ন পৃষ্ঠা ৭৪
- Bengali Word নৌবল, নৌবাহ, নৌবাহী, নৌবাহ্য, নৌবিদ্যা, নৌযুদ্ধ English definition ⇒ নৌ
- Bengali Word ন্যগ্রোধ English definition [নগ্গ্রোধো] (বিশেষ্য) বটগাছ (এই বঙ্গের বীজ ন্যগ্রোধ প্রায় প্রান্তর তার ছায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ন্যক্+রোধ}
- Bengali Word ন্যস্ত English definition [ন্যাস্তো, নস্তো] (বিশেষ্য) ১ ভার দেওয়া হয়েছে এমন; অর্পিত; সমর্পিত; প্রদত্ত। ২ রক্ষিত; গচ্ছিত। ৩ বিন্যস্ত; বিন্যস্তকৃত। ৪ নিক্ষিপ্ত; পতিত। ৫ স্থাপিত; প্রতিষ্ঠিত; নিহিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√অস্+ত(ক্ত)}
- Bengali Word ন্যাংটা, ন্যাংটো English definition [ন্যাঙ্টা, ন্যাঙ্টো] (বিশেষণ) বিবস্ত্র; উলঙ্গ; দিগম্বর। ন্যাংটাগারা (বিশেষ্য) স্কটল্যাণ্ডের পর্বত অঞ্চলের অধিবাসী; খাটো প্যান্ট পরতে অভ্যস্ত বলে তাদের এরূপ বলা হয়। {(তৎসম বা সংস্কৃত) নগ্নাট>}
- Bengali Word ন্যাওটা English definition ⇒ নেউটা
- Bengali Word ন্যাকর English definition ⇒ নেকার
- Bengali Word ন্যাকা English definition ⇒ নেকা
- Bengali Word ন্যাক্কার, ন্যাকার English definition [নক্কার্, ন্যাকার্] (বিশেষ্য) ১ ভীষণ ঘৃণার বিষয়। ২ বমি; বমন (গন্ধ দেখ, ন্যাকার ওঠেদীনবন্ধু মিত্র)। ৩ ধিক্কার। ন্যাক্কারজনক (বিশেষণ) ১ অতিশয় ঘৃণাজনক (অসত্যের পুঞ্জীকৃত ন্যক্কারজনক আবর্জনা রাশি-আখা)। ২ অত্যন্ত নিন্দনীয়; ধিক্কারজনক। ৩ বমনোদ্রেক কর। {(তৎসম বা সংস্কৃত) ন্যক্+কার}
- Bengali Word ন্যাকড়া English definition ⇒ নেকড়া
- Bengali Word ন্যাজা English definition ⇒ নেজা
- Bengali Word ন্যাটা English definition ⇒ নেটা
- Bengali Word ন্যাতনেতে English definition [ন্যাত্নেতে] (বিশেষণ) অবসাদগ্রস্থ; অবসন্ন। {(তৎসম বা সংস্কৃত) নত>}
- Bengali Word ন্যাতা English definition ⇒ নেতা
- Bengali Word ন্যাপলা English definition ⇒ নেপাল
- Bengali Word ন্যাবা, নেবা English definition [ন্যাবা] (বিশেষ্য) রোগবিশেষ; পাণ্ডুরোগ; কামলা রোগ; কাঁওলা রোগ; jaundice। {(তৎসম বা সংস্কৃত) নিম্বু>লেবু>নেবু+আ>নেবুয়া>ন্যাবা (পাকা লেবুর মতো হলদে রং)}
- Bengali Word ন্যায্য English definition [ন্যাজ্জো] (বিশেষণ) ১ যুক্তিযুক্ত; ন্যায়সঙ্গত; উচিত। ২ যোগ্য। ন্যায্যতা বি। ন্যায্য পাওনা-গণ্ডা (বিশেষ্য) ন্যায় অনুসারে প্রাপ্য অর্থ বা অন্য দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়+য)যৎ)}
- Bengali Word ন্যালনেলে English definition [ন্যাল্নেলে] (বিশেষণ) ১ লালাসদৃশ; লালাযুক্ত। ২ আঠার ভাবযুক্ত। ৩ লালা গড়ায় যার। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ন্যালাখেপা, ন্যালাখ্যাপা, নেলাখেপা, ন্যালাক্ষেপা English definition [ন্যালাখ্যাপা] (বিশেষণ) ১ খেপার মতো আচরণ এমন; কোনো বিষয়ে হুঁশ নেই এমন। ২ বোকা; আহাম্মক। ৩ খেপা; পাগলাটে; আধপাগলা। {(তৎসম বা সংস্কৃত) লালা>+√ক্ষিপ্>}
- Bengali Word ন্যাস English definition [ন্যাশ্] (বিশেষ্য) ১ গচ্ছিত বস্তু বা সম্পত্তি; trust। ২ গচ্ছিত বস্তু বা বিষয় রক্ষা। ৩ গচ্ছিত বস্তু রক্ষার ভার; জিম্মা। ৪ অর্পণ; প্রাদন। ৫ রক্ষণ; রক্ষণাবেক্ষণ। ৬ জ্ঞাপন; আরোপণ; নিবেশন। ৭ ত্যাগ; বর্জন; পরিহার (কর্মন্যাস)। ৮ প্রাণায়াম; শ্বাস গ্রহণ ধারণ ও ত্যাগ; যোগসাধনার একটি অঙ্গ। ন্যাসরক্ষক (বিশেষ্য), (বিশেষণ) গচ্ছিত বস্তুর রক্ষাকর্তা; অর্পিত সম্পত্তির রক্ষাকারী; জিম্মাদার। ন্যস্ত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) নি+√অস্+অ(ঘঞ্)}
- Bengali Word ন্যাসী English definition [ন্যাশি] (বিশেষ্য), (বিশেষণ) ১ ত্যাগী; বিরাগী; ভোগলালসা বিমুখ। ২ সন্ন্যাসী। {(তৎসম বা সংস্কৃত) ন্যাস+ইন্(ণিনি)}