengali Word নৈর্ব্যক্তিক English definition [নোইর্বেক্তিক্] (বিশেষণ) ১ কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কশূন্য; নির্বিশেষ; impersonal (অদৃষ্টবাদের বেলায় এই নির্বাচন নৈর্ব্যক্তিক উপায়ে সিদ্ধ-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ অপৌরুষেয়। {(তৎসম বা সংস্কৃত) নির্ব্যক্তি+ইক(ঠক্)}