প পৃষ্ঠা ৩৯
- Bengali Word পাঁজর, পাঁজরা English definition [পাঁজোর্, পাঁজ্রা] (বিশেষ্য) পঞ্জর; বুকের ও পার্শ্বদেশের অস্থি বা হাড় (হিয়া জর জর খসিল পাঁজর-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্জর>}
- Bengali Word পাঁজা ১ English definition [পাঁজা] (বিশেষ্য) পোড়াবার জন্য ইটের স্তুপ (একটি ইটের পাঁজা-অবনীন্দ্রনাথ ঠাকুর; রোদে রাঙ্গা ইটের পাঁজা-সুকুমার রায়)। {(ফারসি) পাজাবহ }
- Bengali Word পাঁজা ২ English definition [পাঁজা] (বিশেষ্য) গুচ্ছ; আটি; রাশি। {(তৎসম বা সংস্কৃত) পুঞ্জ>}
- Bengali Word পাঁজা ৩ English definition [পাঁজা] (বিশেষ্য) দুই করতল প্রসারিত করে ধারণ (পাঁজা করি চন্দ্রকেতু ধরিল সত্বর-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। পাঁজাকোলা (বিশেষণ) দুই হাত বাড়িয়ে জাপটে ধরে কোলের মধ্যে উত্তোলিত (তাঁহাকে পাঁজাকোলা করিয়া ধরিয়া বাটির ভিতর লইয়া গেল-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ফারসি) পান্জাহ}
- Bengali Word পাঁজি, পাঁজী English definition [পাঁজি] (বিশেষ্য) পঞ্জিকা; মাস তিথি বার শুভাশুভ দিন গণনা ইত্যাদি নির্ধারণের জন্য জ্যোতিষ শাস্ত্রোক্ত সাংকেতিক গ্রন্থ (সে তো পাঁজি দেখিয়া যাত্রা শুরু করে নাই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। পাঁজি পুঁথি (বিশেষ্য) হিন্দু পঞ্জিকা ও শাস্ত্রগ্রন্থ; প্রামাণ্য গ্রন্থ; পুঁথিপত্র (এই বেশে শিষ্যগণ সঙ্গে ফিরে অনুক্ষণ পাঁজি পুঁথি বোঝা লয়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। হাতে পাঁজি মঙ্গলবার-কাছে পাঁজি থাকতে দিন তারিখ শুভাশুভ নির্ধারণের জন্য ভাবনা; (আলঙ্কারিক) প্রত্যক্ষ প্রমাণ থাকতে অনাবশ্যক দুশ্চিন্তা। {(তৎসম বা সংস্কৃত) পঞ্জিকা>}
- Bengali Word পাঁট English definition ⇒ পাইন্ট
- Bengali Word পাঁঠা, পাঁটা English definition [পাঁঠা, পাঁটা] (বিশেষ্য) ১ পুং ছাগ। ২ (আলঙ্কারিক) গালিবিশেষ; বুদ্ধিশূন্য ব্যক্তি। পাঁঠি, পাঁঠী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তুলনীয়) (হিন্দি) পট্ঠা}
- Bengali Word পাঁতর, পাঁথর (মধ্যযুগীয় বাংলা), পূগী) English definition [পাঁতর্, পাঁথর্] (বিশেষ্য) প্রান্তর; বড় মাঠ। {(তৎসম বা সংস্কৃত) প্রান্তর}
- Bengali Word পাঁতি English definition [পাঁতি] (বিশেষ্য) ১ শ্রেণি; সারি (দাঁতের পাঁতি)। ২ শাস্ত্রীয় বচন; ব্যবস্থাপত্র। ৩ পত্র; চিঠি; লিপি (দঃখ পাঁতি লিখে পাঠাইল স্থানে স্থানে-সৈয়দ আলাওল)। ৪ ধরন; পদ্ধতি; রীতি। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক্তি>}
