প পৃষ্ঠা ৩৮
- Bengali Word পা ২ English definition [পা] (বিশেষ্য) স্বরগ্রামের পঞ্চম স্বরের লিখিত চিহৃ বা সংকেত। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চম>}
- Bengali Word পাঁইজ English definition ⇒ পাঁজ২
- Bengali Word পাঁইজোর, পাঁয়জোর English definition [পাইজোর্, পায়্জোর্] (বিশেষ্য) পায়ের অলক্ত বা নূপুর (রিনিঝিনি রিমঝিম বাজে পাঁইজোর-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) পাদ>+জোর<(হিন্দি) জেওর}
- Bengali Word পাঁইট English definition ⇒ পাইণ্ট
- Bengali Word পাঁইতারা English definition ⇒ পাঁয়তারা
- Bengali Word পাঁউরুটি, পাউরুটি English definition [পাঁউরুটি, পাউরুটি] (বিশেষ্য) বিশেষ পদ্ধতিতে তৈরি রুটিবিশেষ (আমি ভাত ছাড়িয়াছি পাঁউরুটি খাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(পর্তুগিজ) pao}
- Bengali Word পাঁক English definition [পাঁক্] (বিশেষ্য) কাদা; কর্দম (টানছে তাদের ওই পাঁকে-সত্যেন্দ্রনাথ দত্ত; এক পাঁক গ্লানিতে ডুবে গেলেন তিনি-সৈয়দ শামসুল হক)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক}
- Bengali Word পাঁকাটি English definition ⇒ পেঁকাটি
- Bengali Word পাঁকাল, পাকাল English definition [পাকাল্] (বিশেষ্য) বাইম বা বাইন মাছ, পাঁক বা কাদায় বাস করে বলে নাম পাঁকাল (শূকরও পাঁক ঘাটে, পাঁকাল মাছও পাঁক গাটে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ পান্তা ভাত (উদর পূরিয়া ভুঞ্জি প্রাণ পাই পাইলে পাঁকাল-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক>পাঁক+(বাংলা) আল}
- Bengali Word পাঁকুই, পাঁকই English definition [পাঁকুই, পাঁকোই] (বিশেষ্য) জলকাদা লেগে আঙ্গুলের সন্ধিতে উৎপন্ন ক্ষত; হাজারোগ (সন্ধিতে পাঁকুই মৈল ঘা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পঙক>পাঁক+উই, অই}
- Bengali Word পাঁচ English definition [পাঁচ্] (বিশেষ্য), (বিশেষণ) ৫ সংখ্যা বা সংখ্যক। পাঁচই, পাঁচুই (বিশেষ্য) মাসের পঞ্চম দিবস বা পাঁচ তারিখ। পাঁচকথা (বিশেষ্য) নানা ধরনের কথা; কটুবাক্য (পাঁচ কথা শুনিয়ে দিল)। পাঁচ চুলা, পাঁচ চুলো (বিশেষ্য) বিশ্রী অসমানভাবে চুলছাটা (পাঁচ চুলা করে দিল পেঁচ গোটা দশ-ঘনরাম চক্রবর্তী)। পাঁচজন (বিশেষ্য) জনসাধারণ; পঞ্চায়েত (পাঁচজনে মন্দ বলে)। পাঁচনরি (বিশেষ্য) পাঁচ নহর যুক্ত হার। পাঁচ-পাঁচি (বিশেষ্য) পাঁচজনের মধ্যে প্রচলিত; সাধারণ (পরম সুন্দর ও চমৎকার অসুন্দর দুইই দুর্লভ, পাঁচ-পাঁচিই জগতে প্রচুর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পাঁচফোড়ন (বিশেষ্য) জিরা কালজিরা মেথি মৌরি রাঁধুনি-রন্ধনে ব্যবহৃত এই পাঁচ রকমের মসলা। পাঁচ মিশালি, পাঁচ মিশালী, পাঁচ মিশুলি (বিশেষণ) ১ পাঁচ রকম অর্থাৎ বিবিধ দ্রব্যের সংমিশ্রণে প্রস্তুত (জীবনটা একটা পাঁচ মিশালি রকমের জোড়াতাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মিশ্রিত (পাঁচমিশালি গান)। পাঁচসাত, পঞ্চায়েত, সাতপাঁচ (বিশেষ্য) অগ্রপশ্চাৎ; বিবিধ প্রকার জল্পনা-কল্পনা (তখনে গুনিল রাধা মনে পাঞ্চসাত-বড়ু চণ্ডীদাস)। পাঁচহাতি, পাঁচহাতী (বিশেষণ) পাঁচহাত লম্বা (পাঁচহাতি কাপড়)। পাঁচাপাঁচি (মধ্যযুগীয় বাংলা) কথা কাটাকাটি; বাকবিতণ্ডা (এইরূপ দুজনে কথার পাঁচাপাঁচি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ>; (ফারসি) পাঁচ}
- Bengali Word পাঁচট, পাচট, পাঁচুটি, পাচুটি (মধ্যযুগীয় বাংলা) English definition [পাঁচট্, পাচট্, পাঁচুটি, পাচুটি] (বিশেষ্য) সন্তান ভূমিষ্ঠ হওয়ার পঞ্চম দিনে হিন্দুদের পালনীয় জাতধর্ম বিশেষ (পাঁচুটি পাউস বিসর্জন-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ>পাঁচ+ষষ্ঠী>}
- Bengali Word পাঁচন English definition ⇒ পাচন
- Bengali Word পাঁচনবাড়ি, পাঁচনি, পাঁচানি English definition ⇒ পাচনবাড়ি
- Bengali Word পাঁচালি, পাঁচালী English definition [পাঁচালি] (বিশেষ্য) ১ এক প্রকার বর্ণনাত্মক কাব্য যা রাগ-রাগিণী সমেত গায়েন-মুখে নাচ-গান- বাদ্যযোগে অতীতে গীত হতো। ২ গীতাভিনয় বিশেষ (পাঁচালির দল)। ৩ কবিগানের একটি অংশ যেখানে কবিয়ালদ্বয় ছড়া কেটে বাদানুবাদ করে থাকেন। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চালিকা (পুত্তলিকা) অথবা পঞ্চালক> (মূল গায়েনের সঙ্গে সমবেত কন্ঠে গান) পাঞ্চালি> পাঁচালি}
- Bengali Word পাঁচিল, পাচিল English definition [পাঁচিল্, পাচিল্] (বিশেষ্য) প্রাচীর; দেয়াল (আজ নিমেষে মুক্তি দেবো তারে, ভেঙ্গে কারার পাঁচিল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) প্রাচীর>}
- Bengali Word পাঁচে (মধ্যযুগীয় বাংলা) English definition [পাঁচে] (ক্রিয়া) পাঠায় (বড় বড় বীর পাঁচে সেই ত দক্ষিণে-কৃত্তিবাস ওঝা)। পাঁচিলেক (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) পাঠাল (নল-নীল-পাঁচিলেক-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) প্রেরণ>}
- Bengali Word পাঁচড়া English definition [পাঁচ্ড়া] (বিশেষ্য) এক প্রকার চর্মরোগ; খোস কণ্ডুরোগ। {(তৎসম বা সংস্কৃত) পিচ্চট>}
- Bengali Word পাঁজ ১ English definition [পাঁজ] (বিশেষ্য) পদচিহৃ; পদাঙ্ক। {(তৎসম বা সংস্কৃত) প্রেরণ>}
- Bengali Word পাঁজ ২, পাঁইজ English definition [পাঁজ্, পাঁইজ্] (বিশেষ্য) ১ সুতা কাটার জন্য পরিষ্কার করে ভাঁজ করা তুলা। ২ পেঁজা তুলার বাতি; পলিতা; মোটা সলিতা (ঝিউড়ির খেই বউড়ির পাঁজ গো-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্জি>; (তৎসম বা সংস্কৃত) পুঞ্জ}