প পৃষ্ঠা ৩৬
- Bengali Word পশিল English definition [পোশিলো] (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) প্রবেশ করলো (কানের ভিতর দিয়া মরমে পশিল গো-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ বিশ্>}
- Bengali Word পশু English definition [পোশু] (বিশেষ্য) ১ জানোয়ার; প্রাণী; লেজবিশিষ্ট চতুষ্পদ জন্তু। ২ অবিবেকী; মূঢ়; পশু-প্রকৃতির মানুষ। ৩ (তন্ত্রমতে) মদ্য মাংস বর্জনকারী সংযমশীল সাধক (পশ্বাচার)। পশুত্ব (বিশেষ্য) ১ পশুর স্বভাব বা ধর্ম। ২ পশুর মতো আচরণ। পশুধর্ম (বিশেষ্য) ১ পশুর স্বভাবগত ধর্ম বা বৃত্তি। ২ মৈথুন। পশুশালা (বিশেষ্য) চিড়িয়াখানা; জনগণকে প্রদর্শনের ও সংরক্ষণের জন্য জীবজন্তু পালন করা হয় যেখানে; zoo। {(তৎসম বা সংস্কৃত) □ দৃশ্>পশ্+উ(কু)}
- Bengali Word পশুরি, পশুরী English definition ⇒ পসুরি
- Bengali Word পশ্চাত্তাপ English definition [পশ্চাত্তাপ্] (বিশেষ্য) অনুতাপ; পস্তানো। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ+তাপ}
- Bengali Word পশ্চাদ্গামী English definition [পশ্চাদ্গামি] (বিশেষণ) পিছনে বা পরে গমন করে এমন; অনুসরণকারী। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ+গামী}
- Bengali Word পশ্চাদ্ভূমি English definition [পশ্চাদ্ভূমি] (বিশেষ্য) ১ পিছনের স্থান। ২ চিত্রাদি বিষয়বস্তুকে বিশিষ্ট করে তোলার জন্য পিছনের বা দূরের দৃশ্যাবলি; পটভূমি; background। ৩ আমদানি-রপ্তানি কাজের জন্য নদী বা সমুদ্র তীরবর্তী উপযুক্ত স্থান। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ+ভূমি}
- Bengali Word পশ্চার্ধ English definition [পশ্চার্ধো] (বিশেষ্য) ১ নাভি থেকে পা পর্যন্ত দেহভাগ; অধমাঙ্গ। ২ নিম্নার্ধ। ৩ শেষার্ধ। {(তৎসম বা সংস্কৃত) অপর>পশ্চ+অর্ধ}
- Bengali Word পশ্চাৎ English definition [পশ্চাত্] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) ১ পরে; পিছে (পশ্চাৎ বলব)। ২ পেছনে। ৩ পরবর্তী সময়ে (পশ্চাতে বিবেচনা করব)। {(তৎসম বা সংস্কৃত) অপর>পশ্চ+আৎ}
- Bengali Word পশ্চাৎপদ English definition [পশ্চাত্পদ্] (বিশেষণ) পিছপা; পিছনের হটে আসে এমন। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ+পদ}
- Bengali Word পশ্চিম English definition [পোশ্চিম্] (বিশেষ্য) ১ পূর্বদিকের বিপরীত দিক; সূর্য অস্ত যায় যে দিকে; প্রতীচী। ২ ইউরোপ আমেরিকা প্রভৃতি পাশ্চাত্য দেশসমূহ (পশ্চিম আজ খুলিয়াছে দ্বার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ চরম; শেষ। ৪ পশ্চিমে অবস্থিত (পশ্চিম দেশ)। ৫ অনন্তর। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ+ইম (ডিমচ্)}
- Bengali Word পশ্চিমা, পশ্চিমে English definition [পোশ্চিমা, পোশ্চিমে] (বিশেষণ) ১ পশ্চিম দিকের (পশ্চিমা হাওয়া, পশ্চিমে হাওয়া)। ২ পশ্চিম দেশবাসী; পশ্চিমদেশীয়। □ (বিশেষ্য) প্রতীচ্যবাসী; পশ্চিমাঞ্চলবাসী লোক। {(তৎসম বা সংস্কৃত) পশ্চিম+(বাংলা) আ, এ}
- Bengali Word পশ্বধম English definition [পোশ্শোধম্] (বিশেষ্য) পশুর চেয়েও অধম। {(তৎসম বা সংস্কৃত) পশু+অধম}
- Bengali Word পশ্বাচার English definition [পোশ্শাচার্] (বিশেষ্য) ১ তান্ত্রিক সাধকের আচারবিশেষ। ২ পশুর ন্যায় আচরণ। পশ্বাচারী (-রিন্) (বিশেষণ) পশ্বাচার করে এমন। {(তৎসম বা সংস্কৃত) পশু+ আচার}
- Bengali Word পষ্ট English definition [পশ্টো] (বিশেষণ) স্পষ্ট; অকপট; খোলা। পষ্টাপষ্টি (ক্রিয়াবিশেষণ) স্পষ্টভাবে; অকপটে; খোলাখুলি (আমি দুজনকে সামনে বসিয়ে পষ্টাপষ্টি বললুম-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) স্পষ্ট>}
- Bengali Word পসন্দ English definition ⇒ পছন্দ
- Bengali Word পসন্ন English definition (প্রাচীন বাংলা) ⇒ প্রসন্ন
- Bengali Word পসরা, পশরা English definition [পশোরা] (বিশেষ্য) ১ আলো; কিরণ; প্রভা (পুরী মাঝে জ্বলে কন্যা চান্দের পশরা-(পূর্ববঙ্গ গীতিকা))। ২ ক্ষেপ; খেয়াপার (সোনার তরী এসে গেছে পসরা বয়ে বয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পণ্যাধার; যে পাত্রে পণ্যদ্রব্য রাখা হয় (পসারি গোপের নারী বসিয়াছে সারি সারি রসের পসরা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ ক্রীত বস্তুর বোঝা (নামাও পসরা ভার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ পণ্যদ্রব্য; দ্রব্যসম্ভার (কিনিতে বেচিতে ভাল পারয়ে পসরা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্রসার>}
- Bengali Word পসলা, পশলা, পসালা, পশাল English definition [পশ্লা, পশ্লা, পশালা, পশাল্] (বিশেষ্য) বর্ষণ; বারিপতন (দক্ষের সেনাবর ছাগয়ে খর শর যেন মেঘে পানী পসালা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী; অশ্রুর প্রথম পশালটা সবেগে বর্ষণ হইয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) পশ (পানি ছিটানো)}
- Bengali Word পসার ১, পশার English definition [পশার্] (বিশেষ্য) ১ দোকান (পসারী পসার ঢাকে ভাঙ্গুর তরাসে-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ২ পণ্যসামগ্রীর আধার (দধি দুধে পসার সাজাআঁ-বড়ু চণ্ডীদাস)। ৩ পণ্যসম্ভার। ৪ ব্যবসায়ে উন্নতি (উকিলের বা ডাক্তারের পসার)। {(তৎসম বা সংস্কৃত) প্রসার>}
- Bengali Word পসার ২ English definition [পশার্] (বিশেষ্য) ১ প্রতিপত্তি খ্যাতি খরিদ্দার মক্কেল প্রভৃতির প্রাচুর্য। ২ প্রসার; বিস্তার। ৩ (মধ্যযুগীয় বাংলা) পাশা খেলা (সদাগর পসার খেলায়-মানিক গাঙ্গুলী)। {(তৎসম বা সংস্কৃত) প্রসার>}