ন পৃষ্ঠা ৭২
- Bengali Word নৈল (প্রাচীন বাংলা) English definition [নোইলো] (ক্রিয়া) নিল (সাতে নৈল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √নী>}
- Bengali Word নৈলে English definition ⇒ নহিরে
- Bengali Word নৈলো (প্রাচীন বাংলা) English definition [নোইলো] (ক্রিয়া) নিলাম (নৈলো-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √নী>}
- Bengali Word নৈশ English definition [নোইশো] (বিশেষণ) ১ নিশাকালীন; রাত্রিকালীন (নৈশ ভোজ)। ২ রাত্রিসম্পর্কিত; রাতসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) নিশা+অ(অণ্)}
- Bengali Word নৈশব্দ English definition ⇒ নৈঃশব্দ্য
- Bengali Word নৈষধ English definition [নোইশধ্] (বিশেষ্য) নিষধ দেশের রাজা নল; ঐ দেশের অধিবাসী। □ (বিশেষণ) নিষধসম্বন্ধীয়; নিষধ দেশীয়। নৈষধীয় (বিশেষণ) নলরাজ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) নিষধ+অ(অণ্)}
- Bengali Word নৈষাদ English definition [নোইশাদ্] (বিশেষ্য) ১ ব্যাধের পুত্র। ২ ব্যাধ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) নিষাদ+অ(অণ্)}
- Bengali Word নৈষ্কর্ম, নৈষ্কর্ম্য English definition [নোইশ্কর্মো] (বিশেষ্য) ১ সর্বকর্ম পরিত্যাগ; নিষ্ক্রিয়তা। ২ মুক্তি। ৩ বেকারত্ব; কর্মহীন অবস্থা। ৪ কর্মে বীতস্পৃহা; কর্ম থেকে নিবৃত্তি। ৫ অলসতা। {(তৎসম বা সংস্কৃত) নিষ্কর্মন্+অ(অণ্), য(ষ্যঞ্)}
- Bengali Word নৈষ্ঠিক English definition [নোইশ্ঠিক্] (বিশেষণ) ১ নিষ্ঠাযুক্ত; ব্রতবিশেষে আসক্ত; নিষ্ঠাবান। ২ নিষ্ঠাসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) নিষ্ঠ+ইক(ঠক্)}
- Bengali Word নৈসর্গিক, নৈসর্গিকী English definition [নোইশোর্গিক্, নোইশোর্গিকি] (বিশেষণ) অন্তর্জাত; জন্মগত (তার মূলে ভগবানের ইচ্ছা থাকা চাই, অর্থাৎ নৈসর্গিকী প্রতিভা থাকা চাই-প্রথম চৌধুরী)। □ (বিশেষ্য) নিসর্গজাত; প্রাকৃতিক; স্বাভাবিক; natural (চট্টগ্রামের নৈসর্গিক অবস্থা কবিত্ব শক্তি স্ফুরণের পক্ষে একান্ত অনুকূল-আবদুল করিম সাহিত্যবিশারদ)। {(তৎসম বা সংস্কৃত) নিসর্গ+ইক(ঠক্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word নৈহর English definition ⇒ নাইয়র
- Bengali Word নৈয়মিক English definition [নোইয়োমিক্] (বিশেষণ) ১ নিয়মাগত; নিয়ামানুযায়ী। ২ নিয়ম সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) নিয়ম+ইক(ঠক্)}
- Bengali Word নৈয়ায়িক English definition [নোইয়ায়িক্] (বিশেষ্য) ১ ন্যায়শাস্ত্রবিদ। ২ তার্কিক। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়+ইক(ঠক্)}
- Bengali Word নোংরা English definition [নোঙ্রা] (বিশেষ্য) আবর্জনা; ময়লা; জঞ্জাল (নোংরা পরিষ্কার করা)। □ (বিশেষণ) ১ ঘৃণ্য। ২ অশুদ্ধ; অপবিত্র; অশুচি। ৩ অশ্লীল। নোংরা কথা (বিশেষ্য) অশ্লীল আলোচনা; অশ্লীল কথা। নোংরামি, নোংরামো (বিশেষ্য) কুৎসিত ব্যবহার; নোংরা আচরণ; নোংরাভাব। {(তৎসম বা সংস্কৃত) ন্যক্কার>}
- Bengali Word নোকতা English definition ⇒ নোক্তা
- Bengali Word নোকর, নোকার English definition ⇒ নওকর
- Bengali Word নোক্তা, নোকতা English definition [নোক্তা] (বিশেষ্য) বিন্দু; আরবি ফারসি অক্ষরে যেসব বিন্দু যুক্ত থাকে। নোক্তা ধরা (ক্রিয়া) দোষ ধরা; ত্রুটি খোঁজা। {(আরবি) নুক্তাহ}
- Bengali Word নোঙর, নোঙ্গর English definition ⇒ নঙ্গর
- Bengali Word নোট English definition [নোট্] (বিশেষ্য) ১ স্মারক লেখা (আমার এই বিফলতার ইতিহাসের সংক্ষিপ্ত নোট দুটো একটা রেখে যাব-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ চিরকুট; টীকা; টিপ্পনী; অর্থপুস্তক। ৩ চিঠিপত্র। ৪ কাগজের টাকা; currency note। নোট করা (ক্রিয়া) সংক্ষিপ্ত করে টুকে রাখা বা লিখে দেওয়া। {(ইংরেজি) note}
- Bengali Word নোটন English definition [নোটোন্] (বিশেষ্য) প্রশস্ত; বিস্তারিত (আর রাঙা শাড়ি পরি না নোটন খোঁপা বাঁধি না-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) নৃত্যশীল পায়রাবিশেষ (নোটন নোটন পায়রাগুলো ঝোটন বেঁধেছে-ছড়া)। {(তৎসম বা সংস্কৃত) লুণ্ঠন>লোটন; (তৎসম বা সংস্কৃত) নর্তন>}