প পৃষ্ঠা ৪০
- Bengali Word পাংশু, পাংসু English definition [পাঙ্শু] (বিশেষণ) ছাই; ভষ্ম; পাঁশ। ২ ধুলা; রজঃ (চরণ প্রহারে পাংশু উড়য় অপার-সৈয়দ আলাওল)। ৩ কলঙ্ক; দোষ। ৪ পাপ। ৫ পাণ্ডুবর্ণ (পাংশু কুণ্ডল মলিন বেশ-সত্যেন্দ্রনাথ দত্ত)। পাংশুল (বিশেষণ) ১ ধূলিপূর্ণ। ২ ছাইবর্ণ (অসীম অকূল দুর্ভাবনার পাংশুল ছায়া মেলে-সত্যেন্দ্রনাথ দত্ত; ছোটবাবু পাংশুল চোখমুখ নিয়ে দীনুর মুখের দিকে এক লক্ষ্যে তাকিয়ে রইলো-সরদার জয়েনউদ্দীন)। ৩ কলঙ্কযুক্ত। ৪ পাপিষ্ঠ। পাংশুলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ধূলিপূর্ণা। □ (বিশেষণ) পাপিষ্ঠা; কলঙ্কযুক্তা; দুশ্চরিত্রা। □ (বিশেষ্য) কুলটা। ২ রজস্বলা নারী। ৩ পৃথিবী। পাংশুবর্ণ (বিশেষ্য) ধুলার রং। ২ ছাইয়ের রং। □ (বিশেষণ) ছাইয়ের মতো বর্ণ এমন; ফ্যাকাশে। পাংশু মুখ (বিশেষণ) বিষণ্ন মুখ; শুষ্কবদন। {(তৎসম বা সংস্কৃত) □ পংশ্, □ পংস্+উ(কু)}
- Bengali Word পাংসন English definition ⇒ পাংশন
- Bengali Word পাংসু English definition ⇒ পাংশু
- Bengali Word পাঅ (মধ্যযুগীয় বাংলা) English definition [পায়] (অব্যয়) প্রায়; মতো (আগুনির পাঅ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) প্রায়>পাঅ}
- Bengali Word পাই ১ English definition [পাই] (বিশেষ্য) ১ পুরনো এক পয়সার এক-চতুর্থাংশ। ২ মুদ্রাবিশেষ। ৩ (মধ্যযুগীয় বাংলা) পা; পায়া (তেপাই চৌপাই পরিহাস-বিদ্যাপতি)। পাই পাই হিসাব (বিশেষ্য) সম্পূর্ণ প্রাপ্য। {(তৎসম বা সংস্কৃত) পাদ>}
- Bengali Word পাই ২ English definition [পাই] (ক্রিয়া) ১ প্রাপ্ত হই। ২ লাভ করি। {□ পা>}
- Bengali Word পাই ২ English definition [পাই] (অসমাপিকা ক্রিয়া) পেয়ে; পাইয়া (তরুণী পাই পরিহাস-বিদ্যাপতি)। {□ পা>}
- Bengali Word পাইক English definition [পায়িক] (বিশেষ্য) ১ পদাতিক সৈন্য (পাইক পদাতি সাজে সত্তুর হাজার-হেয়াত মাহমুদ)। ২ সংবাদবাহক (উচ্চরবে পাইক যাবে হেঁকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ লাঠিয়াল; লেঠেল (পাইকে পাইকে যুঝে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ পেয়াদা। ৫ দাঁড়ি (পাইক মাঝি এড়ি গেল নৌকা রইল পড়ি-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) পদাতিক>(প্রাকৃত)পাইক্ক>; (ফারসি) পেক}
