প পৃষ্ঠা ৩৫
- Bengali Word পলিত English definition [পোলিতো] (বিশেষ্য) বার্ধক্যহেতু কেশের শুক্লতা। □ (বিশেষণ) ১ কর্দম। ২ বৃদ্ধাবস্থার জন্য শুক্লতাপ্রাপ্ত; পাকা (কৃতনরমালা পলিত জটিলা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৩ বৃদ্ধ। পলিতকেশ (বিশেষণ) ১ বার্ধ্যক্যের কারণে যার চুল পেকে সাদা হয়ে গেছে। ২ বৃদ্ধ। □ (বিশেষ্য) পাকা চুল। {(তৎসম বা সংস্কৃত) □ পল্+ত(ক্ত)}
- Bengali Word পলিতা, পলতে English definition [পোলিতা, পোল্তে] (বিশেষ্য) প্রদীপের সলিতা; সলতে। {(ফারসি) পলিতা <(ফারসি) বাতিয়াহ <(আরবি) ফানিলাহ}
- Bengali Word পলিদ, পলীদ English definition [পোলিদ্] (বিশেষণ) অপবিত্র; নাপাক (জাজিরাতুল আরবের সে পাক মাটি পলিদ হইল-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) পলীদ }
- Bengali Word পলিসি English definition [পোলিসি] (বিশেষ্য) নীতি; কূটনীতি; স্বার্থকার্যকরী নীতি বা কৌশল। লাইফ পলিসি (বিশেষ্য) লাইফ ইনস্যুরেন্স; জীবনবীমা; life policy; life insurance। {(ইংরেজি) policy}
- Bengali Word পলু, পোলু English definition [পোলু] (বিশেষ্য) তুঁতপোকা; ডিম থেকে নির্গত রেশমকীট। {(তৎসম বা সংস্কৃত) পল্লব>}
- Bengali Word পলেস্তারা English definition ⇒ পলস্তারা
- Bengali Word পলো, পোলো English definition [পোলো] (বিশেষ্য) বাঁশের শলাকা নির্মিত মাছ ধরার যন্ত্রবিশেষ (সারি বেঁধে বেঁধে বিলময় তারা পলো চাপা দিয়ে চলে-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) পলব>}
- Bengali Word পল্টন English definition [পল্টন্] (বিশেষ্য) সেনাদল; ফৌজ (আমাদের রিলিভ করতে আসছে অন্য পল্টন-কাজী নজরুল ইসলাম)। পল্টনি (বিশেষণ) ফৌজি; সামরিক; জঙ্গি (এ জাতীয় হাসির ভিতর যে বীরত্ব আছে তা অবশ্য পল্টনী বীরত্ব নয়-প্রথম চৌধুরী)। {(ইংরেজি) platoon}
- Bengali Word পল্বল English definition [পল্লল্] (বিশেষ্য) বিল; ডোবা; ক্ষুদ্র জলাশয় (পল্বলে ওঠে প্লাবনের রোল-সত্যেন্দ্রনাথ দত্ত; শিশুর কল্লোল জাগে প্রস্ফুটন্ত প্রাণের পল্বলে-আবুল হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) □ পল্+বল(বলচ্)}
- Bengali Word পল্যঙ্ক English definition [পোল্লোঙ্কো] (বিশেষ্য) পালঙ্ক; খাট; শয্যাধারবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পরি+ অঙ্ক (র>ল)}
- Bengali Word পল্লব English definition [পল্লব্] (বিশেষ্য) ১ পাতা (চক্ষু-পল্লব)। ২ বৃক্ষাদির নতুন পাতা; কিশলয়; কচিপাতা (বৃক্ষ-পল্লব)। ৩ নতুন পাতাবিশিষ্ট; কচি ডালের অগ্রভাগ; কচি পাতাযুক্ত ডালের ডগা। পল্লবগ্রাহিতা (বিশেষ্য) বিভিন্ন বিষয়ে ভাসা ভাসা জ্ঞান। পল্লবগ্রাহী (-হিন্) (বিশেষণ) বিবিধ বিষয়ে কিছু কিছু জ্ঞান অর্জন করে এমন (কপালদোষে আমি কবি বা কোবিদ নই, পল্লবগ্রাহীদের পদাঙ্কচারী-সুধীণ্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) অল্প অল্প বা অগভীর জ্ঞান সম্পন্ন। পল্লবিত (বিশেষণ) ১ পল্লবমণ্ডিত; পল্লবযুক্ত। ২ শাখা প্রশাখায় বিস্তারিত। ৩ অতিরঞ্জিত। {(তৎসম বা সংস্কৃত) (□ পত্+ক্বিপ্= )পৎ+লব}
- Bengali Word পল্লবী (-বিন্) English definition [পল্লোবি] (বিশেষ্য) যার শাখা আছে; শাখী; বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) পল্লব+ইন্(ইনি)}
- Bengali Word পল্লি, পল্লী English definition [পোল্লি] (বিশেষ্য) ১ গ্রাম; পাড়াগাঁ। ২ পাড়া (গোপ-পল্লি)। পল্লিগীতি (বিশেষ্য) প্রেম ভক্তি বিরহ মিলন দেহতত্ত্ব অধ্যাত্মতত্ত্বমূলক লৌকিক সুরের গান; লোকগীতি; লোকসঙ্গীত। পল্লিগ্রাম (বিশেষ্য) পাড়াগাঁ। পল্লিবাসী (-সিন্) (বিশেষণ) পল্লিতে বাস করে এমন; গ্রামবাসী। পল্লিবাসিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পল্লিসঙ্ঘ (বিশেষ্য) পল্লির অভ্যন্তরীণ উন্নতি সাধনের জন্য পল্লিবাসীদের দ্বারা গঠিত সমিতি। {(তৎসম বা সংস্কৃত) □ পল্ল্+ই, ঈ}
- Bengali Word পশতু, পোশতু, পস্তু English definition [পোশ্তু] (বিশেষ্য) পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও আফগানিস্তান এবং সরহদ অঞ্চলের অধিবাসীদের ভাষা; পাঠানদের ভাষা। এটি একটি আধুনিক আর্যভাষা। {পশতু ভাষার শব্দ}
- Bengali Word পশম English definition [পশোম্] (বিশেষ্য) ভেড়া প্রভৃতি পশুর লোম; ঊর্ণা; wool। পশমিনা (বিশেষ্য) পশমি বস্ত্র। পশমি (বিশেষণ) ১ পশমজাত; পশম দ্বারা নির্মিত। ২ পশমের ন্যায় (আলতো করে আঙ্গুলে রেখে প্রিয়ার কালো পশমী কেশে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) পশ্ম্}
- Bengali Word পশরা English definition ⇒ পসরা
- Bengali Word পশল, পশলা English definition ⇒ পসলা
- Bengali Word পশা English definition [পশা] (ক্রিয়া) প্রবেশ করা (কানের ভিতর দিয়া মরমে পশিল গো-চণ্ডী)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ বিশ্>}
- Bengali Word পশার English definition ⇒ পসার১
- Bengali Word পশারী English definition ⇒ পসারী