ন পৃষ্ঠা ১১
- Bengali Word নভেল English definition [নভেল্] (বিশেষ্য) উপন্যাস; কল্পিত উপাখ্যান (তারা লিখাপড়া জানা মেয়ে নভেল পড়া মেয়ে-মীর মশাররফ হোসেন)। নভেলিয়ানা (বিশেষ্য) উপন্যাসে বর্ণিত নায়ক-নায়িকার আচরণের ন্যায় আচরণ, হাবভাব বা ভাববিলাসিতা। {(ইংরেজি) novel}
- Bengali Word নভোচারী English definition ⇒ নভ
- Bengali Word নভোনীল English definition [নভোনিল্] (বিশেষ্য) আকাশের নীলিমা; আসমানি রং। □(বিশেষণ) আসমানি রং যুক্ত (তব নভোনীল গোধূলির রাগে সে নামের সাড়া যদি জাগে-সিকান্দার আবু জাফর)। {(তৎসম বা সংস্কৃত) নভঃ+নীল; কর্মধারয় সমাস}
- Bengali Word নভোমণি English definition [নভোমোনি] (বিশেষ্য) সূর্য। {(তৎসম বা সংস্কৃত) নভঃ+মণি; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word নভোমণ্ডল English definition [নভোমন্ডোল্] (বিশেষ্য) আকাশমণ্ডল; মণ্ডলাকার আকাশদেশ। {(তৎসম বা সংস্কৃত) নভঃ+মণ্ডল}
- Bengali Word নম, নমঃ English definition [নমো, নমোহ্] (বিশেষ্য) নমস্কার; প্রণাম। নমা (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) প্রণাম করা (নমি তব পদান্বুজে-মাইকেল মধুসূদন দত্ত)। নম নমঃ, নমো নমো নামমাত্র; কোনো রকমে (নম নম করে সেরেছে)। নম নম করে সারা (ক্রিয়া) সংক্ষেপে কোনো প্রকারে শেষ করা। নমো নম (বিশেষ্য) পুনঃপুন নমস্কার। {(তৎসম বা সংস্কৃত) √নম্+অস্(অসুন্)}
- Bengali Word নমঃশূদ্র, নমশূদ্র English definition [নমোশ্শূদ্র, নমোশূদ্র] (বিশেষ্য) বাঙালি হিন্দুর বৃহত্তম কৃষিজীবী সম্প্রদায়-বর্ণাশ্রম অনুযায়ী চতুর্বর্ণ-বহির্ভূত, তবে শ্রাদ্ধাদিতে ব্রাহ্মণ বর্ণের সামাজিক সংস্কার অনুসারী-১৯৩৫ সালের পর থেকে তফসিলি শ্রেণির হিন্দুরূপে চিহ্নিত। {(তৎসম বা সংস্কৃত) নমঃ, নম+শূদ্র; আঞ্চলিক নোমো, নমু}
- Bengali Word নমন English definition [নমোন্] (বিশেষ্য) ১ নত হওয়া; মাথা নতকরণ। ২ নতি; প্রণাম। ৩ নতকরণ; নোয়ানো। {(তৎসম বা সংস্কৃত) √নম্+অন(ল্যুট্)}
- Bengali Word নমনীয়, নম্য English definition [নমোনিয়ো, নোম্মো] (বিশেষণ) ১ নোয়ানো যায় এমন; নমনের যোগ্য; flexible। ২ নত করা আবশ্যক এমন; বিনীত করতে হবে এমন। নমনীয়া (স্ত্রীলিঙ্গ)। নমনীয়তা বি। {(তৎসম বা সংস্কৃত) √নম্+অনীয়, য(যৎ)}
- Bengali Word নমশূদ্র English definition ⇒ নমঃশূদ্র
- Bengali Word নমস্কর্তা English definition [নমোশ্কর্তা] (বিশেষ্য) যে নমস্কার করে; নমস্কারকারী। {(তৎসম বা সংস্কৃত) নমস্+√কৃ+তৃ(তৃচ্)}
- Bengali Word নমস্কার English definition [নমোশ্কার্] (বিশেষ্য) (হিন্দুসমাজে প্রচলিত) প্রণাম; হাত জোড় করে কপালে স্পর্শ; অভিবাদন; সালাম; গভীর শ্রদ্ধা নিবেদন। নমস্কার্য (বিশেষণ) নমস্য; শ্রদ্ধেয়। {(তৎসম বা সংস্কৃত) নমস্+√কৃ+অ(ঘঞ্)}
- Bengali Word নমস্কারি English definition [নমোশ্কারি] (বিশেষ্য) হিন্দু বিয়ের অনুষ্ঠানে পাত্রীপক্ষ নমস্যগণকে যে বস্ত্রাদি দিয়ে নমস্কার বা প্রণাম করে। নমস্কারি কাপড় (বিশেষ্য) হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে কুটুম্বদের প্রদেয় প্রণামপ্রতীক; প্রণামি কাপড়। {(তৎসম বা সংস্কৃত) নমস্কার+ (বাংলা) ই}
- Bengali Word নমস্কার্য, নমস্কৃত English definition ⇒ নমস্কার
- Bengali Word নমস্ক্রিয়া English definition [নমোশ্ক্রিয়া] (বিশেষ্য) নমস্কার বা অভিবাদন কার্য {(তৎসম বা সংস্কৃত) নমঃ+ক্রিয়া}
- Bengali Word নমস্য English definition [নমোশ্শো] (বিশেষ্য) নমস্কারের যোগ্য; পূজনীয়; পরম শ্রদ্ধেয়। নমস্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বন্দনীয়া; শ্রদ্ধেয়া; পূজনীয়া (তিনি বরদা ও নমস্যা-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নমস্+য(যৎ)}
- Bengali Word নমহু, নমহুঁ English definition [নমোহু, নমোহুঁ] (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) নমস্কার করি (নমসহুঁ নমহুঁ বাণী প্রণমহ নারায়ণী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √নম্+ (বাংলা) হউ>হু}
- Bengali Word নমাজ English definition ⇒ নামাজ
- Bengali Word নমাসে-ছমাসে English definition [নমাশে ছমাশে] (ক্রিয়াবিশেষণ) বহুদিন পর পর; কদাচিৎ (নমাসে-ছমাসে দেখা হয়)। {নয় মাসে+ছয় মাসে}
- Bengali Word নমিত English definition [নোমিতো] (বিশেষণ) ১ নোয়ানো হয়েছে এমন; আনত (অর্ধনমিত পতাকা)। ২ নমস্কার করা হয়েছে এমন; প্রণমিত। ৩ বশীভূত; দমিত। {(তৎসম বা সংস্কৃত) √নম্+ই(ণিচ্)+ত(ক্ত)}