প পৃষ্ঠা ৩৩
- Bengali Word পর্যটক, পর্যাটক English definition [পোর্জোটক্, পোর্জাটোক্] (বিশেষ্য), (বিশেষণ) ভ্রমণকারী; পরিব্রাজক (পর্যটকগণ আরবদেশে গমন করিলেই উৎসুকচিত্তে সেই সকল পাহাড় দেখিতে গমন করেন-আতাউর রহমান)। পর্যটিকা স্ত্রী। পর্যটন (বিশেষ্য) ভ্রমণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+√অট্+অক(ণ্বুল্)}
- Bengali Word পর্যবসান English definition [পোর্জোবশান্] (বিশেষ্য) সমাপন; সমাপ্তি অবসান; শেষ। ২ পরিণাম; পরিণতি। পর্যবসিত (বিশেষণ) ১ রূপান্তরিত; পরিণত। ২ সমাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) পরি+অবসান}
- Bengali Word পর্যবেক্ষক English definition [পোর্জোবেক্খক্] (বিশেষণ) ১ পর্যবেক্ষণকারী। ২ পরিদর্শক। পর্যবেক্ষিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পরি+অব+□ ঈক্ষ্+অক(ণ্বুল্)}
- Bengali Word পর্যবেক্ষণ English definition [পোর্জোবেক্খন] (বিশেষ্য) ১ নিরীক্ষণ; অভিনিবেশ সহকারে দর্শন। ২ পরিদর্শন (চারি দিকটা পর্যবেক্ষণ করিয়া দেখিতে শুরু করিল-শামসুদ্দীন আবুল কালাম)। ৩ (বিজ্ঞান.) প্রাকৃতিক ঘটনা নিরীক্ষণ; observation। পর্যবেক্ষিকা (বিশেষ্য) মানমন্দির; observatory। পর্যবেক্ষিত (বিশেষণ) পর্যবেক্ষণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+অবেক্ষণ}
- Bengali Word পর্যষেণ, পর্যেষণা English definition [পোর্জেশন্, পোর্জেশনা] (বিশেষ্য) ১ অন্বেষণ; অনুসন্ধান। ২ গবেষণা। {(তৎসম বা সংস্কৃত) পরি+এষণ, এষণা}
- Bengali Word পর্যসন English definition [পোর্জোশন্] (বিশেষ্য) ১ দূরীকরণ; অপসারণ। ২ চতুর্দিকে ক্ষেপণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+অসন}
- Bengali Word পর্যস্ত English definition [পোর্জোস্তো] (বিশেষণ) ১ অপসারিত; দূরীকৃত। ২ বিক্ষিপ্ত। ৩ উদ্বর্তিত; উল্টানো; overturned। ৪ বিপর্যস্ত। {(তৎসম বা সংস্কৃত) পরি+অস্ত}
- Bengali Word পর্যাকুল English definition [পোর্জাকুল্] (বিশেষণ) অতিশয় কাতর বা আকুল। {(তৎসম বা সংস্কৃত) পরি+আকুল}
- Bengali Word পর্যাটক English definition ⇒ পর্যটক
- Bengali Word পর্যাণ English definition [পোর্জান্] (বিশেষ্য) পালান; পশুপৃষ্টে বসার আসন; হাওদা; জিন। {(তৎসম বা সংস্কৃত) পরি+□ যা+অন(ল্যুট্)}
- Bengali Word পর্যাপ্ত English definition [পোর্জাপ্তো] (বিশেষণ) প্রচুর; পতুল; যথেষ্ট। ২ পরিমিত। ৩ প্রয়োজন মেটাবার উপযুক্ত (ইহাতেই তাঁহার চিত্ত নিবিষ্ট থাকে এবং যত্ন পর্যাপ্ত হয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৪ সক্ষম; সমর্থ। পর্যাপ্তি (বিশেষ্য) ১ প্রাচুর্য। ২ সম্পূর্ণতা। ৩ পরিমিততা; পরিমিতি। ৪ সামর্থ্য; সক্ষমতা। {(তৎসম বা সংস্কৃত) পরি+আপ্+ত(ক্ত)}
- Bengali Word পর্যাবৃত্ত English definition [পোর্জাবৃততো] (বিশেষণ) (বিজ্ঞান.) পর্যায় অনুসারে সংঘটিত হয় এমন; periodic। পর্যাবৃত্তি (বিশেষ্য) পর্যায় অনুযায়ী সংঘটিত হওয়ার রীতি; periodicity। {(তৎসম বা সংস্কৃত) পরি+আবৃত্ত}
- Bengali Word পর্যালোচন, পর্যালোচনা English definition [পোর্জালোচোন্, পোর্জালোচনা] (বিশেষ্য) সম্যক অনুশীলন; সমস্ত বিষয় চর্চা; সর্বতোভাবে আলোচনা; পূঙ্খানুপুঙ্খ বিচার। পর্যালোচিত (বিশেষণ) পর্যালোচনা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+ আলোচন; আলোচনা}
- Bengali Word পর্যাস English definition [পোর্জাশ্] (বিশেষ্য) উলট-পালট; বিশৃঙ্খলা সৃষ্টি; বিপর্যয়; লণ্ডভণ্ড। ২ পরিবর্তন। ৩ বিনাশ। {(তৎসম বা সংস্কৃত) পরি+□ অস্+অ(ঘঞ্)}
- Bengali Word পর্যায় English definition [পোর্জায়্] (বিশেষ্য) ১ পালা; অনুক্রম; আনুপূর্ব্য। ২ স্তর। ৩ অবস্থা; ক্রম (নতুন পর্যায়)। ৪ বংশ পরম্পরাগত সংখ্যা; generation। ৫ সমান অর্থবাচক শব্দ; synonym (রজনী পর্যায়ে আছে হরিদ্রা আখ্যান-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৬ (জ্যোতির্বিজ্ঞান) গ্রহাদির আবর্তনকাল। {(তৎসম বা সংস্কৃত) পরি+□ ই+অ(ঘঞ্)}
- Bengali Word পর্যুদস্ত English definition [পোর্জুদস্তো] (বিশেষণ) ১ পরাজিত; পরভূত। ২ নিবারণ বা নিষেধ করা হয়েছে এমন; নিবারিত; নিষিদ্ধ। পর্যুদাস (বিশেষ্য) পরাজয়; পরাভব। ২ নিবারণ; নিষেধ। {(তৎসম বা সংস্কৃত) পরি+উদ্+□ অস্+ত(ক্ত)}
- Bengali Word পর্যুষিত English definition [পোর্জুশিতো] (বিশেষণ) বাসি; আগের দিন রাঁধা হয়েছে এমন (পর্যুষিত অন্ন)। {(তৎসম বা সংস্কৃত) পরি+□ বস্+ত(ক্ত)}
- Bengali Word পর্যুৎসুক English definition [পোর্জুত্শুক্] (বিশেষণ) অত্যন্ত আগ্রহান্বিত; সমুৎসুক। ২ উৎকন্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+উৎসুক}
- Bengali Word পর্যৎ English definition ⇒ পর্ষদ
- Bengali Word পর্ষদ, পর্ষৎ English definition [পরশদ্, পরশত্] (বিশেষ্য) ১ পরিষদ; সভা। ২ পরিচালক সমিতি; board। ৩ সমাজ। {(তৎসম বা সংস্কৃত) পরিষদ>}