প পৃষ্ঠা ৩৪
- Bengali Word পল ১ English definition [পল্] (বিশেষ্য) ১ ২৪ সেকেন্ড কাল; দণ্ড। ২ ক্ষণকাল; সামান্য সময়। ৩ তোলা পরিমাণ (পাঁচ পল সোনা দিল গড়িবারে চুড়ি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৪ মাংস (পলান্ন)। ৫ বিচালি; খড়; শস্যশূন্য তৃণ। {(তৎসম বা সংস্কৃত) পল}
- Bengali Word পল ২ English definition [পল্] (বিশেষ্য) ১ দ্রব্যাদির শিরাল পার্শ্বদেশ (চৌপল)। ২ কাঠের অসার অংশ; গরমা। {(ফারসি) পহ্ল }
- Bengali Word পলক English definition [পোলক্] (বিশেষ্য) ১ নিমেষ; চোখের পাতা ফেলতে যতক্ষণ সময় লাগে (এক পলকে একটু চাওয়া)। ২ চোখের পাতা (পলকশূন্য)। পলকহীন, পলকবিহীন, পলকরহিত (বিশেষণ) নির্ণিমেষ; নিমেষহীন; অপলক। পলকে হারানো (বিশেষণ) নিশেষ মধ্যে হারানো। {(ফারসি) পলক}
- Bengali Word পলকা English definition [পল্কা] (বিশেষণ) সহজে ভেঙ্গে যায় এমন; ঠুনকো; ভঙ্গুর; ভঙ্গপ্রবণ। ২ অসার। ৩ অদৃঢ়; অমজবুত। ৪ ক্ষণস্থায়ী; ক্ষণকালব্যাপী (চোখ দুটো পলকা নাচ নাচবে না-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) □ পত্<পট্>পড়্>পল্+ক+আ}
- Bengali Word পলটন English definition ⇒ পল্টন
- Bengali Word পলটি (ব্রজবুলি) English definition [পোল্টি] (অসমাপিকা ক্রিয়া) পিছনে ফিরে (পলটি আইল পিতা আপনা মন্দির-দৌলত উজির বাহরাম খান; যৌবন চলিয়া গেলে পলটি না পায়-দৌখা)। {(তৎসম বা সংস্কৃত) পরি+□ অস্=পর্যস>(প্রাকৃত)পল্লট্ট>পলট>পলটি}
- Bengali Word পলতা English definition [পল্তা/ পোলতা] (বিশেষ্য) পটোল পাতা বা লতা। {(তৎসম বা সংস্কৃত) পটোল লতা> (দ্রুত উচ্চারণে) পল্তা}
- Bengali Word পলল English definition [পলল্/পলোল্] (বিশেষ্য) ১ মাংস। ২ পঙ্ক; পাঁক। ৩ পলি। পললভূমি (বিশেষ্য) পলিমাটি। {(তৎসম বা সংস্কৃত) □ পল্+অল(কলচ্)}
- Bengali Word পলস্তারা, পলেস্তারা English definition [পলস্তারা, পলেস্তারা] (বিশেষ্য) চুন, সুরকি, সিমেন্ট, বালি ইত্যাদির প্রলেপ (আজ নলিত ডাক্তারের বাড়ীর খানিকটা পলস্তারা ক’রে দিয়ে এই এই ওষুধ নিয়ে এয়েছি-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) plaster}
- Bengali Word পলা ১ English definition [পলা] (বিশেষ্য) তৈলাদি তোলার দীর্ঘ হাতলযুক্ত বাটি; হাতা (কালো ভাঁড় থেকে পলা করে তুলে একটি ছোট বাটিতে দিল খানিকটা ঘি-খগেন্দ্রনাথ মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) পল+(বাংলা) আ}
- Bengali Word পলা ২ English definition [পলা] (বিশেষ্য) রত্নবিশেষ; প্রবাল। {(তৎসম বা সংস্কৃত) প্রবাল>}
- Bengali Word পলাগ্নি English definition [পলাগ্নি] (বিশেষ্য) পিত্ত। {(তৎসম বা সংস্কৃত) পল+অগ্নি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পলাঙ্গ English definition [পলাঙ্গো] (বিশেষ্য) জলজন্তুবিশেষ; শুশুক। {(তৎসম বা সংস্কৃত) পল+অঙ্গ}
- Bengali Word পলাণ্ডু English definition [পলান্ডু] (বিশেষ্য) পিঁয়াজ (তিন্তিড়ী পলাণ্ডু লঙ্কা সঙ্গে সযতনে উচ্ছে আর ইক্ষু গুড় করি বিড়ম্বিত অপূর্ব ব্যঞ্জন-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) □ পল্+আণ্ডু}
- Bengali Word পলাতক English definition [পলাতক্] (বিশেষণ) ১ পলায়ন করেছে এমন। ২ ফেরারি; নিরুদ্দেশ (পলাতক ইতিহাস আবার পেলাম-রখা)। পলাতকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পলায়ক>}
- Bengali Word পলানো, পালানো English definition [পলানো, পালানো] (ক্রিয়া) পলায়ন করা; অপরের অলক্ষ্যে প্রস্থান করা। □ (বিশেষ্য) পলায়ন। □ (বিশেষণ) পলায়িত পালিয়ে গেছে এমন (বাড়ি পালানো ছেলে)। {(তৎসম বা সংস্কৃত) পরা+□ অয়্>পরায়্>পলায়্+অন= পলায়ন>}
- Bengali Word পলান্ন English definition [পলান্নো] (বিশেষ্য) মাংসাদি মিশ্রিত ঘৃতপক্ব অন্ন; বিরিয়ানি; পোলাও (সঘৃত পলান্নে পুরিয়া হাতা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পল(মাংস)+অন্ন}
- Bengali Word পলাশ English definition [পলাশ্] (বিশেষ্য) ১ পুষ্পবিশেষ বা তার গাছ। ২ কিংশুক ফুল বা গাছ। ৩ পাতা। ৪ পাপড়ি। {(তৎসম বা সংস্কৃত) পরাশ+অ(অচ্)}
- Bengali Word পলায়ন English definition [পলায়োন্] (বিশেষ্য) ভয়ের কারণে দৃষ্টির বাইরে গমন বা প্রস্থান; চম্পট। পলায়মান (বিশেষণ) পলায়নপর; পালাচ্ছে এমন। পলায়িত (বিশেষণ) পালিয়েছে এমন। পলায়িতা বিণ. (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পরা(পলা)+□ অয়্+অন}
- Bengali Word পলি English definition [পোলি] (বিশেষ্য) বন্যা বা নদীর স্রোতে আনীত ঘোলা জল থেকে থিতিয়ে পড়া নরম মাটির স্তর; alluvium। পলিজ (বিশেষণ) (ভূবিদ্যা) পলি থেকে জাত বা উৎপন্ন; পাললিক; alluvial। {(তৎসম বা সংস্কৃত) পলল>}