- Bengali Word পাইকস্ত, পাইকস্তা English definition [পাইকস্তো, পাইকস্তা] (বিশেষ্য) এক জমিদারের অধীনে বাস করে যে ব্যক্তি অপর জমিদারের অধীনস্থ গ্রামে চাষ করে বা জমিজমা রাখে তাকে পাইকস্তা রায়ত বলে এবং ঐ ধরনের জমিকে বলে পাইকস্তা জমি (এক্ষণে গাঁতি অর্থাৎ খোদকস্তা প্রজা এত ও পাইকস্তা এত-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ফারসি) পায়েকাশ্ত}
- Bengali Word পাইকা English definition [পাইকা] (বিশেষ্য) ছাপার অক্ষরের আকারবিশেষ। {(ইংরেজি) pica}
- Bengali Word পাইকার, পাইকের English definition [পাইকার্, পাইকের্] (বিশেষ্য) ১ যে থোকে অনেক জিনিস ক্রয় বা বিক্রয় করে। ২ থোকে জিনিস কিনে খুচরা বিক্রয়কারী। ৩ ফেরিওয়ালা। পাইকারি (বিশেষণ) ১ থোক ক্রয়-বিক্রয় সম্বন্ধীয়। ২ খুচরার বিপরীত (পাইকারি দর)। ৩ এক সঙ্গে অনেক জিনিস ক্রয় বা বিক্রয় হয় এমন (পাইকারি ব্যবসায়ী, পাইকরি খদ্দের)। ৪ সমষ্টিগত; collective (পাইকারি ধরপাকড়)। {(ফারসি) পাইকার}
- Bengali Word পাইট, পাট English definition [পাইট্, পাট্] (বিশেষ্য) ১ পারিপাট্য; শৃঙ্খলা; ভাঁজ। ২ আবাদ; ক্ষেত বপনোপযোগীকরণ (নিজেও পাঁচনী হাতে করিয়া তরিতরকারির গাছ পাইট করিয়া দেন-মীর মশাররফ হোসেন)। ৩ মজুর; কৃষাণ। ৪ চাষের যথাযোগ্য কাজ-কর্ম (ধানের পাইটও আছে, তদারক না করিলে কলা ধরিতে পারে-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৫ মাঝি; দাঁড়ি। {পাটি>}
- Bengali Word পাইড English definition [পাইড্] (বিশেষ্য) নদীর পাড়। {পাটক>}
- Bengali Word পাইতুঁ (মধ্যযুগীয় বাংলা) English definition [পাইতুঁ] (ক্রিয়া) পেতাম (দেখিতে পাইতুঁ, শিরোপা করিতুঁ-চণ্ডীদাস)। {□ পা>}
- Bengali Word পাইন English definition ⇒ পান২
- Bengali Word পাইন্ট, পাঁইট, পাঁই English definition [পাইন্ট্, পাইট্, পাঁট্] (বিশেষ্য) জলীয় দ্রব্যের পরিমাণ; প্রায় দেড় পোয়া (সন্তানের প্রায় প্রতিদিন বিনামূল্যে কিন পাইন্ট দুধ-ওবায়েদুল হক)। {(ইংরেজি) pint}
- Bengali Word পাইপ English definition [পাইপ্] (বিশেষ্য) ১ নল; পানির কল। ২ ধূমপানের নলবিশেষ (হুঁকো থেকে বিড়ি, বিড়ি থেকে সিগারেট, সিগারেট থেকে পাইপ, এটাই ক্রমোন্নতির ধারা-ওবায়েদুল হক)। {(ইংরেজি) pipe}
- Bengali Word পাইল English definition ⇒ পাল২
- Bengali Word পাইলট English definition [পাইলট্] (বিশেষ্য) চালক; বিমান চালক; জাহাজ চালক; পথ প্রদর্শক। {(ইংরেজি) pilot}
- Bengali Word পাউ (মধ্যযুগীয় বাংলা) English definition পাউ (মধ্যযুগীয় বাংলা), -(পূর্ববঙ্গ গীতিকা)) [পাউ] (বিশেষ্য) পশু। {(তৎসম বা সংস্কৃত) পশু>}