- Bengali Word পাঁদাড় English definition [পাঁদাড়্] (বিশেষ্য) ১ বাড়ির পিছনের নোংরা আবর্জনাপূর্ণ জায়গা (পাঁদাড়ে গড়াগড়ি যেতে লাগলো-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্কাগার>}
- Bengali Word পাঁপর ২, পাপর English definition [পাঁপোর্, পাপোর্] (বিশেষ্য) নিঃস্ব ব্যক্তি, যার মোকদ্দমার ব্যয়ভার সরকার বহন করেন; পপার। {(ইংরেজি) pauper}
- Bengali Word পাঁপর, পাঁপড় English definition [পাঁপোর্, পাঁপোড়্] (বিশেষ্য) বিভিন্ন মসলামিশ্রিত করে ডালবাটা দিয়ে তৈরি তেলেভাজা পাতলা মচমচে রুটিবিশেষ (পাঁপর ভাজা)। {(তৎসম বা সংস্কৃত) পর্পট>}
- Bengali Word পাঁপড় English definition ⇒ পাপর
- Bengali Word পাঁশ English definition [পাঁশ] (বিশেষ্য) ১ ছাই; ভষ্ম। ২ ছাইয়ের ন্যায় অকিঞ্চিৎকর বস্তু (কী ছাইপাঁশ এনেছ)। ছাইপাঁশ (বিশেষ্য) ফেলে দেওয়ার মতো অকিঞ্চিৎকর বস্তু (এ ছাইপাঁশ ফেলে দিলে উপকার হবে)। পাঁশগাদা (বিশেষ্য) ছাইগাদা; ভষ্মস্তূপ (ছোট রানী পাঁশগাদার পাশে মাছ কুটিতে বসিলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) পাংশু>}
- Bengali Word পাঁশুটে English definition [পাঁশুটে] (বিশেষণ) পাংশুবর্ণ বিশিষ্ট; ছাইবর্ণ; ash-coloured (কালকের মতোই পাঁশুটে সন্ধে; কিম্বা আরো একটা নিবিড়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) পাংশু>+(বাংলা) টিয়া>}
- Bengali Word পাঁড় English definition [পাড়্] (বিশেষণ) ১ পাকা (পাঁড় শসা)। ২ সম্পূর্ণ (পাঁড় মাতাল)। পাঁড় মাতাল (বিশেষ্য) বদ্ধমাতাল; অতিশয় মদ্যাসক্ত (দুটোই পাঁড়মাতাল-রাজশেখর বসু (পরমু))। {(তৎসম বা সংস্কৃত) পণ্ড>}
- Bengali Word পাঁড়ে English definition [পাঁড়ে] (বিশেষ্য) ১ হিন্দুস্থানি ব্রাহ্মণদের পদবি বা উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পণ্ডিত; (তুলনীয়) (হিন্দি) পাণ্ডা> পাঁড়ে}
- Bengali Word পাঁয়জোর English definition ⇒ পাঁইজোর
- Bengali Word পাঁয়তারা, পাঁইতারা English definition [পাঁয়তারা, পাঁইতারা] (বিশেষ্য) ১ মল্লযুদ্ধাদিতে আক্রমণের পূর্বোদ্যোগস্বরূপ হাত-পা খেলানো। ২ কোনো কাজের আগে আস্ফালন (পাঁয়তাড়া আর কদ্দিন ভালো লাগে-আবু ইসহাক)। {(ফারসি) পায় + (আরবি) তুরাব, (তৎসম বা সংস্কৃত) পদান্তর>(প্রাকৃত)পয়ান্তর> (হিন্দি) পাঁয়তারা}
- Bengali Word পাংশন, পাংসন English definition [পাঙ্শোন্] (বিশেষণ) দূষণকারী; কলঙ্কিতকারী। {(তৎসম বা সংস্কৃত) □ পংশ্, □ পংস্+অন (ল্যুট্)}